বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সাটাইল ইনস্টিউট ও টেক্সাটাইল ইঞ্জিয়ারিং কলেজ
ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
পরীক্ষার তারিখঃ- ২৭.০৯.২০১৮
বাংলা সমাধান
১. ‘রক্তকরবী’ নাটকটির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর✔
গ) নূরুল মোমেন
ঘ) আসকার ইবনে শাইখ
২. ‘ণ’ ত্ব ও ‘ষ’ ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসূত হয়?
ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম✔
ঘ) খাটি বাংলা
৩. ‘কোথায় যাওয়া হছে’? এটি কোন বাক্যের উদাহরন?
ক) ভাববাচ্য✔
খ) কর্মবাচ্য
গ) কর্তৃবাচ্য
ঘ) কর্তৃকর্মবাচ্য
৪. বাংলা গদ্যের জনক বলা হয়?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কালীপ্রসন্ন সিংহ
৫. বাংলা কবিতার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক) ভারতচন্দ্র রায়
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) মাইকেল মধূসুদন দত্ত✔
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৬. কোনটি ‘অর্থবাচকতা’ নেই কিন্তু ‘অর্থদ্যোতকতা’ আছে?
ক) উপসর্গ✔
খ) সন্ধি
গ) সমাস
ঘ) কারক
৭. ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে?
ক) সত্যেন্দ্রনাথ দত্ত✔
খ) কাজী নজ্রুল ইসলাম
গ) মধুসূদন দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ‘পটল তোলা’ বাগধারাটির সঠিক অর্থ কি?
ক) পটল গাছ থেকে পটল তোলা
খ) পটল খাওয়া
গ) মারা যাওয়া✔
ঘ) ফেল করা
৯. ‘একাত্তরের ডায়েরী’ কে লিখেছেন?
ক) বেগম সুফিয়া কামাল✔
খ) জাহানারা ইমাম
গ) নীলিমা ইব্রাহীম
ঘ) সেলিনা হোসেন
১০. ‘বাধন হারা’ কাজী নজ্রুল ইসলামের কোন শ্রেণীর রচনা?
ক) উপন্যাস✔
খ) ছোট গল্প
গ) কাব্যগ্রন্থ
ঘ) নাটক
১১. ‘চোখের বালি’ উপন্যাসের রচয়িতা কে?
ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর✔
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
ক) দুল+অনা✔
খ) দোল+না
গ) দোল+অনা
ঘ) দোলনা+না
১৩. কোনটি বেগম রোকেয়ার রচনা?
ক) আয়না
খ) লালসালু
গ) ভাষা ও সাহিত্য
ঘ) অবরোধবাসিনী✔
১৪. ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অনুভব
খ) বিরাগ✔
গ) বিবাদ
ঘ) অভিমান
১৫. কোনটি তদ্ভব শব্দ—–
ক) চন্দ্র
খ) সূর্য
গ) হাত✔
ঘ) নক্ষত্র
১৬. কোনটি বহুব্রীহি সমাসের উদারন?
ক) তেমাথা
খ) চৌরাস্তা
গ) দশানন✔
ঘ) বিরানব্বই
১৭. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
ক) শৌরসেনী প্রাকৃত
খ) মাগধী প্রাকৃত✔
গ) পৈশাচিক প্রাকৃত
ঘ) অসমী
১৮. বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি?
ক) শূন্যপুরান
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) চর্যাপদ✔
ঘ) বৈষ্ণব পদাবলি
১৯. ‘ মৈমনসিংহ গীতিকা’ সংগ্রহ করেছিলেন—
ক) আশুতোষ ভট্টাচার্য
খ) দীনেশ্চন্দ্র সেন✔
গ) চন্দ্রকুমার দে
ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
২০. ‘আঠারো মাসে বছর’ বাগধারারটির অর্থ —-
ক) সময়ানুবর্তিতা
খ) আলস্য
গ) অকর্মণ্য
ঘ) দীর্ঘসূত্রতা✔
২১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
ক) ভানুসিংহ ঠাকুর✔
খ) টেকচাদ ঠাকুর
গ) হুতোম প্যাচা
ঘ) বীরবল
২২. ক্রিয়ার মুল অংশকে কি বলে?
ক) উপসর্গ
খ) ধাতু✔
গ) প্রত্যয়
ঘ) বিভক্তি
২৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনটি?
ক) কপাল্কুন্ডলা
খ) সীতারাম
গ) দুর্গেশনন্দিনি✔
ঘ) দেবী চৌধুরাণী
২৪. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
ক) চাবি✔
খ) কুপন
গ) তুরুপ
ঘ) ডিপো
ইংরেজি সমাধান
- Who wrote ‘Saint John’ ?
ক) Shakespeare
খ) Words Worth
গ) George Bernard Shaw✔
ঘ) Rudyard Kipling
- Fill in the blank: ‘A friend —– need is a friend indeed’?
ক) in✔
খ) at
গ) for
ঘ) of
- which one is a plural no:
ক) basis formula
খ) formula
গ) arms✔
ঘ) dwarf
- ‘Tea is liked by common people’. This is an example of—
ক) active voice
খ) passive voice✔
গ) quasi-passive voice
ঘ) double passive voice
- Which one of the following is a singular number?
ক) geese
খ) customs
গ) poetry✔
ঘ) spectacles
- What do you mean by the word ‘Gesture’ ?
ক) style
খ) walking
গ) body movement✔
ঘ) talking
- Fill in the blank: It has been raining —- Sunday.
ক) from
খ) since✔
গ) along
ঘ) till
- Identify the word which is spelt incorrectly:
ক) perseverance
খ) possesion✔
গ) liaison
ঘ) committee
- ‘The programme was telecast live: The word live in the above sentence is a/an—
ক) noun
খ) adjective
গ) verb
ঘ) adverb✔
- Fill in the gap with correct article: My friend holds— unique position.
ক) a✔
খ) an
গ) the
ঘ) no article required
- Who wrote ‘On his blindness’?
ক) Homer
খ) John Milton✔
গ) Shakespeare
ঘ) PB Shelley
- Fill in the blank: There are — parts of speech in English.
ক) five
খ) eight✔
গ) seven
ঘ) six
- Mark Twain was —-
ক) a English poet
খ) an American novelist✔
গ) a German poet
ঘ) an Indian poet
- which one is the opposite word of ‘cute’?
ক) mute
খ) fair
গ) ugly✔
ঘ) beautiful
- Fill in the blank: He exported 500— of jute?
ক) bails
খ) bells
গ) baels
ঘ) bales✔
- Fill in the blank: Give me a pen to write—
ক) with✔
খ) in
গ) to
ঘ) for
- Which of the following words is not plural?
ক) boxes
খ) physics✔
গ) data
ঘ) children
- Fill in the blank: ‘A stitch in time saves—‘?
ক) five
খ) many
গ) a lot
ঘ) nine✔
- ‘In black and white’ means—-
ক) directly
খ) in writing
গ) verbally
ঘ) in a simple way
- The word ‘omnipotent’ means—-
ক) almighty✔
খ) impoprtant
গ) feeble
ঘ) very good
- Fill in the blank: ‘It hurts when I walk. Please call —-a doctor
ক) out
খ) for
গ) in✔
ঘ) of
- Which one of the following words means the opposite of ‘bold’?
ক) modest
খ) meek
গ) mild
ঘ) timid✔
গণিত সমাধান
১. বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হয়?
ক) ৮ বছরে
খ) ১০ বছরে
গ) ১২/২ বছরে✔
ঘ) ১৬ বছরে
২. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক) ১২০ %
খ) ১৫০ % ✔
গ) ১৪০ %
ঘ) ১২৫ %
৩. ৩,৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
ক) ১৬
খ) ১২✔
গ) ১৪
ঘ) ৪
৫. ২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক) ১১টি
খ) ১০টি✔
গ) ৮টি
ঘ) ৯ টি
৮. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
ক) ৫ বছর
খ) ৭ বছর
গ) ৮ বছর
ঘ) ১০ বছর✔
৯. কোন বৃত্তের পরিধি ২৩ সেমি হলে এর ব্যাসার্ধ কত?
ক) ২.৩৩ সেমি
খ) ৩.`৬৬ সেমি✔
গ) ৭.৩২সেমি
ঘ) ১১.৫ সেমি
১১. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংকের তিনগুন। অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে?
ক) 31x
খ) 11x
গ) 13x✔
ঘ) 30x
১২. ১/২, ৩/৪, ৫/৬, ৫/১২ এদের গড় কত?
ক) ৫/৮✔
খ) ৫/১৪
গ) ৫/৪
ঘ) ৫/২
১৩. ১৮ কেজি ভরের বস্তুর ওজন চাদে কত নিউটন হবে?
ক) ১৯.৪
খ) ২৯.`৪✔
গ) ৩৯.৪
ঘ) ৪৯.৪
১৫. ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
ক) ২৫০
খ) ০.২৫✔
গ) ২.৫০
ঘ) ২৫.০০
১৬. কোনো ত্রিভূজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী অংকন সম্ভব হবে?
ক) ৬ঃ৫ঃ৪
খ) ১২ঃ৮ঃ৪
গ) ৬ঃ৪ঃ৩
ঘ) ৩ঃ৪ঃ৫✔
১৭. x2+x-20 এর উৎপাদকে বিশ্লষণ করতে হবে?
ক) (x-5)(x-4)
খ) (x+5)(x-4) ✔
গ) (x-5)(x+4)
ঘ) (x+5)(x+4)
১৮. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুটি কি কি ?
ক) ৭ ও ১১
খ) ১২ ও ১৮
গ) ১০ ও ১৪
ঘ) ১০১ ও ১৬✔
১৯. আলো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যায়। ৮ মিনিট ২০ সেকেন্ডে কত কোটি কিলোমিটার যাবে?
ক) ১২
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৫✔
২০. ৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার ২০ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করতে পারবে?
ক) ১৫
খ) ২০ গ) ২৫
ঘ) ৩০✔
সাধারণ জ্ঞান সমাধান
১. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
ক) UNDP
খ) UNICEF
গ) UNCTAD
ঘ) UNESCO✔
২. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
ক) সন্দ্বীপ
খ) মহেশখালী
গ) সেন্টমার্টিন✔
ঘ) হাতিয়া
৩. ‘পোর্ট অব স্পেন’ কোন দেশে অবস্থিত?
ক) দক্ষিণ আমেরিকা
খ) ত্রিনিদাদ টোবাগো✔
গ) স্পেন
ঘ) আলবেনিয়া
৪. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়?
ক) ৫ ম
খ) ৫ জুন✔
গ) ৫ জুলাই
ঘ) ৫ আগষ্ট
৫. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক) রাজশাহী
খ) মেহেরপুর✔
গ) ফরিদপুর
ঘ) রংপুর
৬. শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়—
ক) ১৪ডিসেম্বর✔
খ) ২৬ডিসেম্বর
গ) ২৩ডিসেম্বর
ঘ) ২০ ডিসেম্বর
৭. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?
ক) ২০ অক্টোবর ১৯৪৫
খ) ২৪ অক্টোবর ১৯৪৫✔
গ) ২৬ অক্টোবর ১৯৪৫
ঘ) ৩০ অক্টোবর ১৯৪৫
৮. What do we call a man who controls a game of football?
ক) goal-keeper
খ) coach
গ) captain
ঘ) referee✔
৯. ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে?
ক) ভারত
খ) যুক্তরাজ্য✔
গ) পাকিস্তান
ঘ) শ্রীলঙ্কা
১০. ‘শালবন বিহার’ কোন জেলায় অবস্থিত?
ক) কুমিল্লা✔
খ) বগুড়া
গ) চট্টগ্রাম
ঘ) রাজশাহী
১১. মানুষের হ্নৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক) ২ টা
খ) ৩ টা
গ) ৪ টা✔
ঘ) অসংখ্য
১২. সার্ক-এর সদর দপ্তর —-
ক) কাঠমান্ডু✔
খ) কলম্বো
গ) নয়াদিল্লী
ঘ) ঢাকা
১৩. মুক্তিযুদ্ধভিত্তক নাটক কোনটি?
ক) নবান্ন
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়✔
গ) ইবলিশ
ঘ) কীত্তনখোলা
১৪. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
ক) ইতালি
খ) কানাডা
গ) চীন
ঘ) কোনোটিই নয়✔
১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
ক) ১ জানুয়ারী ১৯৭২
খ) ১০ জানুয়ারী ১৯৭২✔
গ) ২৩ মার্চ ১৯৭২
ঘ) ১৭ এপ্রিল ১৯৭২
১৭. ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
ক) ঢাকা সেনানিবাস
খ) সোহরাওয়ার্দী উদ্যান✔
গ) কালুরঘাট
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ক) আবদুল গাফফার চৌধুরী✔
খ) আব্দুল লতিফ
গ) আবদুল আলিম
ঘ) আলতাফ মাহমুদ
১৯. এক অনু সালফিউরিক এসিডে কতটি পরমাণু আছে?
ক) ৩
খ) ৫
গ) ৭✔
ঘ) ৯
২০. যুক্তরাষ্টের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
ক) ৩০ টি
খ) ৪০ টি
গ) ৫০ টি✔
ঘ) ৬০টি
২১. বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নাম কি?
ক) শেখ কামাল
খ) শেখ রাসেল✔
গ) শেখ হাসিনা
ঘ) শেখ রেহানা
২২. যুক্তরাষ্টকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোন দেশ উপহার দেয়?
ক) যুক্ত্রাজ্য
খ) কানাডা
গ) চীন
ঘ) ফ্রান্স✔
২৩. পৃথিবীর সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ —-
ক) ভিয়েতনাম
খ) বাংলাদেশ
গ) ভারত
ঘ) চীন✔
২৪. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহ্নত হয়?
ক) প্রোটন
খ) ইলেকট্টন
গ) নিউট্টন
ঘ) আইসোটোপ✔
২৫. Dec 16 is a— for us
ক) green letter day
খ) white letter day
গ) orange letter day
ঘ) red letter day✔
২৬. বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ২০১৬ সালের জন্য শ্রেষ্ঠ বলে মনোনিত হয়েছে?
ক) অজ্ঞাতনামা✔
খ) আয়নাবাজি
গ) অস্তিত্ব
ঘ) শংখচিল
২৭. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
ক) পারদ✔
খ) লৌহ
গ) সোডিয়াম
ঘ) তামা
২৮. The study of religion is—-
ক) Theology✔
খ) Psychology
গ) Philosophy
ঘ) Astrology
২৯. টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়?
ক) আটলান্টিক মহাসাগর✔
খ) প্রশান্ত মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) লোহিত মহাসাগর
৩০. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফল্ভাবে কক্ষপথে যাত্রা শুরু করে—–
ক) ১০ মে ২০১৮
খ) ১১ মে ২০১৮✔
গ) ১২ মে ২০১৮
ঘ) ১৩ মে ২০১৮
৩১. ‘সাফারি পার্ক’ কি জাতীয় পার্ক?
ক) ফুলের বাগান
খ) পাখি পালনের স্থান
গ) বিরাট উদ্যান
ঘ) জীবজন্তুর অভয়ারণ্য✔
৩২. মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা কত?
ক) ৬ টি✔
খ) ৫টি
গ) ৩টি
ঘ) ৪টি
৩৩. চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মালম্বী?
ক) বৌদ্ধ✔
খ) হিন্দু
গ) খ্রীষ্টান
ঘ) প্রকৃতি পূজারি
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২২