বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

0
415

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

১৩ তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা-২০১৯

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। ‘কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ।’ এ বাক্যে ‘কেবল’ হচ্ছে- উত্তরঃ- অনুসর্গ

২। ‘epic’ শব্দের পরিভাষা – উত্তরঃ- মহাকাব্য

৩। ‘চলনসই’ শব্দের ‘সই’ – উত্তরঃ- বিদেশি তদ্বিত প্রত্যয়

৪। কবি সুকান্ত ভট্টাচার্য এর পৈতৃক নিবাস কোথায়? উত্তরঃ- গোপালগঞ্জ

৫। ‘অদ্ভূত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ’ চারণটির কবি – উত্তরঃ- জীবনানন্দ দাশ

৬। ঊনসত্তরের গণ-অভ্যূত্থান অবলম্বনে রচিত উপন্যাস – উত্তরঃ- চিলেকোঠার সেপাই

৭। “বিচারপতি তোমার বিচার করবে যারা_” – গানটির গীতিকার কে? উত্তরঃ- সলিল চৌধুরী

৮। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? উত্তরঃ- আনন্দময়ীর আগমনে

৯। কোন শব্দটি ফারসি? উত্তর: উত্তরঃ- নালিশ

১০। ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

১। Who says, “If there were no bad people, there would be no good lawyers”? উত্তর: খ) Charles Dickens

২। The phrasal verb “write off” means – উত্তরঃ- cancelling a debt

৩। ‘Known secret’ is an example of – উত্তরঃ- open secret

৪। It is time to go home. Here ‘home’ is a/an – উত্তরঃ- adverb (adverb of place)

৫। Working in the morning is good for health. Here ‘working’ is a/an – উত্তরঃ- gerund

৬। What does this Latin Expression “i.e.” stand for? উত্তরঃ- id est

৭। I was debarred from ______ examination. উত্তরঃ- appearing

৮। ‘Animal Farm’ was written by উত্তরঃ- George Orwell

৯। Who said, “ A thing of beauty is a joy forever.” উত্তরঃ- John Keats

১০। “Justice must not only be done, it must seen to be believed” – who said this? উত্তরঃ- J. B. Morton

গণিত প্রশ্ন সমাধানঃ-

১. গাড়ির চাকার পরিধি ৫ মি হলে ১.৫ কি.মি যেতে ঘুরবে? = ৩০০ বার।

২. ১৮২° একটি প্রবৃদ্ধ কোণ।

৩. a-b=2, ab=24 হলে a+b = +/-10.

৪. সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১৮সেমি হলে ক্ষেত্রফল ১৬২.

৫. ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য= ২ঃ৩ হলে শতকার লাভ ৫০%.

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১.আলোর প্রতিসরণ।

২রেটিনা।

৩.ইসিজি

৪.অনিয়ন্ত্রিত কোষ বিভাজন।

৫. wi fi

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১। অর্থনৈতিক সমীক্ষা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু জিডিপি’র পরিমাণ (মার্কিন ডলারে) – উত্তরঃ- ১৮২৭

২। তারামন বিবি কত নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন?

উত্তরঃ- ১১

৩। বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

উত্তরঃ- ব্র্যাক অন্বেষা

৪। বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করেছে-

উত্তরঃ- ১ জুলাই ২০১৫

৫। সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তরঃ- হাগিবিস

৬। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত জন?

উত্তরঃ- ১৫

৭। জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

উত্তরঃ- কুড়িল দ্বীপপুঞ্জ

৮। Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তরঃ- কূটনীতিক

৯। উপকূল থেকে ‘Exclusive Economic Zone’ ____ মাইল?

উত্তরঃ- ২০০

১০। ২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী-

উত্তরঃ- আবী আহমেদ আলী

আইন প্রশ্ন সমাধানঃ-

১। Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের ____ দিনের মধ্যে। উত্তরঃ-১০ [আদেশ ১১, বিধি ১]

২। The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection এর বিধান রয়েছে?

উত্তরঃ- Order XLI rule 22

৩। ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়িককে কত দিন পর্যন্ত দেওয়ানী কারাগারে আটক রাখা যায়?

উত্তরঃ- ৩০ (আদেশ ২১, বিধি ৯৮)

৪। The Limitation Act, 1908 এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে?

উত্তরঃ- ১২

৫। দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয়?

উত্তরঃ-

৬। The Code of Civil Procedure, 1908 এর Order VIII rule ___ এ Legal Set-off এর বিধান আছে?

উত্তরঃ- 6

৭। The Family Courts Ordinance, 1985 এর কোন ধারায় আপোষ মিমাংসার বিষয়টি উল্লেখ করা হয়েছে? উত্তরঃ- ১০ ও ১৩

৮। The Code of Civil Procedure, 1908 এর Order VII rule 11 অনুসারে কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান করা যায়?

উত্তরঃ-

৯। The Code of Civil Procedure, 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ- ব্যবহৃত হয়নি

১০। The Specific Relief Act, 1877 এর 21A ধারায় ‘স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্ট্রিকৃত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়’ – বিধান সংযোজন করা হয় কোন সালে?

উত্তরঃ- ২০০৪

১১। ‘Areeat’ শব্দটির সাথে সম্পর্কযুক্ত –

উত্তরঃ- দান

১২। ‘ক’, ‘খ’ এর বরাবরে প্রদত্ত একটি হেবানামায় উল্লেখ করেন যে, “আমি যতদিন বেঁচে আছি সম্পত্তি ভোগ করবো এবং বিক্রয় বা দান করবো না, আমার মৃত্যুর পর তুমি মালিক হবে” দানটি-

উত্তরঃ- অবৈধ

১৩। ‘Doctrine of Cy-pres’ এর সাথে সম্পর্কযুক্ত –

উত্তরঃ- দান

১৪। ‘Factum valet’ নীতি পরিশুদ্ধ করে –

উত্তরঃ- নির্দেশসূচক বিধান অমান্যকরণ

১৫। একজন মুসলিম ১৯৬৯ সনে এক কন্যা ও এক মৃত ছেলের কন্যাকে রেখে মারা যান। কন্যার অংশ – উত্তরঃ- ১/৩

১৬। শালিসি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার – উত্তর: ঘ) সহকারী জজের নিকট রিভিশন করা

১৭। ‘Mahr-i-Misl’ হলো ______ দেনমোহর।

উত্তরঃ- উপযুক্ত

১৮। মুসলিম আইনানুসারে একই শ্রেণিভূক্ত দুই বা ততোধিক অগ্রক্রয়কারী থাকলে-

উত্তর:

১৯। মনুসংহিতা, যাজ্ঞবাল্ক ও নারদ কর্তৃক সংকলিত বিধান হিন্দু আইনের কোন উৎসের অন্তর্গত?

উত্তরঃ- স্মৃতি

২০। পারিবারিক আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়?

উত্তরঃ- ২০০

২১। অযাচিত প্রভাবজনিত চুক্তির পরিণতি কী?

উত্তরঃ- বাতিলযোগ্য

২২। কোনো চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারার মেয়াদ কত? উত্তরঃ- ১ বছর

২৩। The Transfer of Property Act, 1882 এর কত ধারায় ‘চুক্তির আংশিক সম্পাদন নীতি’ বর্ণিত হয়েছে – উত্তরঃ- 53A

২৪। The Registration Act, 1908 অনুযায়ী দলিল নিবন্ধনে রেজিস্ট্রারের অস্বীকৃতির প্রতিকারের জন্য কোথায় পাওয়া যায়?

উত্তরঃ- দেওয়ানী আদালত (ধারা ৭৭)

২৫। The Contract Act, 1872 এর বিধানমতে কোন শর্তটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়? উত্তরঃ- স্থাবর সম্পত্তি হতে হবে।

২৬। স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তিতে (contract for sale) দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য ভিন্নরূপ সময় উল্লেখ না থাকলে তা কত সময়ের মধ্যে কার্যকর হবে?

উত্তরঃ- ৬ মাস (ধারা 54A, Transfer of Property Act, 1882)

২৭। The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী ‘কৃষি বর্ষ’ এর প্রথম তারিখ কোনটি?

উত্তরঃ- ১ বৈশাখ [ধারা ২(৩০)]

২৮। The State Acquisition and Tenancy Act, 1950 এর ৯৫ ধারা অনুযায়ী খাইখালাসি বন্ধকের সর্বোচ্চ মেয়াদ কত বছর?

উত্তরঃ-

২৯। The State Acquisition and Tenancy Act, 1950 এর ৯৬ ধারা অনুযাযী অগ্রক্রয়ের আবেদন করা কালে সংশ্লিষ্ট দলিলে উল্লিখিত বিক্রয়মূল্যের উপর শতকরা কত হারে সুদ জমা দিতে হয়?

উত্তরঃ-

৩০। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী বিচারের উদ্দেশ্যে দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বোচ্চ কত দিনের মধ্যে পলাতক আসামীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যায়?

উত্তরঃ- ৩০

৩১। বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় কোন সালে?

উত্তরঃ- ১৯৭৩

৩২। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

উত্তরঃ- ১১

৩৩। বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

উত্তরঃ- চলাফেরার স্বাধীনতা

৩৪। বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয়-

উত্তরঃ- মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে [অনুচ্ছেদ ৭৫(১)(খ)]

৩৫। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বলা হয়েছে?

উত্তরঃ- ১০৫

৩৬। Bangladesh Italian Marble Works Limited Vs Government of the People’s Republic of Bangladesh (2010) is popularly known as the-

উত্তরঃ- Fifth Amendment Case

৩৭। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারেন?

উত্তরঃ- প্রধান বিচারপতি

৩৮। কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়?

উত্তরঃ- অ্যাটর্নি-জেনারেল

৩৯। বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করার আদেশ দিতে পারেন –

উত্তরঃ- আপীল বিভাগ

৪০। কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রণীত হলে পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো সুবিধা ভোগ করলে সেই সুবিধা –

উত্তরঃ- ক্ষুন্ন হবে না

৪১। The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?

উত্তরঃ- ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ

৪২। ফৌজদারী মামলার কোন পর্যায়ে আসামী ‘ডিসচার্জের’ আবেদন করতে পারেন?

উত্তরঃ- চার্জ গঠনের সময়

৪৩। The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দী রেকর্ড করেন?

উত্তরঃ- ২০০

৪৪। The Penal Code, 1860 এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি?

উত্তরঃ- ৭ বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড

৪৫। The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?

উত্তরঃ- ৪১৫

৪৬। The Code of Criminal Procedure, 1898 এ নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই?

উত্তরঃ- Re-investigation

৪৭। জি,আর, মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে –

উত্তরঃ- রিভিশন

৪৮। চুরি করতে গিয়ে আসামী স্বেচ্ছায় আঘাত করতে অপরাধটি হবে –

উত্তরঃ- দস্যুতা

৪৯। The Evidence Act, 1872 এর কত ধারায় “Comparison of signature, writing or seal with others admitted or proved” – সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে?

উত্তরঃ- ৭৩

৫০। The Evidence Act, 1872 “An accomplice shall be a competent witness against an accused person” –

উত্তরঃ- ১৩৩

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।