স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০

0
621

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০

পদের নামঃ- মেডিকেল টেকনোলজিস্ট

পরীক্ষার তারিখঃ- ১৯/১২/২০২০

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১) উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি?

উত্তরঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্যসমূহ নিচে উল্লেখ করা হলো।

ক. উপসর্গ থাকে শব্দের সামনে (প্রথমে), প্রত্যয় থাকে শব্দের পিছনে (শেষে)

খ. যেমনঃ প্র + হার= প্রহার; ঘর+ আমি=ঘরামি

২) ”সোনার বাংলা গড়বো মোরা” কোন কারক? উত্তরঃ করণ কারক

৩) নীল যে আকাশ= নীলাকাশ কোন সমাস? উত্তরঃ কর্মধারয় সমাস

৪) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার ১৮৪৭ সাল থেকে শুরু হয়।)

৫) “লাজুক লতা” গ্রন্থটি কার রচিত? উত্তরঃ মানিক বন্দোপাধ্যায় (“লাজুক লতা” ছোটগল্পটি ১৯৫৪ রচিত)

৬) সন্ধি বিচ্ছেদ করুন।

ক. বাগীশ= উত্তরঃ বাক্+ঈশ

খ. ষড়যন্ত্র=উত্তরঃ ষট+যন্ত্র

৭) শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি কি কি?

উত্তরঃ ঙ, ঞ ( শব্দের আদিতে বসে না এমন বাংলা ব্যাঞ্জনবর্ণ ৬ টি।)

৮) দন্ত বর্ণ কয়টি ও কি কি? উত্তরঃ ৫টি। যথাঃ ত থ দ ধ ন

৯. বিপরীত শব্দ লিখ।

অনুরূক্ত=উত্তরঃ বিরক্ত

অলস=উত্তরঃ পরিশ্রমী/কর্মঠ

১০) সমার্থক শব্দ লিখুন। (২টি করে)

কপাল= উত্তরঃ ললাট, ভাগ্য  (এছাড়াও ভাল, অদৃষ্ট, নিয়তি, অলিক, নসিব, বরাত, বিধিলিপি)

ধন= উত্তরঃ সম্পদ, অর্থ (এছাড়াও বিত্ত, সম্পত্তি, ঐশ্বর্য, দৌলত, বিভব, বিভূতি, টাকা-পয়সা, টাকাকড়ি, বৈভব)

১১) এক কথায় প্রকাশ করুন।

ক. গমন করার ইচ্ছা- উত্তরঃ জিগমিষা

খ. যে নারী সাগরে বিচরণ করে-উত্তরঃ সাগরিকা

১২) অর্থসহ বাক্য রচনা করুন।

ক. কতশত-উত্তরঃ (অসংখ্য বা অপরিমেয়)- কতশত আছে নীতি কথামালা, বাস্তবে কেউ মানে না।

খ. কচুবনের কালাচাঁদ- উত্তরঃ (অপদার্থ)- সুমনের মত এমন কচুবনের কালাচাঁদ আর দেখিনি বাবা!!!

১৩) শুদ্ধ করে লিখুন।

ক.  তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন-উত্তরঃ তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

খ. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ- উত্তরঃ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

১৪) Fill in the blanks with appropriate article/preposition:

(i) He is — European. উত্তরঃ a

(ii) He is — L.L.B . উত্তরঃ an

(iii) He is —One eyed man. উত্তরঃ a

(iv) The cat fond——-Milk. উত্তরঃ of

(v) He is blind—– one-eye. উত্তরঃ of

(vi) My house is is adjacent—–the school. উত্তরঃ to

১৫) Make sentence with following phrase and idioms:

(i) Man of letters-উত্তরঃ (বিজ্ঞ লোক)- “He wished to fashion for himself a career as a man of letters“

(ii) Hard and fast- উত্তরঃ (ধরাবাঁধা)- There are no hard and fast rule in this school.

(iii) All on a sudden- উত্তরঃ (হঠাৎ)- All on a sudden a tiger came out of the bush.

(iv) Bag and baggage- উত্তরঃ (পোঁটলাপুঁটলি নিয়ে) – Her tenant left, bag and baggage, without paying the rent.

(v) Red letter day- উত্তরঃ (স্মরণীয় দিন)- 16 December is our Red letter day.

১৬) Translation into English:

(i) ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত- উত্তরঃ Dhaka is located on the banks of the Buriganga river.

(ii) এখন সোয়া ১০টা বাজে-উত্তরঃ It is quarter past ten now.

(iii) এক হাতে তালি বাজে না-উত্তরঃ It takes two to make a quarrel.

(iv) মধু খেতে মিষ্টি-উত্তরঃ Honey tastes sweet.

(v) ইচ্ছা থাকলে উপায় হয়-উত্তরঃ Where there is a will, there is a way.

১৭) Correct the following sentences with appropriate verb/ degree:

(i) The earth (move) round the sun. – উত্তরঃ The earth moves around the sun.

(ii)  A mango has been (eat) by me. উত্তরঃ A mango has been eaten by me

(iii) Laila is (dance) now.  উত্তরঃ  Laila is dancing now.

(iv) Rina is (beautiful) than Rima. উত্তরঃ Rina is more beautiful than Rima.

 

গণিত প্রশ্ন সমাধানঃ- 

১৮) পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩:১। পুত্রের বর্তমান বয়স কত?

উত্তরঃ পুত্রের বর্তমান বয়স ১৫ বছর।

১৯) মান নির্ণয় করুন: x + 1/x=2 হলে, x4 + 1/x4=? উত্তরঃ 2

২১) উৎপাদকে বিশ্লেষণ করুন। x4 + x2 + 1 উত্তরঃ (x2 + x + 1) (x2 – x + 1)

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ- 

২১) বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? উত্তরঃ ১৭ বার

২২) প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তরঃ শাহ আব্দুল হামিদ

২৩) বাংলাদেশের পতাকা দিবস কবে? উত্তরঃ ২রা মার্চ

২৪) WHOএর সদর দপ্তর কোথায়? উত্তরঃ জেনেভা

২৫) আয়তনে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? উত্তরঃ ৯৪ তম

২৬) বিশ্ব অলিম্পিক দিবস কবে পালিত হয়? উত্তরঃ ২৩ জুন

২৭) মুজিববর্ষের ব্যাপ্তি কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত? উত্তরঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের  ২৬ মার্চ পর্যন্ত

২৮) মহান মুক্তিযুদ্ধের ২ জন বীরশ্রেষ্ঠের নাম লিখুন? উত্তরঃ মুন্সি আব্দুর রউফ, মতিউর রহমান

২৯) বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? উত্তরঃ ৫০

৩০) সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোতধারার নাম কি? উত্তরঃ মেঘনা

৩১) জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৭ মার্চ

৩২) বাংলাদেশর জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি

৩৩) পূর্ণ অর্থ লিখুন:

SDG= Sustainable Development Goals

UNESCO= United Nations Educational, Scientific and Cultural Organization

ECNEC= Executive Committee of the National Economic Council

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।