বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২১

0
344

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২১

BFA Exam Question Solution 2021

পদের নামঃ-অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখঃ-২০/০২/২০২১

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. ভাব সম্প্রসারণ করুনঃ

ক. দূর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, সাপের মাথার মনি থাকলেও সে কি ভয়ংকর নহে?

নৈতিক শিক্ষা যেমন অতি প্রয়োজনীয়, তেমনি অতি কঠিন। সুনীতি কাহাকে বলে এবং দুর্নীতি কাহাকে বলে, তাহা নির্ণয় করা প্রায় সহজ, কিন্তু তাহা হইলেও নৈতিক শিক্ষালাভ সুনীতি কি দুর্নীতি তাহা জানিলেই সম্পন্ন হয় না। কার্যত যাহা সুনীতি, তাহা আচরণ করা ও যাহা দুর্নীতি তাহা পরিহার করাই নৈতিক শিক্ষার লক্ষণ। কারণ এইরূপ কাজ করিতে পারা বহু যত ও অভ্যাসের ফল। ফলত নৈতিক শিক্ষা কেবল জ্ঞানলাভের জন্যে অতি প্রয়োজনীয়। যদিও দুর্জন বিদ্যালংকৃত হইতে পারে, তবু দুর্জনের জ্ঞানলাভ প্রায়ই ঘটে না। তাহার কারণ এই যে, জ্ঞানলাভের নিমিত্তে যে সকল যত, অভ্যাস আবশ্যক, তদুপযোগী মনের শান্তভাব দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের থাকে না। তাহারা তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হইতে পারে, কিন্তু ধীর বুদ্ধির হইতে পারে না।

নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে সুনীতি এবং দুর্নীতি সম্পর্কে জানতে হবে এবং জীবনে চলার পথে সুনীতিকে বরণ করে দুর্নীতিকে পরিহার করতে হবে। দুর্নীতিপরায়ণ ব্যক্তি যত জ্ঞানী হোক না কেন তার সঙ্গ অবশ্যই পরিত্যাগ করা উচিত।

২. চোখ এর ০৫ টি সমার্থক লিখুন।

ক) নেত্র খ) চোখ গ) দর্শনেন্দ্রিয় ঘ) লোচন ঙ) নয়ন

৩. নিম্নবর্ণিত গ্রন্থ গুলোর লেখকের নাম লিখুন।

ক. বিষাদ সিন্ধু=মীর মশাররফ হোসেন

খ. সোনার তরী= রবীন্দ্রনাথ ঠাকুর

গ. সংশপ্তক=  শহীদুল্লাহ কায়সার

ঘ. একাত্তরের দিনগুলো=জাহানারা ইমাম

ঙ. মা= আনিসুল হক

৫. এক কথায় প্রকাশ করুনঃ

ক. কথায় বর্ণনা করা যায় না=অনির্বচনীয়

খ. যা ক্রমশ বর্ধিত হচ্ছে=বর্ধিষ্ণু

গ. কোন কিছুতেই ভয় নেই যার= নির্ভীক/অকুতোভয়

ঘ. যা সহজে লাভ করা যায় =সুলভ

ঙ. চক্ষুর সম্মুখে সংঘটিত=চাক্ষুষ

ইংরেজি প্রশ্ন সমাধানঃ- 

৫. Write a short note on ‘Honesty is the best policy’.

Honesty is nothing but be truthful in every situations of life. It includes accepting our mistakes and rectifying it. Some of us think honesty means to tell the truth but it is more than that, it also includes following rules of an particular area and to be obedient to it. We should always be honest in our life because honesty ultimately leads life to success. Although, sometimes dishonesty becomes successful but it is temporary. Being dishonest may save us temporarily but to save ourselves we have to tell lie after lie which creates a big problem. An dishonest person never be happy in his/her life. But, an honest man enjoys fruits of his/her work. Therefore, we should be honest to enjoy every moment of life.

৬. Translate from Bengali to English :

  1. মেট্রো রেলের কাজ চলছে।= Metro rail work is going on.
  2. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। = Bangladesh is a developing country.
  3. বুলবুল যখন জেগে উঠল তখন বৃষ্টি পড়ছিলো।= It was raining when Bulbul woke up.
  4. কত বিস্ময়কর মানুষের জীবন।= How wonderful of human life is!
  5. আমি দুই ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি = I have been waiting for you for two hours.

৭.  Fill in the blanks :

  1. a) He lives _________ Shahbag. উত্তরঃ in
  2. b) It is 6 o’clock _______ my watch. উত্তরঃ by
  3. c) The man is devoted ______ our creator. উত্তরঃ to
  4. d) He is accused________ theft. উত্তরঃ of
  5. e) She died _______ hunger. উত্তরঃ of

৮. Make Sentence with the following phrases and idioms (with Bengali meaning)

  1. a) A man of letters= (পণ্ডিত ব্যক্তি) = Kazi Nazrul Islam was a man of letters in our history.
  2. b) Black and White= (লিখিতভাবে)= Please give me your proposal in black and
  3. c) With a view to= (জন্য বা নিমিত্ত) = I am coming here with a view to helping the poor.
  4. d) Slow coach= (অলস) = Sumon is a slow coach for our society.
  5. e) Go to the dogs=(গোল্লায় যাওয়া) = Anam has gone to the dogs in his life.

গণিত প্রশ্ন সমাধানঃ- 

৯. ক একটি কাজ ১০ দিনে করতে পারে। খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তাঁরা  একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

উত্তরঃ ৬ দিন

১০. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে  বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ ৫০%

১১. 2×2–x–3 এর উৎপাদকের বিশ্লেষণ করুন।

উত্তরঃ (2x-3) (x+1)

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১২.  “আধুনিক সভ্যতায় ইন্টারনেটের এর ভূমিকা ” সম্পর্কে অনুচ্ছেদ লিখুন।

১৩. এক কথায় উত্তর দিন।

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন  দিবস কোন তারিখ? উত্তরঃ ১০ জানুয়ারি

খ. বঙ্গবন্ধু রচিত ২টি গ্রন্থের নাম লিখুন। উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা

গ. ২টি সার্চ ইঞ্জিন এর নাম লিখুন। উত্তরঃ পিপীলিকা, গুগল

ঘ. কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়ার কি? উত্তরঃ কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।

কম্পিউটার সফটওয়্যার” বা “সফটওয়্যার” হলো কিছু data এবং কম্পিউটার নির্দেশ (instructions) এর সংগ্রহীত মিশ্রণ, যেটা একটি প্রোগ্রাম (program) হিসেবে কম্পিউটারকে যেকোনো কাজ করার ক্ষেত্রে নির্দেশ (instructions) দেয়।

ঙ. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?”

উত্তরঃ  ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।