বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
476

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা

অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

CAAB Security Officer Question Solution 2021

পদের নামঃ- নিরাপত্তা অফিসার

পরীক্ষার তারিখঃ-২০/১০/২০২১

১) খনার বচনের উপজীব্য হচ্ছে উত্তরঃ- কৃষিকাজ

২) আধাঁর যুগের রচনা বলা হয় কোনটিকে? উত্তরঃ- প্রাকৃতপ্রাঙ্গল

৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক কে? উত্তরঃ- বসন্তরঞ্জন রায়

৪) কোনটি উপন্যাস নয় উত্তরঃ- বলাকা

৫) “তিতাস একটি নদীর নাম ” কার লেখা? উত্তরঃ- অদ্বৈত মল্লবর্মণ

৬) কোন উপন্যাস অবলম্বনে ” বাঙলা ” নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে? উত্তরঃ- ওঙ্কার

৭) ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য উত্তরঃ- জীবনানুভতির গভীরতা

৮) রক্তাক্ত প্রান্তর নাটকের মূল পটভূমি উত্তরঃ- পানি পথের ৩য় যুদ্ধ

৯) “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? ” উক্তিটি কার? উত্তরঃ- কামিনী রায়

১০) সব্যসাচী লেখক বলা হয় কাকে? উত্তরঃ- সৈয়দ শামসুল হক

১১) কোনটি সঠিক? – দীনতা নিন্দনীয়

১২) কোনটি পারিভাষিক শব্দ? উত্তরঃ- স্নাতকোত্তর

১৩) নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ- তটনী

১৪) “মনীষা ” শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ- নির্বোধ

১৫) পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তরঃ- ৩ টি

১৬) কোন দুটি স্বর মিলিত হয়ে “ঐ ” গঠিত? উত্তরঃ- অ+ই

১৭) “ক্ষ্ম ” কোন বর্ণগুলো দ্বারা গঠিত? উত্তরঃ- ক+ষ+ম

১৮) “রেস্তোরাঁ ” কোন ভাষার শব্দ? উত্তরঃ- ফরাসি

১৯)” যত গর্জে তত বর্ষে না। ” এখানে যত -তত কি অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তরঃ- তুলনা

২০) সংবাদপত্র কোন সমাস? উত্তরঃ- মধ্যপদলোপী কর্মধারয়

২১) The professor will be there – by the moment

২২) You should ……swimming. –  start up

২৩) The …..she tried, the…..she performed. – harder, worse

২৪) The tea was………to sip.- too hot

২৫) “Boring chore ” means – uninteresting work

২৬) “De facto ” means- in fact

২৭) “Let him be told to go ” active voice. – Telll him to go.

২৮)”Am I not. ” right expression is….Ans. aren’t I?

২৯) Kinship means – blood relation

৩০) The sparrows were …..Ans. Chirping

৩১) Synonym of “Nimble “- agile

৩২) Antonym of “postpone “- expedite

৩৩)Noun of sure – assurance

৩৪) “Handsome is that handsome …….”- does

৩৫) Honey : Hive : …..:Wine. Ans. Cask

৩৬) Verb form of danger is….Ans. endanger

৩৭) Who is the youngest – John keats

৩৮)”A Tale of Two Cities ” is written by-  Charles Dikens

৩৯) Correct spelling. Ans. separate

৪০) The children park…….half an hour before sunset. Ans.  closes

৪১) 2^2x+1=128 হলে x এর মান কত? উত্তরঃ- 3

৪২) 2x^4-3x^3-3x-2 এর কোনটি উৎপাদক সংশ্লিষ্ট নয়? উত্তরঃ- x-2

৪৩) 3^√7^2.3^√7/√7=কত? উত্তরঃ- √7

৪৪) দুটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে? উত্তরঃ- বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টি

৪৫) 1/√2, 1,√2, …..ধারাটির কোন পদ 8√2 হবে? উত্তরঃ- নবম

৪৬) একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেমি ও ১৩৮৪ সেমি হলে বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত? উত্তরঃ- ৪২

৪৭) একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য  ২ সেমি বাড়ালে ত্রিভুজটের ক্ষেত্রফল 3√3 সেমি বেড়ে যায়, ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য কত? উত্তরঃ- 2সেমি

৪৮) (x-4)^2+(y+3)^2=100, বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত? উত্তরঃ- (০,০)

৪৯) এক ব্যক্তি একটি পণ্যের মূল্য প্রথমে ২৫% বাড়ানোর পর আবার ২৫% কমালে মোটের উপর কত পারসেন্ট বাড়বে/ কমবে? উত্তরঃ- ৬.২৫% কমবে

৫০) একটি ৪৮ মিটার লম্বা খুটি ভেঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোন তৈরি করে, খুটিটি কত উচুঁতে ভেঙ্গে ছিল? উত্তরঃ- ১৬ মিটার

৫১) ৭ ও ৬০ এর মধ্যে একক স্থানীয় অঙ্ক ৯ এরকম সংখ্যাগুলোর সমষ্টি কত? উত্তরঃ- ১১৭(অপশনে ১০৭ হবে)

৫২)চালের দাম ১২% কমে যাওয়ায় পূর্বাপেক্ষা ৬০০০ টাকায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া গেলে, বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত? উত্তরঃ- ৭২০ টাকা

৫৩) কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবেদ্যা, ৮১% পরীক্ষার্থী জীববিজ্ঞান ও ৭৬% উভয় বিষয়ে পাশ করলে, উভয় বিষয়ে ফেল করেছে কত জন? উত্তরঃ- ১০ জন

৫৪) ৩% চিনিযুক্ত ৫০ লিটারের মিশ্রণে কত লিটার পানি বাষ্প করলে পানির মিশ্রণে ৫% চিনি হবে?  উত্তরঃ- 20 লিটার

৫৫) একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যবস্তু ভেদ করে। এক ব্যক্তি গুলি ছোড়ার ৩ সেকেন্ড পর লক্ষ্য ভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে ১১০০ ফুট হলে, লক্ষ্যবস্তু কত দূরত্বে ছিল? উত্তরঃ- ১৯২৫ ফুট

৫৬) একটি ১০০ মিটার দীর্ঘ ট্রেন ১৪৪ কিমি/ঘন্টা গতিবেগে গেলে, একটি বৈদ্যতিক খুটি অতিক্রম করতে কত সময় লাগবে?  উত্তরঃ- ২.৫ সেকেন্ড

৫৭) একটি সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে, ২৩ তম পদের সমষ্টি কত? উত্তরঃ- ১৭৭১

৫৮) লুডু খেলায় দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল ১০ হওয়ার সম্ভাবনা কত?

উত্তরঃ- ১/১২

৫৯) একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুণ। এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? উত্তরঃ- ৮০

৬০) এই প্রশ্নটি পাইনি, কেউ পেলে কমেন্ট বক্সে জানাবেন।

৬১) ছয় দফা দাবির মধ্যে কোনটিতে দুটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রাব্যবস্থার কথা বলা হয়েছে? উত্তরঃ- ৩য় দফা

৬২) ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় প্রথম শহীদ মিনার তৈরি করা হয় কবে? উত্তরঃ-২৩ ফেব্রুয়ারী

৬৩) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উত্তরঃ- এ এন সাহা

৬৪) অ্যাটর্নি জেনারেল কত বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন? উত্তরঃ- রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী

৬৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? উত্তরঃ- লীলা নাগ

৬৬) আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম ? উত্তরঃ- ৭ম

৬৭) অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কবে? উত্তরঃ- ১৯২২

৬৮) পায়রা সেতু উদ্বোধন করা হবে এই মাসের উত্তরঃ- ২৪ অক্টোবর

৬৯) ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সর্বনিম্ন আয়কর কত? উত্তরঃ- ৫০০০ টাকা

৭০) এবার টি টুয়েন্টি বিশ্বকাপে সুপার টয়েলভে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি কার বিপক্ষে খেলবে?

উত্তরঃ- অস্ট্রেলিয়া

৭১) আজ ২৩ অক্টোবর কোন কবির জন্মদিন? উত্তরঃ- শামসুর রাহমান

৭২) দ্রব্যমূল্য কখন বৃদ্ধি পায় – মুদ্রাস্ফীতি হলে

৭৩) কপ ২৬ স্কটল্যান্ডের গ্লাসগোতে কবে শুরু হবে? উত্তরঃ- ৩১ অক্টোবর

৭৪) বংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত? উত্তরঃ- ২.৬ ডিগ্রি

৭৫) “অসমাপ্ত আত্মজীবনী ” বইটির ব্রেইল সংস্করণ করে কোন মন্ত্রনালয়? উত্তরঃ- সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭৬) Times Education Higher এ কোন বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং এ প্রথম উত্তরঃ- অক্সফোর্ড ইউনিভার্সিটি

৭৭) বর্তমানে দেশে কত জিআই পণ্য আছে? উত্তরঃ- ৯ টি

৭৮) SDG লক্ষ্যমাত্রা অর্জনে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তরঃ-  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

৭৯) পানি গোলাকার হয় কোন গুণের কারণে? উত্তরঃ- পৃষ্ঠটান।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।