মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এর অধীন মহিলা অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান –২০০৭

0
359

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এর অধীন মহিলা অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান –২০০৭

Upzilla Female Affairs Officer under the Ministry of Women and Children Affairs job exam question and solution – 2007

পদের নামঃ- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

পরীক্ষার তারিখঃ- ২৯.০৩.২০০৭

বাংলা সমাধান

১. শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায়–জলে

ক) বর্ষার

খ) ঝর্ণার

গ) নয়নের✔

ঘ) চোখের

২. শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।

ক) দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা✔

খ) দরিদ্যতা আমাদের প্রধান সমস্যা

গ) দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা

ঘ) দারিদ্র্যতাই প্রধান সমস্যা

৩. দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত- বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচণ্ডলী দোষ

খ) বাহুল্য দোষ✔

গ) উপমার দোষ

ঘ) বাগধারার দোষ

৪. কোন বাক্যে ‘ভালো’ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে?

ক) ভালোকে ভালো বলবো না তো কি?✔

খ) আপন ভালো সবাই চায়

গ) এখানে কি ভালোটা তুমি দেখলে

ঘ) ভালোকে সবাই পছন্দ করে

৫. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) আনুসঙ্গিক

খ) আনুসাঙ্গিক

গ) অনুষাঙ্গিক

ঘ) আনুষঙ্গিক✔

৬. তদানীন্তন পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন?

ক) খাজা নাজিম উদ্দিন

খ) ধীরেন্দ্রনাথ দত্ত✔

গ) লিয়াকত আলী

ঘ) ড.মুহাম্মদ শহীদুল্লাহ

৭. নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়?

ক) দিবারাত্রির কাব্য

খ) হাঁসুলী বাঁকের উপকথা

গ) কবিতার কথা✔

ঘ) পথের পাঁচালী

৮. মুনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

ক) কবর

খ) চিঠি

গ) রক্তাক্ত প্রান্তর

ঘ) মুখরা রমণী বশীকরণ✔

৯. কোন দু ‘টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?

ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি✔

খ) ছাড়পত্র ও বনলতা সেন

গ) বনলতা সেন ও উত্তর ফাগুনী

ঘ) ঝরাপালক ও রাখালী

১০. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-

ক) চাষী জীবনের করুণ চিত্র

খ) নারীর বন্দীদশার করুণ চিত্র

গ) ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত টিত্র✔

ঘ) ধর্মীয় মূল্যবোধ বিসাতরের চিত্র

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?

ক) শ্রীকান্ত

খ) গৃহদাহ✔

গ) শেষপ্রশ্ন

ঘ) পল্লী সমাজ

১২. “ওরে বাছা মাতৃ কোষে রতনের রাজি, এ ভিখারী- দশা তবে কেন তোর আজি?” এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত?

ক) বলকা

খ) দারিদ্র্য

গ) বঙ্গভাষা✔

ঘ) ক্রন্দসী

১৩. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?

ক) শ্রী চৈতন্যদেব✔

খ) শ্রীকৃষ্ণ

গ) আদিনাথ শিব

ঘ) আউল মনোহর দাশ

১৪. যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি। -এ পঙক্তিদ্বয় কার রচনা?

ক) অতুল প্রসাদ সেন

খ) রামনিধি গুপ্ত

গ) আবদুল হাকিম✔

ঘ) কবি আলাওল

১৫. কোন দু’জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?

ক) উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্রগুপ্ত

খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু✔

গ) উইলিয়াম কেরি ও রামরাম বসু

ঘ) রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য

১৬. ‘বিষাদ সিন্ধু’ একটি –

ক) গকেষণা গ্রন্থ

খ) ধর্মবিষয়ক প্রবন্ধ

গ) ইতিহাস আশ্রয়ী উপন্যাস✔

ঘ) আত্মজীবনী

১৭. পথিক তুমি পত হারাইয়াছ – এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি?

ক) কাপালকুণ্ডলা✔

খ) বিষবক্ষ

গ) দেবী চৌধুরাণী

ঘ) কৃষ্ণকান্তের উইল

১৮. ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র’ কে সম্পাদনা করেন?

ক) হাসান আজিজুল হক

খ) আবুল হাসান

গ) আহসান হাবীব

ঘ) হাসান হাফিজুর রহমান✔

১৯. কোন দু’জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন?

ক) মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম✔

খ) কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ) আবদুল করিম ও সাহিত্যবিশারদ ও ঈশ্বরগুপ্ত

ঘ) মীর মশারফ হোসেন ও কায়কোবাদ

২০. নিচের কোনটি সঠিক?

ক) সত্যের মত বদমাস- সেলিনা হোসেন

খ) সংশপ্তক- জহির রায়হান

গ) হাঙর নদী গ্রেনেড- সুফিয়া কামাল

ঘ) গাভী বিত্তান্ত-আহমেদ ছফা✔

২১. “গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান”- কে বলেছেন?

ক) সুকান্ত ভট্টাচার্য

খ) সমর সেন

গ) কাজী নজরুল ইসলাম✔

ঘ) বিষ্ণু দে

২২. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?

ক) উপন্যাসে ইতিহাস বর্জন

খ) সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে

গ) গদ্য কবিতায় রচনায়

ঘ) চলিত ভাষার ব্যবহারে✔

২৩. সাংস্কৃতিক সংগঠন ‘উদীচীর’ প্রতিষ্ঠাতা কে?

ক) সত্যেন সেন✔

খ) সুরবালা

গ) ওয়াহিদুল হক

ঘ) সানজিদা বেগম

২৪. “জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে” এ আকাঙ্ক্ষা কোন কবির?

ক) সুফিয়া কামাল✔

খ) শামসুর রাহমান

গ) হায়ত মাহমুদ

ঘ) জীবনানন্দ দাশ

ইংরেজী সমাধান

  1. Fill in the blanks : Now a days many villages are lit _______ electricity.

ক) by

খ) with✔

গ) from

ঘ) on

  1. Give me a telephone number to ring_____ I get get lost.

ক) in case✔

খ) wheather

গ) unless

ঘ) perhaps

  1. Are you doing anything special_____ the weekend?

ক) in

খ) for

গ) at✔

ঘ) on

  1. Team is ______ eleven.

ক) made of

খ) made up of✔

গ) made

ঘ) made up

  1. What kind of noun is ‘girl’?

ক) Proper

খ) Common✔

গ) Material

ঘ) Collective

  1. what is the verb of ‘Ability’?

ক) Ableness

খ) Enable✔

গ) Ably

ঘ) Able

  1. What is the adjective of the word’ Heart’?

ক) Heart

খ) Hearten

গ) Heartening✔

ঘ) Heartful

  1. Fill up the gap in the form of pronoun : My uncle has three sons ___ work in the same office.

ক) all of them✔

খ) who all

গ) had not of

ঘ) all of whom

  1. I waited until the plane-

ক) did not take of

খ) took off✔

গ) had not off

ঘ) had taken off

  1. Which is the plural from of word ‘Hero’?

ক) Heros

খ) Heroes✔

গ) Herois

ঘ) Heross

  1. Plural from of the word ‘Canon’ is-

ক) Cannoes

খ) Cannos

গ) Conons

ঘ) none of them✔

  1. Which one of the following is reflexive pronoun?

ক) Himself✔

খ) They

গ) who

ঘ) Whom

  1. ‘He is poor but honest’ _____ in this sentence which is conjunction

ক) poor

খ) honest

গ) but✔

ঘ) he

  1. Which one is not example of comparative degree?

ক) upper

খ) Worst

গ) highest

ঘ) b & c✔

  1. Which one is an example of superlative degree?

ক) least✔

খ) less

গ) Near

ঘ) Out

  1. ‘Let me write a letter”. passive from is-

ক) Let a letter write by me

খ) Let a letter be written by me✔

গ) Let a letter to write by me

ঘ) Let a letter is written by me

  1. My uncle looks after me._____ passive from is-

ক) I was looked after by me uncle

খ) I am looked after by me uncle✔

গ) I am being looked after by me uncle

ঘ) I am looking after by me uncle

  1. He died of fever.Passive from is-

ক) Fever caused his to die

খ) Fever caused him to death

গ) He was caused to die of fever✔

ঘ) His death was caused with fever

  1. What is the meaning of the word ‘White Elephant’?

ক) An elephant with white colour

খ) A black marketer

গ) A very costly of troublesome possession✔

ঘ) Possession

  1. “To meet trouble half way” means-

ক) to be puzzled✔

খ) to get nervous

গ) to be disappointed

ঘ) to bear up

  1. “To read between lines” means-

ক) to read carefully

খ) to read only some line

গ) to read quickly

ঘ) to read carefully to find out meaning✔

  1. “In black and white’ means-

ক) unfavouarable

খ) in writing✔

গ) in contrast

ঘ) in conformity with

  1. The correct spelling is-

ক) Humorous✔

খ) Humorius

গ) Humorouss

ঘ) Humurious

  1. “They left in a body” means-

ক) unitedly

খ) together✔

গ) Humorouss

ঘ) Humurious

  1. Who is the author of “Animal Farm”?

ক) T.More

খ) G. Orwell✔

গ) Shakespeare

ঘ) Dickens

  1. Who is the author of “Animal Farm”?

ক) T.More

খ) G. Orwell✔

গ) Shakespeare

ঘ) Dickens

সাধারণ জ্ঞান সমাধান 

১. ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?

ক) মুক্তি, একতা ও সমতা

খ) গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা

গ) বিপ্লব, শিপ্লায়ন ও উন্নয়ন

ঘ) ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা✔

২. স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

ক) সিরিয়া

খ) তিউনিসিয়া

গ) আলজেরিয়া✔

ঘ) নাইজেরিয়া

৩. ইন্টারপোলের সদর দফতর কোথায়?

ক) হেগ

খ) প্যারিস

গ) জেনেভা

ঘ) ফ্রান্সের লিওঁ শহরে✔

৪. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

ক) প্রশান্ত মহাসাগর

খ) ভারত মহাসাগর

গ) আটলান্টিক মহাসাগর✔

ঘ) উত্তর মহাসাগর

৫. জাতিসংঘ ১৯৯৯ সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছিলো ?

ক) শিশুবর্ষ

খ) যুববর্ষ

গ) নারীবর্ষ

ঘ) প্রবীনদের বর্ষ✔

৬. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

ক) কাঠমুন্ডূ

খ) কলম্বো

গ) মালে

ঘ) ঢাকা✔

৭. আইডিবি (IDB) এর সদর দফতর কোথায়?

ক) জেদ্দা✔

খ) বাগদাদ

গ) তেহরান

ঘ) মাসকট

৮. এপি (Associated Press) কোন দেশের সংবাদ সংস্থা?

ক) ভারত

খ) রাশিয়া

গ) যুক্তরাজ্য

ঘ) যুক্তরাষ্ট্র✔

৯. মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি?

ক) কংগ্রেস

খ) চেম্বার

গ) উয়ান

ঘ) থুরাল✔

১০. শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন?

ক) কুয়েত✔

খ) ওমান

গ) কাতার

ঘ) জর্ডান

১১. ভিনসেন্ট ভ্যানগন কি ছিলেন ?

ক) চিত্রকর✔

খ) যাদুকর

গ) বিজ্ঞানী

ঘ) সাহিত্যিক

১২. ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?

ক) সিমলা চুক্তি✔

খ) ক্রেমনিল

গ) মানবাধিকার চুক্তি

ঘ) তাসখন্দ চুক্তি

১৩. আনুষ্ঠানিকভাবে ইসলামী উন্নয়ন ব্যাংক জন্মলাভ করে কবে?

ক) ১৯৬৫ সালে

খ) ১৯৭৫ সালে✔

গ) ১৯৮৫ সালে

ঘ) ১০৯৫ সালে

১৪. রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন?

ক) সোনিয়া গান্ধী

খ) প্রিয়াঙ্কা গান্ধী

গ) মনমোহন সিং হ

ঘ) নরসীমা রাও✔

১৫. জার্মান আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কতৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?

ক) ডুরান্ড লাইন

খ) ম্যাজিনো লাইন✔

গ) হিন্ডারবার্গ লাইন

ঘ) ম্যাকমোহন লাইন

১৬. সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব-

ক) ৩৪৬ কিমি

খ) ৪৭৫ কিমি✔

গ) ৪৯৫ কিমি

ঘ) ৫৭৫ কিমি

১৭. বাংলাদেশে মোট কয়টি কাগজকল আছে?

ক) ৫ টি

খ) ৭ টি✔

গ) ৬ টি

ঘ) ১১ টি

১৮. বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা-

ক) ৫০

খ) ৫২

গ) ৫৪

ঘ) ৯৫✔

১৯. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে ওঠেছে?

ক) কানাডা

খ) চীন

গ) জাপান✔

ঘ) ফ্রান্স

২০. বাংলাদেশের বড় সার কারখানা কোনটি?

ক) ঘোড়াশাল সার কারখানা

খ) ফেঞ্চু সার কারখানা

গ) জিয়া সার খারখানা (আশুগঞ্জ )

ঘ) যমুনা সার কারখানা (তারাকান্দি) ✔

২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি

ক) আদমজী ইপিজেড

খ) ঢাকা ইপিজেড

গ) চট্টগ্রাম ইপিজেড✔

ঘ) মংলা ইপিজিড

২২. বাংলাদেশে ২৩ টি স্থলবন্দরে মধ্যে কোনটি সরকার কতৃক সরাসরি নিয়ন্ত্রন করা হয় ?

ক) হিলি(দিনাজপুর)

খ) বাংলাবান্দা ( পঞ্চগড়)

গ) বেনাপোল✔

ঘ) সোনা মসজিদ

২৩. বর্ণালী ও শুভ্র কি?

ক) উন্নত জাতের তামাক

খ) উন্নত জাতের ধান

গ) উন্নত জাতের ভুট্টা✔

ঘ) উন্নত জাতের বেগুন

২৪. নদী ছাড়া ‘মহানন্দা’ কি?

ক) তরমুজ

খ) আম✔

গ) বাঁধাকপি

ঘ) সরিষা

২৫. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?

ক) ঢাকা

খ) মেহেরপুর

গ) রাঙ্গামাটি✔

ঘ) সিলেট

২৬. ‘মারমা’ উপজাতিরা বাস করে –

ক) গারো পাহাড়ে

খ) বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে✔

গ) দিনাজপুর

ঘ) সিলেটের জয়ন্তিকা পাহাড়ের পাদদেশে

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।