দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম
কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার প্রশ্ন সমাধান
পদের নামঃ-সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ-২২/০৩/২০১৯
১. নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?- রজকী
২. চাবি কোন ভাষা থেকে আগত শব্দ?- পর্তুগীজ
৩. ভাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলতি রূপ কি?
৪. তীর্থের কাক বাগধারার অর্থ কি?-প্রতীক্ষারত
৫. নিচের কোনটি কর্মধারয় সমাস?
৬. নিচের কোন বানানটি ভুল?-বুদ্ধিজীবি
৭. উড়নচণ্ডী বলতে বোঝায়?-অমিতব্যয়ী
৮. ভাষার মূল উপাদান কি?-ধ্বনি
৯. নিচের কোন শব্দে নারী ও পুরুষ দুই-ই বুঝায় ?-সন্তান
১০. কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নয়?-গরগর
১১. নিত্য মূর্ধন্য-ণ এর উদাহরণ কোনটি? -নিপুণ
১২. তুষারশুভ্র কোন সমাসের উদাহরণ?–উপমান কর্মধারয়
১৩. Phobia এর বাংলা পরিভাষা কোনটি?-আতঙ্ক
১৪. যার অন্য উপায় নেই এক কথায় বলে?-অনন্যোপায়
১৫. অনুরক্ত এর বিপরীত শব্দ হলো?-বিরক্ত
১৬. বুদ্ধি শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয়?-√বুধ+ক্তি
১৭. মেনিমুখো বলতে বুঝায়?-লাজুক
১৮. কোনটি বিশেষণ?
১৯. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
২০. মিঠা> মিঠে এরূপ পরিবর্তন কে কি বলা হয়?-স্বরসঙ্গতি
২১. প্রতুক্তি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো ?-
২২. সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।’ বাক্যটিতে কি ধরনের ভুল আছে?-বচন
২৩.নিচের কোন শব্দটি তৎসম শব্দের উদাহরণ? – হস্ত
২৪. কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই?
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
২৫. Resteurant (Correct Restaurant)
২৬. Complete knowledge
২৭. Scarce
২৮. symbol
২৯. Scarce
৩০. Allow
৩১. friendly
৩২. the
৩৩. to employ a man
৩৪. bright
৩৫. combative
৩৬. common language
৩৭. excellent
৩৮. maintenance
৩৯. absurd imagination
৪০. practice
৪১. sorrowful
৪২. waiting
৪৩. have been
৪৪. arrested
৪৫. isn’t it
৪৬. is
৪৭. up
৪৮. work
গণিত প্রশ্ন সমাধানঃ-
৪৯. ৫/১১
৫০. x≤ -1
৫১. 1/2, -2
৫২. ৩০ ডিগ্রি
৫৩. 3
৫৪. 0
৫৫. 48
৫৬. 60 Degree
৫৭. 28
৫৮. ১০
৫৯. ৩১
৬০. ১১/১৫
৬১. ২০০
৬২. ৫০%
৬৩. ১৮
৬৪. ১/২
৬৫. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেন- আকবর
৬৬. ঈশা খাঁর রাজধানী কোথায় ছিল-সোনারগাঁও
৬৭. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দান করেন কে- রাষ্ট্রপতি
৬৮. বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়- রংপুর
৬৯. হালদা নদী কি জন্য বিখ্যাত- মৎস্য প্রজনন
৭০. কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়- চট্টগ্রাম
৭১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়-1921
৭২. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়-2000
৭৩. শুভলং ঝরনা কোন জেলায় অবস্থিত- রাঙ্গামাটি
৭৪. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়-75
৭৫. রেশম চাষকে কি বলা হয়- সেরিকালচার
৭৬. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে-এ
৭৭. পলাশীর যুদ্ধ হয়েছিল কোন সালে-1757
৭৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত-15
৭৯. বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোথায় অবস্থিত -রূপপুর
৮০. বৃহত্তর সিলেট ব্যতীত বাংলাদেশে কোথায় চাষ হয়- পঞ্চগড়
আরো পড়ুনঃ-
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) এর পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়্যারলেস অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।