জাতীয় রাজস্ব বোর্ড এর ইন্সপেক্টর/এপ্রেইজার/পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০
Inspector/Appraiser/ Preventive Officer/Intelligence Officer at National Board of Revenue
(NBR) Job Exam Question and Solution 2010
পদের নামঃ- ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা
পরীক্ষার তারিখঃ-০৪/০৬/২০১০
বাংলা সমাধান
১. মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা?
ক) উপন্যাস✔
খ) ধর্মগ্রন্থ
গ) ইতিহাস
ঘ) সমাজবিজ্ঞান
২. ”রাজসিংহ” উপন্যাস কার রচনা?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম
৩. মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” কোন ছন্দে রচিত?
ক) স্বরবৃত্ত ছন্দ
খ) অক্ষরবৃত্ত ছন্দ
গ) মাত্রাবৃত্ত ছন্দ
ঘ) অমিত্রাক্ষর ছন্দ✔
৪. বীরবল কোন লেখকের ছদ্মনাম?
ক) প্রথমনাথ বিশী
খ) প্রমথ চৌধুরী✔
গ) প্রমথনাথ বসু
ঘ) প্রেমেন্দ্র মিত্র
৫. নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক) সমীচীন✔
খ) সমিচীন
গ) সমীচিন
ঘ) সমিচিন
৬. বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি?
ক) ১৯টি
খ) ২০টি
গ) ২১টি✔
ঘ) ২২টি
৭. ”সূর্য” এর প্রতিশব্দ কোনটি?
ক) সুধাংশ খ) শশাংক
গ) আদিত্য✔
ঘ) বিধু
৮. ”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব✔
গ) পদক্রম
ঘ) বাক্যপ্রকরণ
৯. ”অর্ধচন্দ্র” এর অর্থ কোনটি?
ক) অমাবস্যা
খ) গলাধাক্কা দেয়া✔
গ) চরিত্রহীন
ঘ) দত্তা
১০. ”কি আঁচল বিছায়েছ …… নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
ক) শান্ত ছায়ায়
খ) বটের মূলে✔
গ) সাগর তলে
ঘ) গাছের তলে
১১. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
ক) দু’হাতি
খ) সমান তালী
গ) সব্যসাচী✔
ঘ) তবলা বাদক
১২. ”হরতন” কোন ভাষার শব্দ?
ক) ওলন্দাজ✔
খ) ইংরেজি
গ) জাপানী
ঘ) হিন্দী
১৩. ”যাচ্ছেতাই” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) যাহা+ইচ্ছা+তাহা
খ) যাচ্ছে+তাই
গ) যা+ইচ্ছে+তাই
ঘ) কোনোটাই না✔
১৪. ধাতু কত প্রকার?
ক) তিন প্রকার✔
খ) চার প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
১৫. বাংলা কবিতায় ছন্দ কত প্রকার?
ক) চার প্রকার
খ) তিন প্রকার✔
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
১৬. ”রক্তান্ত প্রান্তর” নাটক কোন পটভূমিতে লিখিত?
ক) পানিপথের যুদ্ধ
খ) পাক-ভারত যুদ্ধ
গ) খন্দকের যুদ্ধ
ঘ) ইরান-ইরাকের যুদ্ধ
১৭. জসীমউদ্দীনের “কবর” কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন?
ক) আম
খ) পাট
গ) তরমুজ✔
ঘ) মাছ
১৮. ”শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা?
ক) গল্প সংকলন
খ) কবিতা
গ) কাব্য
ঘ) উপন্যাস✔
১৯. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক) হাতাহাতি
খ) দম্পতি✔
গ) গাছপাকা
ঘ) সিংহাসন
২০. সমাস বাক্যকে-
ক) সংকোচন করে
খ) সংক্ষেপ করে✔
গ) অর্থবোধক করে
ঘ) বিস্তৃত করে
২১. শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা “স্মৃতিস্তম্ভ” কার লেখা?
ক) আলাউদ্দিন আল আজাদ✔
খ) আসাদ চৌধুরী
গ) মাহবুবুল আলম
ঘ) অসীম সাহা
২২. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
ক) বিভক্তি
খ) কারক
গ) ধাতু✔
ঘ) প্রত্যয়
২৩. ”কপোত” শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক) বক
খ) কবুতর✔
গ) হারগিলা
ঘ) ময়ূর
২৪. শঙ্খনীল কারাগার” উপন্যাসটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) হুমায়ূন আজাদ
গ) আলাউদ্দীন আল আজাদ
ঘ) হুমায়ূন আহমেদ✔
২৫. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
ক) পথের দাবি
খ) দেবদাস
গ) চরিত্রহীন
ঘ) দত্তা
ইংরেজী সমাধান
- Which one is the correct sentence?
ক) birds learn to fly by instinct✔
খ) Do not instinct him to go
গ) He died instinctly
ঘ) None of these
- Which one does not relate to literature?
ক) Epoilogue
খ) Monologue
গ) Demagogue✔
ঘ) Prologue
- What is the synonym of “Growth”?
ক) Uplift
খ) Development
গ) Raising
ঘ) Increase✔
- What is the antonym of “Anarchy”?
ক) Unrest
খ) Instability
গ) Peace✔
ঘ) Lawlessness
- Which sentence is incorrect?
ক) I feel unwell
খ) He prefers tea than coffee✔
গ) Open page 30
ঘ) I have a headache
- What is the opposite of “Cowardice”?
ক) Forceful
খ) Courage✔
গ) Strength
ঘ) Daring
- “Right and left” means-
ক) indiscriminately✔
খ) quickly
গ) carefully
ঘ) right and worng
- Which one is similar to “Synopsis”?
ক) Brief
খ) Short note
গ) Summary✔
ঘ) Resume
- “Few and far between” means-
ক) too far
খ) in between
গ) rarely✔
ঘ) long distance
- The word “Lunatic” means-
ক) Crazy✔
খ) Mad
গ) Aggressive
ঘ) Oppressive
- Which one does not give negative meaning?
ক) Judicious✔
খ) Mean
গ) Dull
ঘ) Irreverent
- The word “Lunar” is related to–
Sup
Planet
Moon✔
Air
- “With flying colours” means-
ক) flying bird
খ) victoriously✔
গ) colourful
ঘ) aimlessly
- Fill in the blank by choosing the appropriate word/words : Alexandar Flemming —- penicillin.
ক) Inventing
খ) Discovered
গ) Invented✔
ঘ) Made
- The word “capital” relates to-
ক) hand
খ) head✔
গ) light
ঘ) globe
- Choose the correct sentence?
ক) He refrained to attend his office
খ) he refrained attending his office
গ) He refrained from attending his office✔
ঘ) he refrained form attend his office
- “Tajmahal” is a-
ক) Monument✔
খ) Castle
গ) Tower
ঘ) Mansion
- Which word is not synonymous of “Belief”?
ক) Credence
খ) Incredible✔
গ) Faith
ঘ) Conviction
- “Lingua Franca” means-
ক) French language
খ) A mixed language✔
গ) Lation language
ঘ) Translated version
- Dogs bark, what do horses do?
ক) Hum
খ) Neigh✔
গ) Hiss
ঘ) Croak
- “Prima facie” means-
ক) Prime figure
খ) At first view✔
গ) prime accused
ঘ) Prime Minister
- Which one is not a flower?
ক) Magnolia
খ) Cosmos✔
গ) Lily
ঘ) Cosmic
- Which of the following sentences is correct?
ক) He is very good with mathematics
খ) He is very good for mathematics
গ) He is very good at mathematics✔
ঘ) He is very good in mathematics
- Which one is not a literary ornament?
ক) Simile
খ) Similar✔
গ) Similitude
ঘ) Sarcasm
- Which one of the following does not mean “a road”?
ক) Alley
খ) Boulevard
গ) Track
ঘ) Lagoon✔
গণিত সমাধান
১. ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ BC = 5, AB = 3 হলে, ভূমি AC এর মান কত?
ক) 6
খ) 4✔
গ) 2
ঘ) 5
২. কোনো চতুর্ভুজের বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ নয়। এরূপ চতুর্ভুজকে বলে –
ক) বর্গক্ষেত্র
খ) আয়তক্ষেত্র
গ) ট্রাপিজিয়াম
ঘ) রম্বস✔
৩. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%
ক) ৫০
খ) ৬০
গ) ৭০
ঘ) ৮০✔
৪. একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
ক) ১১
খ) ১০✔
গ) ২০
ঘ) ১৫
৫. কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটির অপেক্ষা ৭ বেশি। সংখ্যাটি কত?
ক) ৩
খ) ৪✔
গ) ৫
ঘ) ৬
৬. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
ক) ২২
খ) ২৩
গ) ২৫✔
ঘ) ৫০
৭. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?
ক) ৫৩
খ) ২৯
গ) ৮৮
ঘ) ৪১✔
৮. যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে?
ক) ৩০০ জন
খ) ৪০০ জন
গ) ৫০০ জন✔
ঘ) ৬০০ জন
৯. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ৩০%
খ) ২৫%
গ) ১৫%
ঘ) ২০%✔
১০. শতকরা কত হার লাভে কোনো আসল ১০ বছরে লাভে আসলের দ্বিগুণ হবে?
ক) ১০ টাকা✔
খ) ১২ টাকা
গ) ১৫ টাকা
ঘ) ২০ টাকা
১১. একটি জিনিস ৬০ টাকায় বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত ?
ক) ৪০ টাকা
খ) ৫০ টাকা✔
গ) ৬০ টাকা
ঘ) ৮০ টাকা
১২. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে, বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত ?
ক) ২৮ বছর
খ) ৩০ বছর
গ) ৩৩ বছর✔
ঘ) ৬৫ বছর
১৩. এক ব্যক্তি মাসিক বেতনের ১/৪০ অংশ মহার্ঘভাতা পান। তার মাসিক বেতন ১৬০০ টাকা হলে, তার মহার্ঘভাতা কত?
ক) ৩০ টাকা
খ) ৪০ টাকা✔
গ) ৬৪ টাকা
ঘ) ৮০ টাকা
১৪. -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে ?
ক) 1
খ) 2
গ) -1✔
ঘ) -2
১৫. 2x+3y=36 এবং 2x+y=16 হলে, (x,y) -এর মান কত?
ক) (2, 1)
খ) (3, 10) ✔
গ) (3, 5)
ঘ) (6,10)
১৬. a+b=9, a-b=7 হলে, ab=কত?
ক) 7
খ) 8✔
গ) 6
ঘ) 9
সাধারণ জ্ঞান সাধারণ
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
ক) ১০ এপ্রিল , ১৯৭১
খ) ১১ এপ্রিল, ১৯৭১
গ) ১৭ এপ্রিল, ১৯৭১✔
ঘ) ১৯ এপ্রিল, ১৯৭১
২. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
ক) মহেশখালী
খ) সেন্টমার্টিন✔
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
৩. টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটস্ম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন-
ক) শচীন টেন্ডুলকার
খ) ডন ব্রাডম্যান
গ) লেন হাটন
ঘ) মোঃ আশরাফুল✔
৪. ”ব্ল্যাক ক্যাট” কোন দেশের কমান্ডো বাহিনী?
ক) নেপাল
খ) ভারত✔
গ) মিয়ানমার
ঘ) ইরান
৫. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক) কোপেনহেগেন
খ) লন্ডন
গ) রোম
ঘ) ব্রাসেলস✔
৬. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টর ভাগ করা হয়?
ক) আট
খ) দশ
গ) এগার✔
ঘ) বারো
৭. সংসদ ভবনের স্থপতি কে?
ক) মাজহারুল হক
খ) লুই কান✔
গ) এফ আর খান
ঘ) নভেরা আহমেদ
৮. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন?
ক) সম্রাট আকবর
খ) ঈশা খাঁ✔
গ) সুবেদার ইসলাম খান
ঘ) শাহজাদা আজম
৯. কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়-
ক) বাংলাদেশ টেলিভিশনে
খ) কেন্দ্রীয় শহীদ মিনারে
গ) ঢাকা কেন্দ্রীয় কারাগারে✔
ঘ) রমনা বটমূলে
১০. প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো-
ক) বগুড়া ও দিনাজপুর
খ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
গ) কুমিল্লা ও নোয়াখালী✔
ঘ) বৃহত্তর ময়মনসিংহ
১১. সিএনজি-এর অর্থ কি?
ক) কার্বনমুক্ত নতুন পরিবেশবান্ধব তেল
খ) নতুন ধরনের প্রাকৃতিক গ্যাস
গ) সীসামুক্ত পেট্রল
ঘ) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস✔
১২. টেলিফোনের আবিষ্কারক কে?
ক) মাইকেল ফ্যারাডে
খ) আলেকজান্ডার গ্রাহাম বেল✔
গ) চার্লস ডারউইন
ঘ) ফ্রেডারিক এংগেল্স
১৩. কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়?
ক) ডায়াবেটিস✔
খ) কলেরা
গ) হাম
ঘ) ম্যালেরিয়া
১৪. গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী-
ক) অতিরিক্ত বনজঙ্গল
খ) সবুজ গাছপালা
গ) অনাবৃষ্টি
ঘ) বায়ুমন্ডলের কার্বন-ডাই অক্সাইড✔
১৫. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
ক) নিউক্লিয়াস
খ) নিউক্লিওলাস
গ) ক্রোমোজম✔
ঘ) নিউক্লিওপ্লাজম
১৬. সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
ক) লর্ড বেন্টিংক✔
খ) বিদ্যাসাগর
গ) রামমোহন রায়
ঘ) হান্টার
১৭. বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন?
ক) জেমস্ রেনেল✔
খ) শিবনারায়ণ
গ) র্যাড ক্লিফ
ঘ) কামরুল হাসান
১৮. কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ?
ক) গৌড়
খ) সোনারগাঁও
গ) ঢাকা✔
ঘ) হুগলি
১৯. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
ক) সিলেট
খ) ঢাকা
গ) রংপুর
ঘ) ভোলা✔
২০. ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?
ক) ঢাকায়
খ) লাহোরে✔
গ) করাচিতে
ঘ) চট্টগ্রামে
২১. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী?
ক) ডোভার
খ) জিব্রাল্টার✔
গ) পানামা
ঘ) পক
২২. মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?
ক) ১৯ জুলাই, ১৯৬৯
খ) ২১ জুলাই, ১৯৬৯
গ) ১৮ জুলাই ১৯৬৯
ঘ) ২০ জুলাই, ১৯৬৯✔
২৩. পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ক) রামপাল
খ) ধর্মপাল✔
গ) চন্দ্রগুপ্ত
ঘ) আদিশূর
২৪. ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রথম উপাচার্য কে?
ক) স্যার এ. এফ. রহমান
খ) উইলিয়াম জেমস
গ) পি. জে. হার্টজ✔
ঘ) ল্যাংলি
আরো পড়ুনঃ-
- জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৫
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।