স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অফিস সহায়ক
লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ১৮/১২/২০২০
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. শব্দার্থ লিখুন।
ক) অত্র= উত্তরঃ এখানে
খ) ফলশ্রুতি=উত্তরঃ ফলে বা পরিণামে
২. এক কথায় প্রকাশ করুন।
ক) পা থেকে মাথা পর্যন্ত= উত্তরঃ আপাদমস্তক
খ) আয় বুঝে ব্যয় করে যে= উত্তরঃ মিতব্যয়ী
৩. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন।
ক) ”বাঘে মহিষে” এক ঘাটে জল খায়=উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
খ) নীল আকাশের নিচে আমি ”রাস্তা” চলেছি একা=উত্তরঃ করণে শূন্য
৪. নিম্নের বাগধারার অর্থ সহ বাক্য রচনা লিখুন।
ক) খয়ের খাঁ= উত্তরঃ (তোষামদকারী)- ভোটের সময় খয়ের খাঁ লোকদের অভাব হয় না।
খ) পুকুরচুরি=উত্তরঃ (বড় রকমের চুরি)-এত নিরাপত্তা সত্বেও ব্যাংকে ডাকাতি এ যেন পুকুরচুরি।
গ) আক্কেলগুড়ুম= উত্তরঃ (স্তম্ভিত) – এইটুকু ছেলের কথা শুনে আমার তো আক্কেল গুড়ুম।
শাপে বর= উত্তরঃ (অকল্যাণ থেকে কল্যাণ)= আমার বড় মামা চাকরি না পেয়ে এখন বড় ব্যবসায়ী। এ যেন শাপে বর হয়ে গেছে।
৫. প্রশ্নগুলির উত্তর দেখুন।
ক) রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে গান লিখেছেন=উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
খ) বীরবল কোন লেখক এর ছদ্মনাম=উত্তরঃ প্রমথ চৌধুরী
৬. শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখুন।
ক) উপকার= উত্তরঃ অপকার
খ) স্বাধীন= উত্তরঃ পরাধীন
গ) আলো= উত্তরঃ অন্ধকার
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
৭. Write a paragraph on ‘Victory Day of Bangladesh’.
The 16th of December is is the Victory Day of Bangladesh. It is the most memorable day in the history of our country. After a nine-month-long bloody battle, we won the victory on this day. The Pakistani Army was compelled to surrender. Bangladesh occupied a place in the world map as an independent country. Every year we observe this day with due solemnity. We remember the supreme sacrifice of the patriotic heroic sons who laid down their lives for the country and we pay glowing tribute to their departed soul. The day begins with gunshots. The whole country puts on a festive look. The national flag is hoisted on the top of each house and office. The whole atmosphere is resounded with Bangabandhu’s fiery speech of the March and the patriotic songs. The armed forces of the country organize special parades and gun-shots. The Prime Minister and the President took salute from them. Political leaders and people, in general, visit the National Monument at Savar. They offer flowers there to show their heartfelt love for the heroic sons who died for the cause of freedom. Meetings, seminars, symposiums, and discussions are held on this day by different govt. and non-govt. organizations. This day is a day of great joy, hope, and inspiration. This victory symbolizes a victory against injustice, tyranny, and falsehood. This day will remain ever fresh and evergreen in the heart of each and every Bangladeshi.
৮. Translate into Englsih.
ক) সদা সত্য কথা বলব= উত্তরঃ I will always speak the truth.
খ) আমি না হেসে পারলাম না= উত্তরঃ I couldn’t help but laugh.
গ) মার্কনী রেডিও আবিষ্কার করেছিলেন= উত্তরঃ Marconi invented radio.
ঘ) আমার ঘড়িতে সঠিক সময় দেয়= উত্তরঃ My watch gives right time.
ঙ) ডাক্তার আসার পর রোগী মারা গেল= উত্তরঃ The patient died after the doctor had come.
৯. Make sentence of the following idioms and phrases with appropriate meaning.
ক) A close-fisted man= উত্তরঃ কৃপণ স্বভাব
খ) Maiden Speech= উত্তরঃ প্রথম স্বভাব
গ) Yellow dog= উত্তরঃ হীনচেতা লোক
১০. Transform the following sentences as directed.
ক) Nargis is the best girl in the class (Negative Sentence). উত্তরঃ No other girl in the class is as good as Nargis.
খ) Man is mortal. (Negative Sentence). উত্তরঃ No man is immortal.
গণিত প্রশ্ন সমাধানঃ-
১১. মাসিক ৯% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৫০০ টাকা হবে?
উত্তরঃ ৫ বছর
১২. x+y=2 হলে, দেখান যে, x3+y3+6xy=8
উত্তরঃ
L.H.S= x3+y3+6xy
= (x+y)3 -3xy (x+y) +6xy
= (2)3 -3xy*2 +6xy
= 8 -6xy + 6xy
=8 (Showed)
১৩. উত্তর লিখুন।
ক) যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে? উত্তরঃ সামান্তরিক
খ) ৩ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? উত্তরঃ ৩০০০
আরো পড়ুনঃ-
- সুরক্ষা সেবা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সুরক্ষা সেবা বিভাগ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ক্যাশ সরকার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।