প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
পদের নামঃ-সহকারী পরিচালক
পরীক্ষার তারিখঃ-০৫/০৪/২০১৯
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (প্রতিরক্ষা মন্ত্রণালয়) সহকারী পরিচালক
১. বাংলা সাহিত্যে চলিত রীতর প্রবর্তক কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রিবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) প্রমথ চৌধুরী✔
২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক) চর্যাপদ✔
খ) মহাভারত
গ) রামায়ণ
ঘ) জঙ্গনামা
৩. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) রুপতত্ত্ব✔
গ) বাক্যতত্ত্ব
ঘ) ছন্দতত্ত্ব
৪. “Prothesis” -এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক) ধ্বনিসংযুক্তি
খ) স্বরভক্তি
গ) আদিস্বরাগম✔
ঘ) বিপ্রকর্ষ
৫. ‘মার্তণ্ড’- শব্দটির সমার্থক কোনটি?
ক) নিষ্ঠুর
খ) সূর্য✔
গ) কঠোর
ঘ) সাধু
৬. কোনটি স্বরাগমের উদাহরণ?
ক) পিরীতি✔
খ) বিলিতি
গ) বসতি
ঘ) উড়নি
৭. বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি?
ক) ছয়টি
খ) চারটি
গ) তিনটি✔
ঘ) পাঁচটি
৮. নিপাতনে সিদ্ধ ‘ষ’ এর ব্যবহার হয়েছে কোনটিতে?
ক) মুমূর্ষ
খ) অনুজ্ঞা
গ) বর্ষণ
ঘ) ভূষণ✔
৯. ‘সঞ্চয়’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) সন্ + চয়
খ) সম্ + চয়✔
গ) সঙ+চয়
ঘ) সৎ + চয়
১০. ‘চাহিদা ‘ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) পর্তুগিজ
খ) চীনা
গ) পাঞ্জাবী✔
ঘ) তুর্কি
১১. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) তুর্কি
খ) ফারসি
গ) পর্তুগিজ
ঘ) আরবি✔
১২. কোনটি নাম ধাতু?
ক) খা
খ) কর
গ) ঘুমা✔
ঘ) ছাড়
১৩. নিচের কোনটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত?
ক) কুসুমিত
খ) মোলোয়েম
গ) পঙ্কিল
ঘ) নীলিমা✔
১৪. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ?
ক) শতাব্দী✔
খ) উপজেলা
গ) রাজপথ
ঘ) চৌচালা
১৫. ‘ঝির ঝির করে বাতস বইছে।’ এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ?
ক) ভাবের গভীরতা
খ) ধ্বনিব্যঞ্জনা✔
গ) পৌন:পুনিকতা
ঘ) সামান্যতা
১৬. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক) লুঙ্গি
খ) স্নাতকোত্তর✔
গ) কিতাব
ঘ) আনারস
১৭. কোন বাগধারাটির অর্থ’ নিতান্তই অলস?
ক) গোঁফ খেজুরে✔
খ) খয়ের খাঁ
গ) কেতাদুরস্ত
ঘ) ছা পোষা
১৮. ‘হস্তি’ এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
ক) নিচয়
খ) আবলি
গ) রা
ঘ) যূথ✔
১৯. ‘ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি—– ?
ক) নির্দেশক
খ) অনুজ্ঞাসূচক✔
গ) সাপেক্ষ
ঘ) আকাঙ্খা
২০. ‘গৃহহীন চিরদিন থাকে পরাধীন’। নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে শূণ্য✔
খ) কর্মকারক শূণ্য
গ) করণে শূণ্য
ঘ) অপাদানে শুণ্য
ইংরেজি প্রশ্ন সমাধান
- First impressions are important because how you-initially can be as important as what you say.
ক) come by
খ) come back
গ) come out
ঘ) come across✔
- Airport authorities advised passengers to – suspicious looking people passing through the international terminal?
ক) look for
খ) look out for✔
গ) look after
ঘ) look at
- During our walk along the beach we noticed the shifting reflections on the — surface of the water ?
ক) unflinching
খ) undiscriminatory
গ) undulating✔
ঘ) unfaltering
- what is the meaning of the idiom ____ ‘finger in the pie?
ক) involving in something✔
খ) uninterested in something
গ) getting out of something
ঘ) showing disliking
- I am desdperate. All I need really is someone to __ ?
ক) take me a hand
খ) put me a hand
গ) give me a hand✔
ঘ) show me a hand
- We can safely say that the business is now concluded so- .
ক) that’s him
খ) that’s us
গ) that ‘s them
ঘ) that’s it✔
- Nobody’s going to to call me names and —
ক) get away with it✔
খ) get up with it
গ) get on with it
ঘ) get away from it
- There is a deadline, I’m afraid so you must not -.
ক) dither✔
খ) doodle
গ) dabble
ঘ) diddle
- If you want to follow you argument I suggest you use less — words.
ক) conspicuous
খ) complicated
গ) confused✔
ঘ) concerned
- If it is a genuine picture, it is __ .
ক) perfect
খ) false
গ) real✔
ঘ) copied
- I would be most obliged if you __ pay later
ক) let me
খ) permit me
গ) allow me to✔
ঘ) grant me to
- I believe we meet for lunch in an expensive restaurant and you __ the priciest item on the menu .
ক) opted
খ) choose✔
গ) tested
ঘ) entered
- He found the gold coin __ the floor.
ক) as he had cleaned
খ) while he cleans
গ) which he is cleaning
ঘ) while cleaning✔
- Find the antonym of the word’ yearn .’
ক) desire
খ) refuse✔
গ) long
ঘ) unite
- What is meaning of ‘face the music ‘?
ক) run away from a problem
খ) create a problem
গ) deal with a problem✔
ঘ) hide the truth
- At the __ of the crime, police officers made the whole world look like a golden blanket .
ক) seen
খ) seem
গ) scenic
ঘ) scene✔
- —- of the canola fields in the prairies made the whole world look like a golden blanket .
ক) Roams
খ) Rose✔
গ) Rows
ঘ) Raids
- His speech was articulate and I asked him to — his ideas.
ক) make bigger
খ) spread out
গ) expand on✔
ঘ) clear out
- The main character in Paradise Lost Book I and Book II is :
ক) God
খ) Satan✔
গ) Adam
ঘ) Eve
- Terrorist often use bombs to — building and other kind of property .
ক) blow -in
খ) blow-up✔
গ) push
ঘ) fall over
গণিত প্রশ্ন সমাধান
১. Ten years before , the ratio of the ages between father and son was 3 : 1 and 5 years after it would be 2 :1 . What are their current ages?
ক) 50 And 20 years
খ) 49 And 27 years
গ) 55 And 25 years✔
ঘ) 45 And 25 years
২. At what rate of profit a principle becomes Tk. 460 with simple profit in 3 years and Tk. 600 with simple profit in 5 years?
ক) 20%
খ) 24%
গ) 28%✔
ঘ) 32%
৩. Find the principle amount that produces a total value of Tk. 1014 at 4 years with 7.5 percent simple interest rate.
ক) 725
খ) 700
গ) 780✔
ঘ) 790
৪. A number is 290 percent of another number . If the sum of the numbers is 9% . find the value of the larger number..
ক) 58
খ) 60 গ) 66
ঘ) 70✔
৫. If y =2.5 x +4 and 15x-2 =40 then y=?
ক) 36
খ) 28
গ) 22
ঘ) 11✔
৬. দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১৩ । একটি সংখ্যা অপর সংখ্যার দুই -তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
ক) ২০✔
খ) ৩০
গ) ১০
ঘ) ৪০
৭. How many meters is one nautical mile ?
ক) 1750.18 meters
খ) 1853.18 meters✔
গ) 1650.20 meters
ঘ) 1953 .18 meters
৮. সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?
ক) ২৫,০০০ টাকা✔
খ) ১৮,৭৫০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ১,০০,০০০ টাকা
৯. a,b,c,d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
ক) abcd
খ) ab+cd
গ) abdc+1✔
ঘ) abcd -1
১০. ১ টি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে ?
ক) ২% বৃদ্ধি
খ) ৩% বৃদ্ধি
গ) ১০% বৃদ্ধি
ঘ) ৮% বৃদ্ধি✔
১১. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
ক) ৭ দিন
খ) ৯ দিন✔
গ) ৮ দিন
ঘ) ১০ দিন
১২. √x+3=√x+√3 হলে x = কত?
ক) 3
খ) -3
গ) 0✔
ঘ) √3
১৩. একটি সরলরেখার উপর অঙ্কিত বির্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ?
ক) ১৬✔
খ) ৪
গ) ৮
ঘ) ২
১৪. একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৮০ বার ঘুরলে ১.০ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
ক) ১৮০°
খ) ৪৮০°✔
গ) ৩৬০°
ঘ) ৫৪০°
১৫. A Petrol tank now is 1/2 full . AFter you remove 8 gallons petrol from the 1/2 full tank the tank is then 1/10 full . what is the capacity , in gallons , of the tank ?
ক) 4
খ) 3
গ) 2✔
ঘ) 1
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. Who acts as the CEO of Bangladesh?
ক) Honorable Prime Minister✔
খ) Honorable President
গ) Honorable Speaker
ঘ) Home Minister
২. Armed Forces Day is observed on –
ক) 19 July✔
খ) 21 November
গ) 21 March
ঘ) 1 July
৩. How many departments are operating under the Ministry of Defense of the Government of Peoples Republic of Bangladesh ?
ক) 19✔
খ) 21
গ) 20
ঘ) 18
৪. “Don’t count the days, make the days count. Quotted by whom ?
ক) George Washington
খ) Muhammad Ali✔
গ) Edmund Hillary
ঘ) Issac Newton
৫. When did the Pulwama Attack occur at Kashmir this year in February?
ক) 2nd
খ) 8th
গ) 14 th✔
ঘ) 20th
৬. The name of the parliament of Japan is –
ক) Parliament
খ) Assembly
গ) Diet✔
ঘ) Shogdu
৭. Who is first martyr in our liberation war?
ক) Motiur Rahman
খ) Nur Mohammad
গ) Mustafa Kamal
ঘ) Sangku Sasmajhder✔
৮. ‘Joyjatra’ is a— of Bangladesh navy?
ক) Naval Ship
খ) Naval Sea Plane
গ) Naval Vase
ঘ) Naval Submarine✔
৯. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
ক) বিশ্ব সাহিত্য কেন্দ্র✔
খ) পাবলিক লাইব্রেরি
গ) সুশাসনের জন্য নাগরিক
ঘ) জাতীয় গ্রন্থকেন্দ্র
১০. who is the author of book ‘ The Clash of Civilization’
ক) Aristotle
খ) Abraham Linco1n
গ) R.M. Maclever
ঘ) Samuel P. Huntington✔
১১. How many personalities were award the Swadhinata padak 2019 ?
ক) 13 Persons✔
খ) 12 Persons
গ) 19 Persons
ঘ) 24 Persons
১২. ‘AWACS’ stands for what ?
ক) Airborne Warning and Control systems✔
খ) Allied War Control Systems
গ) Associated War control Systems
ঘ) Air Wings and Control Systems
১৩. How many persons were awarded the Bir Uttam gallantry award from the Bangladesh Army in recognition of their heroic contributions?
ক) 52
খ) 50✔
গ) 49
ঘ) 51
১৪. what is the projected GDP growth rate of Bangladesh to beat the end of year 2019 ?
ক) 6.8 percent
খ) 7.86 percent
গ) 7.98 percent
ঘ) 8.13 percent✔
১৫. who is the author of the book”Rules of Civility ‘ ?
ক) Hillary Clinton
খ) Michael Wolf
গ) Amor Towles✔
ঘ) Barrack Obama
১৬. S-400 is a-
ক) fighter plane
খ) submarine
গ) Air defense systems✔
ঘ) Cannon
১৭. The movement of business data electronically in a structured , computer -readable format .
ক) EFT
খ) EDI✔
গ) SWIFT
ঘ) CHIPS
১৮. What is the ranking of Bangladesh in UN peacekeeping operations in terms of troops deployment ?
ক) 1st
খ) 2nd✔
গ) 3rd
ঘ) 4th
১৯. Find the odd one.
ক) After Dark✔
খ) Will Grayson
গ) Paper Towns
ঘ) Looking for Alaska
২০. Who became the first martyr in our liberation war among the seven Bir Sresthos?
ক) Mohiuddin Jahangir
খ) Hamidur Rahman
গ) Munshi Abdur Rauf
ঘ) Muhammad Musatafa✔
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এর নক্সাকার গ্রেড-৩ পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস করণিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১