তুলা উন্নয়ন বোর্ড এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
381

তুলা উন্নয়ন বোর্ড এর অফিস সহায়ক লিখিত নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ২৫/০৯/২০২১

বাংলা অংশ সমাধানঃ

১। সন্ধি বিচ্ছেদ করুন।

ক) প্রচ্ছদ=প্র+ছদ [স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়। অ+ছ = চ্ছ[]

খ) যথেষ্ট= যথা+ইষ্ট [‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।]

গ) ক্ষুধার্ত =ক্ষুধা+ঋত [অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত-র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।]

ঘ) পদ্ধতি=পদ+হতি [‘ত/দ’ এরপরে ‘হ’ থাকলে উভয়ে মিলে ‘দ্ধ’ হয়।]

ঙ) সংরক্ষণ =সম+রক্ষণ [‘ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।]

২। অর্থসহ বাক্য গঠন করুন।

ক) ইদুর কপালে = মন্দ ভাগ্য [অনেক পরিশ্রম করেও সুমনের কপালে তেমন কিছু জুটছে না এ যেন ইদুর কপালের উৎকৃষ্ট নজির]

খ) নাড়ির টান = গভীর ও আন্তরিক মমত্ববোধ [ঈদের ছুটিতে সবাই নাড়ির টানে গ্রামে চলে যায়]

গ) তামার বিষ = অর্থের কুপ্রভাব [অর্থ সম্পদ অনেক সময় মানুষের জীবনে তামার বিষ হয়ে দাঁড়িয়ে যায়]

ঘ) ভিটায় ঘুঘু চড়ানো = সর্বনাশ করা [অনেকে হিংসার কারণে ভিটায় ঘুঘু চড়ানোর মত কাজে করে ফেলে]

ঙ) ঈদের চাঁদ= অতি আকাঙিক্ষত বস্ত্ত [চাকরিটা সুমনের কাছে ঈদের চাঁদের মতই]

৩। বিপরীত শব্দ লিখুন।

ক) নিরীহ = হিংস্র

খ) শূন্য = পূর্ণ

গ) অর্পণ = গ্রহণ

ঘ) অপচয় = সঞ্চয়

ঙ) উজ্জ্বল = ম্লান

ইংরেজি অংশ সমাধানঃ 

৪। Translate into English:

  1. i) একতাই বল = Unity is Strength.
  2. ii) মিথ্যা বলা মহাপাপ = To tell a lie is a great sin.

iii) তুমি কি এবার পরীক্ষা দিবে? = Will you appear for the exam this year?

  1. iv) আমরা সমাজে বাস করি। = We live in a society.
  2. v) শিশুটি ঘুমাইতেছে। = The baby is sleeping.

৫. Fill in the blanks with appropriate prepositions.

  1. i) I was well_ _my work. উত্তরঃ at
  2. ii) He did—–me the unnecessary things. উত্তরঃ for

iii) He heard music all_ _him. উত্তরঃ of

  1. iv) You asked me —- luncheon. উত্তরঃ for
  2. v) They saw a ship coming —–them. উত্তরঃ towards

৬. Correct the following sentences.

  1. i) We made fire. উত্তরঃ We set on fire.
  2. ii) You are in wrong. উত্তরঃ You are in the wrong.

iii) Always speak truth. উত্তরঃ Always speak the truth

  1. iv) My mother sick. উত্তরঃ My mother is sick.
  2. v) He died yesterday night. উত্তরঃ He died yesterday.

গণিত অংশ সমাধানঃ- 

৭। বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন।

উত্তরঃ ৭৮৭৩২

৮। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের বাইরে চারিদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মােট কত খরচ হবে?

উত্তরঃ ৪৪০ টাকা

৯। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ 27×4 + 8xy3

উত্তরঃ x(3x + 2y) (9×2 – 6xy + 4y2)

১০। ফাইয়াজ ও আয়াজের কতকগুলো আপেলকুল ছিল। ফাইয়াজের আপেলকুল থেকে আজকে 10 টি আপেলকুল দিলে আয়াজের আপেলকুলের সংখ্যা ফাইয়াজের চেয়ে তিনগুণ হতো। আর আয়াজের আপেলকুল থেকে ফাইয়াজকে 20 টি দিলে ফাইয়াজের আপেলকুলের সংখ্যা আয়াজের সংখ্যার দ্বিগুণ হতো। কার কতগুলো আপেলকুল ছিল?

উত্তরঃ ফাইয়াজ=২৮ টি ,আয়াজ = ৪৪ টি

১১। সংক্ষেপে উত্তর লিখুনঃ

ক) বঙ্গমাতার নাম লিখুন?

উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব

খ) বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন চলছে?

উত্তরঃ ৭৬তম অধিবেশন

গ) স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন

উত্তরঃ ডাঃ সিতারা বেগম

ঘ) বৈদ্যনাথতলা কোন উপজেলায় অবস্থিত?

উত্তরঃ মুজিবনগর উপজেলা

ঙ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে?

উত্তরঃ ১০ জানুয়ারি

চ) WHO এর পূর্ণরুপ কি?

উত্তরঃ World Health Organization

ছ) রাখাইন উপজাতি মায়ানমারের কোন প্রদেশের অধিবাসী?

উত্তরঃ মায়ানমারের রাখাইন রাজ্যের

জ ) পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরিয়তপুর

ঝ ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তরঃ জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত

ঞ ) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।