স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ক্যাশ সরকার
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
পদের নামঃ- ক্যাশ সরকার
পরীক্ষার তারিখঃ- ১৮/১২/২০২০
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. মুজিব বর্ষ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।
মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।(করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৯ সালের ১২-২৭ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ২৫ নভেম্বরে ইউনেস্কোর সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তৃণমূল পর্যায়ে প্রচারের পাশাপাশি প্রতি বছরের মতই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবস এবং জেল হত্যা দিবসও পালিত হবে। এছাড়াও বাংলাদেশ সরকার জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছে।
২. বাগধারার অর্থ সহ একটি করে বাক্য রচনা করুন।
ক) শরতের শিশির- (ক্ষণস্থায়ী বা সুসময়ের বন্ধু)= টাকা পয়সা থাকলে শরতের শিশিরের অভাব হয়না।
খ) অকূল পাথার- (সীমাহীন বিপদ/মহাসংকট)= চাকরি হারিয়ে সুমন অকূল পাথারে পড়েছে।
গ) আদায় কাঁচকলায়= (তিক্ত সম্পর্ক, শত্রুতা) = সাপে ও বেজিতে আদায় কাঁচকলায় সম্পর্ক।
ঘ) আট কপালে= (হত ভাগ্য)= সুমনের মত আট কপালে আমি আর দেখিনি।
ঙ) ঘুঘু চড়ানো= (সর্বনাশ করা)= মামলা তার জমিতে ঘুঘু চড়ানোর মত করে দিয়েছে।
৩. বাক্য সংকোচন করুন।
ক) যে নারীর স্বামী বিদেশে থাকে= প্রোষিতভর্তৃকা
খ) যে অন্যের লেখা নিজের নামে চালায়= কুম্ভিলক
গ) কর্মে যার ক্লান্তি নাই= অক্লান্তকর্মী
ঘ) মুক্তি পেতে ইচ্ছুক= মুমুক্ষু/ মুক্তিকামী
ঙ) যার কিছুই নাই= নিঃস্ব
৪. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) গবাক্ষ= গো+অক্ষ
খ) মনীষা= মনস্+ঈষা
গ) ণিজন্ত= নিচ্+অন্ত
ঘ) শিরশ্ছেদ = শিরঃ+ছেদ
ঙ) সংযোজন= সম + যোজন
৫. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।
ক) বিষাদ সিন্ধু= (রূপক কর্মধারয়) = বিষাদ রূপ সিন্ধু
খ) হাতে খড়ি= (বহুব্রীহি সমাস)=হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে
গ) অলৌকিক= (তৎপুরুষ সমাস)= ন লৌকিক
ঘ) হাসিমুখ= (মধ্যপদলোপী কর্মধারয় সমাস )=হাসি মাখা মুখ
ঙ) বহুব্রীহি= (বহুব্রীহি) = বহু (অনেক) ব্রীহি (ধান) আছে যার
৬. নিম্নরেখ শব্দগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন।
ক) খুব এক ঘুম ঘুমিয়েছি= কর্ম কারকে শূন্য বিভক্তি
খ) ”পাগলে” কী না বলে= কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি
গ) আমি কি ডরাই সখি ভিখারী ”রাঘবে”= অপাদানে ৭মী
ঘ) ”সূর্যদয়ে” অন্ধকার দূরীভূত হয়= অধিকরণে সপ্তমী
ঙ) ”চেষ্টায়” সব হয়= করণে ৭মী
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
৭. Write a paragraph on a “winter morning in Bangladesh”
A winter morning is very misty and cold. Everything looks hazy. Things at a little distance can hardly be seen. Fog falls on the tall trees are look like small bushes. Dew drops fall on leaves and blades of grass at night. They look like pearls in the morning. A cold wind blows from the north. People get up late from the bed. They like to remain in bed even after sunrise. Children gather straw and make a fire to warm them. Old people bask in the sun and enjoy themselves with lively talks of the day. We find some special attractions of the winter morning. These are the different kinds of delicious cakes and sweetmeats prepared with date juice. A cup of tea is more enjoyable in the winter morning. At one time the scene of the winter morning vanishes when the morning peeps everybody greets the sun with a joyful heart.
৮. Make sentence of the following idioms and phrases.
ক) Bag and Baggage= (তল্পিতল্পা গুটিয়ে)= Sumon left the place bag and baggage.
খ) Child’s play=(নিতান্ত সহজবোধ্য/অতি সহজ কাজ)= This math is Child’s play to Sumon.
গ) Dead Language=(মৃত ভাষা/যে ভাষা এখন আর কথ্য নয়)= Sanskrit is now a Dead Language.
ঘ) Gift of the gap=( বাককটুতা) = An advocate should have the gift of the gab.
ঙ) Keep pace with=(সঙ্গে তাল মিলিয়ে চলা) = Sumon keep pace with all for his betterment.
৯. Fill up the following sentences with appropriate preposition.
- a) We urged——him to consider it. উত্তরঃ no preposition
- b) Do not quarrel——- this issue. উত্তরঃ about
- c) Water is changed —-vapour. উত্তরঃ into
- d) We were Horrified—what we saw. উত্তরঃ by
- e) He has no ambition—-worldly things. উত্তরঃ for
১০. Make the correct sentence of the following.
- a) The rich is not always happy. উত্তরঃ The rich are not always happy
- b) The headmaster and the secretary of our school was present. উত্তরঃ The headmaster and secretary of our school was present.
- c) You as well as I was present. উত্তরঃ You and I were present.
- d) Fifty miles are a long distance. উত্তরঃ Fifty miles is a long distance.
- e) The man stole my bag who was tall. উত্তরঃ The man who stole my bag was tall.
১১. Write the plural form of the following words.
- a) Addendum= addenda
- b) Deer=Deer
- c) Syllabus= Syllabi
- d) Hoof= Hooves
- e) hypothesis= Hypotheses
১২. Translate into Bengali.
Human being can cover the distance on earth by discovering wheels. They endeavored further. Then on December 17,1903 The Wright Brothers in America make the first experiment of flying in a plane, in the experiment a machine carried a man and Rose above by it own power. The Machine was called “aka airplane “ It flew naturally in a smooth speed, and finally landed without damage.
Try yourself ……
গণিত প্রশ্ন সমাধানঃ-
১৩. ৩০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝামাঝি ২ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ২২৫ বর্গমিটার
১৪. সমাধান করুন: 1/x+1+1/x+4=1/x+2+1/x+3
উত্তরঃ -5/2
১৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
উত্তরঃ ৯৬ মিটার
১৬. ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখুন।
উত্তরঃ ২,৩,৫,৭
১৭. সংক্ষিপ্ত উত্তর দিন।
ক) ১ ইঞ্চি = কত সে.মি? উত্তরঃ ২.৫৪ সেন্টিমিটার হলে
খ) ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? উত্তরঃ ১৮০ ডিগ্রি
গ) যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে কি বলে? উত্তরঃ সামান্তরিক
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১৮. সংক্ষিপ্ত উত্তর দিন।
ক) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম সংবিধান অনুযায়ী লিখুন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
খ) সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন গঠন করা হয়েছে? উত্তরঃ ১৩৭ নং
গ) পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? উত্তরঃ লোদি সাম্রাজ্যের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংঘটিত হয় পানিপথের প্রথম যুদ্ধ।
ঘ) যুক্তরাজ্যে প্রথম covid-19 এর টিকা গ্রহণকারীর নাম লিখুন? উত্তরঃ মার্গারেট কেনান
ঙ) বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২
চ) সঞ্চয়িতা কাব্যগ্রন্থের লেখক কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ছ) বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? উত্তরঃ কামরুল হাসান
জ) কবি কায়কোবাদের আসল নাম কি? উত্তরঃ কাজেম আল কোরায়শী
ঝ) বেগম রোকেয়ার জন্ম ,মৃত্যু,তারিখ ও সাল সহ লিখুন? উত্তরঃ জন্ম= ৯ ডিসেম্বর ১৮৮০, মৃত্যুঃ ৯ ডিসেম্বর ১৯৩২
ঞ) ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯২১ সালে
ট) পদ্মাসেতুর মূল নদীর উপরে দৈর্ঘ্য কত মিটার বিস্তৃত? উত্তরঃ ৬.১৫ কি.মি
ঠ) সমুদ্রে বাংলাদেশের অংশের আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তরঃ ১,১৮,৮১৩ বর্গ কিলােমিটার
ড) ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় বৈদ্যনাথতলা কত নম্বর সেক্টরের আওতায় ছিল? উত্তরঃ ৮ নং সেক্টর
ঢ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়টি বিভাগ ও কি কি? উত্তরঃ ২ টি। একটি জননিরাপত্তা বিভাগ, আরেকটি সুরক্ষা সেবা বিভাগ।
ণ) মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? উত্তরঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর।
ত) প্রাগৈতিহাসিক গল্পের লেখক এর নাম কি? উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
১৯. পূর্ণরূপ লিখুন।
- i) OIC= Organisation of Islamic Cooperation
- ii) SAARC= South Asian Association for Regional Cooperation
iii) AIDS= Acquired immunodeficiency syndrome
- iv) SARS= Severe Acute Respiratory Syndrome
আরো পড়ুনঃ-
- সুরক্ষা সেবা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সুরক্ষা সেবা বিভাগ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।