সুরক্ষা সেবা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
407

সুরক্ষা সেবা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

তারিখঃ- ০৮/০১/২০২১

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। ‘অপসংস্কৃতি ও বর্তমান যুবসমাজ’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

২। অর্থসহ বাক্য লিখুন: অগ্নিশর্মা, আদিখ্যেতা, আঁধারঘরের মানিক, কংস-মামা, ঘাটেরমড়া।

অগ্নিশর্মা (নিরতিশয় ক্রুদ্ধ) – তিনি ক্রোধে অগ্নিশর্মা হলেন।

আদিখ্যেতা (ন্যাকামি) – তোমান আদিখ্যেতা দেখার সময় নেই বাপু।

আঁধারঘরের মানিক (প্রিয়বস্তু) – রহিমের ঘরে হ্যজেরা যেন আঁধার ঘরের মানিক হয়ে এলো।

কংস-মামা (নির্মম আত্মীয়) – কংস মামার মত লোকের আমার দরকার নেই।

ঘাটেরমড়া (অতি বৃদ্ধ) – টাকার লোভে ঘাটের মড়ার সঙ্গে মেয়ের বিয়ে দিও না।

৩। প্রকৃতি, প্রত্যয় ও প্রত্যয়ের নাম লিখুন: অন্তিম, পঠিত, বু্িদ্ধমান, দীপ্যমান, মহিমা।

অন্তিম = অন্ত + ইম তদ্ধিত প্রত্যয়

পঠিত = পঠ্ + ক্ত কৃৎপ্রত্যয়

বু্দ্ধিমান = বুদ্ধি + মতুপ্ তদ্ধিত প্রত্যয়

দীপ্যমান = √দীপ্ + শানচ্ কৃৎপ্রত্যয়

মহিমা = মহৎ + ইমন্ তদ্ধিত প্রত্যয়

৪। দাগাঙ্কিত শব্দের কারক-বিভক্তি নির্ণয় করুন:

(ক) বোঁটা আলগা ফল গাছে থাকে না

(খ) গাঁয়ে মানে না, আপনি মোড়ল

(গ) জিজ্ঞাসিব জনে জনে

(ঘ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

(ঙ) এ দেহে প্রাণ নেই।

উত্তর:- (ক) অপাদানের প্রথমা (খ) কর্তায় ৭মী (গ) কর্মে ৭মী (ঘ) করণে ৭মী (ঙ) অধিকরণে ৭মী।

৫। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: শান্তশিষ্ট, মহানবী, বিলাতফেরত,সহোদর, প্রবচন।

শান্তশিষ্ট – যে শান্ত সেই শিষ্ট (কর্মধারয় সমাস)

মহানবী – মহান যে নবী (কর্মধারয় সমাস)

বিলাতফেরত – বিলাত থেকে ফেরত (পঞ্চমী তৎপুরুষ)

সহোদর – সহ উদর যার (বহুব্রীহি

প্রবচন – প্র (প্রকৃষ্ট) যে বচন (প্রাদি সমাস)।

৬। সন্ধিবিচ্ছেদ করুন: তস্কর, পরস্পর, সুবন্ত, অন্বেষণ, বনৌষধি।

তস্কর = তৎ + কর

পরস্পর = পর + পর

সুবন্ত = সুপ্ + অন্ত

অন্বেষণ = অনু + এষণ

বনৌষধি = বন + ওষধি

৭। বাংলায় অনুবাদ করুন:

Once upon a time, a dove and a

bat were very good friends. One day the two friends

decided to set out on a journey. They flew over the

rivers and hills and came to a big jungle. Both the

friends were very tired, they needed to sit down and

take a rest. A storm rose, the dove and the bat started

to look for shelter.

অনুবাদ: একসময় ঘুঘু এবং একটি বাদুর ভাল বন্ধু ছিল। একদিন দু’জন

বন্ধু বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা নদী এবং পাহাড়ের উপর

দিয়ে উড়ে এসে একটি বড় জঙ্গলে আসল। উভয় বন্ধু খুব ক্লান্ত ছিল,

তাদের বসে বিশ্রামে নেওয়া দরকার ছিল। একটি ঝড় উঠল, ঘুঘু এবং

বাদুর নতুন আশ্রয়ের সন্ধান করতে লাগল।

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৮| Fill in the gaps:

ক. The children were entrusted ….. care of their parents.

খ. He insisted …. there.

গ. The train runs ….time.

ঘ. I do not know …. Swim.

ঙ. Sakib is ….famous cricketer, ….. a famous actor.

উত্তর : ক ) to খ ) on my going গ ) on ঘ ) how to ঙ ) not only, but also.

৯| Translate into English:

(ক) আমি নাচতে জানি না।

(খ) ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন।

(গ) পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত।

(ঘ) ঢাকা খুব ব্যস্ত শহর।

(ঙ) জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী।

উত্তর: (ক) I don’t know how to dance.

(খ) Bangabandhu along with his family members was killed on 15 August 1975.

(গ) Padma Bridge is our pride which is constructed with our own funds.

(ঘ) Dhaka is very busy city.

(ঙ) Mr. Asaduzzaman Khan is the home minister of Bangladesh.

১০) Elaborate the following:

(a) RADP (b) CIRDAP (c) NTMC (d) UCEP (e)COVID-19

RADP = Revised Annual Development Program.

CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific.

NTMC = National Telecommunication Monitoring Center.

UCEP = Underprivileged Children’s Educational Programs.

COVID-19 = Corona virus disease – 19.

১১) Who is the writer of these books:

(a) A Passage of India – EM Forster.

(b) Crime and Punishment – Fyodor Dostoevsky.

(c) A Midsummer night’s dream – Shakespeare.

(d) Caesar and Cleopatra – GB Shaw.

(e) The old man and the sea – Earnest Hemingway.

১২) Write down the synonyms:

(a) Abortive – (ব্যর্থ) Unsuccessful

(b) Agitation – (উৎকণ্ঠা) Anxiety

(c) Colossal – (প্রকাণ্ড) Huge

(d) Paramount – (সর্বোচ্চ) Prime

(e) Mammoth – (অতি বড়) Colossa

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১৭। সংক্ষেপে উত্তর দিন:

(ক) ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়?

উত্তর: ৩০তম

(খ) কনর্সাট ফর বাংলাদেশে, ‘বাংলাদেশ’ গানটি কে পরিবেশন করেন?

উত্তর: জর্জ হ্যারিসন

(গ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুইটি বইয়ের নাম লিখুন।

উত্তর: অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা

(ঘ) জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয়েছে?

উত্তর: ২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ^ প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।

(ঙ) কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম ‘বীরপ্রতীক’ খেতাব পান?

উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম

(চ) কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন?

উত্তর: নিউজ উইকস

(ছ) রাষ্ট পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের কোন অনুচ্ছেদ এ আছে?

উত্তর: ২য় ভাগের ৮নং থেকে ২৫ অনুচ্ছেদে

(জ) নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদের কি বলা হয়?

উত্তর: নদী পয়স্তী

(ঝ) নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: মায়ানমার

(ঞ) ‘হাইল হাওড়’ কোন জেলায় অবস্থিত?

উত্তর: মৌলভীবাজার

(ট) পেন্সিল তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?

উত্তর: ধুন্দল

(ঠ) ‘মূল্য সংযোজন কর’ বাংলাদেশে কবে চালু হয়?

উত্তর: ১লা জুলাই ১৯৯১

(ড) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

উত্তর: নাটোরে

(ঢ) বাংলাদেশ কত সালে ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস অর্জন করেন?

উত্তর: ২৬ জুন ২০০০ সালে

(ণ) পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম লিখুন।

উত্তর: দক্ষিণ মহাসাগর

(ত) পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?

উত্তর: জাপান

(থ) ভিয়েতনামের মুদ্রার নাম কি?

উত্তর: ডং

(দ) বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা’ প্রদানকারী নম্বর কোনটি?

উত্তর: ৯৯৯

(ধ) ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কবে উৎক্ষেপন করা হয়?

উত্তর: ১১ মে ২০১৮

(ন) মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য লিখুন।

উত্তর: ৬.১৫ কিমি.।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।