বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BARD)-এর উপজেলা পল্লী
উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান-২০১৩
পদের নামঃ-উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
পরীক্ষার তারিখঃ-০৬/০১২/২০১৩
বাংলা প্রশ্ন সমাধান
১. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত ?
ক) পড়াতাম✔
খ) পড়ালাম
গ) পড়িয়েছিলাম
ঘ) পড়াবো
২. ”সংবাদ” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সম্ + বাদ✔
খ) সং + বাদ
গ) স + অংবাদ
ঘ) সমং + বাদ
৩. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
ক) সংস্কৃত
খ) পালি
গ) প্রাকৃত✔
ঘ) অপভ্রংশ
৪. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) প্রমথ চৌধুরী✔
গ) প্যাঁরীচাঁদ মিত্র
ঘ) প্রমথনাথ বসু
৫. বাংলা ব্যাকরণের নিয়মানুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?
ক) বিশেষ্য পদ
খ) ক্রিয়া পদ✔
গ) বিশেষণ পদ
ঘ) সর্বনাম পদ
৬. কোকিল এর সমার্থক লিখুন-
ক) কপোত
খ) পিক
গ) বসন্তদূত✔
ঘ) বিহংগ
৭. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
ক) ১৩৫১-১৫০০
খ) ৬০০-৭৫০
গ) ১২০১-১৩৫০✔
ঘ) ৬০০-৯৫০
৮. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
ক) বৈষ্ণব পদাবলী
খ) শ্রীকৃষ্ণ কীর্তন
গ) চর্যাপদ✔
ঘ) ইউসুফ জুলেখা
৯. ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ?
ক) ধ্বনিতত্ত্ব
খ) অর্থতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) রূপতত্ত্ব✔
১০. ”আনারস” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি
খ) আরবি
গ) বার্মিজ
ঘ) পর্তুগিজ✔
১১. ”ঘেটুপুত্র কমলা” চলচ্চিত্রের পরিচালক কে?
ক) মোর্শেদুল আলম
খ) সুভাষ দত্ত
গ) হুমায়ুন আহমেদ✔
ঘ) চাষী নজরুল ইসলাম
১২. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস কোনটি?
ক) আলালের ঘরের দুলাল
খ) ফুলমনি ও করুনার বিবরণ
গ) মৃত্যু ক্ষুধা
ঘ) দুর্গেশ নন্দিনী✔
১৩. কোন বানানটি শুদ্ধ?
ক) আদ্যোক্ষর
খ) আদ্যক্ষর✔
গ) আদ্যখর
ঘ) আদ্যাক্ষর
ইংরেজি প্রশ্ন সমাধান
- Choose the correct analogy of Colour : Spectrum.
ক) liner : scale
খ) sound : waves✔
গ) verse : poem
ঘ) dimension : space
- Antonym of “famous” is —
ক) distinguished
খ) immature
গ) obscure✔
ঘ) illiterate
- What is the meaning of the word “Statusquo”?
ক) equal status
খ) state affair✔
গ) high status
ঘ) the former state
- Choose the synonym of “Disdain”.
ক) pain
খ) disappear
গ) scorn✔
ঘ) monograph
- I spent —– with the patient.
ক) sometimes
খ) sometime
গ) some time✔
ঘ) some times
- I don’t mind —- with the cooking but I am not going to wash the dishes.
ক) to help
খ) help
গ) helping✔
ঘ) for helping
- Many scientists are still hoping — life on another planet.
ক) to have found
খ) to find✔
গ) to have been found
ঘ) finding
- Identify the faulty sentence —–
ক) It is eleven thirty
খ) It is half past eleven
গ) It is quarter to past eleven✔
ঘ) It is eleven O’clock
- The word “Intolerable” is —-
ক) verb
খ) conjunction
গ) adjective✔
ঘ) adverb
- ” I never interfere —- my grown up children,” Mrs. Chowdhury said
ক) in
খ) with✔
গ) about
ঘ) at
- They have ___ their support for our case.
ক) Pledged✔
খ) disavowed
গ) provided
ঘ) deferred
- Shakespeare’s “To be or not to be” is quoted from —–
ক) Othello
খ) Macbeth
গ) Hamlet✔
ঘ) Henry VII
গণিত প্রশ্ন সমাধান
১. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
ক) ৮০ মিটার
খ) ৬০ মিটার✔
গ) ৪০ মিটার
ঘ) ২০ মিটার
২. একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
ক) ৩১ টি
খ) ২৩ টি
গ) ২১ টি✔
ঘ) ১৮ টি
৩. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কি.মি। নৌকাটির স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে?
ক) ১০ ঘন্টা
খ) ১১ ঘন্টা✔
গ) ১২ ঘন্টা
ঘ) ৬ ঘন্টা
৪. সুদের হার ৬.৫০% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
ক) ১২৫০ টাকা
খ) ৩৯০ টাকা
গ) ১৩৯০ টাকা✔
ঘ) ১০৬৫ টাকা
৫. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
ক) ১৪ লিটার
খ) ৬ লিটার
গ) ১০ লিটার
ঘ) ৪ লিটার✔
৬. ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
ক) ২৭ টাকা
খ) ২৫.৯৩ টাকা✔
গ) ৪০ টাকা
ঘ) ২৫.৫০ টাকা
৭. কোনো পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০% , উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলে?
ক) ২৫%
খ) ২০%
গ) ১৫%
ঘ) ১০%✔
৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক) ১০৮% বৃদ্ধি
খ) ১০৮% হ্রাস
গ) ৮% বৃদ্ধি✔
ঘ) ৮% হ্রাস
৯. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত?
ক) ৭
খ) ৮✔
গ) ৯
ঘ) ১০
১০. একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দুরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ৩০ ডিগ্রী হলে মিনারটির উচ্চতা কত?
ক) 20 √ 3 মিটার
খ) 20/√ 3 মিটার✔
গ) 10 √ 3 মিটার
ঘ) 20 মিটার
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি?
ক) ডুমুরিয়া
খ) কয়রা
গ) কলারোয়া
ঘ) টেকনাফ✔
২. বাংলাদেশের জাতীয় খেলা-
ক) ফুটবল
খ) ক্রিকেট
গ) কাবাডি✔
ঘ) ব্যাডমিন্টন
৩. আর্ন্তজাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) দি হেগ✔
খ) জেনেভা
গ) ন্যুরেন বাগ
ঘ) টোকিও
৪. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তি কে বলা হয়-
ক) ইন্টারকম
খ) ইন্টারনেট✔
গ) টেলিগ্রাম
ঘ) ইন্টারসীট
৫. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য-
ক) বেগম রাজিয়া বানু✔
খ) বেগম মতিয়া চৌধুরী
গ) আমেনা বেগম
ঘ) এদের কেউ নয়
৬. কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
ক) ফরিদপুর
খ) রাজশাহী
গ) রংপুর
ঘ) যশোর✔
৭. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক) দিল্লী
খ) ইসলামাবাদ
গ) কাঠমন্ডু✔
ঘ) ঢাকা
৮. শাপলা চত্তরের স্থপতি কে?
ক) মৃণাল হক
খ) মাসুদ আহমেদ
গ) আবুল হোসেন
ঘ) আজিজুল জলিল পাশা✔
৯. রাশিয়ার মুদ্রার নাম-
ক) ইউরো
খ) ডলার
গ) রুবল✔
ঘ) লিরা
১০. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
ক) ৪৬
খ) ৩৬
গ) ৪৪✔
ঘ) ৫৪
১১. তিন বিঘা করিডোরের আয়তন কত?
ক) ১৭৮ মিটার * ৮৫ মিটার✔
খ) ১৮৩ মিটার * ৮৭ মিটার
গ) ১৮৭ মিটার * ৯৩ মিটার
ঘ) ১৭৫ মিটার * ৭১ মিটার
১২. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক) ৪
খ) ৭
গ) ১১✔
ঘ) ১৪
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান-২০০৯