জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
পদের নামঃ-প্রশাসনিক কর্মকর্তা
পরীক্ষার তারিখঃ-২৩/০৬/২০১৬
১. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করে –
ক) লুইপা
খ) শবরপা
গ) কাহ্নপা✔
ঘ) ভসুকুপা
২. Epic শব্দের পরিভাষা কী?
ক) কিংবদন্তি
খ) পুরাণ
গ) মহকাব্য✔
ঘ) বিস্মৃত কাহিনি
৩. ‘ আফতাব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ণব
খ) রাতুল
গ) জলধি
ঘ) অর্ক✔
৪. বাংলা লিপির উৎস –
ক) সংস্কৃত লিপি
খ) ব্রাক্ষী লিপি✔
গ) চীনা লিপি
ঘ) আরবী লিপি
৫. ‘ ইনকিলাব ‘ শব্দের অর্থ-
ক) আন্দোলন
খ) সন্ত্রাস
গ) বিপ্লব✔
ঘ) সবগুলো
৬. কোন বানানটি শুদ্ধ ?
ক) বিভিসীকা
খ) বিভীষিকা✔
গ) বিভিষিকা
ঘ) বিভীষীকা
৭. ‘ চাচা কাহিনী’ গ্রন্থের লেখক-
ক) শওকত ওসমান
খ) সৈয়দ মুজতবা আলী✔
গ) সৈয়দ ওয়ালী উল্লাহ
ঘ) সৈয়দ শামসুল হক
৮. বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি ?
ক) ৯০১- ১২০০ খ্রি.খ) ১২০১-১৩৫০ খ্রি.
গ) ১২০১-১৮০০ খ্রি. ✔
ঘ) ১৫০১-১৯০০ খ্রি.
৯. খনার খ্যাতির কারণ-
ক) ধাঁধা
খ) ছড়া
গ) শ্লোক
ঘ) বচন✔
১০. ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি- বিচ্ছেদ-
ক) শশ+ অঙ্ক✔
খ) শস+ অঙ্ক
গ) শশা+ অঙ্ক
ঘ) শসা+ অঙ্ক
১১. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?
ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
খ) নরকে লালা গোল্প
গ) বর্ণচোরা
ঘ) ইবলিশ✔
১২. ‘ সে নাকি আসবে না’- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) প্রশ্ন
খ) বিস্ময়
গ) সংশয়✔
ঘ) অনুমান
১৩. পোস্টাল কোড কী নির্দেশ করে?
ক) প্রাপকের ঠিকানা✔
খ) ডাক বিভাগের ঠিকানা
গ) পোস্ট অফিসের নাম
ঘ) প্রেরকের এলাকা
১৪. ‘ বাজার শেষ করে বাড়ী ‘ বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে?
ক) যোগ্যতা
খ) আকাঙ্খা✔
গ) আসত্তি
ঘ) মাধুর্য
১৫. ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) >
খ) <
গ) =>
ঘ) √✔
১৬. ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ কোন ধরনের রচনা ?
ক) নাটক✔
খ) উপন্যাস
গ) গল্প
ঘ) রম্যরচনা
১৭. কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
ক) মার্চ ২৬,১৯৭১
খ) ১৬ ডিসেম্বর,১৯৭১
গ) ঢাকা,২১ ফেরুয়ারি,১৯৫২
ঘ) চট্টগাম ,২৬ মার্চ ১৯৭১✔
১৮. ‘ কর্মে ক্লান্তি নাই যাহার’- এক কথায় প্রকাশ-
ক) অক্লান্ত কর্মী✔
খ) অক্লান্ত
গ) ক্লান্তিহীন
ঘ) অবিশ্রাম
১৯. ‘ ফুল্লবর’ চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়?
ক) চন্ডীমন্ডল✔
খ) অন্নদামন্ডল
গ) মনসামঙ্গল
ঘ) ধর্মমঙ্গল
২০. নিচের কোন দুটি যোগিক বর্ণ ?
ক) এ,ঐ
খ) ই,ঔ
গ) ঐ,ঔ✔
ঘ) ও,ঐ
২১. ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি-
ক) কৃপন
খ) মিতব্যয়ী
গ) ব্যয়কুণ্ঠ✔
ঘ) হিসাবি
২২. ‘ সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ?
ক) রবীন্দ্রনাথ ঠকুর
খ) কাজী নজরুল ইসলাম✔
গ) জীবনানন্দ দাস
ঘ) জসীমউদদীন
২৩. ‘বীরবল’ কার ছদ্মনাম ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী✔
গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ) সমরেশ বসু
২৪. প্র, পরা -কোন ধরনের উপসর্গ ?
ক) সংস্কৃত✔
খ) বাংলা উপসর্গ
গ) বিদেশী উপসর্গ
ঘ) খাটি বাংলা উপসর্গ
২৫. ‘ মৃত্যুক্ষুধা’ গ্রন্থের রচয়িতা-
ক) মানিক বন্দোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী✔
ইরেজি প্রশ্ন সমাধান
- Fill in the blank: She is fond of_______to music.
ক) Listen
খ) Listens
গ) Listening✔
ঘ) Listened
- Choose the direct speech of the sentence : She told me to stand up.
ক) She said, “Do stand up ”
খ) She said to me, “Stand up “✔
গ) She told, “Stand up ”
ঘ) She said me, ” Stand up ”
- Which is the correct sentence?
ক) This is a true.
খ) This is true fact.
গ) This is fact.
ঘ) This is a fact. ✔
- The antonym of the world ‘baddy’.
ক) Well
খ) Evil
গ) Satanic
ঘ) Goddy
- Class : Student_____
ক) Team : Player✔
খ) Meeting : Teacher
গ) Common : Ordinry
ঘ) Bird : Beast
- ‘Vice-versa’ refers to____
ক) for example
খ) face to face
গ) namely
ঘ) the terms being exchanged✔
- Fill in the blanks : She aspires______a scientific career.
ক) to
খ) for✔
গ) from
ঘ) by
- ‘procession’ is a______ team.
ক) mythological
খ) religious✔
গ) political
ঘ) banking
- Choose the correct sentence.
ক) Though he is strong but he is lezy.
খ) Though he is strong ,he is lezy. ✔
গ) Though he is strong,yet he is lezy.
ঘ) Though he is strong or he is lezy.
- ‘When wisdom brings no profit To be wise is to suffer, ‘is taken from______
ক) King Lear
খ) Dr.Faustus
গ) Sons and Lovers
ঘ) King Oedipus✔
- ‘RAM’ means_______
ক) random -access memory✔
খ) raad and memorize
গ) reading and money
ঘ) real African moneky
- Fill in the blank: Turjo_____ the tree with an axe.
ক) cut down✔
খ) cut off
গ) cut out
ঘ) cut in
- He advised me _______ smoking.
ক) giving
খ) to give up✔
গ) to giving up
ঘ) from giving up
- Five miles ______ a log distance.
ক) are
খ) were
গ) is✔
ঘ) have
- ‘Hamlet” is written by_____.
ক) Christopher Marlowe
খ) William Congreve
গ) William Shakespeare✔
ঘ) Johon Webster
- I wish ________
ক) I am a magician
খ) I were a magician✔
গ) I had been a magician
ঘ) I will be a magician
- ‘ Quorum’ fits best with the meaning.
ক) required number✔
খ) allowed number
গ) number
ঘ) additional number
- What is the adjective of the word ‘Tax?
ক) Taxable✔
খ) Taxation
গ) Taxability
ঘ) Taxing
- ‘Whom did she accuse?’ Choose the right passive voice.
ক) Who was accused by her? ✔
খ) Who had been accused by her?
গ) Who was been accused by her?
ঘ) Who has been accused by her?
- Which one is correct ?
ক) Here come he
খ) Here comes he✔
গ) Here he comes
ঘ) Here come Ali
- The Latin Expression ‘i.e’ stand for-
ক) idest✔
খ) ideal energey
গ) inner edition
ঘ) in Europe
- Comes on, it’s time to go home. Here ‘ home’ is a/an-
ক) noun✔
খ) adjeective
গ) adverb
ঘ) pronoun
- ‘A mental illness in which somebody has a strong desire, which they cannot control to steal things’ is expressed by-
ক) insomia
খ) Kleptomania✔
গ) anemia
ঘ) amnesia
- It’s time you ____ your mistakes.
ক) realised✔
খ) had realised
গ) realise
ঘ) have realised
- ‘Out and Out’ means-
ক) Not at all
খ) brave
গ) thoroughly✔
ঘ) whole heartedy
গণিত প্রশ্ন সমাধান
১. পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53 ।
ক) 25, 26
খ) 26, 27✔
গ) 27, 28
ঘ) 28, 29
২. তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57। মধ্যম সংখ্যাটি কত?
ক) 19✔
খ) 21
গ) 23
ঘ) 17
৩. দুটি সংখ্যার অন্তর 12 । বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কত?
ক) 35, 23
খ) 20, 8
গ) 30, 18
ঘ) 25, 13✔
৪. কত জনের মধ্যে 125 টি কমলা ও 145 টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
ক) 25 জন
খ) 15 জন
গ) 35 জন
ঘ) 5 জন✔
৫. দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 8 হলে ল.সা.গু কত?
ক) 200
খ) 224
গ) 240✔
ঘ) 248
৬. 90 কোন সংখ্যার 75% ?
ক) 100
খ) 120✔
গ) 75
ঘ) 90
৭. 3, 9, 4 এর ৪র্থ সমানুপাতিক কত?
ক) 12✔
খ) 16
গ) 18
ঘ) 20
৮. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 5 : 6, লাভ কত?
ক) 20%✔
খ) 25%
গ) 30%
ঘ) 15%
৯. 90 কোন সংখ্যার 75% ?
ক) 90
খ) 75
গ) 120✔
ঘ) 100
তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান
১. সকল নেটওয়ার্কের জননী কোনটি ?
ক) ই- মেইল
খ) ইন্টারনেট✔
গ) মোবাইল
ঘ) টেলিফোন
২. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কিভাবে?
ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ) মেমরিচিপ হিসেবে
গ) চুম্বক হিসেবে✔
ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের কোন অঞ্চলের ভুমি উচু?
ক) দক্ষিণ অঞ্চল
খ) উত্তর অঞ্চল✔
গ) পূর্ব অঞ্চল
ঘ) পশ্চিম অঞ্চল
২. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে?
ক) চাকমা
খ) রাখাইন
গ) মণিপুরী
ঘ) সাঁওতাল✔
৩. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
ক) বুড়িগঙ্গা✔
খ) হোয়াংহো
গ) শীতলক্ষ্যা
ঘ) সিন্ধু
৪. বাংলার প্রথম রাজা কে ছিলেন?
ক) শশাঙ্ক✔
খ) গোপাল
গ) লক্ষ্মণ সেন
ঘ) ধর্মপাল
৫. ছয়- দফা কর্মসূচি ঘোষণা করেন-
ক) এ কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা ভাষানী
ঘ) শেখ মুজিবুর রহমান✔
৬. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক –
ক) সেনাবাহিনীর প্রধান
খ) প্রতিরক্ষামন্ত্রী
গ) প্রধানমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি✔
৭. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সেক্টরের সংখ্যা ছিল-
ক) ৯টি
খ) ১০ টি
গ) ১১ টি✔
ঘ) ১২ টি
৮. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্টপতি ছিলেন-
ক) বঙ্গবন্ধু শে মুজিবির রহমান
খ) মাওলানা ভাষানী
গ) সৈয়দ নজরুল ইসলাম✔
ঘ) তাজউদ্দীন আহমেদ
৯. ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম-
ক) বন্ধু
খ) একতা
গ) মৈত্রী✔
ঘ) পদ্মা
১০. মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার-
ক) মিরপুর
খ) শাহাবাগ
গ) সেগুনবাগিচা✔
ঘ) ক্যান্টনমেন্ট
১১. বাংলাদেশে মশলা গবেষণা কেন্দের অবস্থান-
ক) খুলনা
খ) বগুড়া✔
গ) রাজশাহী
ঘ) রাজবাড়ী
১২. আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে-
ক) মিশর
খ) লাইবেরিয়া
গ) সিয়েরা লিওন✔
ঘ) আইভরিকেস্ট
১৩. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৬ এর-
ক) সেপ্টেম্বর
খ) অক্টোবর
গ) নভেম্বর✔
ঘ) ডিসেম্বর
১৪. ভারতের উপরাষ্ট্রপতি-
ক) আবুল কালাম
খ) হামিদ আনসারী✔
গ) ফারুক আব্দুল্লাহ
ঘ) জাকির হোসেন
১৫. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
ক) পৃথিবী
খ) মঙ্গল
গ) বুধ✔
ঘ) শুক্র
১৬. কুয়েতের রাজধানী-
ক) আবুধাবী
খ) কুয়েত✔
গ) দুবাই
ঘ) রিয়াদ
১৭. ILO এর সদর দফতর –
ক) প্যারিস
খ) জেনেভা✔
গ) লন্ডন
ঘ) রোম
১৮. মালয়েশিয়ার মুদ্রার নাম-
ক) বাথ
খ) রিংগিত✔
গ) ইয়েন
ঘ) দিনার
১৯. শ্রীলংকার প্রেসিডেন্ট-
ক) প্রেমাদাসা
খ) মাহিন্দ রাজাপাকসে
গ) সিরিসেনা✔
ঘ) বন্দরনায়েক
২০. T-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় –
ক) শ্রীলঙ্কায়
খ) ভারতে✔
গ) বাংলাদেশে
ঘ) অস্ট্রেলিয়াতে
২১. ২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) ভারত✔
ঘ) শ্রীলংকা
২২. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
ক) মালদ্বীপ
খ) পাপুয়া নিউগিনি
গ) ভ্যাটিকান সিটি✔
ঘ) কুয়েত
২৩. ইউরোপীয় ইউনিয়নে সদর দফতর কোথায়?
ক) লন্ডন
খ) ব্রাসেলস✔
গ) বন
ঘ) প্যারিস
২৪. জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে ?
ক) নীল ও লাল
খ) নীল ও সাদা✔
গ) লাল ও সাদা
ঘ) সবুজ ও সাদা
সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান
১. ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
ক) এমআরআই
খ) কোমোথেরাপি✔
গ) এনজিগ্রাফি
ঘ) আল্ট্রাসনোগ্রাফি
২. টমেটোতে কোন এসিড থাকে?
ক) এসিটিক এসিড
খ) অক্সালিক এসিড
গ) ম্যালিক এসিড✔
ঘ) সাইট্রিক এসিড
৩. টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়?
ক) হাইড্রোজেন
খ) আর্গন
গ) নিয়ন
ঘ) নাট্রোজেন✔
৪. কোনটি সোয়াইনফ্লু ভাইরাস?
ক) H2N1
খ) N1H2
গ) H1N1✔
ঘ) HN
৫. সুর্যের নিকটতম গ্রহ কোনটি?
ক) পৃথিবী
খ) মঙ্গল
গ) বুধ✔
ঘ) শুক্র
৬. আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?
ক) বৃষ্টি
খ) কুয়াশা
গ) বায়ুপ্রবাহ✔
ঘ) মেঘ
আরো পড়ুনঃ-
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।