স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান এনেসথেসিয়া
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
পদের নামঃ- মেডিকেল টেকনিশিয়ান এনেসথেসিয়া
পরীক্ষার তারিখঃ-১৯/১২/২০২০
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণ কয়টি ও কি কি? উত্তরঃ ৪ টি। যথাঃ শ-ষ-স-হ
২. হ্ন ও হ্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য কি? উত্তরঃ হ্ন = হ + ন (মধ্যাহ্ন), হ্ণ= হ + ণ (অপরাহ্ণ)
৩. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) শুদ্ধোদন= শুদ্ধ+ওদন
খ) ন্যূন = নি + ঊন
৪. প্রাতিপদিক কাকে বলে? উত্তরঃ বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। যেমন : ঘর, হাত, বই, কলম ইত্যাদি।
৫. সুমনা “তুরস্কে” যাবে-কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৬. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: যথাবিধি উত্তরঃ বিধিকে অতিক্রম না করে = যথাবিধি= অব্যয়ীভাব সমাস
৭. দুইটি করে সমার্থক শব্দ লিখুন।
ক) শিখন্ডী=ময়ূর, কলাপী
খ) নীলাম্বু= সাগর, বারিধি
৮. বিপরীত শব্দ লিখুন।
ক) ঢেংগা=খাটো
খ) গঞ্জনা= বন্দনা
৯. শুদ্ধ করে লিখুন: মুমূর্ষু রোগীকে শুশ্রসা কর। উত্তরঃ মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।
১০. অর্থসহ বাক্য রচনা করুন।
ক) হাঁটুর বয়স=(নিতান্ত শিশু) = হাঁটুর বয়সের ছেলেমেয়ে এখন বিয়ের কথা ভাবে, এ যেন আকাশ কুসুম চিন্তা।
খ) শ্রীঘর= (জেলখানা)= চোরের দায়ে সুমন এখন শ্রীঘরে।
১১. এক কথায় প্রকাশ করুন।
ক) বাতাসে চরে যে=কপোত
খ) আকাশ ও পৃথিবী=ক্রন্দসী
১২. চর্যাপদ কিসের সংকলন? উত্তরঃ গানের সংকলন
১৩. শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু ও হাজার বছর ধরে গ্রন্থ দুটির রচয়িতার নাম লিখুন। উত্তরঃ শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু= আবুল মনসুর আহমদ; হাজার বছর ধরে= জহির রায়হান
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
১৪. Fill in the gaps with appropriate preposition/ article.
- a) We want prevention——- cure. উত্তরঃ than
- b) Give me all ——this pen. উত্তরঃ of
- c) We could not go out —-rain. উত্তরঃ due to
- d) I have—— few friends. উত্তরঃ a
- e) He is —-FRCS. উত্তরঃ an
১৫. Correct the sentences.
- a) You have better than their. উত্তরঃ You have better than theirs.
- b) We worked hard passing. উত্তরঃ We worked hard to pass.
- c) I have my rice cook. উত্তরঃ I have my rice cooked.
- d) I like my son. উত্তরঃ
- e) I forbid him not to go. উত্তরঃ I forbade him to go.
১৬. Identify the parts of face of the underlined words.
- a) We felt very (tired). উত্তরঃ Adjective
- b) A (barking) dog seldom bites. উত্তরঃ Adjective
- c) The boy writes (well). উত্তরঃ Adverb
- d) He is poor (but) honest. উত্তরঃ Conjuction
- e) The doctor is a friend of (mine). উত্তরঃ Pronoun
১৭.Translate into English.
ক) ট্রেনটি সময় মতো চলছে= The train is running on time.
খ) তাকে বসার জায়গা দাও= Give him a seat.
গ) তুমি আসলে আমি যাব= If you come, I will go.
ঘ) মেঘ কেটে গেল= The cloud rolled away.
ঙ) সে হাসতে হাসতে ঘরে ঢুকলো = The girl entered the room laughing.
গণিত প্রশ্ন সমাধানঃ-
১৮. আয়তাকার বাগানের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দেড় ফুট বর্গবিশিষ্ট্য ২০২৮ খানা পাথর দ্বারা বাঁধানা হলে বাগানের পরিসীমা কত? উত্তরঃ ৩১২ ফুট
১৯. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
উত্তরঃ ২৫
২০. X^2+1/x2 =3 হলে
ক) (x+1/x)^2 এর মান নির্ণয় কর। উত্তরঃ ৫
খ) (x^2 -1/x^2)^3 এর মান নির্ণয় কর। উত্তরঃ 5√5
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
২১. বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান কে? উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২২. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)
২৩. মুহুরীর চর কোথায় অবস্থিত? উত্তরঃ ফেনী জেলায়
২৪. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তরঃ ১৩৬
২৫. পানিপথের যুদ্ধ হয় কত সালে এবং কার কার মধ্যে? উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬) হয়েছিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। উল্লেখ থাকে যে এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করেন যে কারণে বাবর ইব্রাহিম লোদীর লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করেন। আর এই যুদ্ধে বাবর রুমি কৌশল প্রয়োগ করে যুদ্ধ জয়কে আরও সহজসাধ্য ক’রে তুলেছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬) হয়েছিল মুঘল সম্রাট আকবরের সঙ্গে সম্রাট হেম চন্দ্র বিক্রমাদিত্যর (হেমু) সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) হয়েছিল দুররানি সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য দ্বয়ের মধ্যে- ফলাফল দুররানি সাম্রাজ্য বিজয়। এই বিজয়ের ফলে দুররানি সম্রাজ্য পরবর্তী সময়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।
২৬. চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তরঃ ভিটামিন-বি কমপ্লেক্স
২৭. রয়টার্স এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ লন্ডন, ব্রিটেন।
২৮. মুক্তিযুদ্ধে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ২ নং
২৯. সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? উত্তরঃ ২নং
৩০. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? উত্তরঃ মেঘনা
৩১. পূর্ণরূপ লিখুন।
BGMEA= Bangladesh Garment Manufacturers and Exporters Association
NATO=North Atlantic Treaty Organization
৩২. গ্রীন হাউজ কি? উত্তরঃ সাধারণত: শীতপ্রধান উন্নত দেশসমূহে শাক-সবজি উৎপাদনের জন্য তৈরী একধরনের কাঁচের ঘরকে “সবুজ ঘর” বা গ্রীন হাউস (Green House) বলা হয়ে থাকে ।
৩৩. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তরঃ ২৭ নং
৩৪. এনেসথেসিয়া কি? উহা কত প্রকার ও কি কি? উত্তরঃ অ্যানেস্থেসিয়া একটি চিকিৎসা পদ্ধতি যাতে কোনো ব্যাক্তি অপারেশনের সময় যন্ত্রনা এড়াতে সমর্থ হয়। তিন প্রকার, যথাঃ লোকাল বা স্থানীয়, রিজিওনাল বা আঞ্চলিক, এবং জেনারেল বা সাধারণ অ্যানেস্থেসিয়া।
৩৫. এনেসথেসিয়া প্রমাণ এর প্রয়োজনীয়তা কি? উত্তরঃ শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে স্থির রাখতে
৩৬. মানুষের জীহ্ববা কোন ধরনের মাংসপেশি দ্বারা গঠিত? উত্তরঃ ঐচ্ছিক পেশি
৩৭. করোনা মহামারীর বিস্তার রোধে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত? উত্তরঃ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে বলা ইত্যাদি।
৩৮. পূর্ণরূপ লিখুন।
BSMMU=Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)
DA= Diploma in Anaesthetics
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- স্বাস্থ্য অধিদপ্তরের কম্পাউন্ডার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১
- স্বাস্থ্য সেবা বিভাগের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১
- স্বাস্থ্য অধিদপ্তরের টিবিএল ও এএসপি কর্মসূচির মেডিকেল টেকনোলজিস্ট পদের প্রশ্ন সমাধান-২০২২
- স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা বাছাই পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬