জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২০
পদের নামঃ-অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ-২৪/০১/২০২০
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. অনুচ্ছেদ লিখুন: ঐতিহাসিক ছয় দফা
উত্তরঃ- নিজে চেষ্টা করুন।
২. বানান শুদ্ধ করে লিখুন..
(ক) মুমুর্ষ = মূমূর্ষু
(খ) শ্বাপদংকুল = শ্বাপদসংকুল
(গ) অপরিনামদর্শি= অপরিনামদর্শী
(ঘ) গুরুচন্ডালি= গুরুচণ্ডালী
(ঙ) শ্রদ্ধাঞ্জলী= শ্রদ্ধাঞ্জলি
৩. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) পতঞ্জলি= পতৎ+অঞ্জলি
(খ) রাজ্ঞী= রাজ + নী
(গ) যজ্ঞ= যজ+ন
(ঘ) ক্ষুৎপিপাসা=ক্ষুধ্ + পিপাসা
(ঙ) সুবন্ত= সুপ্ + অন্ত
৪. বাগধারাগুলোর অর্থ লিখুন:
(ক) নেই আঁকড়া= একগুয়েঁ
(খ) ফপর দালালি=গায়ে পড়ে মাতব্বরী
(গ) হাড় হাভাতে= হতভাগ্য
(ঘ) মন না মতি=অস্থির মানবমন
(ঙ) রাবণের চিতা=চির অশান্তি
৫. বাক্য সংকোচন করুন:
(ক) তল সর্শ করা যায় না যার=অতলস্পর্শী
(খ) যার বংশ পিরচয় এবং স্বভাৰ কেই জানে না=অজ্ঞাতকুলশীল
(গ) যে নারী নিজে বর বরণ করে নেয়=স্বয়ংবরা
(ঘ) যে ক্রমাগত রোদন করছে= রোরুদ্যমান
(ঙ) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে= অবিমৃষ্যকারী
৬. ব্যাসবাকাসহ সমাস নির্ণয় করুন:
ক) শান্ত শিষ্ট = যে শান্ত সেই শিষ্ট ( কর্মধারয় সমাস)
খ) একোন= এক দ্বারা ঊন ( দ্বিতীয়া তৎপুরুষ সমাস)
গ) সহকর্মী= সমান কর্মী যে (বহুব্রীহি সমাস)
ঘ) বিরানব্বই= নিত্য সমাস (দুই এবং নব্বই)
ঙ) উদ্বেল= অব্যয়ীভাব সমাস (বেলাকে অতিক্রান্ত)
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
৭. Write the Bangla meaning of the the following Idioms & Phrases:
(a) For good = চিরতরে
(b) Bring to Book = তিরস্কার করা
(C) Ins and outs = খুঁটিনাটি সব কিছু
(d) Hue and cry = শোরগোল
(e) Null and void = বাতিল
৮. Fill in the gap with appropriate preposition:
(a) He died ….. over eating. Ans: from
(b) Man must yield….fate. Ans: to
(c) Begum Rokeya had a great jeal ….. education. Ans: in
(d) He is addicted…..gambling. Ans: to
(e) He deals …..rice. Ans: in
৯. Translate into English:
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। ঐদিন অনেক বাঙালী মার্তৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই শহীদদের আমরা প্রতি বছর স্মরণ করি। তাঁদের স্বপ্ন ছিল মহৎ। আমাদের উচিত মাতৃভাষা সর্বস্তরে ব্যবহার করা।
১০. Correct the following Sentences :
- a) I have three dogs neither of them is ferocious. Ans: I have three dogs, none of them are ferocious.
- b) The Khulna railway station is not as big as Kamlapur. Ans: The Khulna railway station is not so big as Kamlapur.
- c) The pencil is missing which I bought from the market. Ans: The pencil which I bought from the market is missing.
- d) No one should kill away one’s time. Ans: None should kill away his time.
- e) He will not can do this work. Ans: He can not do this work.
১১. Write a paragraph on ‘Merits and Demerits of Internet’.
The Internet is a modern international computer network system that has been connected to each other using standard communication protocols. It is an interconnection method that can be accessed from anywhere and at any time.
The Internet is one of the greatest creative and popular inventions in the history of our modern science. It has made our lives easier. Its functions are easy and quick. A man can dial a number from his computer and a link to the internet will soon give him a connection to the outside following his expectations. It has various uses like communication, learning, exchanging information, entertainment, and more other things.
It is a milestone in the modern world of communication. It also plays an effective role in the field of trade and commerce. Today e-commerce has become very popular with customers. Because the customers can buy anything without going to the market. Nowadays, millions of people have access to the internet facility. They use it for shopping, banking, learning, entertaining and for many other simple as well as complex purposes.
In our country, the Internet has opened a new dimension in our communication. But the use of the internet is very expensive. Many people in Bangladesh don’t have still access to the internet.
১২. Transformation of the following sentences (according to the directions):
(a) He said, “I was writing a letter” (Indirect Speech). Ans: He said that he had been writing a letter.
(b) I never drink tea. (Interrogative). Ans: Do I ever drink tea?
(c) If I were a king (Assertive). Ans: I wish I were a king
(d) In spite of his being ill, he can run fast. (Compound). Ans: He is ill but he can ran fast.
- e) Who is calling me? (Passive Voice). Ans: By whom am I being called?
গণিত প্রশ্ন সমাধানঃ-
১৩. ১০ শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা-মূলধনে ২০৫০ টাকা হবে?
উত্তরঃ ১২৩০ টাকা
সমাধানঃ
১ম ক্ষেত্রে, মনে করি, আসল = ক টাকা
সুতরাং ৬ বছরে মুনাফা আসল (২*ক) = ২ ক টাকা
অতএব মুনাফা = ( ২ক – ক) = ক টাকা
এখন, ক টাকায় ৬ বছরে মুনাফা = ক টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা = ক÷(ক*৬)
১০০ টাকায় ১ বছরে মুনাফা =(ক*১০০) ÷(ক*৬)
= ৫০/৩% বা ১৬.৬৬%
২য় ক্ষেত্রে, ১০০ টাকার ১ বছরের মুনাফা ৫০/৩ টাকা
অতএব ১০০ টাকার ৪ বছরের মুনাফা (৫০/৩)*৪ = ২০০/৩ টাকা।
সুতরাং মুনাফা মুলধন (২০০/৩+১০০) = ৫০০/৩ টাকা।
এখন, মুনাফা মূলধন ৫০০/৩ টাকা হলে আসল ১০০ টাকা
মুনাফা মূলধন ১ টাকা হলে আসল = ১০০*৩/৫০০
মুনাফা মূলধন ২০৫০ টাকা হলে আসল = (১০০*৩*২০৫০)÷৫০০
= ১২৩০ টাকা।
১৪. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন।প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্যও প্রস্থ নির্ণয় কর।
উত্তরঃ ২১ মিটার, ৭ মিটার
১১. x^2+1/x^2=3 হলে, x^6+1/x^3 এর মান কত?
উত্তরঃ 25
১২. উৎপাদকে বিশ্লেষণ করুন x^2-x-(a+ 1) (a+2)
উত্তরঃ (x + a + 1) (x -a -2)
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১৭. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি । বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ কোথায় দিয়েছিলেন ?
উত্তরঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দিয়েছিলেন।
১৮. জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নাম লিখুন।
উত্তরঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১৯. লাল নীল দীপাবলী’ এবং পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থ দুটির লেখকের নাম।
উত্তরঃ লাল নীল দীপাবলির লেখক হুমায়ুন আজাদ। পায়ের আওয়াজ পাওয়া যায় এর লেখক সৈয়দ শামসুল হক।
২০. দুই জন মহিলা বীরপ্রতীক এর নাম লিখুন।
উত্তরঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা হলেন তারামন বিবি ও ডাঃ সেতারা বেগম
২১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী এবং এটি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং (বিজয়)। তাজিং ডং বান্দরবান জেলায় অবস্থিত।
২২. MRP এর পূর্ণরূপ কী? বাংলাদেশে কত তারিখে ই-পাসর্পোট উদ্বোধন করে?
উত্তরঃ MRP = Machine Readable Passport . বাংলাদেশ ২২ জানুয়ারি ২০২০ ই-পাসপােট উদ্বোধন করে।
২৩. পূর্ণরূপ লিখুনঃ BRAC; WAN; HTML; CIRDAP.
উত্তরঃ BRAC = Bangladesh Rehabilitation Assistance Committee
WAN = Wide area network
HTML = Hypertext Markup Language
CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific
২৪. মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয় এবং কত তারিখে শপথ গ্রহণ করা হয়?
উত্তরঃ মুজিবনগর সরকার ১০ এপ্রিল ১৯৭১ গঠন করা হয় এবং মুজিবনগর সরকার ১৭ এপ্রিল ১৯৭১ শপথ গ্রহণ করা হয়।
২৫. গাম্বিয়ার রাজধানী এবং জাপানের মুদ্রার নাম লিখুন।
উত্তরঃ গাম্বিয়ার রাজধানী বানজুল। জাপানের মুদ্রার নাম ইয়েন।
আরো পড়ুনঃ-
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।