কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১২,ঢাকা)এর
নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
পদের নামঃ- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
১। অনচ্ছেদ লিখুন “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালামবরকত-রফিক-জব্বারসহ বেশ কয়েকজন। মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। তখন থেকেই দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। প্রস্তাব গৃহীত হওয়ার পর ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারিকে এভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে ভাষা-আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি মেলে। এর একটি নতুন মাত্রাও তৈরি হয়। পৃথিবীর মাতৃভাষাসমূহের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এবং পৃথিবীর কোনো ভাষা যাতে হারিয়ে না যায় তা রােধ করতে এই দিবস অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায়। তাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হয়। বাংলাদেশের একটি জাতীয় দিবস শহিদ দিবস’ এভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ নামে সারা বিশ্বের ঐতিহ্যে পরিণত হয়েছে।
২। এক কথায় প্রকাশঃ
ক.ঘাম ঝরে পড়ছে এমন- গলদঘর্ম
খ. ইচ্ছামত কাজ বা আচরণ যে করে-স্বেচ্ছাচারী
গ. ইতি পূর্বে দণ্ডিত ব্যক্তি-দাগী
ঘ. লাফিয়ে চলে যা- প্লবগ
ঙ. তীর নিক্ষেপে ওস্তাদ-তীরন্দাজ
৩। কারক ও বিভক্তিঃ
ক. লোকটা জাতিতে বৈষ্ণব-করণে ৭মী
খ.বোটা আলগা ফল গাছে থাকে না-অপাদান কারকে শূন্য বিভক্তি
গ. তিলে তৈল আছে – অধিকরন কারকে ৭মী
ঘ. দীন দেখিয়া দান করিও -সম্প্রদান কারক
ঙ .গায়ে মানে না আপনি মোড়ল-কর্তায় ৭মী
৪। সন্ধি বিচ্ছেদঃ
ক. দ্যুলোক-দিব্+লোক
খ.তরুচ্ছায়া-তরু + ছায়া
গ. নিঃশব্দঃ নিঃ + শব্দ
ঘ. ধাত্রী -ধাতৃ + ঈ
ঙ. কিংবদন্তি -কিম্ + বদন্তী
- Fill in the blank:
- a) with
- b) of
- c) at
- d) to
- e) in
- Transformation of sentence:
- a) Let the door be shut
- b) Has he done it?
- c) You are requested to arrange.
- d) Rice is cheap when it is sold.
- e) You should keep a promise
- Identify the parts of speech:
Obedience- Noun
True- Adjective
Very- Adverb
Admire- Verb
Or- Conjunction
১১. যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
উত্তরঃ ৬৯%
১২. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪ঃ১। ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ঃ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
উত্তরঃ ৫০ঃ২০
১৩. প্রমাণ করুন
১৪. 1+b
১৫। সাধারণ জ্ঞানঃ
ক.বাংলাদেশের উচ্চতম স্থানের নাম
খ. মহামুনি বিহার কোথায় অবস্থিত-চট্টগ্রামের রাউজানে
গ. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি-ভবেরপাড়
ঘ. ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল-বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ঙ. বঙ্গবন্ধু কবে দেশে প্রত্যাবর্তন করেন- ১০ জানুয়ারি
চ. বাংলাদেশের কোন নদীতে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু সংরক্ষণ করা হয়-হালদা
ছ. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত-মহাস্থানগড়
জ. সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ঝ. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে- হামিদুর রহমান
১৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
ক) ইংলিশ চ্যানেল আলাদা করেছে কোন কোন শহরকে? লন্ডন ও প্যারিস
খ) মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী স্কোপিয়ে
গ) নুন্যতম কত সময়ের মধ্যে শব্দ ফিরে আসলে প্রতিধ্বনি শোনা হয়? ০.১ সেকেন্ড
ঘ) ইনসুলিনের কাজ কি? কলা-কোষে গ্লুকোজ বিশেষণ বৃদ্ধি করে
ঙ) বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা কত? ১৯৫ টি
১৭. পুর্ণরুপ লিখুনঃ
IRD- Internal Resources Division
EPZ- Export Processing Zone
আরো পড়ুনঃ-
- কর অঞ্চল -৫ ঢাকা এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কর অঞ্চল -১০ ঢাকা এর সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১ ঢাকা এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০ ঢাকা এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান-২০২২
- কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল বগুড়ার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কর কমিশনারের কার্যালয় এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- কর অঞ্চল-১২ এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।