৯ম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি
পরীক্ষার প্রশ্ন সমাধান–২০১৪
বাংলা প্রশ্ন সমাধান
১. ‘ আ মরি বাংলা ভাষা’–এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক) আশাবাদ
খ) আবেগ
গ) আনন্দ✔
ঘ) আনুগত্য
২. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন’ –চরণ দুটি কার লেখা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শেখ ফজলল করিম✔
ঘ) গোলাম মোস্তফা
৩. ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’। এটা কোন ধরনের বাক্য?
ক) যৌগিক বাক্য✔
খ) মিশ্র বাক্য
গ) সরল বাক্য
ঘ) জটিল বাক্য
৪. ‘বিশ শতকের মেয়ে’— উপন্যাসটির রচয়িতা কে?
ক) ড. নীলিমা ইব্রাহিম✔
খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) সেলিনা হোসেন
ঘ) নূরজাহান বেগম
৫. ‘স্থাবর’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক) জঙ্গণ
খ) স্থাবরহীন
গ) জঙ্গম✔
ঘ) স্থাবরবিহীন
৬. কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে?
ক) হাইফেন
খ) লোপ
গ) সেমিকোলন✔
ঘ) বন্ধনী
৭. ইংরেজি ‘prefix’ শব্দকে বাংলায় কী বলে?
ক) অনুসর্গ খ) কারক
গ) সমাস ঘ) উপসর্গ✔
৮. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?
ক) ১৯ টি
খ) ২০ টি
গ) ২১ টি
ঘ) অনির্ণেয়✔
৯. ‘বই-টই নিয়ে পড়তে বসো।’ এখানে ”বই-টই’ কী?
ক) যথাদ্বিরুক্ত
খ) অনুচর-দ্বিরুক্ত✔
গ) সমার্থক দ্বিরুক্ত
ঘ) বিপরীতার্থক দ্বিরুক্ত
১০. ‘Nothing succeeds like success.’ এর বঙ্গানুবাদ হলো ——
ক) চোর পালালে বুদ্ধি বাড়ে
খ) চাঁদেও কলঙ্ক আছে
গ) জলেই জল বাঁধে✔
ঘ) জীবন থাকলেই আশ থাকেব
১১. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
ক) মহাভারত
খ) ভাগবত
গ) গীতা
ঘ) রামায়ণ✔
১২. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
ক) মোসলেম ভারত
খ) বিজলী✔
গ) দৈনিক নবযুগ
ঘ) ধূমকেতু
১৩. ‘ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ –কোন কবির লেখা?
ক) কামিনী রায়
খ) সুফিয়া কামাল
গ) কুসুমকুমারী দাশ✔
ঘ) স্বর্ণকুমারী দেবী
১৪. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’— কে বলেছিলেন?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্✔
খ) মুহম্মদ আবদুল হাই
গ) আনোয়ার পাশা
ঘ) মুনীর চৌধুরী
১৫. ‘ঊনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ হলো —
ক) অপদার্থ
খ) পাগলামি
গ) অপব্যয়ী
ঘ) প্রায় সম্পূর্ণ✔
ইংরেজী প্রশ্ন সমাধান
- Opposite gender of ‘lady’ is —-
ক) baroness
খ) lord✔
গ) duchess
ঘ) laddie
- She dreams —running her own business. Choose the right word to fill in the gap :
ক) in
খ) by
গ) to
ঘ) of✔
- Phrase ‘amicus curiae’ means —–
ক) an americus dream
খ) a senior Advocate
গ) a friend of the Court✔
ঘ) an arbitrator
- Which ‘up’ is adverb?
ক) Our system should be up by the noon
খ) They live up in the mountains✔
গ) The up train will come soon
ঘ) We had our ups and downs of fortune
- ‘Do or die.’ is a —
ক) simple sentence
খ) compound sentence✔
গ) complex sentence
ঘ) phrase
- Pick up the antonym of the word ‘jovial’.
ক) jolly
খ) cheery
গ) gloomy✔
ঘ) friendly
- The correct passive form of ‘People always remember the patriots.’ is —-
ক) The patriots are always remembered. ✔
খ) The patriots are always being remembered.
গ) People are always remembered by the patriots.
ঘ) The patriots will always be remembered by people.
- What is the verb of the word ‘guest’?
ক) guestify
খ) entertain✔
গ) hospitality
ঘ) hospitalize
- ‘azure’ means —-
ক) red
খ) blue✔
গ) yellow
ঘ) black
- O. Henry is famous for —-
ক) novel
খ) poem
গ) drama
ঘ) short story✔
- ‘Frailty, the name is woman!’ is a quotation from—
ক) Shakespeare✔
খ) Bacon
গ) Fielding
ঘ) Jane Austen
- A person who writes and edits dictionaries is called a —–
ক) lexicographer✔
খ) laryngographer
গ) lithographer
ঘ) topographer
- ‘Justice delayed is justice denied.’ was stated by —-
ক) Disrael
খ) Emerson
গ) Gladstone✔
ঘ) Shakespeare
- ‘Tajmahal ‘ is a —
ক) monument✔
খ) castle
গ) tower
ঘ) mansion
গণিত প্রশ্ন সমাধান
১. একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। মিশ্রণে সোনার পরিমাণ কত?
ক) ১২ গ্রাম✔
খ) ১৪ গ্রাম
গ) ১০ গ্রাম
ঘ) ৯ গ্রাম✔
২. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক) ৪
খ) ৬
গ) ৮
ঘ) ৯✔
৩. 4.3 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
ক) 3/11
খ) 11/3
গ) 3/13
ঘ) 13/3✔
৪. ক এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
ক) ৩০ টাকা
খ) ২০ টাকা
গ) ১৫ টাকা
ঘ) ১০ টাকা✔
৫. একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?
ক) ৮✔
খ) ১১
গ) ২১
ঘ) ২৫
৬. একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল? শার্টটির ক্রয়মূল্য কত?
ক) ৩৮৪ টাকা
খ) ৪০০ টাকা✔
গ) ৪২০ টাকা
ঘ) ৫৭৬ টাকা
৭. 260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?
ক) সম্পূরক কোণ
খ) প্রবৃদ্ধ কোণ✔
গ) পূরক কোণ
ঘ) স্থুলকোণ
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে ——
ক) Permanent Council of Arbitration
খ) Permanent Court of Arbitration✔
গ) International Court of Arbitration
ঘ) Permanent Court of Sea Arbitration
২. ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল —
ক) লালবাগ কেল্লা
খ) কার্জন হল
গ) বঙ্গভবন
ঘ) আহসান মঞ্জিল✔
৩. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই?
ক) খুলনা
খ) বরিশাল✔
গ) রাজশাহী
ঘ) চট্টগ্রাম
৪. বাংলাদেশে ‘The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)’ সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি?
ক) চীন
খ) ভারত
গ) জাপান✔
ঘ) আমেরিকা
৫. ‘সাগরকন্যা’ বলা হয় কোন জেলাকে?
ক) পটুয়াখালী✔
খ) বরগুনা
গ) বরিশাল
ঘ) কক্সবাজার
৬. ‘একাত্তরের যীশু’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
ক) তাকের মাসুদ
খ) তানভীর মোকাম্মেল
গ) নাসিরউদ্দিন ইউসুফ✔
ঘ) মোরশেদুল ইসলাম
৭. জাপান মার্কিন নৌ-ঘাঁটি ‘পার্ল হারবার’ আক্রমণ করে কত সালে?
ক) ১৯৫০
খ) ১৯৪১✔
গ) ১৯৪২
ঘ) ১৯৪৩
৮. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
ক) আলাস্কা✔
খ) টেস্কাস
গ) ফ্লোরিডা
ঘ) নিউ জার্সি
৯. ‘গুয়ানতানামো বন্দিশালা’ কোন দেশে অবস্থিত?
ক) আফগানিস্তান
খ) আমেরিকা
গ) কিউবা✔
ঘ) ইরাক
১০. ফিফা আয়োজিত ‘দ্বাদশ বিশ্বকাপ’–এর অফিসিয়াল ‘বল’ -এর নাম কি?
ক) ব্রাজুকো
খ) ব্রাজুলা
গ) ব্রাজুকা
ঘ) বোসা নোভা
১১. ‘আলট্রাসনোগ্রাফি’ হচ্ছে—-
ক) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
খ) ছোট তরঙ্গ দৈর্ঘ্যর শব্দ দ্বারা ইমেজিং✔
গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ) নতুন ধরনের এক্সরে
১২. কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়?
ক) সমুদ্রের পানির তরঙ্গ
খ) ভূ-পৃষ্ঠের ভূ-কম্পন
গ) বেহালা হতে নিঃসৃত সুরেলা শব্দ তরঙ্গ
ঘ) সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ✔
১৩. একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে উপর হতে এক সঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে পড়বে?
ক) ধাতব মুদ্রা
খ) পালক
গ) দুটো একসঙ্গে✔
ঘ) কোনটিই পড়বে না
১৪. স্ট্রোক-এর লক্ষণসমূহ হলো —-
ক) চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা অনুভব করা
খ) হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া
গ) হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা
ঘ) উপরের সবগুলো বা যে কোনো একটি✔
১৫. একটি ‘বৈদ্যুতিক জেনারেটর’ হচ্ছে —
ক) বৈদ্যুতিক আধানের উৎস
খ) তাপশক্তির উৎস
গ) একটি বিদ্যুৎ চুম্বক
ঘ) শক্তির কনভার্টার✔
১৬. কোন হেপাটাইটিই ভাইরাস ‘RNA’ ভাইরাস’ নয়?
ক) হেপাটাইটিই A ভাইরাস
খ) হেপাটাইটিই B ভাইরাস✔
গ) হেপাটাইটিই C ভাইরাস
ঘ) হেপাটাইটিই E ভাইরাস
১৭. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কি?
ক) হীরা✔
খ) পিতল
গ) ইস্পাত
ঘ) গ্রানাইট
১৮. কোনটি অস্থায়ী মেমোরির কাজ করে?
ক) RAAM
খ) ROM
গ) RAM✔
ঘ) কোনোটিই নয়
১৯. কোনটি ‘অ্যাপ্লিকেশন সফটওয়্যার’?
ক) LINUX
খ) MS-DOS
গ) Power Point✔
ঘ) MS-Windows 98
২০. এক কিলোবাইট সমান কত?
ক) ১০২৪ বিটস
খ) ১০০০ বাইটস
গ) ১০২৪ বাইটস✔
ঘ) ৮১৯২ বাইটস
আইন বিষয়ক প্রশ্ন সমাধান
১১. দেওয়ানী মামলায় Peremptory hearing–এর পূর্ব পর্যন্ত cost ছাড়া মোট কতটি মূলতবির আদেশ দেয়া যায়?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৬ টি✔
১২. দুটি পৃথক মামলায় ভিন্ন দুজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই স্বত্ব দাবি করলে নিচের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে?
ক) দুটি মামলার বিচার একত্রে চলবে
খ) দুটি মামলার বিচার পৃথক পৃথক কোর্টে চলবে
গ) দুটি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে
ঘ) দুটি মামলার বিচার একই কোর্টে পাশাপাশি চলবে✔
১৩. কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না?
ক) দখল উদ্ধারের ডিক্রি
খ) স্বত্ব ঘোষণার ডিক্রি
গ) বাটোয়ারার চূড়ান্ত ডিক্রি
ঘ) স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি✔
১৪. বাদীর আরজি সংশোধনীয় দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রিভিশন✔
খ) রিভিউ
গ) আপিল
ঘ) রেফারেন্স
১৫. আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য —
ক) বিবাদী সাক্ষ্য দিয়ে খণ্ডন করতে পারবে
খ) বিবাদীর অস্বীকৃতি বলে গণ্য হবে
গ) বিবাদীর স্বীকৃত বলে গণ্য হবে✔
ঘ) উপরের কোনোটিই নয়
১৬. নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হলো —-
ক) ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে✔
খ) ডিক্রি অমান্য করার তারিখ হতে
গ) ডিক্রি কার্যকর করার তারিখ হতে
ঘ) ডিক্রির সইমুহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
১৭. নিচের কোন ক্ষেত্রে কোনো মামলা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে?
ক) প্রতিদ্বন্দ্বিপক্ষের মৃত্যু
খ) প্রতিদ্বন্দ্বিপক্ষের দেশান্তর✔
গ) প্রতিদ্বন্দ্বিপক্ষের দেউলিয়াত্ব
ঘ) পূর্বোক্ত সবগুলো কারণে
১৮. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নিচের কোনটি?
ক) হাইকোর্ট বিভাগে রিভিশন
খ) হাইকোর্ট বিভাগে আপিল
গ) জেলাজজ আদালতে রিভিশন
ঘ) কোনোটিই নয়✔
১৯. কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ৪৯১ ধারা অনুযায়ী ‘হেবিয়াস কর্পাস’ প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত?
ক) জেলা ম্যাজিস্ট্রেট
খ) জেলাজজ
গ) হাইকোর্ট বিভাগ✔
ঘ) আপিল বিভাগ
২০. যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে?
ক) সশ্রম✔
খ) বিনাশ্রম
গ) সাধারণ শ্রম
ঘ) সবকটি
১. নিচের কোনটি ‘cognizable’ অপরাধ?
ক) দাঙ্গা-হাঙ্গামা (Rioting) ✔
খ) ভয় দেখানো (Intimidation)
গ) স্বেচ্ছায় আঘাত করা (Voluntarily causing hurt)
ঘ) স্বামী কর্তৃক যৌতুক দাবি (Demanding dowry by husband)
২. কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি —
ক) মুক্তি পাবে
খ) অব্যাহতি পাবে
গ) খালাস পাবে✔
ঘ) ডিসচার্জ হবে
৩. একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
গ) দায়রাজজ আদালতে
ঘ) হাইকোর্ট বিভাগে✔
৪. অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিচের কে রেকর্ড করতে পারে?
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট✔
খ) জেলা ম্যাজিস্ট্রেট
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) দায়রা জজ
৫. পেনাল কোড -এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে?
ক) ১ম তফসিল, ৮ম কলাম
খ) ২য় তফসিল, ৮ম কলাম✔
গ) ৩য় তফসিল, ৮ম কলাম
ঘ) ৪র্থ তফসিল, ৮ম কলাম
৬. ক্রিমিনাল প্রসিডিওর কোড-এর ১৬১ ধারার রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন—-
ক) সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা✔
খ) সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট
গ) নিযুক্তীয় আইনজীবী
ঘ) সাক্ষী নিজে
৭. আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিচের কিরূপ আদেশ দেয়া যাবে?
ক) পুনরায় কারাদণ্ডের আদেশ
খ) অর্থদণ্ড মওকুফের আদেশ✔
গ) আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ
ঘ) আদালত উপরের কোনো ক্ষেত্রেই আদেশ দিতে পারে না
৮. ‘ক’ এর দোকানে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড-এর কোন ধারার অপরাধ করেছে?
ক) ৪০৭ ধারা
খ) ৪০৯ ধারা
গ) ৪২০ ধারা
ঘ) ৪০৮ ধারা✔
৯. দণ্ডবিধিতে নিচের কোন শাস্তির বিধান নেই?
ক) মৃত্যুদণ্ড
খ) সম্পত্তি বাজেয়াপ্ত
গ) কারাদণ্ড
ঘ) বেত্রাঘাত✔
১০. ‘ক’ ৫,০০০ টাকা ‘খ’ কে ৭ দিনের জন্য রাখতে দেয়। ‘ক’ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫দিন পর তা ‘ক’-এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ?
ক) চুরি
খ) প্রতারণা
গ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ✔
ঘ) কোনোটিই নয়
১১. যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে?
ক) ১৫ বছর
খ) ২০ বছর✔
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
১২. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয় —-
ক) ১৮ বছরের কম
খ) ১৮ বছরের বেশি
গ) অন্যূন ১৮ বছর
ঘ) কোনোটিই নয়✔
১৩. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?
ক) মৃত্যুদণ্ড✔
খ) যাবজ্জীবন কারাদণ্ড
গ) মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ঘ) ২০ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ড
১৪. ‘ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিচের কোন রায়টি প্রাসঙ্গিক?
ক) ‘ক’ অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
খ) ‘ক’ অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে
গ) ‘ক’অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে✔
ঘ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
১৫. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?
ক) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
খ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি
গ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে✔
ঘ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
১৬. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোনো পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
ক) ১৫২ ধারা
খ) ১৫৩ ধারা
গ) ১৫৪ ধারা✔
ঘ) ১৫৫ ধারা
১৭. কোনো মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
ক) অন্যূন ২ জন
খ) অন্যূন ৪ জন
গ) অন্যূন ৩ জন
ঘ) কোনো নির্দিষ্ট সংখ্যক নয়✔
১৮. ফৌজদারী মামলায় প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিওর কোড-এর ৩৪২ ধারা অনুসারে —
ক) পুনরায় সাক্ষীদের পরীক্ষা করবে
খ) আসামীদের পরীক্ষা করবে✔
গ) আসামীদের আইনজীবীকে পরীক্ষা করবে
ঘ) পুনরায় তদন্ত কর্মকর্তাকে পরীক্ষা করবে
১৯. একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে-সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য
খ) উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য✔
গ) উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
ঘ) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
২০. একটি জেলাজজ আদালত নিচের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?
ক) কোনো উচ্চতর আদালতের কার্যক্রম
খ) কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম
গ)কোনো অধঃস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম✔
ঘ) কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম
২১. নিচের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
ক) যে চুক্তি পালন না হলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণযোগ্য
খ) যখন ট্রাস্টি কোনো সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে✔
গ) যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
ঘ) যে চুক্তি বাতিলযোগ্য প্রকৃতির
২২. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?
ক) ৫ প্রকার✔
খ) ৪ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ২ প্রকার
২৩. ‘ক’ ‘খ’-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে ৭ শতক সাভার, ২ শতক ধামরাই এবং ১ শতক কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে?
ক) সাভার সাব-রেজিস্ট্রার অফিসে✔
খ) টাঙ্গাইল সাব-রেজিস্ট্রার অফিসে
গ) কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে
ঘ) ঢাকার জেলা রেজিস্ট্রার অফিসে
২৪. চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
ক) ১ বছর✔
খ) ২ বছর
গ) ৩ বছর
ঘ) ৫বছর
২৫. বাংলাদেশের আইনসভার নাম কি?
ক) জাতীয় পরিষদ
খ) পার্লামেন্ট
গ) জাতীয় সংসদ✔
ঘ) গণপরিষদ
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৭
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১১
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৩
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস)সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- ১৫শ বিজেএস সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।