জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
350

জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট এর অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

National Institute of Mass communication Office Assistant Cum Computer Operator Exam Question and answer 2021

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পরীক্ষার তারিখঃ- ৫ ফেরুয়ারি ২০২১

বাংলা সমাধান

১. টিকা  লিখুন:

১ লা বৈশাখ পালনের সাঙ্কেতিক গুরুত্ব শিখুন।

০২. অর্থসহ বাক্য লিখুন:

অক্কা পাওয়া (মরে যাওয়া): যে কোন দিনই থুত্থুড়ে বুড়োটা অক্কা পেতে পারে।

ঊনপাঁজুরে (দুর্বল): এ ঊনপাঁজুরে মেয়েটির লতা নাম ঠিকই হয়েছে।

আলালের ঘরের দুলাল (বড় লোকের আদুরে ছেলে): এই আলালের ঘরের দুলালটিকাজ দেখলে ভয় পায়।

রাবনের চিতা (চির অশান্তি): ‘রাবণের চিতাসম জ্বলিছে হৃদয় মম।’

খয়ের খা (চাটুকার): তুমি তো বড় সাহেবের খয়ের খা তুমি আমাদের আন্দোলনে আসবে না।

ইংরেজি সমাধান

০১. Correct the right forms of verbs:

  1. a) Government is (import) Sugar from Brazil.

উত্তরঃ Government is importing Sugar from Brazil.

  1. b) They must (following) the rules of behaviour.

উত্তরঃ They must follow the rules of behaviour.

  1. c) The boys (send) to school yesterday.

উত্তরঃ The boys sent to school yesterday.

  1. d) This problem must (solve) immediately.

উত্তরঃ This problem must be solved immediately.

  1. e) I wish (fill) my demand.

উত্তরঃ I wish filled my demand.

০২. Translate the following sentence into English

  1. A) যত গর্জে তত বর্ষে না।

উত্তরঃ A barking dog never or seldom bites.

  1. b) এ দেশ আমাদের গর্ব।

উত্তরঃ This country is our pride.

  1. c) তুমি কি বোকা।

উত্তরঃ Are you so stupid?

  1. d) মানুষ মাত্রই ভুল করে।

উত্তরঃ To err is human.

  1. e) তোমার ঘড়িতে কয়টা বাজে?

উত্তরঃ What time is it by your watch?

০৩. Paragraph “Traffic Jam in Dhalu City”

গণিত সমাধান

০১. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?

সমাধানঃ

এখানে ৫ বছরে ৭০ টাকা কমে গেলে ১ বছরে কমে (৭০/৫)=১৪ টকা

আবার,সুদের হার কমে ৭%-৫%=২%

সুতরাং, ২%=১৪

=>১%=১৪/২

=> ১০০% =৭×১০০=৭০০ টাকা [ এখানে ১০০% হলে মোট মুলধন]

উত্তরঃ ৭০০টকা

০২. 2x-2/x = 3 হলে, 8(x3-1/x3)-63

সমাধানঃ দেওয়া আছে,

2x−2/x=3

বা, 2(x−1/x)=3

বা, x−1/x=3/2………(i)

বা, (x−1/x)3=(3/2)3 [উভয় পক্ষকে ঘন করে]

বা, x3−1/x3−3.x.1/x(x−1/x)=27/8

বা, x3−1/x3−3.3/2=27/8 [(i) হতে ]

বা, x3−1/x3=27/8+9/2

বা, x3−1/x3=(27+36)/8

বা, x3−1/x3=63/8

∴ 8(x3−1/x3)=63 (দেখানো হলো)

০৩. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গামিটার হলে পরিসীমা কত?

সমাধানঃ ধরি,

আয়তাকার ঘরের বিস্তার x মিটার

” ” দৈর্ঘ্য 2x ”

প্রশ্নমতে, 2x² = 512

=> x² = 256

∴x= 16 = বিস্তার

∴2x = 32 = দৈর্ঘ্য

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)

=2 (32 + 16)

= 96 মিটার (উত্তর)

সাধারণ জ্ঞান সমাধান

০১. জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করুন।

উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের কারণসমূহ: বেশ কয়েকটি প্রাকৃতিক প্রক্রিয়ার ওপর জলবায়ুর পরিবর্তন নির্ভর করে। এর মধ্যে যেমন আছে পৃথিবীর বিভিন্ন গতিশীল প্রক্রিয়া, তেমন আছে বহির্জগতের প্রভাব। শেষোক্ত কারণটির মধ্যে থাকতে পারে সৌর বিকিরণের মাত্রা, পৃথিবীর অক্ষরেখার দিক-পরিবর্তন কিংবা সূর্যের তুলনায় পৃথিবীর অবস্থান।বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রীনহাউজ গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। জলবায়ুর বৈজ্ঞানিক মডেলে এই সমস্ত সূচককে ইংরেজিতে অনেক সময় Climate Forcing  বলে সম্বোধন করা হয়।

২. www-এর পূর্ণ নামে লিখুন।

উত্তরঃ World Wide Web.

৩. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

উত্তরঃ যশোর।

৪. মুজিব বর্ষের ক্ষণগণনা কবে থেতে শুরু হয়?

উত্তরঃ ১০ জানুয়ারি ২০২০ থেকে।

৫. Joe Biden আমেরিকার কততম প্রেসিডেন্ট ও কত তারিখে শপথ নিয়েছেন?

উত্তরঃ ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সাল থেকে বিশ্বব্যাপি পালন করা হয়?

উত্তরঃ ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।

৭. NIMC-এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ National Institute of Mass Communication.

৮. VIRUS এর পূর্ণ রূপ লিখুন।

উত্তরঃ Vital Information Resources Under Seize.

৯. ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাসের লেখকের নাম কি?

উত্তরঃ সৈয়দ শামসুল হক।

১০. জাতির পিতা বঙ্গবন্ধু কবে এবং কোথায় জন্ম গ্রহণ করেন?

উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।