পরিবেশ ও বন মন্ত্রণালয় এর সহ-পরিচালক (কারিগরি)পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৭

0
257

পরিবেশ ও বন মন্ত্রণালয় এর সহ-পরিচালক (কারিগরি)পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৭

পদের নামঃ- সহ-পরিচালক (কারিগরি),সহ-পরিচালক (প্রশাসন)ও রিসার্স অফিসার

পরীক্ষার তারিখঃ- ৩০/০৩/২০০৭

বাংলা প্রশ্ন সমাধান

১. সে নাকি আসবে না ।’এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?

ক) অনুামান অর্থে

খ) সম্ভাবনা অর্থে✔

গ) বিস্ময় অথে

ঘ) বিরক্তি অর্থে

২. ‘উপসর্গ’ সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?

ক) কৃদন্ত শব্দের পর বসে অর্থের পরিবর্তন ঘটায়

খ) বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়

গ)নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়✔

ঘ) অর্থ অপরিবর্তনীয় রেখে নতুন শব্দ গঠন করে

৩. “আকাশে “তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”- এ বাক্যে ‘আকাশ ‘শব্দটি কোন কারকে কোন বিভক্তি

ক) অপাদানে ২য়া

খ) কর্তৃকারকে ৭মী

গ) কর্মকারকে ৭মী

ঘ) অধিকরণে ৭মী✔

৪. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন।

ক) কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন

খ) কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন

গ) কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন✔

ঘ) কৃত্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন

৫. “এ যে আমাদের চেনা লোক”-চেনা ‘ কোন পদ?

ক) বিশেষণ✔

খ) ক্রিয়া

গ) অব্যয়

ঘ) বিশেষ্য

৬. ‘রবীন্দ্র’ -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রবী+ ঈন্দ্র

খ) রবি + ইন্দ্র✔

গ) রবি+ঈন্দ্র

ঘ) রবী+ইন্দ্র

৭. ‘হেড মৌলভি’ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?

ক) ইংরেজি+ ফার্সি✔

খ) ইংরেজি+ আরবি

গ) তুর্কি+ আরবি

ঘ) ইংরেজি+ পর্তুগীজ

৮. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?

ক) মোহনিন্দ্রা

খ) শোকানল

গ) মোমবাতি✔

ঘ) দিলদরিয়া

৯. ‘মরণরে, তুঁহুঁ মম শ্যামসমান ;- এটি কার লেখা?

ক) বিদ্যাপতি

খ) লালন শাহ

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর✔

১০. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

ক) ১৯০৩-১৯৭৬✔

খ) ১৯০৫-১৯৭৬

গ) ১৯০৩-১৯৮৬

ঘ) ১৮৯৯-১৯৭৬

১১. কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?

ক) অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি

খ) পদ্মরাগ ও অবরোধবাসিনী✔

গ) দোলনচাঁপা ও মতিচূর

ঘ) খোয়াবনামা ও পদ্মরাগ

১২. নিচের কোনটি একটি পত্রিকার নাম?

ক) রক্তাক্ত মানচিত্র

খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র

গ) সবুজপত্র✔

ঘ) শবনম

১৩. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’একটি-

ক) উপন্যাস

খ) নাটক

গ) গল্পগ্রন্থ

ঘ) কাব্যগ্রন্থ✔

১৪. ‘মম একহাতে বাঁকা বাশেঁর বাঁশরী, আর হাতে রণতৃর্য -এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?

ক) বিদ্রোহী✔

খ) শাতিল আরব

গ) প্রলয়োল্লাস

ঘ) খেয়াপারের বরণী

১৫. বাংলা সাহিত্যে ‘ছন্দের যাদুকর ‘ বলা হয় কাকে?

ক) কামিনী রায়

খ) সত্যেন্দ্রনাথ দত্ত✔

গ) কায়কোবাদ

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. ‘অন্নদা দিদি ‘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?

ক) গৃহদাহ

খ) চরিত্রহীন

গ) শ্রীকান্ত✔

ঘ) দত্ত

১৭. বিলাতে সাড়ে সাতশ দিন’ভ্রমণকাহিনীর রচয়িতা হলেন-

ক) মুহাম্মদ আবদুল হাই✔

খ) আবুল মনসুর আহমদ

গ) মুনীর চৌধুরী

ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

১৮. ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?

ক) মীর মশাররফ হোসেন

খ) দীনবন্ধু মিত্র✔

গ) তারাচরণ শিকদার

ঘ) রামনারাণ তর্করত্ন

১৯. ‘নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা”?- পংক্তিটির রচয়িতা কে?

ক) আব্দুল হাকিম

খ) অতুলপ্রসাদ সেন

গ) রামনিধি গুপ্ত✔

ঘ) শেখ ফজলল করিম

২০. মহাকবি আলাওল কোন যুগের কবি?

ক) প্রাচীন যুগের

খ) আদি মধ্যযুগের

গ) মধ্যযুগের✔

ঘ) আধুকি যুগের

২১. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৬৫

খ) ১৯৭৫

গ) ১৯৪৫

ঘ) ১৯৫৫✔

২২. রূপজালাল ‘গ্রস্থটি কার লেখা?

ক) বেগম রোকেয়া

খ) নুরুন্নেসা খাতুন

গ) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী✔

ঘ) রাবেয়া খাতুন

২৩. ঐ চাকরির আশা ছেড়েছি – কোন অর্থ প্রকাশ পায়?

ক) হতাশা✔

খ) বিরাগ

গ) ত্যাগ করা

ঘ) মুক্ত করা

২৪. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান’ -কোন ছন্দে রচিত?

ক) স্বরবৃত্ত✔

খ) মাত্রাবত্ত

গ) অমিত্রাক্ষর

ঘ) অক্ষরবৃত্ত

২৫. নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান?

ক) কাষ্ঠ

খ) কল্যাণীয়েষু

গ) পরিষদ

ঘ) আষাঢ়✔

ইংরেজী প্রশ্ন সমাধান 

  1. -Bangladeshis are proud of their glorious past.

ক) A

খ) An

গ) The✔

ঘ) This

  1. I — a straw for him,

ক) care not

খ) care for

গ) do not care✔

ঘ) care about

  1. He hankered –fame.

ক) for                                খ) from

গ) after✔

ঘ) to

  1. The meaning of ‘In black and white ‘is

ক) in haste

খ) in writing✔

গ) non co- operation

ঘ) in perplexity

  1. He stopped his car– when the light turned red.

ক) equitably

খ) abruptly✔

গ) incsively

ঘ) ambiguously

  1. ‘war and peace ‘an epic tale of Napoleonic invasion is written by-

ক) George Bernard Shaw

খ) Ernest Hemmingway

গ) Leo Tolstoy✔

ঘ) Anne Frank

  1. ‘Keep your nose out of something’ means-

ক) to avoid✔

খ) to interfere

গ) not to smell

ঘ) be controlled

  1. The customer grew tired of Waiting. The( underlined) word is a –

ক) Present participle

খ) Gerund✔

গ) Noun

ঘ) verb

  1. Choose the correct sentence.

ক) One should take care about his health

খ) In the afternoon I Stay home

গ) He was absent one time or two times

ঘ) I am very busy this morning✔

  1. A person who sells fruits and vegetables-

ক) a vegetable

খ) a vagetarian

গ) a green grocer✔

ঘ) a hawker

  1. Each of the following is a relative except one.

ক) Mother -in law

খ) Grandfather

গ) Nephew

ঘ) Neighbour✔

  1. Fill in the gaps using the appropriate words: ‘He has –me of my Child .’ The woman?

ক) punished

খ) kidnapped

গ) Stolen

ঘ) robbed✔

  1. Mistakes Should be pointed –in a student’s work.

ক) in

খ) up

গ) out✔

ঘ) on

  1. Hospitals -the sick.

ক) treat✔

খ) admit

গ) serve

ঘ) nuese

  1. I detest people who -others behind their backs.

ক) speak ill

খ) criticize✔

গ) discuss

ঘ) praise

  1. ‘I never interfere –my grown up children, Mrs. Chowdhury said.

ক) in

খ) with✔

গ) about

ঘ) at

  1. The social workers of our area- food and cloth –the poor population.

ক) gave away ,between

খ) distributed,among✔

গ) allotted, for

ঘ) sent to

  1. When a king dies his -usually passes to one of his sons.

ক) weakth

খ) money

গ) Kingdom✔

ঘ) palace

  1. Choose the correct passive form of the sentence :- What did they pay you for doing the job?

ক) What had you been paid for doing the job?

খ) What you were paid for doing the job?

গ) What were you paid for doing the job? ✔

ঘ) What were you being paid for doing the job?

  1. A person who is skilled in foreign languages-

ক) Rhetorician

খ) Linguist✔

গ) Linguistic

ঘ) Prosodist

  1. put the following into indirect speech : when I got home ,I found I had lost my umbrella, Laila said

ক) Laila said that when she had got home she found that she had lost her umbrella. ✔

খ) Laila said that when she had got home she found she lost her umbrella.

গ) Laila said that when she had got home she had found that she lost her umbrella.

ঘ) Laila said when she had got home that she found she lost her umbrella.

  1. Synonym for ‘Narcissism’-

ক) Notable

খ) Dignty

গ) Self love✔

ঘ) Admiration for beauty

  1. Appearances can often be (liable to mislead .) The Underlined phrase means –

ক) defective

খ) lucrative

গ) repulsive

ঘ) deceptive✔

  1. He is liked by all because he is so much learned and-

ক) rich

খ) intelligent✔

গ) sensible

ঘ) punctual

  1. He knows and speaks many languages .Choose the appropriate sentence that best matches the about description.

ক) He is an interpreter

খ) He is a polyglot✔

গ) He is an infidel

ঘ) He is a tycoon

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. যশোর কোন নদীর তীরে অবস্থিত?

ক) পশুর

খ) গড়াই

গ) কপোতাক্ষ✔

ঘ) যমুনা

২. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) ফরিদপুর

খ) বরিশাল✔

গ) নদীয়া

ঘ) হিজলা

৩. ‘এলাটিং বেলাটিং’ কার লেখা বই?

ক) ফয়েজ আহমেদ

খ) ফখরুখ আহমদ

গ) সুকুমার রায়

ঘ) শামসুর রাহমান✔

৪. বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?

ক) পদ্মা

খ) মেঘনা

গ) যমুনা

ঘ) কর্ণফুলী✔

৫. আন্তজাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন হচ্ছে?

ক) ২০০০✔

খ) ১৯৯৬

গ) ১৯৯৯

ঘ) ১৯৮৭

৬. পৃথিবীর আনুমানিক বয়স কত?

ক) ৩৬০ কোটি বছর

খ) ৪৬০ কোটি বছর

গ) ৪৫০ কোটি বছর✔

ঘ) ৬০০ কোটি বছর

৭. নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়?

ক) ১৯৬২

খ) ১৯৬৪✔

গ) ১৯৬৫

ঘ) ১৯৭০

৮. মার্কিন যুক্তরাষ্ট্র UNESCO ত্যাগ করে কবে?

ক) ১৯৮০

খ) ১৯৮২

গ) ১৯৮৫✔

ঘ) ১৯৮৬

৯. ইংল্যান্ড ও আজেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ কত সালে হয়?

ক) ১৯৮০

খ) ১৯৮২✔

গ) ১৯৮৪

ঘ) ১৯৯০

১০. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়?

ক) ১৯৭৫ সালে ইংল্যাডের লর্ডসে✔

খ) ১৯৮৫ সালে অস্ট্রিলিয়ার মেলবোর্নে

গ) ১১৯৮৬ সালে ফ্রান্সের প্যারিসে

ঘ) ১৯৮৭ সালে নেদারল্যান্ডের কোপেন হেগেন -এ

১১. কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

ক) ৪ বছর✔

খ) ৫ বছর

গ) ৬ বছর

ঘ) ৭ বছর

১২. মাতৃগর্ভে একজন শিশু প্রতিদিন কত মিলিলিটার পানি পান করে?

ক) ৪০০ মিলিলিটার✔

খ) ৫০০ মিলিলিটার

গ) ৬০০ মিলিলিটার

ঘ) ৭০০ মিলিলিটার

১৩. ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়?

ক) ১৯২০ সালে ইংল্যান্ডে

খ) ১৯২১ সালে কানাডায়

গ) ১৯২২ সালে জামার্নিতে✔

ঘ) ১৯২৩ সালে আমেরিকায়

১৪. ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

ক) ১৯৭৮✔

খ) ১৯৭৯

গ) ১৯৮৩

ঘ) ১৯৮১

১৫. বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

ক) ৬২০

খ) ৬২১

গ) ৬২২

ঘ) ৬২৪✔

১৬. চলন বিল কোথায় অবস্থিত?

ক) নাটোর

খ) নাটোর ও বগুড়া

গ) পাবনা ও নাটোর

ঘ) সিরাজগঞ্জ ও নাটোর✔

১৭. কোন সালে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়?

ক) ১৯৮২✔

খ) ১৯৮৩

গ) ১৯৮০

ঘ) ১৯৮৪

১৮. বাংলাদেশের প্রথম EPZ কোথায় প্রতিষ্ঠিত হয়?

ক) ঢাকা

খ) মংলা

গ) চট্টগ্রাম✔

ঘ) কুমিল্লা

১৯. বঙ্গভঙ্গ রদ হয় কখন?

ক) ১৯০৫

খ) ২০০১

গ) ১৯০৬

ঘ) ১৯১১✔

২০. বাংলাদেশের সর্ব উত্তরের থানার নাম কি?

ক) টেকনাফ

খ) বাংলাবান্ধা

গ) শিবগঞ্জ

ঘ) তেঁতুলিয়া✔

২১. পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?

ক) মহাকর্ষ বলের জন্য

খ) মাধ্যাকর্ষণ বলের জন্য✔

গ) আমরা স্থির থাকার জন্য

ঘ) পৃথিবীর সাথে আমাদের আবতরএনর জন্য

২২. শীতে শরীর কাপেঁ কেন?

ক) শরীরের তাপ ও বাহিরের তাপ সমান বলে

খ) শরীরে রক্ত কম থাকে বলে

গ) শরীরে রক্ত বেশী থাকে বলে

ঘ) শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে✔

২৩. সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে নির্ণয় করা যায়?

ক) প্রতিফলন

খ) প্রতিসরণ

গ) প্রতিধ্বনি✔

ঘ) প্রতিসরাঙ্ক

২৪. আলো হলো-

ক) রশ্মি

খ) পদার্থ

গ) বস্তু

ঘ) শক্তি✔

২৫. টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়-

ক) শব্দ শক্তি

খ) আলোক শক্তি

গ) তড়িৎ শক্তি✔

ঘ) চৌম্বক শক্তি

২৬. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রাশ্মি বের হয়?

ক) মৃদু রঞ্জন রশ্মি✔

খ) গামা রশ্মি

গ) বিটা রশ্মি

ঘ) কসমিক রশ্মি

২৭. কম্পিউটারের প্রথম প্রোগাংমিং ভাষা কোনটি?

ক) C++

খ) ADA

গ) FORTRAN✔

ঘ) PASCAL

২৮. কোনটি মিশ্র পদার্থ

ক) পানি

খ) লবণ

গ) বায়ু✔

ঘ) কার্বন ডাই অক্সাইড

২৯. গায়ের রং পরিবর্তন করে আত্নরক্ষা করে কোন প্রাণী?

ক) মাছি

খ) টিকটিকি

গ) মাছ

ঘ) গিরগিটি✔

৩০. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

ক) ধমনীর ভেতর দিয়ে✔

খ) শিরার ভেতর দিয়ে

গ) স্নায়ুর ভেতর দিয়ে

ঘ) ল্যাকটিয়ারের ভেতর দিযে

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।