প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস করণিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
367

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস করণিক

পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ-অফিস করণিক

পরীক্ষার তারিখঃ-২৪/০৯/২০২১

১. সন্ধি বিচ্ছেদ করুন।

  • অত্যন্ত = অতি + অন্ত
  • ইত্যাদি = ইতি + আদি
  • প্রত্যুষ = প্রতি + ঊষ
  • স্বল্প = সু + অল্প
  • অন্বেষণ = অনু + এষণ

২. বাগধারা গুলোর অর্থ লিখুন।

  • অগ্নিশর্মা = ক্ষিপ্ত
  • আদায় কাঁচকলায় = ভীষণ শত্রুতা
  • ইতর বিশেষ = পার্থক্য
  • উত্তম-মধ্যম = প্রহার
  • কথার কথা = গুরুত্বহীন কথা

৩. এক কথায় প্রকাশ করুন।

  • ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি
  • মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু
  • যা নিবারন করা কষ্টকর = দুর্নিবার
  • যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
  • যা পুর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর্ব

৪. বিপরীত শব্দ লিখুন।

  • বাদী = বিবাদী
  • অগ্র = পশ্চাৎ
  • অনুকূল = প্রতিকূল
  • অনুরাগ = বিরাগ
  • গরিষ্ঠ = লঘিষ্ঠ

৫. বানান শুদ্ধ করে লিখুন।

  • শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
  • সমিচিন = সমীচীন
  • দন্দ = দ্বন্দ্ব
  • চাকরিজিবী = চাকরিজীবী
  • নুনতম = ন্যূনতম

৬. ভাবসম্প্রসারণ লিখ: ”কৃত্তিমানের মৃত্যু নেই”

মূলভাবঃ  মানবজীবন সংক্ষিপ্ত কিন্তু এ সংক্ষিপ্ত জীবনে কিছু মানুষ এমন কিছু কীর্তি করে যায় যার জন্য সে সারাজীবন মানুষের মনে বেচে থাকে। যে কারণে দৈহিক বিনাশ ঘটলেও কীর্তিমান ব্যক্তি মানুষের মনে অমরত্ব লাভ করে।

ভাব-সম্প্রসারণ: মানবজীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মময়। জীবনে প্রকৃত সুখ ও সব কার্যাবলি,এ কর্মের মধ্যেই নিহিত। ধরিত্রীর অবারিত আলো বাতাসের সাথে মিলে যথাসাধ্য কাজ করে চলাই তার কাজ। এ সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তিনি কখনো মানুষকে বিপথগামী করেন নি, মানুষকে এ সুন্দর সুশৃঙ্খল ও মহৎ উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ কর্মের মাধ্যমেই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করবে। কিন্ত এ কর্ম হবে সত্য ও সুন্দরের পথে। কীর্তিমান মানুষ জগতের জ্যোতি হয়ে বেঁচে থাকেন যুগ-যুগান্তর ধরে। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বহু জ্ঞানের অধিকারী করেছেন। তারা যদি এ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে অমরত্ব লাভ করবে। যেসব লোক সুপথে কর্মের মধ্য দিয়ে জীবনকে পরিচালিত করে তারা জীবনে অনেক সুখী সমৃদ্ধশালী হতে পারে; ফলে কর্মময় ক্ষণস্থায়ী জীবন হয় সার্থক ও সত্য। কর্মবিমুখ ব্যক্তিকে সাধারণত সবাই অলস বলে আখ্যায়িত করে। অলস মানুষ ঘুণে ধরা কাঠ ও মরিচা ধরা লোহার মতো। তারা সমাজে অপাংক্তেয় হিসেবেই চিহ্নিত। হাদিসে রয়েছে, “অলস মানুষের মাথা শয়তানের আড্ডাভূমি।” কর্মবিমুখতার জন্য বর্তমান সমাজে অনেক যুবক কালোবাজারি, মদ্যপায়ী, সন্ত্রাসী হয়ে পড়েছে। তাদেরকে কর্মসাগরে উদ্বুদ্ধ করা একান্ত প্রয়োজন। লেখকের ভাষায় “কর্মের গভীর মন্ত্রে উদ্ভাসিত হয়ে মানুষের কল্যাণার্থে জীবনকে পরিচালিত করাই জীবনের প্রকৃত সুখ।” অনেক সাধারণ ঘরের সন্তান কর্মগুণে পৃথিবীর বুকে অমর হয়ে আছেন। মানুষ তার বয়সের ওপর ভিত্তি করে বাঁচে না। কর্মের মধ্যেই তার বেঁচে থাকা সার্থক হয়। সাধনায় সফল কৃতিত্ব লাভ করা যায়। মহান আল্লাহ্ তা‘আলা বলেন, “তোমাদের কর্মফল তোমরা একদিন ভোগ করবেই।” এ বাণীটি কর্মকেই বড় করে, কেননা বয়সে মানুষ স্মরণীয় হয় না। বড় হওয়া এবং স্মরণীয় হওয়ার মাধ্যম হলো কর্ম। কর্মই মানবজীবনের সুখ ও সমৃদ্ধি এনে দিতে পারে।

মন্তব্য: আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে কাজে লাগানো দরকার। পৃথিবীতে কিছু কীর্তি রাখার প্রচেষ্টা করা মানবতার সত্যিকারের প্রকাশ।কারন মানুষ বাচে তার কর্মের মধ্যে।

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৭. Fill in the gap with appropriate prepositions:

(a) Karim is too weak –walk. উত্তরঃ to

(b) He abides–me.  উত্তরঃ by

(c) Suddenly he burst –tears. উত্তরঃ into

(d) He brought a charge –me. উত্তরঃ against

(e) The tiger is fond –meat. উত্তরঃ of

৮. Write the meaning of the following Idioms and phrases:

  • By book or by crook = যে কোন উপায়ে
  • Heart and soal = মনে প্রাণে
  • In the long run. = অবশেষে
  • Jack of all trades = সর্ব বিষয়ে পন্ডিত
  • Red letters day = স্মরণীয় দিন

৯. ইংরেজিতে অনুবাদ করুন।

  • সে নাচতে নাচতে ঢলে গেল = She leaned down to dance.
  • তিনি গতকাল ঢাকা এসেছেন = He came Dhaka yesterday.
  • তার ঠান্ডা লেগেছে = She has a cold.
  • মানুষ মরণশীল = Man is mortal.
  • ঘুমন্ত শিশুকে ঘুমাতে দাও = Let the sleeping baby sleep.

১০. Change the gender:

  • Nephew           = Niece
  • Fox                  = Vixen
  • Ram                 = ewe
  • Horse               = Mare
  • Bachelor          = Spinster

১১. Write a paragraph on “Internet”.

The Internet utilizes the standard web convention suite to serve a few billion clients worldwide. As it were, it might be known as a system of correspondence using PCs everywhere throughout the world. Anybody with a PC may sign on to the web. In any case, one must have specific programming. The Internet has many focal points. One may get any data one needs on the net. Getting data on absolutely any topic is of incredible favourable position to understudies in their examinations, particularly when planning reports. Individuals occupied with research advantage incredibly because they can find out about examination everywhere throughout the world and apply it.

Consequently, it is foreseen that science and innovation will progress at a different speed. The basic man may have numerous questions. One can go after a position, and one can get applications, one can shop, and one can promote. One can monitor one’s financial balance. Along these lines, the web has made ready for huge favourable circumstances.

However, there can be some disadvantages of the Internet too, like, one of the biggest being it’s very easy to transfer misinformation. But, if used wisely, the web can prove to be of great help.

গণিত প্রশ্ন সমাধানঃ-

১২. কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।

উত্তরঃ আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%

১৩. কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় কর?

উত্তরঃ ৩/৫

১৪. উৎপাদকে বিশ্লেষণ কর: a2-2ab + 2b -1

উত্তরঃ (a – 1)(a-2b+1)

১৫. সংজ্ঞা লিখুন।

বৃত্ত = একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে।

ট্রাপিজিয়াম = যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১৬. পূর্নরূপ লিখুন।

  • UNHCR           = United Nations High Commissioner for Refugees.
  • BRTC              = Bangladesh Road Transport Corporation
  • SDG                 = Sustainable Development Goals
  • RAM                = Random Access Memory
  • ROM                = Read-Only Memory
  • CPU                 = Central Processing Unit
  • WWW              =World Wide Web

১৭. বাংলাদেশের বিখ্যাত স্থান গুলো কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ

  • রামসাগর           = দিনাজপুর
  • নীলাচল              = বান্দরবান
  • সাজেক              = রাঙামাটি

১৮. নুরুলদীনের সারাজীবন, জন্ম যদি তব বঙ্গে, একাত্তরের ডায়েরী  গ্রন্থ ৩টির লেখক এর নাম লেখ?

উত্তরঃ

  • নুরুলদীনের সারাজীবন      = সৈয়দ শামসুল হক
  • জন্ম যদি তব বঙ্গে             = শওকত ওসমান
  • একাত্তরের ডায়েরী            = সুফিয়া কামাল।

১৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন  উপজেলা অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী, পাবনা

২০. ব্লু ইকোনমি বলতে কী বোঝো? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি।  বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

২১. ডেঙ্গু রোগ হলে রক্তের কোন উপাদান কমে যায়? ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী?

উত্তরঃ ডেঙ্গু রোগ হলে রক্তের  প্লাটিলেট (অনুচক্রিয়া) কমে যায়। ডেঙ্গু রোগের জন্য এডিস মশা দায়ী।

২২. বাংলাদেশে কয়টি পার্বত্য জেলা আছে? আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি

উত্তরঃ বাংলাদেশে কয়টি পার্বত্য জেলা আছে ৩ টি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download