Grameen Bank Apprentice Officer Exam
Question Solution-2021
পদের নামঃ-শিক্ষানবিশ অফিসার/ট্রেইনি অফিসার
পরীক্ষার তারিখঃ-১১/০৯/২০২১
১. বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান প্রবর্তিত হয় কত সালে? উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
৩. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থানগড়ে [বগুড়া]
৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তরঃ সোনারগাঁও [রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।]
৫. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? উত্তরঃ পর্তুগীজরা
৬. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? উত্তরঃ মুঘল সম্রাট আকবর
৭. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? উত্তরঃ সোমপুর বিহার
৮. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? উত্তরঃ বিজয়পুরে [নেত্রকোণা]
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তরঃ ১৯২১ সালে
১০. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? উত্তরঃ ,মির্জা আহমদ খান
১১. পাখি ছাড়া ‘বলাকা’ও ‘দোয়েল’নামে পরিচিত হচ্ছে? উত্তরঃ দুটি উন্নত জাতের গমশস্য
১২. ‘অগ্নিশ্বর’,‘কানাইবাসী’,‘মোহনবাঁসী’ও‘বীটজব’ কী জাতীয় ফলের নাম? উত্তরঃ কলা
১৩. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে? উত্তরঃ ১৭৯৩ সালে [লর্ড কর্নওয়ালিস]
১৪. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তরঃ হুমায়ূন
১৫. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর? উত্তরঃ স্যার এ.এফ. রহমান
১৬. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? উত্তরঃ হামিদুজ্জামান খান
১৭. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? উত্তরঃ কেলভিন
১৮. ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে? উত্তরঃ অ্যালবিউমিন
১৯. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তরঃ কোর্ট অব আরবিট্রেশন
২০. পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে? উত্তরঃ গৌতম ঘোষ [ মূল রচনা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস]
২১. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? উত্তরঃ বর্ধমান হাউজ
২২. গুয়ানতানামো বে কোথায় অবস্থিত? উত্তরঃ কিউবায়
২৩. বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? উত্তরঃ মুম্বাই [বর্তমানে ঢাকা]
২৪. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি? উত্তরঃ নারিকেল জিনজিরা
২৫. কপালকুণ্ডলা (১৮৬৬) যে প্রকৃতির রচনা? উত্তরঃ রোমান্সধর্মী উপন্যাস
২৬. তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৭. ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটির রচিয়তা কে? উত্তরঃ নির্মলেন্দু গুণ
২৮. আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
২৯. চোখের বালি উপন্যাসটির লেখক কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩০. তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতার রচয়িতা কে? উত্তরঃ শামসুর রাহমান
৩১. ‘ শূন্যপুরাণ’ রচনা করেছেন কে? উত্তরঃ রামাই পণ্ডিত
৩২. সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তরঃ আকাল
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অধিকাংশ যাকে উদ্দশ্য করে লেখা? উত্তরঃ ইন্দিরা দেবীকে
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহের পদাবলীর ভাষা কি? উত্তরঃ ব্রজবুলি ভাষা
৩৫. সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩৬. বর্ণ পরিচয় কার লেখা? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩৭. অশোক সৈয়দ কার ছদ্মনাম? উত্তরঃ আবদুল মান্নান সৈয়দ
৩৮. গাড়ি চলে না চলে না রে গানটির গীতিকার কে? উত্তরঃ শাহ আবদুল করিম
৩৯. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? উত্তরঃ গোবিন্দ হালদার [সুরকার ও শিল্পী আপেল মাহমুদ]
৪০. সনেটের কয়টি অংশ থাকে? উত্তরঃ দুটি অংশ
৪১. বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রকাশিত হয়? উত্তরঃ ১৯২৩
৪২. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
৪৩. পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ সঞ্জয় ভট্টাচার্য
৪৪. ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে? উত্তরঃ ভাষাকে বিশ্লেষণ করে
৪৫. স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়? উত্তরঃ আদি স্বরাগম
৪৬. অনাদার শব্দটির ব্যাসবাক্য কী? উত্তরঃ ন আদর
৪৭. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ -কোন বাক্যের উদাহরণ? উত্তরঃ সরল বাক্য
৪৮. ”ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে? উত্তরঃ তাড়নজাত
৪৯. ণত্ব ও ষত্ব বিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তরঃ তৎসম বা সংস্কৃত শব্দে
৫০. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তরঃ ধ্বনিতত্ত্বে
৫১. পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ পিতৃ + আলয়
৫২. পরস্পর’ কোন ধরনের সন্ধি? উত্তরঃ নিপাতনে সিদ্ধ
৫৩. সম+চয়= সঞ্চয় কোন সন্ধি? উত্তরঃ ব্যঞ্জন সন্ধি
৫৪. পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ পরি+ঈক্ষা
৫৫. কোন প্রত্যয়যুক্ত শব্দে ষ হয় না? উত্তরঃ সাৎ
৫৬. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? উত্তরঃ সংস্কৃত
৫৭. আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত? উত্তরঃ দ্বন্দ্ব সমাস [আল ও ছায়া = আলোছায়া]
৫৮. ‘প্রভাতে উঠিল রবি লোহিত বরণ’ বাক্যে ‘প্রভাতে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে ৭মী
৫৯. ষোলকথা শব্দের অর্থ কি? উত্তরঃ সম্পূর্ণ
৬০. ফুটিফাটা বাগধারার অর্থ কি? উত্তরঃ চৌচির
৬১. ‘যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে’ — এক কথায় কী হবে? উত্তরঃ হাতুড়ে
৬২. ‘যার বিশেষ খ্যাতি আছে যার’ এক কথায়? উত্তরঃ বিখ্যাত
৬৩. প্রাচ্য এর বিপরীত শব্দ কী? উত্তরঃ প্রতীচ্য
৬৪. নির্মল শব্দের বিপরীত শব্দ কী? উত্তরঃ পঙ্কিল
৬৫. Pragmatic এর সঠিক অর্থ কি? উত্তরঃ বাস্তবধর্মী
৬৬. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? উত্তরঃ পুঞ্জি
৬৭. বর্ণালী ও শুভ্র কিসের নাম? উত্তরঃ উন্নত জাতের ভূট্টা
৬৮. বাংলাদেশের ডাক বিভাগের ডাক টাকা চালু হয় কবে? উত্তরঃ ১১ ডিসেম্বর ২০১৭
৬৯. মুজিবনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুর জেলায়
৭০. ৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয়? উত্তরঃ লাহোরে
Courtesy: jobstestbd.com
আরো পড়ুনঃ-
- আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাব-রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২
- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৩
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।