কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার পদের নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
381

কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার পদের নিয়োগ

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ- সহকারী অফিসার ( সাধারণ ও ক্যাশ)

পরীক্ষার তারিখঃ-১১/১২/২০২১

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. এক কথায় উত্তর দিনঃ

(ক) “গীতগোবিন্দ” এর রচয়িতা কে? উত্তরঃ জয়দেব

(খ) “চর্যাপদ” কোন ছন্দে লেখা? উত্তরঃ মাত্রাবৃত্ত

(গ) “একাদশে বৃহস্পতি” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ সৌভাগ্যের বিষয়

(ঘ) কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কী? উত্তরঃ ধূমকেতু

(ঙ) “নিষ্ঠা” শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। উত্তরঃ নিঃ+ঠা

(চ) সমস্তপদসহ “সিংহাসন” শব্দটির সমাসের নাম লিখুন। উত্তরঃ সিংহ চিহ্নিত আসন= সিংহাসন,  মধ্যপদলোপী কর্মধারয়

(ছ) ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস? উত্তরঃ সামাজিক সমস্যামূলক উপন্যাস

(জ) ‘মুসাফির’ কোন ভাষার শব্দ? উত্তরঃ আরবি

(ঝ) ‘সংশয়’ এর বিপরীত শব্দ কী? উত্তরঃ প্রত্যয়

(ঞ) কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ ‘ছাদ থেকে চাঁদ দেখা যায‘। উত্তরঃ অধিকরণে পঞ্চমী

২. খেলাপি ঋণের সুদ মওকুফ করার জন্য যথাযথ কারণ প্রদর্শন করে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিকট একটি আবেদনপত্র  লিখুন।

নিজের মত করে চেষ্টা করুন…

৩. বাংলায় অনুবাদ করুনঃ

Chinese and Indian markets are not new for Bangladesh. these two countries are important business partner of Bangladesh. in the Meantime, Bangladeshi export to Brazil, The world’s sixth largest economy, has increased 2.5 times in last five years.

নিজের মত করে চেষ্টা করুন…

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৪. Write down the meaning of the proverb/sentence:

(a) `Brevity is the soul of wit’. উত্তরঃ মানিকের খানিক ভালো

(b) `He has gone to the dogs’. উত্তরঃ সে গোল্লায় গেছে।

৫. Fill in the blanks:

(a) He escaped by___.  উত্তরঃ by hair’s breadth

(b) He was absent___ last week.উত্তরঃ since

(c)  Now it is three o’clock___ my watch. উত্তরঃ by

৬. Make sentences with the idioms and phrases:

(a) A square meal. উত্তরঃ পেট ভরা আহার

(b) Maiden speech. উত্তরঃ প্রথম বক্তব্য

৭. Correct the following sentences:

(a) Paper is made of wood. উত্তরঃ Paper is made from wood.

(b) He asked me if I have passed. উত্তরঃ He asked me if I had passed.

৮. The opposite of the word `wide’ is___. উত্তরঃ narrow

৯. Translate into English:

একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে।দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে  ইতিবাচক ভূমিকা রাখে। বিশ্বায়নের এই যুগে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নির্ভরযোগ্য ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে সহায়তা দেয় না। অপর্যাপ্ত আনুষ্ঠানিক অর্থায়ন ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধিকে বাধা দেয়া। বাংলাদেশের অনেক ব্যবসায় প্রতিষ্ঠান শিক্ষানবিশ কর্মীদেরকে মাসিক ভাতা দেয়।

নিজের মত করে চেষ্টা করুন…

১০। Write an essay on Karmasangsthan Bank within 100 words.

নিজের মত করে চেষ্টা করুন…

গণিত প্রশ্ন সমাধানঃ-

১১. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, পানির পরিমাণ কত?

উত্তরঃ ৪ লিটার

১২. কাঁচামালের দাম ১৫% বেড়ে গিয়েছে। এই কারণে শ্রমিকের খরচ কাঁচামালের খরচের চেয়ে ২৫% থেকে ৩০% বেড়ে গিয়েছে। কাঁচামালের ব্যবহার শতকরা কত কমলে খরচের পরিমাণ অপরিবর্তিত থাকবে?

উত্তরঃ ১৬.৩৮% বা ১৭% (প্রায়)

১৩. বার্ষিক ১০%  লাভে ৩,000 টাকা এবং ৮% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?

উত্তরঃ ৯.২%

১৪. √(x+3) = √x+√3 হলে x = কত? উত্তরঃ 0

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১৫. সংক্ষিপ্ত উত্তরঃ

ক ) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?

উত্তরঃ ৮ নং

খ) বাংলাদেশ কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?

উত্তরঃ ১৯৯৮ সালে

গ) বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

উত্তরঃ সেন্ট মার্টিন দ্বীপ

ঘ) বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে  অংশগ্রহণ করে কোন সালে?

উত্তরঃ ১৯৯৯ সালে

ঙ) কোন দেশে কাজী নজরুল ইসলামকে  নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?

উত্তরঃ কানাডা

চ) শেখ রাসেল দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ১৮ অক্টোবর

ছ) ‘বীরবল’ কোন লেখক এর ছদ্মনাম?

উত্তরঃ প্রমথ চৌধুরী

জ) পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে

ঝ ) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

উত্তরঃ আন্তোনিও গুতেরেস [পর্তুগাল]

ঞ) জাতিসংঘের টেকসই  উন্নয়নের লক্ষ্য কয়টি?

উত্তরঃ ১৭

ট) মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?

উত্তরঃ ৩ টি (রাঙামাটি,বান্দরবান, কক্সবাজার)।

ঠ) গ্রীনহাউজ কি?

উত্তরঃ শীত প্রধান দেশে প্রচণ্ড শীতের কারণে শাক-সবজি ফলানো যায় না। শাক-সবজি ফলানোর জন্য সেখানে কাচের ঘর নির্মাণ করা হয় এবং এর ভিতর সবজির চাষ করা হয়। যেহেতু কাচের ঘরগুলোর ভিতর সবুজ সবজি জন্মে, তাই এগুলোকে গ্রীন হাউস বলা হয়।

ড) জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?

উত্তরঃ WHO (World Health Organization)

ঢ) IMF- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ওয়াশিংটন ডিসি

ণ) বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?

উত্তরঃ জাপান

১৬. পূর্ণরূপ  লিখুনঃ

ক) RTGS = Real Time Gross Settlement.

খ) CMSME = Cottage, Micro, Small and Medium Enterprise.

গ) CBS = Core Banking System.

ঘ) CIB = Credit Information Bureau.

ঙ) BACH = Bangladesh Automated Clearing House.

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।