শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী প্রধান পরিদর্শক
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯
পদের নামঃ-সহকারী প্রধান পরিদর্শক
পরীক্ষার তারিখঃ-১১/০৯/২০০৯
বাংলা প্রশ্ন সমাধান
১. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) মুহাম্মদ খান
ঘ) শাহ মুহাম্মদ সগীর✔
২. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৭৯৯ খ্রিঃ
খ) ১৮০০ খ্রিঃ✔
গ) ১৮০২ খ্রিঃ
ঘ) ১৮০৪ খ্রিঃ
৩. “সঞ্চিতা” কোন কবির কাব্য সংকলন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মধুসূদন দত্ত
গ) কাজী নজরুল ইসলাম✔
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
৪. “খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” পংক্তিটি কার রচনা?
ক) হাসন রাজা
খ) লালন শাহ✔
গ) পাগলা কানাই
ঘ) কাঙ্গাল হরিনাথ
৫. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”র রচয়িতা কে?
ক) আলতাফ মাহমুদ
খ) শামসুর রহমান
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আবদুল গাফফার চৌধুরী✔
৬. “তিতাস একটি নদীর নাম” কোন ধরনের রচনা?
ক) গীতিকাব্য
খ) নাটক
গ) উপন্যাস✔
ঘ) প্রবন্ধ
৭. “পুতুল নাচের ইতিকথা” কার রচনা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দ্যোপাধ্যায়✔
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
৮. রবীন্দ্রনাথের “শেষের কবিতা” কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস✔
ঘ) ছোটগল্প
৯. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
ক) পূবালী✔
খ) যুধ্যমান
গ) আকাঙ্ক্ষা
ঘ) আশিস
১০. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক) শরৎচন্দ্র✔
খ) বন্দোপাধ্যায়
গ) দূর্যোগ
ঘ) সান্ত্বনা
১১. উপকারীর অপকার করেন যিনি-
ক) নিমকহারাম
খ) বেইমান
গ) কৃতঘ্ন✔
ঘ) অকৃতজ্ঞ
১২. “চর্যাপদ” কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
ক) তিব্বত
খ) বাংলাদেশ
গ) নেপাল✔
ঘ) ভারত
১৩. “অনল প্রবাহ” কার রচনা?
ক) মোজাম্মেল হক
খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি✔
গ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ঘ) বন্দে আলী মিয়া
১৪. “আনারস”, “বালতি” শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
ক) ইংরেজি
খ) আরবি
গ) পর্তুগিজ✔
ঘ) উর্দু
১৫. “সংশয়” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) বিস্ময়
খ) নির্ভয়
গ) দ্বিধা
ঘ) প্রত্যয়✔
১৬. “বাংলা একাডেমী” কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৫৫ খ্রিষ্টাব্দে✔
খ) ১৯৫২ খ্রিষ্টাব্দে
গ) ১৩৫৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৩৫২ খ্রিষ্টাব্দে
১৭. “হাত হদাই” নাটকের নাট্যকার কে?
ক) সৈয়দ শামসুল হক
খ) সেলিম আল দীন✔
গ) মমতাজ উদ্দিন আহমদ
ঘ) আবদুল্লাহ আল মামুন
১৮. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক) আলোছায়া
খ) কেয়ার কাঁটা
গ) পদ্মরাগ✔
ঘ) রূপছন্দা
১৯. বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?
ক) কাহ্নপা
খ) ঢেণ্ডণপা
গ) লুইপা✔
ঘ) ভুসুকুপা
২০. বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় “ভোরের পাখি”?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) ভারতচন্দ্র
গ) কানাহরি দত্ত
ঘ) বিহারীলাল চক্রবর্তী✔
২১. বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
ক) কল্লোল
খ) সবুজপত্র✔
গ) বঙ্গদর্শন
ঘ) কালিকলম
২২. কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
ক) কবিকঙ্কন
খ) রায়গুণাকর✔
গ) কবিকণ্ঠহার
ঘ) কবিরঞ্জন
২৩. ম্যাক্সিম গোর্কির “মা” উপন্যাসটি কোন ভাষায় রচিত?
ক) ইংরেজি
খ) তুর্কি
গ) ফরাসি
ঘ) রুশ✔
২৪. কোনটি উপন্যাস?
ক) খোয়াবনামা✔
খ) আমার অবিশ্বাস
গ) নেমেসিস
ঘ) ছাড়পত্র
২৫. বাংলাভাষায় খাঁটি উপসর্গ কয়টি?
ক) ১৯টি
খ) ২০টি
গ) ২১টি✔
ঘ) ২২টি
২৬. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে✔
২৭. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার✔
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
২৮. কোনটি সূর্যের সমার্থ শব্দ?
ক) দিনেশ✔
খ) অবনী
গ) কলানিধি
ঘ) বিভাবসু
২৯. কোনটি চাঁদের সমার্থ শব্দ নয়?
ক) রজনীকান্ত
খ) ইন্দু
গ) শীতকর
ঘ) সবিতা✔
৩০. “পদ্মা নদীর মাঝি” উপন্যাসটি কার রচনা?
ক) হুমায়ুন আজাদ
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়✔
ঘ) সমরেশ বসু
ইংরেজী প্রশ্ন সমাধান
- “Tertiary” means-
ক) primary
খ) territorial
গ) terrible
ঘ) third in order✔
- “Heptagon” means-
ক) five sides
খ) seven sides✔
গ) triangle
ঘ) straight
- Which one does not indicate “size”?
ক) dwarfish
খ) conic
গ) angular
ঘ) digital✔
- Which one is an optative sentence?
ক) What a pity!
খ) Go you must
গ) May Allah bless you✔
ঘ) Help the poor
- Which word does not relate to literature?
ক) epilogue
খ) monologue
গ) prologue
ঘ) demagogue✔
- Which is the incorrect sentence?
ক) I feel unwell
খ) I have a headache
গ) I wish I could fly
ঘ) How you like it? ✔
- B. C. stands for-
ক) Before Catastrophe
খ) Before Christ✔
গ) Before Coronation
ঘ) British Church
- Which one is in mascular form?
ক) mare
খ) nymph
গ) stag✔
ঘ) heiress
- Which one is in feminine form?
ক) nun✔
খ) boar
গ) drone
ঘ) emperor
- Which one is in plural number?
ক) data✔
খ) goose
গ) basis
ঘ) formula
- Which one is in singular number?
ক) lice
খ) errata
গ) phenomenon✔
ঘ) mice
- “Shortly” means-
ক) short
খ) soon✔
গ) small sized
ঘ) similar
- “Prima facie” means-
ক) at first view✔
খ) main cause
গ) prime figure
ঘ) prime accused
- Which one is not an adjective?
ক) cute
খ) acute
গ) lute✔
ঘ) mute
- Jonathan Swift is the author of-
ক) The Old Man and the Sea
খ) A Doll’s House
গ) Gullivers Travel’s✔
ঘ) Robinson Crusoe
- A person who rules without consulting others-
ক) democrat
খ) bureaucrat
গ) autocrat✔
ঘ) fanatic
- “To read between the lines” means-
ক) to concentrate
খ) to read carefully
গ) to suspect
ঘ) to grasp the hidden meaning✔
- Which one is the correct passive form?
ক) Hamlet was written by Shakespeare✔
খ) Hamlet is written by Shakespeare
গ) Shakespeare wrote Hemlet
ঘ) Shakespeare had written Hamlet
- Which one is correct?
ক) The old man was died yesterday.
খ) The old man had died yesterday.
গ) The old man has died yesterday.
ঘ) The old man died yesterday. ✔
- Do not insist _____ his going there.
ক) on✔
খ) in
গ) to
ঘ) with
- He stared _____ the face of old man.
ক) at✔
খ) on
গ) in
ঘ) to
- The police _____ the mob.
ক) disbanded
খ) dispersed✔
গ) drove
ঘ) scattered
- The _____ beauty of this land captivates our mind and makes us happy.
ক) grand
খ) ideal
গ) scenic✔
ঘ) great
- “Outbreak” means-
ক) break out✔
খ) break into
গ) break down
ঘ) break up
- Which one is Interrogative sentence?
ক) He reads a book.
খ) Does he read a book? ✔
গ) He has read a book.
ঘ) He will read a book.
- Which sentence is correct?
ক) A drowning man catches at a straw. ✔
খ) Do not tell the lie.
গ) He told me a fool.
ঘ) I do not know to swim.
- _____ the science of the origin and history of words.
ক) Etymology✔
খ) Phonetics
গ) Rhetoric
ঘ) Prosody
- Learn the poem _____ heart.
ক) in
খ) with
গ) by✔
ঘ) within
- He called _____ me yesterday.
ক) at
খ) on✔
গ) with
ঘ) to
- William Wordsworth was a _____.
ক) novelist
খ) historian
গ) poet✔
ঘ) dramatist
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় এসেছিল-
ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
ঘ) পর্তুগিজরা✔
২. বাংলায় নববর্ষ চালু করেন-
ক) আকবর✔
খ) লক্ষ্মন সেন
গ) ইলিয়াস শাহ
ঘ) বিজয় সেন
৩. বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে?
ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) নবাব মুর্শিদকুলি খান✔
গ) সুবেদার ইসলাম খান
ঘ) নবাব শায়েস্তা খাঁ
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
ক) কুষ্টিয়া
খ) যশোর ও সিলেট✔
গ) রংপুর ও দিনাজপুর
ঘ) ময়মনসিংহ
৫. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
ক) ভুটান✔
খ) ইরাক
গ) ভারত
ঘ) শ্রীলঙ্কা
৬. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ “আমার কিছু কথা” এর লেখক কে?
ক) নীলিমা ইব্রাহীম
খ) জহির রায়হান
গ) শেখ মুজিবুর রহমান✔
ঘ) আব্দুল গাফফার চৌধুরী
৭. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
ক) ১২৫ তম
খ) ১২৯ তম
গ) ১৩৬ তম✔
ঘ) ১৪৬ তম
৮. প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) ৫ ভাগে✔
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৬ ভাগে
৯. মিশুকের স্থপতি কে?
ক) শামীম সিকদার
খ) মঈনুল হোসেন
গ) মুস্তফা মনোয়ার✔
ঘ) নিতুন কুণ্ডু
১০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) পঞ্চগড়
ঘ) লালমনিরহাট✔
১১. পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
ক) ফিলিস্তিন✔
খ) ভুটাননেপাল
গ) আফগানিস্তান
১২. ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
ক) দ্বাদশ লুই
খ) ষোড়শ লুই✔
গ) নেপোলিয়ন
ঘ) ফিলিপস
১৩. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক) এশিয়া
খ) আফ্রিকা✔
গ) আমেরিকা
ঘ) ইউরোপ
১৪. ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
ক) পাকিস্তান
খ) ভুটান
গ) নেপাল✔
ঘ) ভারত
১৫. শ্যাম দেশ কোন দেশের পূর্বনাম?
ক) থাইল্যান্ড✔
খ) ইন্দোনেশিয়া
গ) ইরাক
ঘ) সিরিয়া
১৬. আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
ক) ৮ই মার্চ✔
খ) ৭ই মার্চ
গ) ৯ই মার্চ
ঘ) ১১ই মার্চ
১৭. ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?
ক) ১২০৫ খ্রিষ্টাব্দে
খ) ১২১০ খ্রিষ্টাব্দে
গ) ১২১৫ খ্রিষ্টাব্দে✔
ঘ) ১২২৫ খ্রিষ্টাব্দে
১৮. ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর✔
ঘ) ৬ বছর
১৯. HZ(এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক?
ক) হাঙ্গেরী
খ) জাপান
গ) সৌদি আরব✔
ঘ) ব্রাজিল
২০. দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
ক) আমাজন✔
খ) মারে ডালিং
গ) নীলনদ
ঘ) ভলগা
২১. তামা ও টিনের মিশ্রনে কি হয়?
ক) পিতল
খ) কাঁসা/ব্রোঞ্জ✔
গ) ডুরালমিন
ঘ) লোহা
২২. কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
ক) পাতাবাহার
খ) পাথরকুঁচি✔
গ) আকন্দ
ঘ) ফণীমনসা
২৩. ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন?
ক) ভালো লাগে তাই
খ) ময়লা হয়না তাই
গ) কালো রং তাপ শোষণ করে বলে✔
ঘ) কোনটাই নয়
২৪. জীনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়-
ক) DNA✔
খ) RNA
গ) ATP
ঘ) TNA
২৫. কোথায় দিনরাত্রি সমান?
ক) মেরুরেখায়
খ) নিরক্ষরেখায়✔
গ) উত্তর গোলার্ধে
ঘ) দক্ষিন গোলার্ধে
২৬. কোন উত্তরটি সঠিক নয়?
ক) কুষ্ঠরোগ সংক্রামক নয়
খ) এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
গ) নিউমোনিয়া ফুসফুসকে আক্রান্ত করে
ঘ)চিনি জাতীয় খাবার বেশিখেলে ডায়াবেটিস হয়✔
২৭. রূপান্তরিত কাণ্ড কোনটি?
ক) আলু✔
খ) মূলা
গ) গাজর
ঘ) করলা
২৮. পৃথিবীর কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়?
ক) চীন
খ) জাপান
গ) রাশিয়া✔
ঘ) যুক্তরাষ্ট্র
২৯. বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক কে?
ক) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
খ) আইজ্যাক নিউটন
গ) টমাস আলভা এডিসন✔
ঘ) হেনরি ফোর্ড
৩০. বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে?
ক) মেহেরপুর
খ) দিনাজপুর
গ) কুষ্টিয়া
ঘ) চাঁপাইনবাবগঞ্জ✔
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শক (সেফটি)/কেমিক্যাল টেকনোলজি পদের প্রশ্ন সমাধান-২০১৯
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সহকারী শ্রম অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৩
- শ্রম পরিদপ্তরের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান-২০০১