কারা অধিদপ্তর এর কারা তত্ত্বাবধায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান–২০১০

0
269

কারা অধিদপ্তর এর কারা তত্ত্বাবধায়ক পদের নিয়োগ

পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন কারা অধিদপ্তর এর কারা তত্ত্বাবধায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

Prison Caretaker at Prison Headquarter under the Ministry of Home Affairs Job exam Question and Solution 2010

পদের নামঃ- কারা তত্ত্বাবধায়ক

পরীক্ষার তারিখঃ- ১৯.০৩.২০১০

বাংলা সমাধান

১. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ “চর্যাপদ”-এর রচনাকাল-

ক) সপ্তম থেকে দ্বাদশ শতক✔

খ) অষ্টম থেকে চতুর্দশ শতক

গ) নবম থেকে চতুর্দশ

ঘ) দশম থেকে চতুর্দশ শতক

২. বৈষ্ণব পদকর্তা “চন্ডীদাস” কত জন?

ক) ৩ জন✔

খ) ২ জন

গ) ৪ জন

ঘ) ৫ জন

৩. ”কবিকঙ্কন” কার উপাধি?

ক) কাশীরাম দাস

খ) মালাধর বসু

গ) মুকুন্দরাম চক্রবর্তী✔

ঘ) ভারতচন্দ্র

৪. ”মানসিংহ ভবানন্দ উপাখ্যান” কার রচনা ?

ক) কানাহরি দত্ত

খ) বিজয় গুপ্ত

গ) মুকুন্দ রাম

ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর✔

৫. মধ্যযুগের প্রণয়কাব্য “লায়লী মজনু” কার রচনা?

ক) শাহ মুহম্মদ সগীর

খ) দৌলত উজির বাহরাম খান✔

গ) সাবিরিদ খাঁ

ঘ) দৌলত কাজী

৬. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

ক) চন্দ্রাবতী✔

খ) স্বর্ণকুমারী দেবী

গ) স্বর্ণরূপা দেবী

ঘ) আশালতা দেবী

৭. মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য:-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেয়া ?

ক) রামায়ণ✔

খ) মহাভারত

গ) মহাশ্মশান

ঘ) ইলিয়াড

৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?

ক) শাহজাদপুর

খ) শিলাইদহ

গ) মনপুরা✔

ঘ) পিতশ্বর

৯. বাংলা সাহিত্যের পল্লীকবি কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) শামসুর রাহমান

ঘ) জসীমউদ্‌দীন✔

১০. ”ড়” এবং ”ঢ়” ধ্বনিগুলোকে বলে-

ক) তাড়নজাত✔

খ) কম্পনজাত

গ) নাসিক্য

ঘ) উষ্ম

১১. ”চোখের বালি” অর্থ কি?

ক) চোখের অসুখ

খ) চোখের যত্ন

গ) শত্রু✔

ঘ) কৃতঘ্ন

১২. ”সবুজপত্র” সম্পাদনা করেন কে?

ক) প্রমথ চৌধুরী✔

খ) রাধানাথ সিককদার

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) বঙ্কিমচন্দ্র

১৩. আনন্দ মঠ উপন্যাস কার লেখা?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔

ঘ) আনন্দ মোহন চক্রবর্তী

১৪. ”জমীদার দর্পণ” এর রচয়িতার নাম কি?

ক) মীর মোশাররফ হোসেন✔

খ) দীনবন্ধু মিত্র

গ) মাইকেল মধুসূদন দত্ত

ঘ) প্যারিচাঁদ মিত্র

১৫. ”ঘোড়া” এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অশ্ব

খ) ঘোটক

গ) তুরগ

ঘ) গর্দভ✔

১৬. ”আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক” কোন বিভক্তি?

ক) কর্মে ৬ষ্ঠী

খ) করণে শূন্য

গ) অধিকরণে ৬ষ্ঠী✔

ঘ) করণে ৭মী

১৭. কৃতঘ্ন অর্থ কি?

ক) যে উপকারীর অপকার করে

খ) যে উপকারীর উপকার করে না

গ) যে উপকারীর উপকার স্বীকার করে না✔

ঘ) যে উপকারীর অপকার করে না

১৮. ”যাচ্ছেতাই” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) যাচ্ছে+তাই

খ) যা+ইচ্ছে+তাই✔

গ) ক, খ দুটোই

ঘ) কোনোটিই না

১৯. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?

ক) রৌদ্র করোটিতে

খ) নিজ বাসভুমে

গ) বন্দী শিবির থেকে

ঘ) বন্দীর বন্দনা✔

২০. ”অবরোধবাসিনী” কার রচনা?

ক) উপেন্দ্রকিশোর রায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) বেগম রোকেয়া✔

ঘ) বুদ্ধদেব বসু

২১. ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?

ক) বিসর্জন✔

খ) চিত্রাঙ্গদা

গ) রক্তকরবী

ঘ) রাজা ও রাণী

২২. ”কবর” নাটকের রচয়িতা কে?

ক) সিকান্‌দার আবু জাফর

খ) মুনীর চৌধুরী✔

গ) মমতাজউদ্‌দীন

ঘ) আব্দুল্লাহ আল মামুন

২৩. কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয় ?

ক) ধূসর পান্ডুলিপি

খ) ঝরা পালক

গ) বেলা শেষের গান✔

ঘ) মহাপৃথিবী

২৪. ”বেদের মেয়ে” গীতিনাট্য কে লিখেছেন?

ক) কাজী নজরুল ইসলাম

খ) জসীমউদ্‌দীন✔

গ) ড. নীলিমা ইব্রাহীম

ঘ) সাঈদ আহম্মদ

২৫. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন-

ক) ১৯১০ সালে

খ) ১৯০৫ সালে

গ) ১৯১৩ সালে✔

ঘ) ১৯১১ সালে

২৬. ”তেইশ নম্বর তৈলচিত্র” উপন্যাস কে লিখেছেন?

ক) আলাউদ্দিন আল আজাদ✔

খ) জহির রায়হান

গ) সৈয়দ ওয়ালিউল্লাহ

ঘ) শওকত ওসমান

২৭. ”বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” কার রচিত কাব্যগ্রন্থ?

ক) শামসুর রাহমান✔

খ) জাহানারা আরজু

গ) হাসান হাফিজুর রহমান

ঘ) আল মাহমুদ

২৮. বাংলা গদ্যের জনক কে?

ক) উইলিয়াম কেরি

খ) রাজা রামমোহন রায়

গ) রামরাম বসু

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর✔

২৯. ”মা তোর বদন খানি মলিন হলে, আমি —— ভাসি” শূন্যস্থান পূরণ করুন।

ক) চোখের জলে

খ) নয়ন জলে✔

গ) বুকের জলে

ঘ) নদীর জলে

৩০. বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার?

ক) ৪ প্রকার

খ) ৩ প্রকার✔

গ) ২ প্রকার

ঘ) ৫ প্রকার

ইংরেজী সমাধান

  1. The word “vital” is-

ক) a noun

খ) an adverb

গ) an adjective✔

ঘ) a verb

  1. Which is the correct sentence?

ক) Credit it to my account✔

খ) Credit it in my account

গ) Credit it at my account

ঘ) Credit it with my account

  1. He did it —- his own accord.

ক) of✔

খ) at

গ) by

ঘ) on

  1. The word “amicable” means

ক) Expensive

খ) Forgetful

গ) Lengthy or drawn out

ঘ) Friendly✔

  1. The word “indolent” means-

ক) without a family

খ) lazy✔

গ) disrespecctful

ঘ) impoverished

  1. I wish I were-

ক) him

খ) his

গ) he✔

ঘ) himself

  1. Everyone should respect the teachers, should n’t–

ক) I

খ) they✔

গ) he

ঘ) you

  1. Choose the correct synonym for the word “Tedious”.

ক) Amusing

খ) Dull✔

গ) Exciting

ঘ) Quick

  1. “All at once” means-

ক) Quickly

খ) Slowly

গ) Suddenly✔

ঘ) Grandually

  1. Choose the correct sentence?

ক) He was hunged for murder

খ) He has been hunged for murder

গ) He was hanged for murder✔

ঘ) He has been hanging for murder

  1. Meaning of the word “Habeas Corpus” is-

ক) citizen’s democratic right

খ) fundamental rights of prisoners✔

গ) freedom of jurisprudence

ঘ) withdrawal of embassy

  1. He ran fast lest he — miss the train.

ক) could

খ) should✔

গ) would

ঘ) can

  1. “Macbeth” is

ক) a play✔

খ) a novel

গ) an essay

ঘ) a poem

  1. Fahim as well as his friends has decided to visit London. Here “as well as” is a-

ক) Conjunctional phrase✔

খ) verb phrase

গ) gerund phrase

ঘ) adverb phrase

  1. An “Ordinance” is

ক) a book

খ) an arms factory

গ) a newspaper

ঘ) a law✔

  1. What is the passive form of “Do it”?

ক) It is done by you

খ) Let it be done✔

গ) Let done it by you

ঘ) Let it by done (by you)

  1. “Blank verse” is a kind of verse-

ক) having blanks in the verse

খ) having no rhyming end✔

গ) having no significance

ঘ) having no rhythmic flow

  1. “Feg end” means–

ক) Foggy

খ) Unfair

গ) Cut a bad figure

ঘ) At least✔

  1. “Excess” means-

ক) Durable

খ) Exploit

গ) continuous

ঘ) Surplus✔

  1. “Ophelia” is an important character in the Shakespearean play-

ক) Macbeth

খ) The Tempest

গ) Hamlet✔

ঘ) King Lear

  1. The expression “an exciting and interesting time” can be replaced by –

ক) school of thought

খ) white elephant

গ) once in a blue moon

ঘ) a whale of a time✔

  1. The expression “rarely” can replaced y the idiom.

ক) catching some one redhanded

খ) with flying colours

গ) in the red

ঘ) once in a blue moon✔

  1. He won a victory — his rivals.

ক) over✔

খ) against

গ) from

ঘ) off

  1. Anis said, ‘I must write a letter.’ The indirect narration of this sentence is-

ক) Anis said he must write a letter

খ) Anis said that he must write a letter

গ) Anis said he had to write a letter

ঘ) Anis said that he had to write a letter✔

  1. Choose the word which is most nearly similar in meaning to the word in capital letters. FLAVOUR

ক) Active

খ) Poverty

গ) Taste✔

ঘ) Kind

  1. “prevention”- Find out the parts of speech.

ক) Noun✔

খ) Adjective

গ) Verb

ঘ) Adverb

  1. Famous Irish poet and dramatist is-

ক) H.G. Wells

খ) Alexander Pope

গ) Tolstoy

ঘ) W. B. Yeats✔

  1. Synonym of the word “fickle” is-

ক) Constant

খ) Stable

গ) unstable✔

ঘ) Trustworthy

  1. A Russian author who refused Nobel Prize —

ক) Maxim Gorky

খ) Ruskin

গ) Alexander Solzhenitsin

ঘ) Boris Pasternak✔

  1. The correct spelling is –

ক) secretariate

খ) secretariat✔

গ) secratariate

ঘ) secratariet

গণিত সমাধান

১. কোন বৃহত্তর সংখ্যা দ্বারা ২৭, ৪০, ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকেবে?

ক) ১৫

খ) ১৪

গ) ১৩

ঘ) ১২✔

২. ৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?

ক) ৮ টাকা

খ) ৭ টাকা

গ) ৬ টাকা

ঘ) ৫ টাকা✔

৩. ১, ৫, ৯, …………, ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?

ক) ৪১✔

খ) ৩৯

গ) ৪২

ঘ) ৪০

৪. দুটি সংখ্যার গ.সা.গু ও ১৫ এবং ল.সা.গু ও ৪২০ একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?

ক) ১০৫✔

খ) ১০৬

গ) ১০০

ঘ) ৯০

৫. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রে প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?

ক) ১০০%

খ) ২০%

গ) ১০%

ঘ) ২১%✔

৬. একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধি হার ৫%। মহল্লার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল?

ক) ২১৫০ জন

খ) ২১০০ জন✔

গ) ২০০০ জন

ঘ) ২০৫০ জন

৭. প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?

ক) ৩০ টাকা✔

খ) ২৫ টাকা

গ) ২৭.৫০ টাকা

ঘ) ২৮ টাকা

৮. যদি দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় হবে ত্রিভুজ দুটি —– হবে।

ক) সমানুপাতিক

খ) সমরেখ

গ) সর্বসম✔

ঘ) সদৃশ

৯. কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, চতুর্ভুজটি ——- হবে।

ক) সামান্তরিক✔

খ) বর্গক্ষেত্র

গ) রম্বস

ঘ) আয়তক্ষেত্র

১০. কোন ত্রিভুজের তিন বাহু বা লম্ব দ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে?

ক) লম্বকেন্দ্র

খ) ভরকেন্দ্র

গ) পরিকেন্দ্র✔

ঘ) অন্তঃকেন্দ্র

১১. কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?

ক) 13✔

খ) 14.5

গ) 9

ঘ) 15

সাধারণ জ্ঞান অংশ 

১. বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ?

ক) কামারুজ্জামান

খ) সৈয়দ নজরুল ইসলাম

গ) তাজউদ্দীন আহমেদ✔

ঘ) ক্যাপ্টেন মনসুর আলী

২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ৬ দফা ঘোষনা করেন?

ক) ৭ জুন ১৯৬৬ সালের ঢাকা পল্টন মযদানে

খ) ১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচীতে

গ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে✔

ঘ) ২৩ মার্চ ১৯৬৬ সালে চট্টগ্রামে

৩. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?

ক) ২৪ জানুয়ারি✔

খ) ১৫ ফেব্রুয়ারি

গ) ২১ মার্চ

ঘ) ২৫ মার্চ

৪. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?

ক) ১৯৭২ সালের ১১ নভেম্বর        খ) ১৯৭২ সালের ২৬ মার্চ

গ) ১৯৭২ সালের ২৪ নভেম্বর

ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর✔

৫. কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?

ক) ১৮৮৪ সালে

খ) ১৯২০ সালে

গ) ১৮৭৫ সালে

ঘ) ১৮৮৫ সালে✔

৬. সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?

ক) নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং

খ) হরিণের সংখ্যার ভিত্তিতে

গ) পাগমার্ক✔

ঘ) বন প্রহরীদের তথ্যের ভিত্তিতে

৭. ”হাজার বছর ধরে” উপন্যাস কার লেখা?

ক) শওকত ওসমান

খ) সৈয়দ ওয়ালিউল্লাহ

গ) জহির রায়হান✔

ঘ) শহীদুল্লাহ কায়সার

৮. জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে?

ক) জিয়াউর রহমান

খ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান✔

গ) সৈয়দ নজরুল ইসলাম

ঘ) হোসাইন মোহাম্মদ এরশাদ

৯. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত ?

ক) কুতুবদিয়া

খ) হাতিয়া✔

গ) মহেশখালী

ঘ) সন্দ্বীপ

১০. তয়খানা অর্থ কি ?

ক) পড়াশুনার ঘর

খ) ভূগর্ভস্থ কক্ষ (গ্রীষ্মকালে বাসের জন্য) ✔

গ) বৈঠককানা

ঘ) উপাসনা কক্ষ

১১. জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?

ক) ৬টি✔

খ) ৯টি

গ) ৫টি

ঘ) ৮টি

১২. ”লেডি উইথ দি ল্যাম্প” কে?

ক) প্রিন্সেস ডায়ানা

খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল✔

গ) মাদার তেরেসা

ঘ) তাপসী রাবেয়া

১৩. কমনয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

ক) ইরাক

খ) মরিসাস

গ) অস্ট্রেলিয়া✔

ঘ) সাইপ্রাস

১৪. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?

ক) ভারত

খ) যুক্তরাজ্য

গ) ইসরাইল

ঘ) শ্রীলংকা✔

১৫. ভ্যাটিকান কি?

ক) উত্তর আমেরিকা পর্বতমালা

খ) যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীত গোষ্ঠী

গ) ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা✔

ঘ) বস্তুবাদী নাস্তিক ইউরোপীয় সংগঠন

১৬. জেকোবিন কি?

ক) আমেরিকার বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন

খ) ফরাসী বিপ্লবের অগ্রনায়ক ক্লাব✔

গ) বিখ্যাত বেহালা বাদক

ঘ) ইউরোপীয়ান নাইট

১৭. হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?

ক) ব্লিৎসক্রিগ রণরীতি✔

খ) ম্যাজিনো লাইন দুর্বেদ্যতা নীতি

গ) শত্রুকে ধোকায় রাখার রণনীতি

ঘ) নৌ অবরোধ রণনীতি

১৮. বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধন কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক) ভারতে

খ) যুক্তরাজ্যে

গ) দক্ষিণ আফ্রিকায়

ঘ) বাংলাদেশে✔

১৯. সাঁতারকে কোন সালে অলিম্পিক প্রতিযোগতায় অন্তর্ভুক্ত করা হয়?

ক) ১৮৯২

খ) ১৮৯৬✔

গ) ১৯৪১

ঘ) ১৯৫৬

২০. উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়?

ক) মিটার

খ) অ্যম্পিয়ার

গ) কেলভিন✔

ঘ) ক্যানডেল

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।