পূবালী ব্যাংক লিমিটেড এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার
পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭
Pubali Bank Limited Trainee Assistant Teller Job Exam Question and Solution 2017
পদের নামঃ- ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার
পরীক্ষার তারিখঃ ০২/০৬/২০১৭
বাংলা প্রশ্ন সমাধান
১. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) তিনি সাক্ষী দিতে রাজি হননি।
খ) তিনি সাক্ষ্য হতে রাজি হননি।
গ) তিনি সাক্ষ্য দিতে রাজি হননি।✔
ঘ) তিনি স্বাক্ষী দিতে রাজি হননি।
২. ‘মন্দা’ শব্দের প্রচলিত বিপরীত শব্দ কোনটি?
ক) ছন্দা
খ) তরল
গ) তেজি✔
ঘ) জম্পেশ
৩. নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক) পচানব্বই✔
খ) অদ্ভুত
গ) ধস
ঘ) মহীয়সী
৪. নিচের কোনটি নিত্য পুংলিঙ্গবাচক শব্দ?
ক) ভাসুর
খ) বেয়াই
গ) স্ত্রৈণ✔
ঘ) ঠাকুর
৫. ‘Birds of a feather flock together’–এই ইংরেজি প্রবচনের সঙ্গে সঙ্গে মিল রয়েছে কোন বাংলা প্রচবনের?
ক) পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে
খ) ঝাঁকের কই ঝাঁকে মেশে✔
গ) ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি
ঘ) ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে
৬. নিচের কোনটিতে ‘উপ’ উপসর্গ ‘অপ্রধান’ অর্থে প্রযুক্ত হয়েছে?
ক) উপভাষা✔
খ) উপকার
গ) উপনেতা
ঘ) উপকূল
৭. নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
ক) স্বস্ত্রীক
খ) অশ্রুজল গ) অধীনস্থ
ঘ) প্রতিযোগ✔
৮. নদীর সমার্থক নয় কোনটি?
ক) তটিনী
খ) স্রোতেস্বিনী
গ) জলধি✔
ঘ) তরঙ্গিণী
৯. ‘depreciation’–এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা–
ক) অগ্রহণযোগ্যতা
খ) ক্ষয়িষ্ণুতা
গ) অবচয়✔
ঘ) পতন
১০. নিচের কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
ক) কুল
খ) সভা
গ) পাঁতি
ঘ) ফল✔
১১. নিচের কোনটি সংশয় বাচক অব্যয়ের দৃষ্টান্ত —
ক) কেননা
খ) বুঝি✔
গ) নতুবা
ঘ) যদি
১২. নিচের কোন শব্দজোড়টি স্থানভেদে বিপরীত ও সমার্থক উভয় অর্থে ব্যবহৃত হয়?
ক) পর্যাপ্ত-অপর্যাপ্ত
খ) ফুল্ল-কুসুম
গ) আসমান-জমিন
ঘ) সাধু-সন্যাসী✔
১৩. ‘parasite’ শব্দের বাংলা পরিভাষা —
ক) পারদর্শী
খ) পরমুখাপেক্ষী
গ) পরগাছা✔
ঘ) পরদেশি
১৪. শুদ্ধ বানানের শব্দজোড়া কোনটি?
ক) স্বত্ব, পিপীলিকা✔
খ) ষান্মাসিক, রুগণ
গ) একত্রিত, ঐকমত্য
ঘ) জন্মবার্ষিক, ভূল
১৫. ‘ডেঙ্গু’ শব্দটি বাংলা ভাষায় এসেছে—
ক) বর্মি ভাষা থেকে
খ) ড্যানিশ ভাষা থেকে
গ) স্পেনীয় ভাষা থেকে✔
ঘ) পর্তুগিজ ভাষা থেকে
১৬. ‘বিষয় বহির্ভূত অথচ প্রচলিত’–ব্যাকরণে একে বলা হয় —-
ক) ব্যতিক্রম
খ) ব্যাভিচার
গ) অনিয়ম
ঘ) নিপাতনে সিদ্ধ✔
১৭. ‘লাবণ্য’ শব্দের মূল শব্দ —
ক) লাবণী✔
খ) লবণী
গ) লবণ
ঘ) লবেজান
১৮. ‘পয়জার’ শব্দের অর্থ ——
ক) পায়জামা
খ) ঝাড়
গ) জুতো✔
ঘ) প্রয়োজন
১৯. নিচের কোনটির গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি?
ক) green room
খ) pass-word
গ) municipality
ঘ) parcel✔
২০. নিচের কোনটির অর্থ ‘চুরি করা’র সঙ্গে সংশ্লিষ্ট নয়?
ক) চক্ষুদান
খ) হাতটান
গ) কুম্ভীলক
ঘ) বদান্যতা✔
২১. নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
ক) উত্থান-পতন
খ) উত্তর-দক্ষিণ
গ) আকাশ-বাতাস✔
ঘ) শত্রু-মিত্র
২২. ‘অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না।’ –এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে?
ক) শাক দিয়ে মাছ ঢাকা যায় না
খ) চোরে না শোনে ধর্মের কাহিনি
গ) ধর্মের কল বাতাসে নড়ে✔
ঘ) লাভের গুড় পিঁপড়েয় খায়
২৩. একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে—
ক) ড্যাশ✔
খ) কমা
গ) কোলন
ঘ) সেমিকোলন
২৪. ‘ঊর্ণাজাল’ অর্থ —
ক) প্রহেলিকা
খ) ওড়না
গ) ছোট মাছ ধরার জাল
ঘ) মাকড়সার জাল✔
২৫. সন্ধি সহযোগে গঠিত শুদ্ধ শব্দ কোনটি ?
ক) বৃহদংশ
খ) জাত্যাভিমান
গ) দুরাবস্থা
ঘ) প্রীত্যান্তে✔
ইংরেজি প্রশ্ন সমাধান
- Choose the correctly spelt word :
ক) accomodate
খ) acommodate
গ) accommodate✔
ঘ) accommodat
- Choose the correctly spelt word :
ক) vegeterian
খ) vegetarian✔
গ) vegetarean
ঘ) vegitarean
- Choose the correctly spelt word :
ক) immence
খ) imence
গ) immense✔
ঘ) immenze
- Choose the correctly spelt word :
ক) privilige
খ) privilege✔
গ) previlage
ঘ) privelage
- Choose the correctly spelt word :
ক) supersede✔
খ) superseed
গ) supercede ঘ) supperssed
- Choose the word nearest in meaning to it. APEX
ক) inborn
খ) category
গ) top✔
ঘ) banner
- Choose the word nearest in meaning to it. FULSOME
ক) smooth
খ) generous
গ) liberal
ঘ) excessive✔
- Choose the word nearest in meaning to it. DETERRENT
ক) restriction✔
খ) anchor
গ) harness
ঘ) chain
- Choose the word nearest in meaning to it. WAIVE
ক) restrict
খ) relax
গ) permit✔
ঘ) admit
- Choose the word nearest in meaning to it. DIPLOMATICALLY
ক) slyly
খ) slowly
গ) tactfully✔
ঘ) clearly
- Select the word that is most closely opposite in meaning to the capitalized word : PROFOUND
ক) superficial✔
খ) obscure
গ) intense
ঘ) hidden
- Select the word that is most closely opposite in meaning to the capitalized word : SCARCE
ক) thick
খ) enlarge
গ) plentiful✔
ঘ) mediocrity
- Select the word that is most closely opposite in meaning to the capitalized word : MOISTURE
ক) dryness✔
খ) delicate
গ) dampness
ঘ) defect
- Select the word that is most closely opposite in meaning to the capitalized word : EXTRAVAGANT
ক) expensive
খ) thrifty✔
গ) unlimited
ঘ) proud
- Select the word that is most closely opposite in meaning to the capitalized word : IMPRECISION
ক) accuracy✔
খ) wrong
গ) mistake
ঘ) erroneousness
- Select from the answer options, the pair of words having a similar relationship to the first pair : Convict : Imprisonment : :
ক) Student : School
খ) Exile : Banishment✔
গ) Delinquent : Orphanage
ঘ) Prisoner : Court
- Select from the answer options, the pair of words having a similar relationship to the first pair : Water : Flood : :
ক) Rain : River
খ) Wind : Sleet
গ) Snow : Blizzar✔
ঘ) Ice : Floe
- Select from the answer options, the pair of words having a similar relationship to the first pair : Belt : Trousers : :
ক) Braces : Garters
খ) Trunk : Tree
গ) Pillar : Society
ঘ) Cables : Bridge✔
- Select from the answer options, the pair of words having a similar relationship to the first pair : Lungs : Blood : :
ক) Heart : Circulation
খ) Arteries : Veins
গ) Carburetor : Car
ঘ) Carburetor : Gasoline✔
- Select from the answer options, the pair of words having a similar relationship to the first pair : Habits : Instincts :
ক) Work : Play
খ) Training : Heredity✔
গ) Acquired : Cultivated
ঘ) Natural : Unusual
- Fill in the blanks : We didn’t——the programme to be such a huge success.
ক) except
খ) expect✔
গ) access
ঘ) accept
- Fill in the blanks : We should —–opportunities as they arise.
ক) cease
খ) size
গ) sneeze
ঘ) seize✔
- Fill in the blanks : The students aren’t prepared —–the examination.
ক) to listen
খ) to work
গ) to take✔
ঘ) to give
- Fill in the blanks : I suffer from no ——about my capabilities.
ক) doubts
খ) hallucidations
গ) imaginations
ঘ) illusions✔
- Fill in the blanks : Man is essentially a ——animal and tends to associate with others.
ক) sentimental
খ) gregariopus✔
গ) selfish
ঘ) perverse
গণিত প্রশ্ন সমাধান
১. The difference between the place value and the face value of 6 in the numeral 856973 is —
ক) 973
খ) 6973
গ) 5994✔
ঘ) None of these
২. 4500 ×? =3375
ক) 2/5
খ) 3/4✔
গ) 1/4
ঘ) 3/5
৩. Which one of the following numbers is exactly divisible by 11?
ক) 235641
খ) 245642
গ) 315624
ঘ) 415624✔
৪. Find the greatest number that will divide 43, 91 and 183 so as leave the same remainder in each case.
ক) 4✔
খ) 7
গ) 9
ঘ) 13
৫. 0.002×0.5=?
ক) 0.0001
খ) 0.001✔
গ) 0.01
ঘ) 0.1
৬. (8/88)×8888088=?
ক) 808008✔
খ) 808080
গ) 808088
ঘ) 8008008
৭. A man has some hens and cows. If the number of heads be 48 and the number of feet equals 140, then the number of hens will be —-
ক) 22
খ) 23
গ) 24
ঘ) 26✔
৮. The mean of 50 observations was 36. It was found later that an observation 48 was worngly taken as 23. The correct new mean is :
ক) 35.2
খ) 36.1
গ) 36.5✔
ঘ) 39.1
৯. If doubling a number and adding 20 to the result gives the same answer as multiplying the number by 8 and taking away 4 from the product, the number is :
ক) 2
খ) 3
গ) 4✔
ঘ) 6
১০. The sum of three consecutive multiples of 3 is 72. What is the largest number?
ক) 21
খ) 24
গ) 27✔
ঘ) 36
১১. Rahim is 40 years old and Karim is 60 years old. How many years ago was the ratio of their ages 3 : 5?
ক) 5 years
খ) 10 years✔
গ) 20 years
ঘ) 37 years
১২. 49×49×49×49=7?
ক) 4
খ) 7
গ) 8✔
ঘ) 16
১৩. 1/2 is what percent of 1/3?
ক) 50%
খ) 150%✔
গ) 250%
ঘ) None of these
১৪. After deducting a commission of 5%, a T.V set costs Tk. 9595. Its marked price is :
ক) Tk. 10,000
খ) Tk. 10,075
গ) Tk. 10,100✔
ঘ) Tk. 10,500
১৫. A man buys an article for 10% less than its value and sells it for 10% more than its value. His gain of loss percent is :
ক) no profit, no loss
খ) 20% profit
গ) less than 20% profit
ঘ) more than 20% profit✔
১৬. If x/5=y/8, then (x+5) : (y+8) is equal to :
ক) 3 : 5
খ) 13 : 8
গ) 8 : 5
ঘ) 5 : 8✔
১৭. A and B started a business jointly. A’s investment was thrice the investment of B and the period of his investment was two times the period of investment of B. If B received Tk. 4000 as profit, then their total profit is :
ক) Tk. 16,000
খ) Tk. 20,000
গ) Tk. 24,000
ঘ) Tk. 28,000✔
১৮. A and B can do a piece of work in 5 days; B and C can do it in 7 days; A and C can do it in 4 days. Who among these will take the least time if put to do it alone?
ক) A✔
খ) B
গ) C
ঘ) None of these
১৯. A merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit is :
ক) 400 kg
খ) 560 kg
গ) 600 kg✔
ঘ) 640 kg
২০. The simple interest on a certain sum of money at the rate of 5% p.a. for 8 years is Tk. 840. At what rate of interest the same amount of interest can be received on the same sum after 5 years?
ক) 6%
খ) 8%✔
গ) 9%
ঘ) 10%
২১. In a dairy farm, 40 cows eat 40 bags of husk in 40 days. In how many days one cow will eat one bag of husk?
ক) 1
খ) 1/40
গ) 40✔
ঘ) 80
২২. .0025 ×2.25 ×.0001=?
ক) 0.000075
খ) 0.00075✔
গ) 0.0075
ঘ) 0.075
সাধারন জ্ঞান প্রশ্ন সমাধান
১. How many tribes live in the Chittagong Hill Tracts?
ক) 11✔
খ) 12
গ) 13
ঘ) 14
২. Awami Muslim League was formed in —–
ক) 1948
খ) 1949✔
গ) 1950
ঘ) 1952
৩. Madaripur town is located on the river —–
ক) Arial Khan✔
খ) Modhumati
গ) Rupsha
ঘ) Padma
৪. ‘Tajmahal Mosque’ is located in —-
ক) Dhaka
খ) Delhi
গ) Lahore
ঘ) Agra✔
৫. What is the position of Bangladesh in ODI Cricket ranking according to ICC?
ক) 7th✔
খ) 8th
গ) 9th
ঘ) 10th
৬. Which one is the largest Muslim country in the world by population?
ক) Indonesia✔
খ) Pakistan
গ) Bangladesh
ঘ) Turkey
৭. Which country banned smoking first?
ক) Sri lanka
খ) Bhutan✔
গ) Sweden
ঘ) Canada
৮. What is the name of Boarder Security Force of Myanmar?
ক) NASAKA
খ) BGP✔
গ) MSF
ঘ) MBP
৯. Who is the secretary general of OIC?
ক) Iusuf al osaimin✔
খ) Ekmeleddin Ihsanoglu
গ) Prince Salman
ঘ) Iyad Bin Amin Madani
১০. Which country is known as the sugar bowl of the world?
ক) Brazil
খ) Sri Lanka
গ) Cuba✔
ঘ) Germany
১১. The oldest tennis tournament in the world is —–
ক) Wimbledon✔
খ) French Open
গ) Australian Open
ঘ) US Open
১২. The first general election was held in independent Bangladesh on —-
ক) 7 March 1973✔
খ) 26 January 1973
গ) 1 June 1973
ঘ) 16 July 1973
১৩. What is the name of the director of the film ‘Muktir Gaan’?
ক) Zahir Raihan
খ) Tareq Masud✔
গ) Alamgir Kabir
ঘ) Khan Ataur Rahman
১৪. What is the length of Bangabandhu Bridge?
ক) 4.5 km
খ) 4.2 km
গ) 4.8 km✔
ঘ) 5.1 km
১৫. What is the name of the first woman speaker of Jatiya Sangshad of Bangladesh?
ক) Dr. Fazana Islam
খ) Dr. Shirin Sharmin Chowdhury✔
গ) Nazmun Ara Sultana
ঘ) Sahara Khatun
১৬. Which one was the first foreign bank in Bangladesh?
ক) Standard Chartered
খ) City N.A.
গ) HSBC
ঘ) Arab Bangladesh✔
১৭. Where is the mausoleum of Bir Sreshtha Mostafa Kamal?
ক) Akhaura, Brahmanbaria✔
খ) Muksudpur, Gopalganj
গ) Charfashion, Bhola
ঘ) Bikrompur, Munshiganj
১৮. Where was the residence of ‘Bangabondhu’ located?
ক) Banani
খ) Baridhara
গ) Dhanmondi✔
ঘ) Gulshan
১৯. What is the official name of litterateur Shaukat Osman?
ক) Abul Fazal
খ) Ahmed Sharif
গ) Sheikh Azizur Rahman✔
ঘ) Sheikh Lutar Rahman
২০. The birth place of professor Amartya Sen was in —-
ক) Kolkata✔
খ) Comilla
গ) Chittagong
ঘ) Manikgonj
২১. What was the previous name of Comilla?
ক) Tripura✔
খ) Nasirabad
গ) Sudharam
ঘ) Subarnagram
২২. Which day is being observed as the ‘Mujibnagar Day’ in Bangladesh?
17 April✔
4 April
4 November
3 December
২৩. The first European country to recognize Bangladesh—-
ক) East Germany✔
খ) West Germany
গ) France
ঘ) UK
২৪. Who introduced the Bengali Calendar?
ক) Emperor Asoka
খ) Emperor Akbar✔
গ) Emperor Alamgir
ঘ) Raja Lakshman Sen
২৫. In which district is the Payra Sea Port located?
ক) Khulna
খ) Patuakhali✔
গ) Barguan
ঘ) Cox’s Bazar
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- পূবালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৩
- পূবালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- পূবালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- পূবালী ব্যাংক এর জুনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩