শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শক (সেফটি)/কেমিক্যাল
টেকনোলজি পদের প্রশ্ন সমাধান-২০১৯
পদের নামঃ- কেমিক্যাল টেকনোলজি
পরীক্ষার তারিখঃ- ২২/১০/২০১৯
১. টারবাইন – এর কাজ কী?
ক) গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা
খ) যান্ত্রিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা
গ) বিদ্যুৎ উৎপন্ন করা
ঘ) সবগুলি
সঠিক উত্তরঃ গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা
২. নিচের কোনটি প্রবাহ পরিমাপে ব্যবহার করা হয়?
ক) থার্মোমিটার
খ) ম্যানোমিটার
গ) হাইড্রোমিটার
ঘ) পিটট টিউব
সঠিক উত্তরঃ পিটট টিউব
৩. ‘স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক’ – সূত্রটি কার?
ক) চার্লসের
খ) গে-লুসাকের
গ) বয়েলের
ঘ) অ্যাভোগ্যাড্রোর
সঠিক উত্তরঃ চার্লসের
৪. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মিথেনের গড় পরিমাণ?
ক) ৯৫.৮%
খ) ৮৫.৮%
গ) ৭৫.৮%
ঘ) ৮০.৮%
সঠিক উত্তরঃ ৯৫.৮%
৫. তাপ ইঞ্জিনের পিস্টন সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় কেন?
ক) এটি ওজনে হালকা
খ) এটি উত্তম তাপ পরিবাহক
গ) এতে মরিচা ধরে না
ঘ) উপরের সবগুলি
সঠিক উত্তরঃ উপরের সবগুলি
৬. যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো ওয়েল পর্যাপ্ত ভেপার সৃষ্টি করে ও অগ্নিশিখা পেলে জ্বলে ওঠে তাকে বলে –
ক) ফায়াল পয়েন্ট
খ) ফ্লাশ পয়েন্ট
গ) পোর পয়েন্ট
ঘ) ক্লাউড পয়েন্ট
সঠিক উত্তরঃ ফ্লাশ পয়েন্ট
৭. কোনটি আপেক্ষিক গুরুত্বের একক?
ক) gm/cm3
খ) c m33/gm
গ) c m3
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ কোনোটিই নয়
৮. শুষ্ক সম্পৃক্ত বাষ্পের শুষ্কতাঙ্ক বা ড্রাইনেস ফ্রাকশন কত?
ক) ১
খ) ১ এর চেয়ে কত
গ) ১ এর চেয়ে বেশি
ঘ) ০
সঠিক উত্তরঃ ১
৯. মানব দেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট হলে, সেলসিয়াস স্কেলে কত?
ক) ৩৭
খ) ৩৬.৬৭
গ) ৩৭.৬৭
ঘ) ৩৮.৬৭
সঠিক উত্তরঃ ৩৬.৬৭
১০. N2 + 3H2 = 2NH3 বিক্রিয়ায় চাপ প্রয়োগে কোন দিকে অগ্রসর হবে?
ক) সম্মুখ দিকে
খ) পিছনে
গ) স্থির থাকবে
ঘ) ঘন মাত্রার উপর নির্ভর করে
সঠিক উত্তরঃ সম্মুখ দিকে
১১. ক্যান্সার রোগের কারণ কী?
ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
গ) কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
ঘ) উল্লিখিত সবগুলোই
সঠিক উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
১২. কয়লার ফিক্সড কার্বনের পরিমাপ হলো যে কার্বন –
ক) অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত থাকে
খ) অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত থাকে না
গ) উদ্বায়ী পদার্থের সাথে যুক্ত থাকে
ঘ) কয়লার ছাইয়ের সাথে যুক্ত থাকে
সঠিক উত্তরঃ কয়লার ছাইয়ের সাথে যুক্ত থাকে
১৩. কোন যন্ত্রটি লুব্রিকেটিং তেল থেকে ময়লা পৃথক করতে ব্যবহৃত হয়?
ক) স্যান্ড ফিল্টার
খ) গ্রেভিটি ফিল্টার
গ) ব্যাগ ফিল্টার
ঘ) রোটারী ড্রাম ফিল্টার
সঠিক উত্তরঃ রোটারী ড্রাম ফিল্টার
১৪. আদর্শ আপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) ২৫C ও ৭৬০ মিমি পারদ
খ) সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার
গ) ০C ও ৭৬ মিমি পারদ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার
১৫. একটি আদর্শ ইঞ্জিন ৬০০ K এবং ৩০০K তাপমাত্রার মধ্যে পরিচালিত হয়ে থাকলে ইঞ্জিনের তাপীয় দক্ষতা কত?
ক) ১০০%
খ) ৮০%
গ) ৬০%
ঘ) ৫০%
সঠিক উত্তরঃ ১০০%
১৬. পেইন্টের কোনটি দ্রাবকের কাজ নয়?
ক) পেইন্টকে তারল্য দান করা
খ) পেইন্টকে বস্তুপৃষ্টে সমানভাবে প্রলেপ দিতে সাহায্য করা
গ) Base ও Pigment কে গলাতে সাহায্য করা
ঘ) বাষ্পীভূত হয়ে পেইন্ট তলকে শুকাতে সাহায্য করা
সঠিক উত্তরঃ পেইন্টকে বস্তুপৃষ্টে সমানভাবে প্রলেপ দিতে সাহায্য করা
১৭. রুদ্ধ তাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) গ্যাসের উষ্ণতা স্থির থাকে
খ) এটি একটি দ্রুত প্রক্রিয়া ও গ্যাসের আধারটি তাপ কুপরিবাহী হতে হয়
গ) PV = ধ্রুব হয়
ঘ) এটি একটি ধীর প্রক্রিয়া
সঠিক উত্তরঃ এটি একটি দ্রুত প্রক্রিয়া ও গ্যাসের আধারটি তাপ কুপরিবাহী হতে হয়
১৮. কোনো বস্তুর ঘনত্ব ২.৪৫ gm/cm3 হলে এর আপেক্ষিক গুরুত্ব কত?
ক) ২.৮৫
খ) ১.৪৫
গ) ২.৫৪
ঘ) ২.৪৫
সঠিক উত্তরঃ ২.৪৫
১৯. মটর ইঞ্জিনের দক্ষতাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়?
ক) দক্ষতা = পাওয়ার ইনপুট / পাওয়ার আউটপুট
খ) দক্ষতা = পাওয়ার ইনপুট * পাওয়ার আউটপুট
গ) দক্ষতা = পাওয়ার আউটপুট / পাওয়ার ইনপুট
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ দক্ষতা = পাওয়ার আউটপুট / পাওয়ার ইনপুট
২০. একটি মিশ্রণে ২০% অ্যালকোহল অ্যান্ড ৮০% পানি আছে। পাতনে যদি ১০ কেজি অ্যালকোহল উদ্ধার হয় তবে মিশ্রণের মোট পরিমাণ কত কেজি?
ক) ১০
খ) ৫০
গ) ১০০
ঘ) ৮০
সঠিক উত্তরঃ ৫০
২১. বাহ্যিক শক্তি কী?
ক) স্থিতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
খ) গতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
গ) স্থিতিশক্তি ও গতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
ঘ) স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি
সঠিক উত্তরঃ স্থিতিশক্তি ও গতিশক্তি ও চাপশক্তির সমষ্টি
২২. ফুরিয়ার সূত্রে কোন ধরনের তাপ সঞ্চালন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য?
ক) পরিবহন
খ) পরিচলন
গ) বিকিরণ
ঘ) উপরের সবগুলি
সঠিক উত্তরঃ পরিবহন
২৩. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ –
ক) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
খ) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়
গ) বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়
২৪. বয়লার ফিড ওয়াটারের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য?
ক) মৃদু পানি
খ) সিলিকা মুক্ত
গ) দ্রবীভূত অক্সিজেন মুক্ত
ঘ) সবগুলি
সঠিক উত্তরঃ সবগুলি
২৫. নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোন যৌগ তার উপাদাক মৌল থেকে উৎপাদনকালে এনথালপির যে পরিবর্তন হয় তাকে বলে –
ক) দ্রবণ তাপ
খ) আপেক্ষিক তাপ
গ) গঠন তাপ
ঘ) দহন তাপ
সঠিক উত্তরঃ গঠন তাপ
২৬. গ্যাসীয় জ্বালানিতে অদাহ্য উপাদান কোনটি থাকতে পারে?
ক) মিথেন খ) কার্বন মনোক্সাইড
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ড্রাই-অক্সাইড
সঠিক উত্তরঃ কার্বন ড্রাই-অক্সাইড
২৭. সেন্ট্রিফিউগ্যাল পাম্পের ব্যাপক ব্যবহারের কারণগুলি কী?
ক) যে কোনো তরল স্থানান্তরে ব্যবহার হয়, খরচ কম ও চালনা করা সহজ
খ) বেশি হেড (উচ্চতা) এর জন্য ব্যবহার করা যায়
গ) কর্মদক্ষতা বেশি
ঘ) সবগুলি
সঠিক উত্তরঃ যে কোনো তরল স্থানান্তরে ব্যবহার হয়, খরচ কম ও চালনা করা সহজ
২৮. কোনটি খরপানি নয়?
ক) নলকূপের পানি
খ) নদীর পানি
গ) পাতিত পানি
ঘ) সমুদ্রের পানি
সঠিক উত্তরঃ পাতিত পানি
২৯. ১০০ গ্রাম মোল অ্যামোনিয়াম ক্লোরাইডে কত কেজি অ্যামোনিয়াম থাকবে?
ক) ৫৩.৫
খ) ৫.৩৫
গ) ০.৫৩৫
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ কোনোটিই নয়
৩০. সুপ্ত তাপ বা নীল তাপ কত প্রকার?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তরঃ ৪
৩১. কোন যন্ত্রটি ক্লিনিংয়ে ব্যবহৃত হয়?
ক) স্যান্ড ফিল্টার
খ) ফিল্টার প্রসেস
গ) সাইক্লোন সেপারেটর
ঘ) রোটারি ড্রাম ফিল্টার
সঠিক উত্তরঃ সাইক্লোন সেপারেটর
৩২. কোনো পাইপ দিয়ে ৯.৮১ মি/সে বেগে পানি প্রবাহিত হচ্ছে। এর ভেলোসিটি হেড কত?
ক) ৯.৮১
খ) ৪.৯
গ) ৪.৪
ঘ) ৪.১৯
সঠিক উত্তরঃ ৪.৯
৩৩. কোন পদ্ধতিতে বাতাসে আদ্র্রতা নির্ণয় করা যায়?
ক) রাসায়নিক পদ্ধতি
খ) আদ্র্র বাষ্প তাপমাত্রা পদ্ধতি
গ) শিশিরাংক নির্ণয় পদ্ধতি
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উপরের সবগুলো
৩৪. নিচের কোনটি হিমায়ক (Refrigerant) হিসেবে ব্যবহার করা যেতে পারে?
ক) অ্যামোনিয়া
খ) CO2
গ) ফ্রেয়ন
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ ফ্রেয়ন
৩৫. একটি সেন্ট্রিফুগাল পাম্পের ডেভেলপড হেড নিচের কোনটির উপর নির্ভর করে?
ক) RPM
খ) ইম্পেলার ব্যাস
গ) উভয়
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ উভয়
৩৬. পালভারাইজড কোল কী?
ক) পাউডার কয়লা
খ) অ্যাস্থ্রাসাইট
গ) কোকিং কোল
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ পাউডার কয়লা
৩৭. একটি আদর্শ ইঞ্জিনে কার্নো চক্র কয়টি ধাপে সম্পন্ন হয়/
ক) ১
খ) ২
গ) ৪
ঘ) ৬
সঠিক উত্তরঃ ৪
৩৮. কোন যন্ত্রটি গ্যাস ক্লিনিংয়ে ব্যবহৃত হয়?
ক) স্যান্ড ফিল্টার
খ) ফিল্টার প্রসেস
গ) সাইক্লোন সেপারেটর
ঘ) রোটারি ড্রাম ফিল্টার
সঠিক উত্তরঃ সাইক্লোন সেপারেটর
৩৯. নিচের কোনটি Dynamic Viscosity এর একক নয়?
ক) প্যাস্কেল – সেকেন্ড
খ) নিউটন – সেকেন্ড/(মিটার)২
গ) পয়েজ
ঘ) স্টোকস
সঠিক উত্তরঃ স্টোকস
৪০. কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত?
ক) কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
খ) কার্বন ডাই – অক্সাইড + হাইড্রোজেন
গ) মিথেন + হাইড্রোজেন
ঘ) মিথেন + পানি
সঠিক উত্তরঃ কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
৪১. পদার্থের তাপ ধারণক্ষমতা নির্ভর করে – এর উপর –
ক) ভর
খ) তাপমাত্রা
গ) চাপ
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উপরের সবগুলো
৪২. সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে?
ক) বিকিরণ
খ) পরিবহণ
গ) পরিচলন
ঘ) বিকিরণ ও পরিবহণ
সঠিক উত্তরঃ বিকিরণ
৪৩. তাপশক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ক) এনার্জি মিটার
খ) থার্মোমিটার
গ) ক্যালরিমিটার
ঘ) এনিমোমিটার
সঠিক উত্তরঃ ক্যালরিমিটার
৪৪. পিজোমিটার টিউব কী কাজে ব্যবহার করা হয়?
ক) প্রবাহ পরিমাপ
খ) তাপমাত্রা পরিমাপ
গ) চাপ পরিমাপ
ঘ) চাপের তীব্রতা পরিমাপ
সঠিক উত্তরঃ চাপ পরিমাপ
৪৫. কোনটি সিনথেসিস গ্যাস নামে পরিচিত?
ক) কার্বন মনোক্সাইড + হাইড্রোজেন
খ) কার্বন ডাই অক্সাইড + হাইড্রোজেন
গ) মিথেন + হাইড্রোজেন
ঘ) মিথেন + পানি
সঠিক উত্তরঃ কার্বন ডাই অক্সাইড + হাইড্রোজেন
৪৬. কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপমাত্রায় সাম্যবস্থায় থাকতে পারে?
ক) 273.16K
খ) 0K
গ) 273 K
ঘ) 32K
সঠিক উত্তরঃ 273.16K
৪৭. কয়লার আসন্ন বা নিকট বিশ্লেষণ থেকে পাওয়া যায় –
ক) উপাদানের শতকরা পরিমাণ
খ) উদ্বায়ী পদার্থের পরিমাণ
গ) উত্তাপন মান
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উদ্বায়ী পদার্থের পরিমাণ
৪৮. বয়লার এর স্টিম স্টপ ভাল্বের কাজ কী?
ক) প্রয়োজনে বয়লার খালি করা
খ) এটি দিয়ে বয়লার যেতে পারে কিন্তু বায়লার থেকে পানি ফেরত আসে না
গ) প্রয়োজনমত স্টিম লাইনে বাষ্প সরবরাহ সম্পন্ন বন্ধ করে দেয়া হয়
ঘ) এটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চাপ নিয়ন্ত্রিত হয়
সঠিক উত্তরঃ প্রয়োজনমত স্টিম লাইনে বাষ্প সরবরাহ সম্পন্ন বন্ধ করে দেয়া হয়
৪৯. স্প্রে ড্রাইংয়ে এটমাইজারের কাজ কী?
ক) বড় মলিকুলকে এটমে রূপান্তরিত করা
খ) অতিসূক্ষ্ম কণা তৈরি করা
গ) ফ্লুইডের চাপ বাড়ানো
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ অতিসূক্ষ্ম কণা তৈরি করা
৫০. যে স্টীম কোনো জলীয় কণা বিদ্যমান থাকে, তাকে বলে –
ক) আদ্র্র স্টীম
খ) সুপার হিটেড স্টীম
গ) শুষ্ক সম্পৃক্ত বাষ্প
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ আদ্র্র স্টীম
৫১. নিচের কোনটি বিস্ফোরক জাতীয় পদার্থ?
ক) ইথানল
খ) অ্যামোনিয়া ক্লোরাইড
গ) অ্যামোনিয়া নাইট্রেট
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ অ্যামোনিয়া নাইট্রেট
৫২. Cp, Cv ও R এর সম্পর্ক কোনটি?
ক) Cp + Cv = R
খ) Cp – Cv = R
গ) Cp / Cv = R
ঘ) Cp . Cv = R
সঠিক উত্তরঃ Cp – Cv = R
৫২. বাহ্যিক সহায়তা ব্যতীত কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষেই নিম্ন উষ্ণতা থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে সরবরাহ করা অসম্ভব। এটি ক) তাপগতিবিজ্ঞানের কোন সূত্রের ক্ষেত্রে?
খ) তাপগতিবিজ্ঞানের ১ম সূত্র
গ) তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র
ঘ) তাপগতিবিজ্ঞানের ৩য় সূত্র
তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র
সঠিক উত্তরঃ তাপগতিবিজ্ঞানের ২য় সূত্র
৫৩. যে পদ্ধতিতে কোন কঠিন পদার্থ শুকানোর জন্য কঠিন পদার্থের বেডের মধ্যে দিয়ে উত্তপ্ত বাতাসকে সজোড়ে চালনা করা হয় তাকে বলে –
ক) কনভেয়ার ড্রায়ার
খ) স্প্রে ড্রায়ার
গ) ড্রাম ড্রায়ার
ঘ) ফ্লুডাইজদ বেড ড্রায়ার
সঠিক উত্তরঃ ফ্লুডাইজদ বেড ড্রায়ার
৫৪. ফায়ার টিউব বয়লারের বৈশিষ্ট্য কী?
ক) টিউবের বাইরে পানি থাকে
খ) উত্তপ্ত জ্বালানির গ্যাস টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয়
গ) টিউবগুলো পানিতে নিমজ্জিত থাকে
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উপরের সবগুলো
৫৫. যে গ্যাসে উল্লেখ্যযোগ্য পরিমাণ হাইড্রোজেন সালফাইড উপস্থিত থাকে তাকে বলে –
ক) মিষ্টি গ্যাস
খ) টক গ্যাস
গ) বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উপরের সবগুলো
৫৬. ইঞ্জিনের জ্বালানি সরবরাহে ব্যবহৃত করা হয় –
ক) সেন্ট্রিফিউগ্যাল পাম্প
খ) জেট পাম্প
গ) রেসিপ্রোকেটিং পাম্প
ঘ) এয়র লিফট পাম্প
সঠিক উত্তরঃ রেসিপ্রোকেটিং পাম্প
৫৭. যদি NH3 এর গঠন তাপ 15J হয় তবে N2 + 2H2 – 2NH3 বিক্রিয়াটির বিক্রিয়া তাপ কত?
ক) ৫৭. – ৫J
খ) ৫J
গ) ১৫J
ঘ) ৩০J
সঠিক উত্তরঃ ৩০J
৫৮. ২৭C উষ্ণতায় কোনো গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়?
ক) ৯০০C
খ) ১০০০ C
গ) ১১০০ C
ঘ) ১২০০ C
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
৫৯. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর যন্ত্রটি গ্যাস ক্লিনিং ব্যবহৃত হয় –
ক) যা অত্যন্ত ব্যয়বহুল
খ) যার দক্ষতা প্রায় ৯৯%
গ) যা অতি সূক্ষ্ম পার্টিক্যালগুলো দূর করতে পারে
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উপরের সবগুলো
৬০. সিনথেসিস গ্যাস কোথায় ব্যবহৃত হয়?
ক) ইস্পাত চুল্লীতে
খ) অ্যামোনিয়া উৎপাদনে
গ) হাইড্রোজেন উৎপাদনে
ঘ) ওয়েল্ডিংয়ের কাজে
সঠিক উত্তরঃ অ্যামোনিয়া উৎপাদনে
৬১. Na2Co3 এর ০.১ N ১০০ মিলি স্টান্ডার্ড দ্রবণ তৈরি করতে কত গ্রাম Na2Co3 প্রয়োজন?
ক) ০.৫৩
খ) ১.০৬
গ) ৫.৩
ঘ) ০.১০৬
সঠিক উত্তরঃ ০.১০৬
৬২. স্যাচুরেটেড স্টিমের রং কী?
ক) আকাশী নীল
খ) হালকা বাদামি
গ) সাদা
ঘ) কোনো রং নেই
সঠিক উত্তরঃ সাদা
৬৩. ৭৮ গ্রাম বেনজিন বাতাসে পুড়ালে কত গ্রাম পানি উৎপন্ন হবে?
ক) ১৮
খ) ৩৬
গ) ৪৮
ঘ) ৫৪
সঠিক উত্তরঃ ৫৪
৬৪. বড় তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের বয়লার ব্যবহৃত হয়?
ক) ফায়ার টিউব বয়লার
খ) ওয়াটার টিউব বয়লার
গ) ভার্টিক্যঅল বয়লার
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ ওয়াটার টিউব বয়লার
৬৫. যে প্রক্রিয়ায় গ্যাস প্রসারণ ও সংকোচনের সময় কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন করে না তাকে বলে –
ক) রুদ্ধতাপ প্রক্রিয়া
খ) পরাবৃত্তীয় প্রক্রিয়া
গ) নিরুদ্ধ প্রক্রিয়া
ঘ) পলিট্রপিক প্রক্রিয়া
সঠিক উত্তরঃ রুদ্ধতাপ প্রক্রিয়া
৬৬. ১ মোল হাইড্রোজেন ও ১ মোল অক্সিজেন বিক্রিয়া করে ১ মোল পানি উৎপন্ন করলে, এখানে লিমিটিং বিক্রিয়ক ও শতকরা অতিরিক্ত –
ক) হাইড্রোজেন ও ১০%
খ) হাইড্রোজেন ও ৫০%
গ) হাইড্রোজেন ও ১০০%
ঘ) অক্সিজেন ও ৫০%
সঠিক উত্তরঃ হাইড্রোজেন ও ৫০%
৬৭. নিচের কোনটি ড্রাইংয়ের পদ্ধতি নয়?
ক) গরম বাতাস ব্যবহার করে ড্রাইং
খ) কেমিক্যাল ব্যবহার করে ড্রাইং
গ) গরম সারফেসের উপর রেখে ড্রাইং
ঘ) ফ্রিজ ড্রাইং
সঠিক উত্তরঃ ফ্রিজ ড্রাইং
৬৮. গ্রেভিটি ফিল্টেশন শিল্প কারখানায় অধিক ব্যবহৃত হয়। কারণ –
ক) এটি ডিজাইন সহজ ও মূলধন কম লাগে
খ) বেশি ফ্লোর এরিয়া প্রয়োজন হয় ও বেশি জনবল লাগে
গ) তুলনামূলকভাবে ফিল্ট্রশন রেইট কম
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ এটি ডিজাইন সহজ ও মূলধন কম লাগে
৬৯. নিচের কোনটি variable displacement পাম্প নয়?
ক) সেন্ট্রিফিউগ্যাল পাম্প
খ) জেট পাম্প
গ) রোটারি পাম্প
ঘ) এয়ার লিফট পাম্প
সঠিক উত্তরঃ রোটারি পাম্প
৭০. কোনো প্রবাহ টার্বুলেন্ট হয় যখন –
ক) অণুগুলো এলোমেলোভাবে বক্রপথে চলে
খ) প্রবাহ বেগ তুলনামূলক কম হয়
গ) রিনোল্ড নাম্বার ২০০০ এর কম হয়
ঘ) অণুগুলো সমান্তরাল পথে চলে
সঠিক উত্তরঃ অণুগুলো এলোমেলোভাবে বক্রপথে চলে
৭১. পরম শূন্য তাপমাত্রায় পানির এন্ট্রপি কত?
ক) ১০
খ) ৫
গ) ২
ঘ) ০
সঠিক উত্তরঃ ০
৭২. সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ক) প্রক্রিয়ার উষ্ণতা কোনো পরিবর্তন হয় না
খ) প্রক্রিয়ার চাপের কোনো পরিবর্তন হয় না
গ) PV = ধ্রুব হয়
ঘ) প্রক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না
সঠিক উত্তরঃ প্রক্রিয়ার চাপের কোনো পরিবর্তন হয় না
৭৩. কোনটি তাপ আন্তরক হিসেবে ব্যবহার করা যায়?
ক) কপার
খ) অ্যাসবেস্টস
গ) এলুমিনিয়অম
ঘ) সবগুলি
সঠিক উত্তরঃ অ্যাসবেস্টস
৭৪. কোনটি বহির্দাহ তাপ ইঞ্জিনের উদাহরণ?
ক) স্টীম ইঞ্জিন
খ) ডিজেল ইঞ্জিন
গ) পেট্রোল ইঞ্জিন
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ স্টীম ইঞ্জিন
৭৫. একটি পাম্প প্রতি মিনিটে ১০০ কেজি পান ৪৫ মিটার উচ্চতায় তুলিয়েছে, উহার ক্ষমতা (H.P) কত?
ক) ২
খ) ১
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তরঃ ১
৭৬. ৫৬০ গ্রাম চুন (CaO) তৈরিতে কত কেজি চুনাপাথর প্রয়োজন?
ক) ২
খ) ১
গ) ১.২
ঘ) ২.১
সঠিক উত্তরঃ ১
আরো পড়ুনঃ-
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী প্রধান পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী শ্রম অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৩
- শ্রম পরিদপ্তরের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০০১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।