জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
পদের নামঃ-ডাটা এন্ট্রি অপারেটর
পরীক্ষার তারিখঃ-২৪/০১/২০২০
১. বাক্য সংকোচন করুন:
ক) যা বিনা যত্নে লাভ করা গিয়েছে= অযত্নলব্ধ
খ) যে শুনেই মনে রাখতে পারে= শ্রুতিধর
গ) এক থেকে শুরু করে ক্রমাগত= একাদিক্রমে
ঘ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি= ইতিহাসবেত্তা
ঙ) নদী মেখলা যে দেশের= নদীমেখলা
২. সন্ধি বিচ্ছেদ করুন:
ক) বিপচ্ছায়া = বিপদ+ছায়া
খ) মার্তণ্ড = মার্ত + অণ্ড
গ) শুদ্ধোধন = শুদ্ধ + ওদন
ঘ) পৌঢ় = প্র +ঊঢ়
ঙ) সংখ্যা = সম্ + খ্যা
৩. বাগধারার অর্থ লিখুন:
ক) অন্ধের নড়ি = অসহায়ের সহায়
খ) আট কপালে = হতভাগ্য
গ) কথার কথা = ভিত্তিহীন প্রসঙ্গ/ গুরুত্বহীন কথা
ঘ) গদাই লস্করি চাল = অতি ধীর গতি
ঙ) কাছা ঢিলা = অসাবধানতা
৪. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) শান্ত শিষ্ট = যে শান্ত সেই শিষ্ট (কর্মধারয় সমাস)
খ) একোন= এক দ্বারা ঊন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)
গ) সহকর্মী= সমান কর্মী যে (বহুব্রীহি সমাস)
ঘ) বিরানব্বই= নিত্য সমাস (দুই এবং নব্বই)
ঙ) উদ্বেল= অব্যয়ীভাব সমাস (বেলাকে অতিক্রান্ত)
৫. Write the Bangla meaning of the following idioms and phrases:
- a) Birds of the same feather = একই চরিত্রের মানুষ
- b) Dead Letter = অচল নিয়ম
- c) Gala day = উৎসবের দিন
- d) Hale and Hearty = সুস্থ্য সবল
- e) Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা
৬. Fill in the gaps with appropriate preposition
- a) The police fired…..the mob. Ans: on
- b) Karim is engaged…writing a book. Ans: in
- c) Begum Rokeya had a great jeal…education. Ans. in
- d) I differ with you……….. this point. Ans: on
- e) He deals ….rice. Ans: in
৭. Translate into English
ক) কাটা ঘায়ে নুনের ছিটা = To add insult to injury
খ) ভাত কম সিদ্ধ হয়েছে = The rice is less boiled
গ) আমার মাথা ঘুরছে = I feel giddy
ঘ) সে হাসতে হাসতে চলে গেল = He went away laughing
ঙ) ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল = The patent died after the doctor had came.
৮. Correct the following sentence
- a) I have three dogs neither of them is ferocious. Ans: I have three dogs, none of them are ferocious.
- b) The Khulna railway station is not as big as Kamlapur. Ans: The Khulna railway station is not so big as Kamlapur.
- c) The pencil is missing which I bought from the market. Ans: The pencil which I bought from the market is missing.
- d) No one should kill away one’s time. Ans: None should kill away his time.
- e) He will not can do this work. Ans: He can not do this work.
৯. শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকার ৪ বছরের মুনাফা মূলধনে ২০৫০ টাকা হবে?
উত্তরঃ ১২৩০ টাকা
সমাধানঃ
১ম ক্ষেত্রে, মনে করি, আসল= ক টাকা
সুতরাং ৬ বছরে মুনাফা আসল (২*ক) = ২ ক টাকা
অতএব মুনাফা = ( ২ক – ক) = ক টাকা
এখন, ক টাকায় ৬ বছরে মুনাফা = ক টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা = ক÷(ক*৬)
১০০ টাকায় ১ বছরে মুনাফা =(ক*১০০) ÷(ক*৬)
= ৫০/৩% বা ১৬.৬৬%
২য় ক্ষেত্রে, ১০০ টাকার ১ বছরের মুনাফা ৫০/৩ টাকা
অতএব ১০০ টাকার ৪ বছরের মুনাফা (৫০/৩)*৪ = ২০০/৩ টাকা।
সুতরাং মুনাফা মুলধন (২০০/৩+১০০) = ৫০০/৩ টাকা।
এখন, মুনাফা মূলধন ৫০০/৩ টাকা হলে আসল ১০০ টাকা
মুনাফা মূলধন ১ টাকা হলে আসল = ১০০*৩/৫০০
মুনাফা মূলধন ২০৫০ টাকা হলে আসল = (১০০*৩*২০৫০)÷৫০০
= ১২৩০ টাকা।
১০. ২১ মিটার দীর্ঘ একটি বাগানের ১৫মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে ।প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে গাছ লাগাতে মোট কত খরচ হবে ?
উত্তরঃ ৪৪০ টাকা
সমাধানঃ
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২+২) মি. = ২৫ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ মি. + (২+২) মি. = ১৯ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ২৫×১৯ বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার।
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = ২১×১৫ বর্গমিটার = ৩১৫ বর্গমিটার।
সুতরাং রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার।
ঘাস লাগানোর মোট খরচ = (১৬০×২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা
অতএব, ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা।
১১. x^2+1/x^2=3 হলে, x^6+1/x^3 এর মান কত?
উত্তরঃ 25
১২. উৎপাদকে বিশ্লেষণ করুন x^2-x-(a+ 1) (a+2)
উত্তরঃ (x + a + 1) (x -a -2)
১৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কত তারিখ, কোন স্থান থেকে উৎক্ষেপন করা হয়?
উত্তরঃ ১২ মে ২০১৮, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে।
১৪. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কি? এবং ব্লুটুথ বলতে কি বুঝায়?
উত্তরঃ কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN। ব্লুটুথ (Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে।
১৫. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তরঃ অপ্টিক্যাল ফাইবার
১৬. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
১৭. ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কি?
উত্তরঃ IEEE 802.11. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN।
১৮. কোন ড্রাইভে মাই ডকুমেন্ট রাখা হয়? এক মেগাবাইট কত বাইট?
উত্তরঃ সি-ড্রাইভে
১৯. কিবোর্ড, মনিটর, ওয়েবক্যাম ,মাউস, স্ক্যানার ,স্পিকার কি ধরনের ডিভাইস?
উত্তরঃ কিবোর্ড, মাউস ও স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। মনিটর ও স্পিকার আউটপুট ডিভাইস।
২০. কোন কোম্পানি সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে? IC কি?
উত্তরঃ ইনটেল, ১৯৭১
২১. কম্পিউটার ভাইরাস কি? এর নামকরণ করেন কে?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। Fred Cohen নামের একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এর নামকরণ করেন।
২২. পূর্ণরূপ লিখুন: WAN,HTML, UNIVAC, OCR, HTTP, Mac OS, OMR, LED
উত্তরঃ
WAN = Wide area network
HTML = Hypertext Markup Language
UNIVAC = Universal Automatic Computer
OCR = Optical character recognition
HTTP = Hypertext Transfer Protocol
Mac OS = Macintosh operating system
OMR = Optical mark recognition
LED = Light-emitting diode
২৩. Firewall কাকে বলে? আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটার কে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ। ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
আধুনিক কম্পিউটারের জনক John Von Neumann
আরো পড়ুনঃ-
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।