জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
পদের নামঃ-অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ-২৪/০১/২০২০
১. বাক্য সংকোচন করো:
ক) আপনাকে যে পন্ডিত মনে করে= পণ্ডিতম্মন্য
খ) যা দীপ্তি পাচ্ছে= দেদীপ্যমান
গ) যার অন্য উপায় নেই= অনন্যোপায়
ঘ) যা পূর্বে শোনা যায়নি= অশ্রুতপূর্ব
ঙ) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা= প্রত্যুদগমন
২. সন্ধি বিচ্ছেদ করুন..
ক) প্রত্যুষ = প্রতি+উষ
খ) নদ্যম্বু = নদী + অম্বু
গ) শঙ্কা = শম+কা
ঘ) তন্বী = তনু+ঈ
ঙ) কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা
৩. বাগধারার অর্থ লেখঃ
ক) ইতর বিশেষ= ভেদাভেদ
খ) কেতাদুরস্ত= বাইরে ঠাট বজায় রেখে চলা
গ) খন্ড প্রলয় = ছোটখাট ঝগড়া
ঘ) ছকড়া নকড়া= সস্তা দর
ঙ) তামার বিষ=অর্থের কুপ্রভাব
৪. Write the Bangla meaning of the following idioms and phrases
- a) Tooth and nail = তীব্রভাবে বা প্রাণপণে
- b) Crocodile tears = মায়া কান্না
- c) in the long run = দীর্ঘ ভোগান্তি
- d) Through and through = সর্বত্র
- e) Kith and kin = আত্মীয়-স্বজন
৫. Fill in the gaps with appropriate preposition:
- a) Everyone should abstain ………………… Ans: from
- b) I beg mercy…….. the principal. Ans: of
- c) The murder was charged…….. the Innocent man. Ans: Against
- d) His honesty is deserving …… Ans: of
- e) The girl is expert………. drawing. Ans: at
৬. Translate into English:
ক) সে বইটি আমার কাছে রেখেছে = He has kept the book to me.
খ) আমার খুব মাথা ধরেছে = I feel very dizzy
গ) তিনি একটি স্বপ্ন দেখলেন = He dreamt a dream.
ঘ) তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছ? = Have you ever seen the zoo.
ঙ) আমি বিকাল চারটার মধ্যে কাজটি শেষ করে ফেলব = I will have finished the work by 4PM.
৭. একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে ?
উত্তরঃ ১২ বছর
সমাধানঃ
মনে করি,
আসল = ক টাকা
. ‘. মুনাফা আসল=( ২*ক) = ২ক টাকা।
. ‘. মুনাফা =(২ক – ক) = ক টাকা
আবার,
মুনাফা আসল = (৩*ক) = ৩ক টাকা।
. ‘. মুনাফা = (৩ক – ক) = ২ ক টাকা।
এখন,
ক টাকা মুনাফা হয় = ৬ বছরে
. ‘. ১ টাকা মুনাফা হয়= ৬/ক
. ‘. ২ক টাকা মুনাফা হয় = ৬*২ক/ক
= ১২ বছর।
৮. উৎপাদকে বিশ্লেষণ করো: 24x^3-81y^3
উত্তরঃ 3 {(2x -3y) (4x + 6xy +9y2)}
৯.ক) ১ মিটার = কত ইঞ্চি? উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি
খ) একটি সামান্তরিকের কোণগুলোর সমষ্টি কত? উত্তরঃ 360 ডিগ্রী
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬