শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী শ্রম অফিসার
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৩
পদের নামঃ-সহকারী শ্রম অফিসার
পরীক্ষার তারিখঃ-২৪/০১/২০০৩
বাংলা প্রশ্ন সমাধান
১. যা পূর্বে ছিল এখন নেই- এক কথায় কি হবে?
ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
ঘ) ভূতপূর্ব✔
২. বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে-
ক) কারক
খ) শব্দ
গ) পদ✔
ঘ) ক্রিয়াপদ
৩. কোনটি শুদ্ধ বানান?
ক) তৃহায়ন
খ) তৃহায়ণ
গ) ত্রিহায়ন
ঘ) ত্রিহায়ণ✔
৪. ’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা –
ক) চন্ডীদাস
খ) বডু চন্ডীদাস✔
গ) দ্বিজ চন্ডীদাস
ঘ) দীন চন্ডীদাস
৫. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ’ ‘ব্রাহ্মণ -রোমান- ক্যাথলিক সংবাদ ‘ এর রচয়িতা কে?
ক) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার
খ) দোম আন্তোনিয়ো দো – রোজারিও✔
গ) হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
ঘ) হেনরী পিটস ফরস্টার
৬. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ্য নয়?
ক) শেষ সপ্তক
খ) শ্যামলী
গ) শেষ লেখা
ঘ) শেষের কবিতা✔
৭. ‘আমার পূর্ব বাংলা ‘ কবিতার রচয়িতা কে?
ক) জসিমউদ্দীন
খ) তালিম হোসেন
গ) জীবনানন্দ দাশ
ঘ) সৈয়দ আলী আহসান✔
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক) দেবদাস
খ) শ্রীকান্ত✔
গ) চরিত্রহীন
ঘ) গৃহদাহ
৯. আলাওল রচিত গ্রন্থ-
ক) পদ্মাবতী✔
খ) লা্ইলী মজনু
গ) ইউসুফ জোলেখা
ঘ) গোরক্ষ বিজয়
১০. ‘সবুজ পত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত?
ক) বিখ্যাত একটি কাব্যগ্রন্থ
খ) এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
গ) বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা✔
ঘ) অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
১১. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা-
ক) দ্বিজ ঈশান
খ) দ্বিজ কানাই✔
গ) নয়ান চাঁদ ঘোষ
ঘ) চন্দ্রবতী
১২. ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন ভাষায় রচিত?
ক) ইংরেজি
খ) রুশ✔
গ) ফরাসি
ঘ) তুর্কী
১৩. দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
ক) সধবার একাদশী
খ) জামাই বারিক
গ) নীলদর্পণ✔
ঘ) লীলাবতী
১৪. ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক) কাব্য
খ) প্রহসন✔
গ) মহাকাব্য
ঘ) উপন্যাস
১৫. চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে?
ক) টেকচাঁদ
খ) বিদ্যাসাগর
গ) বীরবল✔
ঘ) বনফুল
১৬. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
ক) আগস্ট ১৯১৩ থ্রিষ্টাব্দে
খ) সেপ্টেম্বর ১৯১৩ খ্রিষ্টাব্দে
গ) অক্টোবর ১৯১৩ খ্রিষ্টাব্দে
ঘ) নভেম্বর ১৯১৩ খ্রিষ্টো্ব্দে✔
১৭. ‘ Man and Superman’ বইটি কার লেখা?
ক) উইলিয়াম শেক্সপীয়র
খ) জর্জ বার্নার্ড’শ✔
গ) লিও টলস্টয়
ঘ) চার্লস ডিকেন্স
১৮. ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।”
ক) পুরাতন ভৃত্য
খ) নিস্ফল উপহার
গ) দুই বিঘা জমি✔
ঘ) দেবতার গ্রাস
১৯. বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) আবদুল কাদির✔
গ) ফররুখ আহমেদ
ঘ) তালিম হোসেন
ইংরেজী প্রশ্ন সমাধান
- T.S. Eliot was born in —
ক) Ireland
খ) England
গ) Wales
ঘ) USA✔
- who of the following was both a poet and painter?
ক) Keats
খ) Donne
গ) Blake✔
ঘ) Spenser
- which of the following is a ‘ comedy’ written by Shakespeare?
ক) As You Like It✔
খ) King Lear
গ) Macbeth
ঘ) Hamlet
- O’Henry is famous for–
ক) Drama
খ) Short story✔
গ) Novel
ঘ) Poems
- A famous short story of Maupassant is –
ক) Gift of the Magi
খ) Tropic of Cancer
গ) The Diamond Necklace✔
ঘ) The Prince
- Who is called ‘the poet of beauty ‘ in English literature?
ক) P.B.Shelley
খ) Lord Byron
গ) William Wordsworth
ঘ) John Keats✔
- Blue chips are –
ক) Securities issued by the Government
খ) Industrial shares considered to be a safe investment✔
গ) Industrial shares considered to be a risky investment
ঘ) Flat plastic counters used as many tokens
- The correct spelling is —
ক) Humourous
খ) Humourious
গ) Humorous✔
ঘ) Mumorious
- ‘Rotary International ‘ কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯০৩ সালে
খ) ১৯০৫ সালে✔
গ) ১৯০৯ সালে
ঘ) ১৯১২ সালে
- what is the meaning of the expression ‘bottom line’?
ক) The final step
খ) The last line of a book
গ) The end of a foad
ঘ) The essential point✔
- Who which, what are-
ক) Demonstrative Pronoun
খ) Reflexive Pronoun
গ) Relative Pronoun✔
ঘ) Indefinite pronoun
- Fill in the blanks: Give my —- to him.
ক) worm compliment
খ) complements✔
গ) best compliment
ঘ) heartiest compliment
- Choose the correct sentence.
ক) He had been hunged for murder
খ) He has been hunged for murder
গ) He was hunged for murder✔
ঘ) He was bunged for murder
- ‘Justice delayed is justice denied’ was stated by–
ক) Disraeli
খ) Gladstone✔
গ) Emerson
ঘ) Shakespeare
- who is the author of ‘ India Wins Freedom’?
ক) Mahatma Gandhi
খ) Abul Kalam Azad✔
গ) J.L. Nehru
ঘ) Moulana Akram Khan
- N.B means –
ক) NOTE BEFORE
খ) NOTA NENE✔
গ) NOTE BY
ঘ) NOTE BEST
- Goethe is the greatest poet of —
ক) Germany✔
খ) Russia
গ) England
ঘ) france
- what is a Sonnet?
ক) A prose of special nature
খ) A criticism of a poet
গ) A sacred song of reputed poet
ঘ) A poem for fourteen lines✔
- ‘BARD’ বলতে কি বুঝায়?
ক) Better Association for Rural Development
খ) Bangladesh Association for Rural Development
গ) Bangladesh Advancement for Rural Development
ঘ) Bangladesh Academy for Rural Development✔
গণিত প্রশ্ন সমাধান
১. একটি ঘরের দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ১২ ফুট । ৪ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থবিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কয়টি কার্পেট লাগবে?
ক) ১০টি
খ) ১২টি
গ) ১৪টি
ঘ) ১৬টি✔
২. দুটি সংখ্যার গুণফল ১৫৩৫। সংখ্যা দুটির ল. সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
ক) ১৬✔
খ) ২৪
গ) ৩২
ঘ) ১২
৩. একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘন্টায় পূর্ণ হয়। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে ১৫ ঘন্টা লাগে। ছিদ্রদ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে?
ক) ২০ ঘন্টা
খ) ২৫ ঘন্টা
গ) ৩০ ঘন্টা✔
ঘ) ৩৫ ঘন্টা
৪. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
ক) ৩৭৫ জন
খ) ৫০০ জন✔
গ) ৬৫০ জন
ঘ) ৭৭৫ জন
৫. টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক) ৫০%✔
খ) ৩৩%
গ) ৩০%
ঘ) ৩১%
৬. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত?
ক) ৬০ ডিগ্রি✔
খ) ৯০ডিগ্রি
গ) ১৮০ ডিগ্রি
ঘ) ৩৬০ ডিগ্রি
৭. ৫ঃ১৮ঃ,৭ঃ২ এবং ৩ঃ৬ এর মিশ্র অনুপাত কত?
ক) ৭২ঃ ১০৫
খ) ৭২ঃ ৩৫
গ) ৩৫ঃ ৭২✔
ঘ) ১০৫ঃ৭২
৮. একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোটা উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। দলের কতজন কট আউট হলো?
ক) ২ জন
খ) ৩ জন✔
গ) ৪ জন
ঘ) ৫ জন
৯. ৮,১১, ১৭, ২৯, ৫৩ – পরবর্তী সংখ্যাটি কত?
ক) ১০১✔
খ) ১০২
গ) ৭৫
ঘ) ৫৯
১০. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৮১
খ) ১৪১✔
গ) ২৪৮
ঘ) ১৭০
১১. একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশের মোট দৈর্ঘ্য –
ক) ৬০ মিটার
খ) ১২০ মিটার
গ) ১৮০ মিটার
ঘ) ৩৬০ মিটার✔
১২. নিম্নের ধারাটির দশম পদ কত? ১, ৩, ৬, ১০,১৫,২১…..
ক) ৪৫
খ) ৫৫✔
গ) ৬২
ঘ) ৭২
১৩. ১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ১২ কি.মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
ক) ১ মিনিট
খ) ২ মিনিট✔
গ) ৩ মিনিট
ঘ) ৪ মিনিট
১৪. পিতা ও দুই পুত্রের গড় বয়স ৩০ বছর । দুই পুত্রের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?
ক) ২০ বছর
খ) ৩০ বছর
গ) ৪০ বছর
ঘ) ৫০ বছর✔
১৫. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাক বলে-
ক) সামন্তরিক✔
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) আয়ত চতুর্ভুজ
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলা সনের প্রবর্তক কে?
ক) তোডরমল
খ) সম্রাট আকবর✔
গ) আবুল ফজল
ঘ) ফৈজী
২. ‘টাইগার হিল’ কোথায়?
ক) নেপালে
খ) দার্জিলিংয়ে
গ) জেরুজালেমে
ঘ) কাশ্মীরে✔
৩. নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি?
ক) আমেরিকা
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) সুইডেন✔
৪. আলমাআতা কোন দেশের রাজধানী?
ক) উজবেকিস্তান
খ) তুর্কমেনিস্তান
গ) আজারবাইজান
ঘ) কাজাখস্তান✔
৫. জাতিসংঘ কোন সালে জন্মলাভ করে?
ক) ১৯৪২ সালে
খ) ১৯৪৩ সালে
গ) ১৯৪৪ সালে
ঘ) ১৯৪৫ সালে✔
৬. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক) মার্গারেট থ্যাচার
খ) ইন্দিরা গান্ধী
গ) শ্রীমাভো বন্দরনায়ক✔
ঘ) গোল্ডামেয়ার
৭. ‘মোনালিসা’ ছবিটি কে আঁকেন?
ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি✔
খ) পিকাসো
গ) মাইকেল
৮. অপরাজেয় বাংলা ভঙ্কর্যটি কে নির্মাণ করেন?
ক) হামিদুর রহমান
খ) শামীম সিকদার
গ) সৈয়দ আবদুল্লাহ খালিদ✔
ঘ) মুস্তফা মনোয়ার
৯. ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক) উরুগুয়ে
খ) জার্মানি✔
গ) ক্রোয়েশিয়া
ঘ) ব্রাজিল
১০. ‘ওয়েস্ট ইন্ডিজ’ কি?
ক) একটি দেশের নাম
খ) একটি ক্রিকেট দলের নাম
গ) কয়েকটি দ্বীপসমষ্টির নাম✔
ঘ) ভারতের একটি দ্বীপের নাম
১১. তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ক) দিনাজপুর
খ) পঞ্চগড়✔
গ) জয়পুরহাট
ঘ) লালমনিরহাট
১২. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
ক) জগদীশ চন্দ্র বসু
খ) ড.কুদরত -ই-খুদা
গ) ড.কামালুদ্দীন আহমেদ
ঘ) ড.আবদুল্লাহ আল মূতী শরফুদ্দিন✔
১৩. সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে?
ক) ভূমধ্যসাগর ও লোহিত সাগর✔
খ) ভূমধ্যসাগর ও আরব সাগর
গ) ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগর
ঘ) আরব সাগর ও লোহিত সাগর
১৪. জাপানের আইনসভার নাম কি?
ক) ডায়েট✔
খ) সোরা
গ) সীম
ঘ) নিচেট
১৫. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) হেগ✔
গ) আমস্টার্ডাম
ঘ) নিউইয়র্ক
১৬. আই এল ও -এর সদর দফতর কোথায়?
ক) প্যারিস
খ) ওয়াশিংটন
গ) জেনেভা✔
ঘ) লন্ডন
১৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) কুড়িগ্রাম
খ) পঞ্চগড়
গ) নীলফামারী
ঘ) লালমনিরহাট✔
১৮. সি এন এন -এর পুরো নাম কি?
ক) Central News Network
খ) Commercial News Network✔
গ) Cable News Network
ঘ) Cable Network News
১৯. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক) প্যারিস✔
খ) নিউইয়র্ক
গ) টোকি ও
ঘ) রোম
২০. অর্বাচীন -এর বিপরীতার্থক শব্দ-
ক) অচেনা
খ) নবীন
গ) প্রাচীন✔
ঘ) তরুণ
২১. নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই-
ক) আলফা
খ) বিটা
গ) গামা✔
ঘ) পজিট্রন
২২. কোনটি রক্তের কাজ নয়?
ক) কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ) ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস বিতরণ করা✔
২৩. বিলিরুবিন তৈরি হয়-
ক) পিওথলিতে
খ) কিডিনতে
গ) প্লীহায়✔
ঘ) যকৃতে
২৪. মুক্তা হলো ঝিনুকের –
ক) খোলসের টুকরা
খ) প্রদাহের ফল✔
গ) চোখের মণি
ঘ) জমাট হরমোন
২৫. সাঁতার কাটা সহজ-
ক) পুকুরের পানিতে
খ) সুইমিং পুলে
গ) নদীর পানিতে
ঘ) সমুদ্রে✔
২৬. রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে, কারণ কুকুর ও বিড়ালের চোখে-
ক) রোডস বেশি চোখে
খ) কোনস বেশি থাকে
গ) রেটিনা প্রশস্ত
ঘ) টেপোটাম নামক রঞ্জক কোষ থাকে✔
২৭. লোকভর্তি হল ঘরে শূণ্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
ক) শূণ্য ঘরে শব্দের শোষণ কম হয়✔
খ) শূণ্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
গ) শূণ্য ঘর নীরব থাকে
ঘ) লোকভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
২৮. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
ক) পাঞ্চ কার্ড
খ) ইন্টিগ্রেটেড সার্কিট✔
গ) বায়ুশূণ্য টিউব
ঘ) ট্রানজিস্টার
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শক (সেফটি)/কেমিক্যাল টেকনোলজি পদের প্রশ্ন সমাধান-২০১৯
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী প্রধান পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯
- শ্রম পরিদপ্তরের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০০১