আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২

0
288

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২

পদের নামঃ-সাব-রেজিস্ট্রার

পরীক্ষার তারিখঃ-২৬/০৫/২০১২

বাংলা প্রশ্ন সমাধান

১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?

ক) শ্রীকৃষ্ণকীর্তন

খ) চর্যাপদ✔

গ) মনসামঙ্গল

ঘ) বৈষ্ণব পদাবলী

২. প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?

ক) আলাওল

খ) সৈয়দ সুলতান

গ) শাহ মুহম্মদ সগীর✔

ঘ) মুহম্মদ খান

৩. “তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।”-কোন কবির রচনা?

ক) আলাওল

খ) সৈয়দ সুলতান

গ) আবদুল হাকিম✔

ঘ) দৌলত কাজী

৪. পুঁথি সাহিত্যের লেখক-

ক) সৈয়দ হামজা✔

খ) আবদুল হাকিম

গ) ভারতচন্দ্র

ঘ) দৌলত কাজী

৫. ‘পদ্মরাগ’ কোন ধরনের রচনা?

ক) গল্প

খ) প্রবন্ধ

গ) কাব্য

ঘ) উপন্যাস✔

৬. ‘কুমুদিনী’ কোন উপন্যাসের নায়িকা?

ক) যোগাযোগ✔

খ) ঘরে বাইরে

গ) নৌকাডুবি

ঘ) শেষের কবিতা

৭. কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?

ক) বাউন্ডেলের আত্মকাহিনী✔

খ) রাজবন্দীর জবানবন্দী

গ) মৃত্যুক্ষুধা

ঘ) বাঁধন হারা

৮. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

ক) কাজী নজরুল ইসলাম

খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত✔

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?

ক) কৃষ্ণকুমারী

খ) শর্মিষ্ঠা

গ) পদ্মাবতী

ঘ) অশ্রুমালা✔

১০. কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?

ক) ১৮৫৮ খ্রি.

খ) ১৮৫৭ খ্রি.✔

গ) ১৮৬৭ খ্রি.

ঘ) ১৮৭৭ খ্রি.

১১. ‘সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি’- চরণটি কোন কবির রচনা?

ক) কাজী নজরুল ইসলাম

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) দ্বিজেন্দ্রলাল রায়✔

ঘ) মধুসূদন দত্ত

১২. বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?

ক) তিন প্রকার✔

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) ছয় প্রকার

১৩. কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রী করতেন?

ক) গজনীর হাটে

খ) শাপলার হাটে✔

গ) উজানতলীর হাটে

ঘ) মেঘনার হাটে

১৪. নিচের কোনটি জহির রায়হানের রচনা?

ক) পদ্মার পলিদ্বীপ

খ) রুপার কৌটা

গ) রক্তাক্ত প্রান্তর

ঘ) আরেক ফাল্গুন✔

১৫. নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত?

ক) নন্দিত নরকে

খ) কুহক

গ) আগুনের পরশমণি✔

ঘ) দুই দুয়ারী

১৬. আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়?

ক) মাদারীপুর

খ) শরীয়তপুর✔

গ) গোপালগঞ্জ

ঘ) রাজবাড়ি

১৭. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

ক) চন্ডীমঙ্গল

খ) মনসামঙ্গল✔

গ) ধর্মমঙ্গল

ঘ) অন্নদামঙ্গল

১৮. ‘মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন___ শুন্যস্থানে কোন শব্দটি বসবে?

ক) বীরশ্রেষ্ঠ✔

খ) বীরউত্তম

গ) বীরবিক্রম

ঘ) বীর প্রতীক

১৯. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগতি হয়?

ক) পরাগত

খ) মধ্যগত

গ) প্রগত✔

ঘ) অন্যোন্য

২০. ‘মণিক্য’ শব্দে ‘ণ’ বসেছে ণত্ব বিধানের কোন নিয়মে?

ক) ‘ম’ বর্ণের পরে ‘ণ’ হয়

খ) ‘ক’ বর্ণের পূর্বে ‘ণ’ হয়

গ) ‘ক’ বর্ণ এবং ‘ম’ বর্ণের মাঝে ‘ণ’ হয়

ঘ) স্বভাবতই ‘ণ’ হয়✔

২১. ‘ধনুষ্টংকার’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) ধনুষ+টঙ্কার

খ) ধন:+টঙ্কার✔

গ) ধনু+টঙ্কার

ঘ) ধনুট+ঙ্কার

২২. ‘আলপিন’কোন ভাষার শব্দ?

ক) পর্তুগিজ✔

খ) ওলন্দাজ

গ) গুজরাটি

ঘ) তুর্কি

২৩. ‘নারী’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) মহিলা✔

খ) জননী

গ) গর্ভধারিণী

ঘ) মাতা

২৪. ‘যার প্রকৃত বর্ণ ধরা যায় না’- বাক্যটি এক কথায় প্রকাশ নিচের কোন শব্দটি দ্বারা?

ক) বর্ণহীন✔

খ) বর্ণচোরা

গ) বর্ণলোভা

ঘ) বর্ণক্ষীণ

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. ‘A thing of beauty is a joy for ever’ was stated by-

ক) John Keats✔

খ) William Shakespeare

গ) Bacon

ঘ) Milton

  1. ‘Paradise lost’ was written by-

ক) Shakespeare

খ) Milton✔

গ) ST Coleridge

ঘ) Keats

  1. Choose the right answer: Chaucer is the representative poet of-

ক) 17th century

খ) 14th century✔

গ) 16th century

ঘ) 18 century

  1. “Gulliver’s travel” is a famous story by-

ক) William Shakespeare

খ) Thomas Hardy

গ) Alfred Tennyson

ঘ) Jonathan Swift✔

  1. ‘The Trumpet of prophecy! O wind. If winter comes, can spring be far behind?’ Who is the poet of these lines?

ক) P.B. Shelley✔

খ) William Wordsworth

গ) John Keats

ঘ) Robert Browing

  1. ‘The music in my heart I bore long after it was heard no more.’ These lines are from the poem

ক) The Solitary Reaper by Wordsworth

খ) Ode to a Nightingle by John Keats✔

গ) To a lady with a guiter by P.B. Shelley

ঘ) Elegy written in a country churchyard by Thomas Gray

  1. Which is the noun of the word ‘beautiful’?

ক) beauty✔

খ) beauteous

গ) beautiful

ঘ) beautifully

  1. Choose the adjective form of the following words:

ক) Excite

খ) Exciting✔

গ) Excitement

ঘ) Excitingly

  1. The opposite of the word ‘Complex’ is-

ক) hard

খ) long

গ) simple✔

ঘ) short

  1. Which is the correct spelling?

ক) Incredible✔

খ) incradible

গ) Incredeble

ঘ) Incredable

  1. Choose the right preposition for the following sentence: I hope you are not angry __ her.

ক) upon

খ) about

গ) with✔

ঘ) for

  1. ‘Back up’ means-

ক) stop

খ) support✔

গ) explode

ঘ) continue

  1. If the rain continues we shall have to call off the game. Here call off means-

ক) Enjoy

খ) Watch

গ) Postpone or Cancell✔

ঘ) Continue

  1. Fill in the blank: He is not interested___ cycling

ক) in✔

খ) with

গ) for

ঘ) at

  1. Complete the unfinished simile by choosing the right word: ‘as cunning as a ___

ক) lamb

খ) fox✔

গ) lark

ঘ) horse

  1. Which one of the following sentence is correct?

ক) Each boy and each girl have pens.

খ) Each boy and each girl have a pen.

গ) Each boy and each girl has a pen✔

ঘ) Each boy and each girl has had a pen

  1. The word ‘worse’ is the comparative form of the adjective

ক) good

খ) bad✔

গ) far

ঘ) little

  1. Fill in the gap of the following sentence with the correct form of verb: She____ home yesterday

ক) has come

খ) had come

গ) have come

ঘ) came✔

  1. The antonym of the word ‘Eternal’ is-

ক) Permanent

খ) Essential

গ) Temporary✔

ঘ) Unnecessary

  1. Which one of the nouns has no singular form?

ক) Measles✔

খ) Horses

গ) Men

ঘ) Brethren

  1. ‘May he not suffer’ is an-

ক) Assertive sentence

খ) Optative sentence✔

গ) Interrogative sentence

ঘ) Imperative sentence

  1. The word ‘prolific’ is-

ক) noun

খ) pronoun

গ) adjective✔

ঘ) preposition

  1. Which one of the following sentence is correct?

ক) Let us go out for a walk✔

খ) Let us go out for walk

গ) Let us go out for a walking

ঘ) Let us go out for walking

  1. She said, ‘Let me come in.’ Which of the following is correct indirect form of speech?

ক) She paid that she may come in

খ) She requested that she may come in

গ) She requested that she may be allowed to come in

ঘ) She requested that she might come in✔

  1. ‘You must do the work.’ Change the sentence in passive voice

ক) The work will be done by you.

খ) The work must be done by you. ✔

গ) The work has been done by you.

ঘ) You will do the work.

গণিত প্রশ্ন সমাধান

১. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

ক) ৪২০°

খ) ২৭০°

গ) ১৮০°

ঘ) ৫৪০°✔

২. ৭ জন শ্রমিক ৭ দিনে ৭টি রিকশা তৈরি করতে পারে। ৫ জন শ্রমিকের ৫টি রিকশা তৈরি করতে কতদিন লাগবে?

ক) ১ দিন

খ) ৫ দিন

গ) ৭ দিন✔

ঘ) ৩৫ দিন

৩. ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান?

ক) .০০১

খ) .১

গ) .০১

ঘ) ১✔

৪. নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল?

ক) ২৯

খ) ৪৬

গ) ৫৭✔

ঘ) ৯২

৫. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে ঐ পাত্রে পানির পরিমাণ কত?

ক) ৪ লিটার

খ) ৮ লিটার

গ) ২ লিটার✔

ঘ) ৬ লিটার

৬. 3x+2y=7 এবং 2x=y হলে (x,y) হবে-

ক) (2, 1)

খ) (3, 1)

গ) (1, 2) ✔

ঘ) (-1, -2)

৭. একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে-

ক) ২ গুণ

খ) ৪ গুণ

গ) ৮ গুণ✔

ঘ) ৬ গুণ

৮. x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই জোড় সংখ্যা?

ক) x+y+1

খ) xy

গ) x+y✔

ঘ) xy+2

৯. কোনো সুষম দশভুজের প্রতিটি কোণ হবে-

ক) সূক্ষ্মকোণ

খ) প্রবৃদ্ধকোণ

গ) স্থুলকোণ✔

ঘ) সমকোণ

১০. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে-

ক) ১৮০ডিগ্রী

খ) ১৫০ডিগ্রী

গ) ২৭০ডিগ্রী

ঘ) ৩৬০ডিগ্রী✔

১১. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও ৬ ইঞ্চি হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?

ক) ৯ ইঞ্চি

খ) ১০ ইঞ্চি✔

গ) ১ ইঞ্চি

ঘ) ১১ ইঞ্চি

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. ভাষা আন্দোলনের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

ক) শামসুর রাহমান

খ) সৈয়দ শামসুল হক

গ) হাসান হাফিজুর রহমান✔

ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

২. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি

ক) মরিশাস

খ) সেনেগাল✔

গ) গাম্বিয়া

ঘ) সোয়াজিল্যান্ড

৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য ‘বীর বিক্রম’ উপাধি লাভ করেন-

ক) ১৭৫ জন✔

খ) ১৮৫ জন

গ) ১৯৫ জন

ঘ) ২০৫ জন

৪. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

ক) ফকরুদ্দিন মোবারক শাহ

খ) ইলিয়াস শাহ

গ) সম্রাট আকবর✔

ঘ) সম্রাট বাবর

৫. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?

ক) ১ জুলাই ১৯৯১✔

খ) ১ জুলাই ১৯৯২

গ) ১ জুলাই ১৯৯৩

ঘ) ১ জুলাই ১৯৯৪

৬. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

ক) রামপাল

খ) ধর্মপাল✔

গ) চন্দ্রগুপ্ত

ঘ) আদিশুর

৭. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক) ১৯০৫

খ) ১৯১১✔

গ) ১৯১৬

ঘ) ১৯২৩

৮. কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে?

ক) আব্দুল হামিদ খাঁন ভাসানী

খ) এ. কে. ফজলুল হক

গ) আখতার হামিদ খাঁন✔

ঘ) আজিজুল হক

৯. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন?

ক) উন্নয়নের গতি ধারা

খ) দুর্ভিক্ষ ও দারিদ্র্য✔

গ) মাইক্রোক্রেডিট

ঘ) জনসংখ্যা তত্ত্ব

১০. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

ক) চাঁদপুর

খ) সিরাজগঞ্জ

গ) গোয়ালন্দ✔

ঘ) ভোলা

১১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন-

ক) ড.মুহম্মদ শহীদুল্লাহ

খ) বুদ্ধদেব বসু

গ) হরপ্রসাদ শাস্ত্রী

ঘ) আর. সি. মজুমদার✔

১২. ‘অপারেশন সার্চলাইট’ কোন সালের ঘটনা?

ক) ১৯৬৯

খ) ১৯৭১✔

গ) ১৯৭৫

ঘ) ১৯৯০

১৩. পিলখানা হত্যাদিবস কবে?

ক) ২২ ফেব্রুয়ারি

খ) ২৫ ফেব্রুয়ারি✔

গ) ২৭ ফেব্রুয়ারি

ঘ) ২৯ ফেব্রুয়ারি

১৪. কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা

ক) আরবি✔

খ) বাংলা

গ) হিন্দি

ঘ) পর্তুগিজ

১৫. মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?

ক) ভারত মহাসাগর✔

খ) বঙ্গোপসাগর

গ) আরব সাগর

ঘ) পারস্য উপসাগর

১৬. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত?

ক) আমেরিকান পিস সেন্টার

খ) জিরো পয়েন্ট

গ) গ্রাউন্ড জিরো✔

ঘ) ওয়ার্ল্ড সিমেট্রি

১৭. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত

ক) উন্নত

খ) উন্নয়নশীল✔

গ) অনুন্নত

ঘ) ঔপনিবেশিক

১৮. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?

ক) অং সান সুচি

খ) ইন্দিরা গান্ধী

গ) মাদার তেরেসা✔

ঘ) শিরিন এবাদি

১৯. ‘স্ট্যাচু অব লিবার্টি’ মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ ?

ক) জাপান

খ) ফ্রান্স✔

গ) ব্রিটেন

ঘ) ইতালি

২০. জাপানের আইনসভার নাম-

ক) কংগ্রেস

খ) ডায়েট✔

গ) সিনেট

ঘ) ক্রোটস

২১. বার্বাডোসের রাজধানী কোথায়?

ক) নাসাউ

খ) বাসেটেরে

গ) বলসোপান

ঘ) ব্রিজাটাউন✔

২২. জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?

ক) ৬টি✔

খ) ৯টি

গ) ১০টি

ঘ) ১১টি

২৩. ফেব্রুয়ারি ২০১১ সনে আরব লীগ কোন দেশটির সদস্যপদ বাতিল করে?

ক) মিশর

খ) লিবিয়া✔

গ) ফিলিস্তিন

ঘ) সুদান

২৪. আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৪৮টি

খ) ৫২টি

গ) ৫৪টি✔

ঘ) ৫৬টি

২৫. বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি?

ক) চীন

খ) ভেনিজুয়েলা

গ) রাশিয়া✔

ঘ) কুয়েত

বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়?

ক) ডায়ানামো

খ) জেনারেটর

গ) বৈদ্যুতিক মোটর✔

ঘ) ট্রান্সফর্মার

২. শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন?

ক) ভেসলিনের অভাবে

খ) বায়ুর আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে✔

গ) অত্যাধিক ঠান্ডায় কোষ মারা যায় বলে

ঘ) দিনে গরম ও রাতে ঠান্ডা বলে

৩. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

ক) কাজী নজরুল ইসলাম

খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত✔

গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪. বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে ?

ক) অক্সিজেন

খ) কার্বন ডাই- অক্সাইড

গ) নাইট্রোজেন✔

ঘ) জলীয় বাস্প

৫. কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ ?

ক) কল

খ) লিচু

গ) জাম

ঘ) কাঁঠাল✔

৬. কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহবায় ঘা হয়?

ক) ভিটামিন B₂✔

খ) ভিটামিন C

গ) ভিটামিন E

ঘ) ভিটামিন D

৭. রূপান্তরিত কান্ড কোনটি?

ক) আলু

খ) পেঁয়াজ✔

গ) মূলা

ঘ) গাজর

৮. জীবের রাসয়নিক গঠন উপাদানকে বলা হয়-

ক) RNA

খ) DNA✔

গ) ATP

ঘ) TNA

৯. রূপান্তরিত কান্ড কোনটি?

ক) আলু

খ) পেঁয়াজ✔

গ) মূলা

ঘ) গাজর

১০. জীবের রাসয়নিক গঠন উপাদান কে বলা হয়-

ক) RNA

খ) DNA✔

গ) ATP

ঘ) TNA

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।