মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬

0
435

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬

পদের নামঃ- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

পরীক্ষার তারিখঃ- ১৩/০২/২০১৬

১. অমিত্রাক্ষর ছন্দের প্রবতর্ক কে?

ক) সত্যেন্দ্রনাথ দত্ত

খ) মাইকেল মধুসূদন দত্ত✔

গ) নির্মলেন্দু গুণ

ঘ) আল মাহমুদ

২. জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) জন+ঐক

খ) জন+নৈক

গ) জন+ঔক

ঘ) জন+এক✔

৩. কোনটি স্ত্রীবাচক শব্দ?

ক) মায়াবী

খ) যোগী

গ) দুঃখী

ঘ) বৈষ্ণবী✔

৪. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক) মর্মাথে

খ) ক্ষুদ্রার্থে✔

গ) বৃহদার্থে

ঘ) বিপরীতার্থে

৫. ‘নক্মী কাঁথার মাঠ’ কোন জাতীয় কাব্য?

ক) কাহিনী কাব্য✔

খ) গাথা কাব্য

গ) উপাখ্যান

ঘ) চম্পুকাব্য

৬. পরাশ্রয়ী বর্ণ কোনটি?

ক) ম

খ) ন

গ) ং✔

ঘ) ঞ্চ

৭. ভারতীয় আর্য ভাষার নিদশর্ন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম?

ক) বামায়ণ

খ) মহাভারত

গ) ঋগ্বেদ✔

ঘ) চর্যাপদ

৮. ‘জাহাকুল আবদ’ শব্দের অর্থ-

ক) বন্দীর হাসি

খ) গোলামের হাসি✔

গ) প্রেমিকার হাসি

ঘ) সন্তানের হাসি

৯. ‘নামহীন গোত্রহীন’ গ্রন্থের লেখক-

ক) শওকত আলী

খ) শাহেদ আলী

গ) হাসান আজিজুল হক✔

ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

১০. শুদ্ধ বানান কোনটি?

ক) বীকেন্দ্রিকরণ

খ) বিকেন্দ্রিকরণ

গ) বিকেন্দ্রীকরণ✔

ঘ) বিকেন্দ্রীকরন

১১. ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ-

ক) পারত্রিক✔

খ) পরলৌকিক

গ) পার্শ্বিক

ঘ) স্বর্গীয়

১২. ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?

ক) ডাক বিভাগের নাম

খ) প্রাপকের এলাকা✔

গ) চিঠি লেখার স্থান

ঘ) পোস্ট অফিসের এলাকা

১৩. ‘হাতির ডাক’ এককথায় প্রকাশ-

ক) অজিন

খ) বৃংহতি✔

গ) হেষা

ঘ) কেকা

১৪. ‘প্রস্রবণ’ শব্দের অর্থ-

ক) নদী

খ) হ্রদ

গ) ঝরনা✔

ঘ) খাল

১৫. ‘পাওয়ার আগে ভোগের আয়োজন’-এ কথাটির প্রবাদ বাক্য কোনটি?

ক) খাল কেটে কুমির আনা

খ) ঝোপ বুঝে কোপ মারা

গ) ছাই ফেলতে ভাঙ্গা কুলো

ঘ) গাছে কাঁঠাল গোফেঁ তেল✔

১৬. ‘পাপে বিরত হও’- পাপে কোন কারকে কোন বিভক্তি?

ক) কারণে সপ্তমী

খ) অপাদানে সপ্তমী✔

গ) কর্তায় সপ্তমী

ঘ) কর্মে সপ্তমী

১৭. ‘বীরবল’ নামে কাকে অভিহিত করা হয়?

ক) মীর মশাররফ হোসেন

খ) প্রমথ চৌধুরী✔

গ) প্রমথনাথ বিশী

ঘ) প্রভাত কুমার মুখোপাধ্যায়

১৮. ‘সবুজপত্র’ পত্রিকা কত সনে প্রকাশিত হয়?

ক) ১৯৩০

খ) ১৯২৪

গ) ১৯১৪✔

ঘ) ১৮৭২

১৯. বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?

ক) অভাগীর স্বর্গ

খ) বলাকা

গ) মতিচূর✔

ঘ) সাম্যবাদী

২০. কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?

ক) কাজী নজরুল ইসলাম✔

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কায়কোবাদ

ঘ) চন্দ্রাবতী

২১. ‘ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’- গানটির রচিয়তা কে ?

ক) দ্বিজেন্দ্রলাল রায়✔

খ) রবীন্দনাথ ঠাকুর

গ) সলিল চৌধরী

ঘ) কাজী নজরুল ইসলাম

২২. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

ক) বিষের বাঁশী

খ) চক্রবাক

গ) আগ্নিবীণা✔

ঘ) সাম্যবাদী

২৩. ‘নীলদর্পণ’ নাটকটি কোথা থেকে প্রকাশিত ?

ক) ঢাকা✔

খ) কোলকাতা

গ) মাদ্রাজ

ঘ) বোম্বে

২৪. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুনস্কার পান?

ক) ১৯১৩✔

খ) ১৯৪১

গ) ১৯৩৯

ঘ) ১৮৯১

২৫. ‘বনফুল’ কার ছদ্মনাম ?

ক) জসীমউদদীন

খ) সুকান্ত

গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়✔

ঘ) প্রমথ চৌধুরী

ইংরেজি সমাধান

  1. Choose the right option: Swimming is conducive ___ helth.

ক) to✔

খ) at

গ) for

ঘ) after

  1. One should be careful about ___ duty.

ক) one’s✔

খ) her

গ) his

ঘ) their

  1. Identify the correct antonym for the word ‘peace:

ক) happiness

খ) contentment

গ) violence✔

ঘ) satiafaction

  1. Choose the correct proverb :

ক) All that glittered is gold

খ) All that glittered was gold

গ) All that glittered must gold

ঘ) All that glittered is not gold✔

  1. Shakespeare is famous mostly for his-

ক) noveals

খ) autobiography

গ) plays✔

ঘ) essays

  1. It’s time you ____ your mistakes.

ক) realised✔

খ) realise

গ) had realised

ঘ) have realised

  1. Life: Death

ক) Flower:Petals

খ) Honey: Poison✔

গ) Fruit:jelly

ঘ) Sorrow:Distress

  1. ‘Maiden Speech’ means-

ক) last speech

খ) final speech

গ) early speech

ঘ) first speech✔

  1. A Machiavellian character is-

ক) an honest person

খ) a cunning person✔

গ) a romantic person

ঘ) a wise person

  1. I wish___

ক) I am a king

খ) I were a king✔

গ) I had been a king

ঘ) I will be a king

  1. The word ‘parsimony’ means-

ক) pathetic

খ) miserable

গ) miserliness✔

ঘ) lavish

  1. English language is not ____ difficult to understand.

ক) too✔

খ) so

গ) very

ঘ) much

  1. You___ tomorrow if you have any work.

ক) need not to come

খ) need not come✔

গ) need not coming

ঘ) don’t need coming

  1. The word ‘electorate’means-

ক) election

খ) a body of voters✔

গ) election officer

ঘ) candidates

  1. Which of the following sentences is correct?

ক) paper is made of wood

খ) paper is made form wood✔

গ) paper is made by wood

ঘ) paper is made on wood

  1. ‘Paediatric’ realtes to the treatment of-

ক) adults

খ) childern✔

গ) to see

ঘ) to have seen

  1. He has recently parted ____ his wife.

ক) with

খ) to

গ) form✔

ঘ) at

  1. The expression ‘lingua franca’ means-

ক) The common language✔

খ) The first language

গ) International language

ঘ) The french language

  1. The antonym for inimical’ is-

ক) hostile

খ) friendly✔

গ) indifferent

ঘ) angry

  1. Choose the correct sentence :

ক) The train is running in time

খ) The train is running with time

গ) The train is running to time

ঘ) The train is running on time✔

  1. He gave up-football when he got married.

ক) of palaying

খ) to play

গ) playing✔

ঘ) play

  1. Choose the appropriate meaning of the idiom ‘swan song’.

ক) The first piece of work

খ) The last piece of work✔

গ) The middke piece of work

ঘ) The early piece of work

  1. The sundarbans is a-

ক) social forest

খ) rain forest

গ) mangrove forest✔

ঘ) tropical forest

  1. What kind of noun is the word “Girl’?

ক) propre

খ) common✔

গ) collective

ঘ) material

  1. ‘Tertiary’ means-

ক) primary

খ) terrtorial

গ) terrible

ঘ) third order✔

  1. Find out the correct sentence .

ক) I shell buy two breads

খ) I shell buy two loaves of breads

গ) I shell buy two bread

ঘ) I shell buy two pieces of breads✔

  1. Fed is the past form of the verb.

ক) Food

খ) Find

গ) Fight

ঘ) Feed✔

  1. A pilgrim is a person who undertakes a journey.

ক) New country

খ) Temple

গ) Mosque

ঘ) Holy place✔

গণিত সমাধান

১. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১১ হলে, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?

ক) ১৬

খ) ১৭

গ) ৬১✔

ঘ) ৭১

২. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০ একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

ক) ৪৮

খ) ২৪

গ) ৬০

ঘ) ৭২✔

৩. একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত?

ক) ২৫ : ১৬

খ) ১৬ : ২৫✔

গ) ১৬ : ৯

ঘ) ৯ : ১৬

৪. A = {1, 2, 3, 4} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত?

ক) 4

খ) 8

গ) 12

ঘ) 16✔

৫. অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত সমকোণ?

ক) ১৬

খ) ১২✔

গ) ৮

ঘ) ৪

৬. abc=120 হলে a এর মান কোনটি হতে পারে না?

ক) 00✔

খ) 1

গ) 2

ঘ) 12

৭. একটি ঘনকের সমকোণের সংখ্যা কত?

ক) ৪

খ) ৮✔

গ) ১৬

ঘ) ২৪

৮. একটি ত্রিভুজের ভূমি ৪ মি. এবং উচ্চতা ৩ মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

ক) ৬✔

খ) ৯

গ) ১২

ঘ) ১৮

৯. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?

ক) অসংখ্যা✔

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

১০. ১ মিটার = কত ইঞ্চি?

ক) ৩৭.৩৭

খ) ৩৮.৩৭

গ) ৩৯.৩৭✔

ঘ) ৪০.৩৭

১১. x3+1=0x3+1=0 সমীকরণটির বাস্তব মূলের সংখ্যা ?

ক) ১✔

খ) ২

গ) ৩

ঘ) নাই

১২. √.২৫ এর মান কত?

ক) .০৫

খ) .৫✔

গ) .০০৫

ঘ) .০২

১৩. log216=?

ক) 4✔

খ) 8

গ) 16

ঘ) 2

১৪. অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক) ১০০°

খ) ৬০°

গ) ৯০°✔

ঘ) ৪৫°

১৫. cosθcosθ এর সর্বনিম্ন মান কত?

ক) -1✔

খ) 1

গ) -∞∞

ঘ)

১৬. a>b এবং ab <0 হলে, নিচের কোনটি ঋণাত্মক ?

ক) b✔

খ) a

গ) a-b

ঘ) a2−b2 a2-b2

সাধারণ জ্ঞান সমাধান

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখে গৃহীত হয়?

ক) ২৬ মার্চ, ১৯৭২

খ) ১৭ এপ্রিল,১৯৭২

গ) ১ জুলাই,১৯৭২

ঘ) ৪ নবেম্বর,১৯৭২✔

২. মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার-এর সচিবালয় পরিচালিত হতো কোন স্থান হতে?

ক) থিয়েটার রোড, কলকাতা✔

খ) ডালহৌসি সস্ট্রীট,কলকাতা

গ) পার্ক স্ট্রীট, কলকাতা

ঘ) কলেজ স্ট্রীট, কলকাতা

৩. একাত্তরের যীশু -‘- এর নির্মাতা কে?

ক) মোরোশদল ইসলাম

খ) নাসির উদ্দিন ইউসুফ✔

গ) তানভীর মোকাম্মেল

ঘ) আবু সায়ীদ

৪. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অব স্টাফ কে ছিলেন?

ক) কর্নেল (অব) এম. এ .জি ওসমানী

খ) মেজর খালেদ মোশারফ

গ) গ্রূপ ক্যাপ্টেন এ.কে খন্দকার

ঘ) কর্নেল (অব) .এম এ রব✔

৫. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?

ক) মাননীয় প্রধানস্ত্রী

খ) স্পীকার

গ) মহামান্য রাষ্ট্রপতি✔

ঘ) প্রধান বিচারপতি

৬. গুগল কি ?

ক) ওয়েবসাইট

খ) সার্চ ইঞ্জিন✔

গ) অভিধান

ঘ) এনসাইক্লোপিডয়া

৭. সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত?

ক) যুক্তরাজ্য

খ) মার্কিন যুক্তরাষ্ট্রে✔

গ) জাপান

ঘ) দক্ষিণ কোরিয়ায়

৮. ‘মূসক’ কোন ধরনের কর?

ক) মূলধনী কর

খ) প্রত্যক্ষ কর

গ) পরোক্ষ কর✔

ঘ) সম্পদ কর

৯. সাহিত্যে ২০১৫ সালে ‘নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক’ কে?

ক) মিলন কুন্তেরা

খ) অরুন্ধতী রায়

গ) গ্রন্টার গ্রাস

ঘ) সভেতলানা আলেক্রিভিচ✔

১০. কোন প্রণালী আফ্রিককে ইউরোপ থেকে আলাদা করেছে?

ক) মালাক্কা

খ) পানামা

গ) বেরিং

ঘ) জিব্রাল্টার✔

১১. ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত?

ক) দিনাজপুর

খ) যশোর

গ) ব্রাহ্মণবাড়ীয়া

ঘ) সাতক্ষীরা✔

১২. সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে?

ক) ফ্রান্স

খ) ইটালি✔

গ) ইংল্যান্ড

ঘ) গ্রীস

১৩. প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত?

ক) পাহাড়পুর

খ) মহান্থানগড়✔

গ) ময়নামতি

ঘ) সোনারগাঁও

১৪. ‘সব কটা জানালা খুলে দাওনা………….. ওরা আসল……..চুপি চুপি………. ” গানটির সুরকার কে?

ক) আহমদ ইমতিয়াজ বুলবুল✔

খ) হুমায়ূন আহমেদ

গ) ফজলে খোদা

ঘ) কে জি মোস্তফা

১৫. বাংলাদেশের GDP এর প্রধান খাত কি?

ক) সেবাখাত✔

খ) কৃষিখাত

গ) শিল্প খাত

ঘ) অন্যান্য

১৬. বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোনটি?

ক) সোনাদিয়া

খ) পায়রা✔

গ) কলাপাড়া

ঘ) আন্ধারমানিক

১৭. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কত?

ক) ৫ বছর

খ) ৪ বছর✔

গ) ৬ বছর

ঘ) ৭ বছর

১৮. স্বভাব কবি কে ?

ক) কায়কোবাদ

খ) সত্যেন্দ্রনাথ দত্ত

গ) ঈশ্বরগুপ্ত গ

ঘ) গোবিন্দ দাস✔

১৯. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন সংখ্যা কত ?

ক) ১০০ টি

খ) ৭৫ টি

গ) ৫০ টি✔

ঘ) ৪০ টি

২০. বাংলাদেশের সবোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

ক) সিতাকুণ্ড

খ) হিমালয়

গ) তাজিংডং✔

ঘ) চেরাপুঞ্জী

২১. মানবদেহে কত খানা হাড় আছে?

ক) ২০৬✔

খ) ২০৪

গ) ২০২

ঘ) ২০৮

২২. বছরের কোন তারিখে দিবারাত্রি সমান হয়?

ক) ২১ এপ্রিল

খ) ২৩ মার্চ

গ) ২৩ সেপ্টেম্বর✔

ঘ) ২১ সেপ্টেম্বর

২৩. AID কবে প্রথম ধরা পড়ে?

ক) ১৯৮০

খ) ১৯৯৮

গ) ১৯৯৪

ঘ) ১৯৮১✔

২৪. ১ হর্স পাওয়ার- কত ওয়াট?

ক) ৬৭৪

খ) ৭৪৬

গ) ৭৬৪✔

ঘ) ১০০০

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।