নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সিনিয়র
স্টাফ নার্স পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
পদের নামঃ- সিনিয়র স্টাফ নার্স
পরীক্ষার তারিখঃ- ০৯/০২/২০১৮
বাংলা প্রশ্ন সমাধান
১. কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?
ক) সংবাদ প্রভাকর✔
খ) বাঙ্গাল গেজেট
গ) সম্বাদ কৌমদী
ঘ) সমাচার দর্পণ
২. চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা__
ক) চণ্ডীদাস
খ) মুকুন্দরাম চক্রবর্তী✔
গ) ভারতচন্দ্র
ঘ) বিপ্রদাস পিপিলাই
৩. নিচের কোনটি বিঙ্গমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস ?
ক) ঘরে বাইরে
খ) কৃষ্ণকান্তের উইল✔
গ) কাশবনের কন্যা
ঘ) নৌকাডুবি
৪. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
ক) আবু জাফর ওবায়দুল্লাহ্
খ) শামসুর রাহমান
গ) মাহবুব-উল-আলম চৌধুরী✔
ঘ) নির্মলেন্দু গুণ
৫. নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য?
ক) লাইলী মজনু
খ) ইউসুফ জোলেখা
গ) পদ্মাবতী✔
ঘ) মনোহর মধুমালতী
৬. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
ক) রাজা রামমোহন রায়
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔
৭. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭৯৯ খ) ১৮০০✔
গ) ১৮০১
ঘ) ১৮০২
৮. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে?
ক) ১৯১২ সালে
খ) ১৯১৩ সালে✔
গ) ১৯১৪ সালে
ঘ) ১৯১৯ সালে
৯. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে✔
খ) প্যারীচাঁদ মিত্রকে
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
ঘ) রাজা রামমোহন রায়কে
১০. ‘ব্রজবুলি’ ভাষঅর স্রষ্ট্রা কে?
ক) মাধবাচার্য
খ) চণ্ডীদাস
গ) গোবিন্দ দাস
ঘ) বিদ্যাপতি✔
১১. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি ?
ক) মাগুরা
খ) যশোর✔
গ) খুলনা
ঘ) সাতক্ষীরা
১২. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য?
ক) হাঙর নদী গ্রেনেড✔
খ) চিলেকোঠার সেপাই
গ) নেমেসিস
ঘ) কবর
১৩. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক) গৌড়ের
খ) চট্রগ্রামের
গ) মিথিলার✔
ঘ) নেপালের
১৪. চর্যাপদের আদি কবি কে?
ক) লুইপা✔
খ) কাহুপা
গ) ঢেণ্ডনপা
ঘ) শবরপা
১৫. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি ‘ কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) বিহারীলালা চক্রবর্তী✔
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ইংরেজি প্রশ্ন সমাধান
- The passive form of the sentence ‘I have killed the bird ‘ is_
ক) The bird has killed by me.
খ) The bird has been killed by me. ✔
গ) The bird have been killed by me.
ঘ) The bird has been being killed by me.
- What type of noun is kindness?
ক) Proper
খ) Common
গ) Abstract✔
ঘ) Material
- Many people of our country live ____ head to mouth.
ক) on
খ) with
গ) from✔
ঘ) by
- A mayor is an elected person who runs a _______
ক) City✔
খ) State
গ) County
ঘ) Country
- I am going to _____USA.
ক) a
খ) an
গ) the✔
ঘ) none of these
- What is the adjective of the ‘tax’?
ক) Texasion
খ) Taxing
গ) Tazable✔
ঘ) Taxability
- What is the plural of deer’?
ক) deers
খ) deerese
গ) deeres
ঘ) deer✔
- I was waiting Ushoni ____she never came .
ক) but✔
খ) and
গ) while
ঘ) as
- Many freedom fighters died _____the country.
ক) from
খ) for✔
গ) of ঘ) at
- This children park _____half an hour before sunset.
ক) opens
খ) starts
গ) closes✔
ঘ) stops.
- Fill in the blank . We received ___ reply.
ক) no✔
খ) none
গ) not
ঘ) nothing
- A friend ___ need is a friend indeed.
ক) to
খ) for
গ) at
ঘ) in✔
গণিত প্রশ্ন সমাধান
১. নিচের কোন সমীকরণের উপর (1,-1) ও (3,5) বিন্দুদ্বয় অবস্থিত?
ক) 2y=2x -4
খ) 2y = 6x -8✔
গ) 2y = 4x -6
ঘ) 2y =2x +8
২. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
ক) ৯
খ) ৮
গ) ৪
ঘ) ২✔
৩. 1 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
ক) πcm3πcm3
খ) πcm2✔
গ) 2πcm32πcm3
ঘ) 4πcm34πcm3
৪. 9×2−9x−49×2-9x-4 এর উৎপাদক কোনটি?
ক) (3x +1) (3x +4)
খ) (3 + x ) ( 3x -4)
গ) (3x + 1 ) (3x -4) ✔
ঘ) (3x +1) (4x +3)
৫. ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
ক) ৪
খ) ৫
গ) ৬✔
ঘ) ৭
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
ক) রাষ্ট্রপতির কাছে
খ) প্রধানমন্ত্রীর কাছে✔
গ) প্রধান বিচারপতির কাছে
ঘ) আইনমন্ত্রীর কাছে
২. বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে?
ক) আকরাম খান
খ) আমিনুল ইসলাম বুলবুল
গ) হাবিবুল বাশার
ঘ) নাইমুর রহমান দুর্জয়✔
৩. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?
ক) পল রুডলফ
খ) লুই আই কান✔
গ) এফ. রহমান
ঘ) এফ আর খান
৪. নিচের কোনটি ব্রিটিশ রাজপরিবারের বাসভবন?
ক) হোয়াইট হাউজ
খ) ১৩ নং ডাউনিং স্ট্রিট
গ) ক্রেমলিন
ঘ) বাকিংহাম প্যালেস✔
৫. জেলহত্যা দিবস কবে?
ক) ৩ অক্টোবর
খ) ২৬ মার্চ
গ) ২৫ মার্চ
ঘ) ৩ নভেম্বর✔
৬. কোন ক্ষেত্র Oral contraceptive pill দেওয়া উচিত নয়?
ক) Osteoporosis
খ) Anemia
গ) Pelvic infection
ঘ) Hepatic adenoma✔
৭. নিচের কোনটি দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নয়?
ক) কপারটি
খ) কনডম✔
গ) ইনজেকশন
ঘ) ইমপ্ল্যান্ট
৮. মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?
ক) ১ টি
খ) ১৫ টি
গ) ১২ টি
ঘ) ১১ টি✔
৯. Kidney র Proximal convoluted tublule – এ সম্পূর্ণ শোষিত হয় কোনটি?
ক) Water
খ) Glucose✔
গ) Sodium
ঘ) Potassium
১০. সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
ক) রাষ্ট্রপতির কাছে
খ) প্রধানমন্ত্রীর কাছে✔
গ) প্রধান বিচারপতির কাছে
ঘ) আইনমন্ত্রীর কাছে
১১. নিচের কোনটি ব্রিটিশ রাজপরিবারের বাসভবন?
ক) হোয়াইট হাউজ
খ) ১৩ নং ডাউনিং স্ট্রিট
গ) ক্রেমলিন
ঘ) বাকিংহাম প্যালেস✔
১২. বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে?
ক) আকরাম খান
খ) আমিনুল ইসলাম বুলবুল
গ) হাবিবুল বাশার
ঘ) নাইমুর রহমান দুর্জয়✔
বিজ্ঞান প্রশ্ন সমাধান
১. সব ধরনের Micro-organism এর complete killing এর best procedure হলো-
ক) srerlizaton✔
খ) Disinfectioon
গ) Anisepsis
ঘ) Decontamiation
২. Blood pressure পরিমাপাক যন্ত্রটির নাম শুদ্ধ বানানে কোনটি?
ক) Sphygmometer
খ) Shygmanometer
গ) Sphygmonomter✔
ঘ) Shygmeter
৩. Eclusive breat feeding কথাটি প্রতিদিন breast feeding করার কথা বুঝায়?
ক) ১ বছর✔
খ) ২ বছর
গ) ৬ মাস
ঘ) ১০ মাস
৪. নিচের কোনটি বিভিন্ন Organ থেকে রক্ত সংগ্রহ করে?
ক) Veins✔
খ) Arteries
গ) Nerves
ঘ) Lung
৫. নিচের কোনটি সংক্রামক ব্যাধি?
ক) ডায়াবেটিস
খ) উচ্চরক্তচাপ
গ) হাঁপানী
ঘ) যক্ষা✔
৬. Phagocytosis প্রক্রিয়াটি সাধিত হয় কোথায়?
ক) Eosinophil
খ) Platelet
গ) Neutrophil✔
ঘ) Red blood cell
৭. নিচের কোনটি Milk ejection reflex করে?
ক) Oxytocin✔
খ) Estrogen
গ) Progesteone
ঘ) Thyroxin
৮. একজন গর্ভবতী মহিলার labour monitoring এর জন্য খুবই প্রয়োজন হলো-
ক) ECG
খ) Ultrasonogram
গ) Partogram✔
ঘ) Echocadiogram,
৯. Puerperium peroid কত দিন ?
ক) ৪ সপ্তাহ
খ) ২ সপ্তাহ
গ) ৬ সপ্তাহ✔
ঘ) ১ সপ্তাহ
১০. Heart প্রকোষ্ঠ কয়টি?
ক) চারটি✔
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
১১. কোনটি পানিবাহিত রোগ?
ক) ডেঙ্গু
খ) টাইফয়েড✔
গ) ম্যালেরিয়া
ঘ) লেপ্রসি
১২. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র নিচের কোনটি?
ক) ওডোমিটার
খ) ট্যাকোমিটার✔
গ) সিগমোগ্রাফ
ঘ) রিকটার স্কেল
১৩. What is the meaning of the word ‘post morterm?’
ক) Before death
খ) Autopsy✔
গ) Surgical operation
ঘ) Declare dead
১৪. কোন রোগটি প্রতিষেধক DPT vaccine নয়?
ক) Diphtheria
খ) Pneumonia
গ) Tetanus✔
ঘ) Pertusis
১৫. Serum creatinine level বেড়ে যায় সাধারনত কোন রোগে?
ক) Bronchitis
খ) Arthritis
গ) Cervicities
ঘ) Chronic Kindey disease✔
১৬. মানব শরীরে সর্বমোট vertebra সংখ্যা হলো-
ক) ৩৬ টি
খ) ৩২ টি
গ) ৩৯টি
ঘ) ৩৩টি✔
১৭. গর্ভাবস্তায় নিচের কোন ঔষুধটি অত্যাবশ্যকীয়?
ক) ক্রিমির ঔষুধ
খ) বমির ঔষুধ
গ) মাথার ব্যথার জন্য প্যারাসিটামল
ঘ) Folic acid✔
১৮. নিচের কোন এসিড পাকস্থলিতে থাকে?
ক) Hydrochloric Acid✔
খ) Acetic Acid
গ) Formic Acid
ঘ) Sulphuric-acid
১৯. শরীরে Vitamin B12 এর ঘাটতি হলে কী হয়?
ক) উচ্চ রক্তচাপ
খ) রিকেট
গ) রক্তশূণ্যতা✔
ঘ) স্কার্ভি
২০. মস্তিঙ্ক আঘাত থেকে রক্ষা করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কি?
ক) Stemum
খ) Cranium✔
গ) Clavicle
ঘ) Pelvis
২১. বুধ, বৃহস্পতি ও শুক্রবারের গড় তাপমাত্রা ৪০°C শনিবারের তাপমাত্রা ৪২°C হলে বুধবারের তাপমাত্রা কত?
ক) ৩৮°C
খ) ৩৯°C✔
গ) ৪১°C
ঘ) ৪২°C
২২. যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো_
ক) Glucagon
খ) Thyroxin
গ) Insulin✔
ঘ) Prolactin
২৩. চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?
ক) এডিস মশা✔
খ) এনোফিলিস মশা
গ) মাছি
ঘ) ইঁদুর
২৪. The Protein of breast Milk – কে বলা হয়?
ক) Amino acid
খ) Lacto albumin✔
গ) Calcium
ঘ) Globulin
২৫. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) ভেড়ামারায়✔
খ) গোয়ালপাড়ায়
গ) সিদ্ধিরগঞ্জে
ঘ) আশুগঞ্জে
২৬. রক্তে Platelet এর কাজ কী?
ক) O2 পরিবহন
খ) সংক্রমণ প্রতিরোধ
গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা✔
ঘ) রক্তের PH এর পরিমাণ নির্ধারণ করা
২৭. নিচের কোনটি মূত্রতন্ত্রের অংশ নয়?
ক) Ureter
খ) Kidney
গ) Appendix✔
ঘ) Urethra
২৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ভিয়েনা
খ) জেনেভা✔
গ) রোম
ঘ) লন্ডন
২৯. BMI কত হলে Obese বলা হয়?
ক) >৩০✔
খ) >১৫
গ) >২৪
ঘ) >২০
৩০. রক্তে হিমোগ্লোবিন হলো একটি __
ক) Fat
খ) Antigen
গ) Platelet
ঘ) Protein✔
৩১. নিচের কোনটি শ্বাসতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?
ক) Pharynx
খ) Trachea
গ) Maxilla✔
ঘ) Bronchus
৩২. Thalassemia হলো _
ক) Thyroid জনিত রোগ
খ) রক্তের জন্মগত ক্রটি✔
গ) Osteoporosis
ঘ) Atherosclerosis
৩৩. Heart এর বাইরের আবরণকে বলে_____।
ক) Pleura
খ) Pericardium✔
গ) Peritoneum
ঘ) Mucosa
৩৪. যে জীবাণুর সংক্রমণে জরায়ুর মুখে ক্যান্সার হয় তার নাম কী?
ক) HIV
খ) HPV✔
গ) Hepatitis B Virus
ঘ) Candida Albicans
৩৫. বুকের মাঝখানের হাড়ের নাম হলো__
ক) Sternum✔
খ) IIeum
গ) Cranium
ঘ) Humerous
৩৬. Anti -Dimmunoglobulin শিশুর জন্মের পর দেওয়া হয়___
ক) মাকে✔
খ) নবজাতককে
গ) বাবাকে
ঘ) নবজাতকরে রক্ত যদি Rh negative হয়
৩৭. নিচের কোন অংশে I/M injection দেয়া হয় না?
ক) Upper arm
খ) Thigh
গ) Abdomen✔
ঘ) Buttock
৩৮. নিচের কোন ঔষধটি pupil dilate করে?
ক) Adidarone
খ) Lignocaine
গ) Sodium✔
ঘ) Atropine
৩৯. Eclampsia ‘র জন্য যখন আমরা Magnesium sulphate injection দেই তখন আমাদেরকে নিচের কোন বিষয়টি অবশ্যই monitor করতে হবে?
ক) তাপমাত্রা
খ) Pulse
গ) ইউরিনের পরিমাণ✔
ঘ) Lymph node
৪০. সারা শরীরে পানি জমে যাওয়াকে বলে ___
ক) Anuria
খ) Acidosis
গ) Alkalosis
ঘ) Anasarca✔
৪১. Larynx কোন তন্ত্রের অংশ ?
ক) পরিপাকতন্ত্র
খ) শ্বাসতন্ত্র✔
গ) স্নায়ুতন্ত্র
ঘ) রেচন তন্ত্র
৪২. Red blood cell – এর life span হলো __
ক) ১০০ দিন
খ) ১২০ দিন✔
গ) ১৩০ দিন
ঘ) ১৮০ দিন
৪৩. একটি e-mail পাঠানো নিচের কোনটির সমতুল্য?
ক) Picturing an event
খ) Narrating a story
গ) Writing a letter✔
ঘ) Creating a drawing
৪৪. Raw কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক) পাকিস্তান
খ) ইসরাইল
গ) আফগানিস্তান
ঘ) ভারত✔
৪৫. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
ক) অ্যাডরেনালিন✔
খ) ইনসুলিন
গ) থাইরোক্সিন
ঘ) গ্লুকাসন
৪৬. Expressed breast milk room temperature – এ সংরক্ষণ সম্ভব __
ক) ২ ঘণ্টা
খ) ৫ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা✔
ঘ) ২৪ ঘণ্টা
৪৭. অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে বাইরের কাপড় পরিবর্তন করে OT Dress পরতে হয় কেন?
ক) সৌন্দর্য বর্ধন করার জন্য
খ) OT-staff- দের সঠিকভাবে চিহ্নিত করার জন্য
গ) Infection prevention করার জন্য✔
ঘ) নিজস্ব কাপড়ে রক্ত ও ময়লা লেগে যেতে পারে সেজন্য
৪৮. নিচের কোনটি Negative ion?
ক) Chloride✔
খ) Sodium
গ) calcium
ঘ) Magnesium
৪৯. এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
ক) Herpes simplex
খ) Picoma virus
গ) Coxsachie virus
ঘ) Human immunodeficiency virus✔
৫০. প্রসব_পরবর্তী জটিলতা কোনটি?
ক) Antepartum hemorrhage
খ) Premature rupture of membrane
গ) Antepartum eclampsia
ঘ) post partum hermorrhage✔
৫১. Down syndrome হলো একটি __
ক) Genetic disorder✔
খ) রক্তের সমস্যা
গ) Thyroid জনিত সমস্যা
ঘ) কিডনির সমস্যা
৫২. Spinal nerve কয়টি?
ক) ৩১ জোড়া✔
খ) ৩০ জোড়া
গ) ১২ জোড়া
ঘ) ৩৫ জোড়া
৫৩. শরীরে Oedema হওয়ার একটি কারণ হলো __
ক) Lymphatic blockage✔
খ) উচ্চ রক্তচাপ
গ) প্রচুর পরিমাণে পানি পান করা
ঘ) ডায়াবেটিস
৫৪. নিচের কোন ঔষধটি এনেসথেসিয়ায় ব্যবহৃত হয়?
ক) Oxytocin
খ) Amoxycillin
গ) Salbutamol
ঘ) Ketamine✔
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- Senior Staff Nurse Exam Question Solution 2023
- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের প্রশ্ন সমাধান ২০১৬
- সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড