পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার
কল্যাণ সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০১১
Family Planning Inspector / Family welfare Assistant at Directorate General of Family Planning (DGFP) Job Exam Question and Solution 2011
পদের নামঃ- পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী
পরীক্ষার তারিখঃ-২৪.০৬.২০১১
বাংলা সমাধান
১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ?
ক) চর্যাপদ✔
খ) ব্রজবুলি
গ) ঠাকুরমার ঝুলি
২. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ?
ক) বিষাদ সিন্ধু
খ) আলালের ঘরের দুলাল✔
গ) কপালকুন্ডলা
৩. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
ক) ১০টি✔
খ) ২০টি
গ) ৫টি
৪. লাঠালাঠি শব্দটি কোন সমাস?
ক) বহুব্রীহি সমাস✔
খ) দ্বিগু সমাস
গ) দ্বন্দ সমাস
৫. ‘মাছের মা’ বাগধারাটি অর্থ কি ?
ক) নিষ্ঠুর✔
খ) অসম্ভব
গ) কাণ্ডজ্ঞানহীন
৬. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক) জন+এক✔
খ) জনে+এক
গ) জন+ ঐক
৭. নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কোনটি ?
ক) অর্থবাচক
খ) ইতিবাচক✔
গ) সমার্থক
৮. কোন বানানটি সঠিক ?
ক) সমিচিন
খ) সমীচীন✔
গ) সমীচিন
৯. শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?
ক) ছোটগল্প
খ) কাব্যগ্রন্থ
গ) উপন্যাস✔
১০. “স্বাধীনতা তুমি” কবিতাটি কার লেখা ?
ক) মীর মোশাররফ হোসেন
খ) শামসুর রাহমান✔
গ) কাজী নজরুল ইসলাম
১১. ‘তোমাদের কখন আসা হলো’ এটি কোন বাচ্যের উদাহরণ ?
ক) ভাববাচ্য✔
খ) কর্মবাচ্য
গ) কতৃবাচ্য
১২. ‘মেধাবী’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক) মেধা+বী
খ) মেধা+বীন✔
গ) মেধা+ই
১৩. ‘যুগসন্ধিক্ষণের’ কবি বলা হয়?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত✔
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) জীবনানন্দ দাশ
১৪. বাংলা সনেটের প্রথম রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) আলাওল
গ) মাইকেল মধুসূদন দত্ত✔
১৫. ‘শিরে সংক্রান্তি’ অর্থ কি?
ক) মাথার বোঝা
খ) মহাবিপদ
গ) আসন্ন বিপদ✔
১৬. ‘সে’ কোন পুরুষ ?
ক) প্রথম✔
খ) উত্তম
গ) মধ্যম
১৭. টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে ‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি ?
ক) কর্মকারকে ৭মী
খ) করণকারকে ৭মী✔
গ) অপাদানে কারকে ৭মী
১৮. পল্লীকবি বলা হয় কাকে ?
ক) জসিমউদদীন✔
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
১৯. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের রচয়িতা কে?
ক) তসলিমা নাসরিন
খ) সুফিয়া কামাল
গ) বেগম রোকেয়া✔
ইংরেজী সমাধান
- 1. ‘আমি তাকে যেতে দিলাম’ এর ইংরেজী কোনটি ?
ক) I see him go
খ) I let him go✔
গ) I go
- 1. Parts of speech কত প্রকার ?
ক) 5
খ) 8✔
গ) 3
- 3. কোন শব্দটি Noun ?
ক) Good
খ) City✔
গ) Upon
- 4. কোনটি সঠিক ?
ক) Ministry of Health and Family Planning✔
খ) Ministry of Health and Family wealfare
গ) Health and Family planning Ministry
- The Headmaster is ….. the School
ক) in✔
খ) on
গ) of
- Ox এর plural কোনটি?
ক) Oxen✔
খ) Oxes
গ) Vixe
- I read …… Quran
ক) A
খ) An
গ) The✔
- 8. কোনটি সঠিক বানান?
ক) Phycology
খ) Psychology✔
গ) Sycology
- 9. কোন শব্দটি Adjective?
ক) Police
খ) Child
গ) beautiful✔
- International Language কোনটি ?
ক) Bengali
খ) English✔
গ) Japanese
- ‘রোমিও জুলিয়েট’ কার লেখা?
ক) shakespeare✔
খ) Arnst homing
গ) john Keats
- 12. আমার টাকা ছিলো না- এর সঠিক ইংরেজি কোনটি?
ক) I have no money
খ) I had no money✔
গ) I was not money
- I was reading a Novel কোন Tense?
ক) Past continuous✔
খ) Present Continuous
গ) Future Continuous
- 14. ইংরেজি বর্ণমালা কয়টি ?
ক) ২০টি
খ) ২৬টি✔
গ) ৩০টি
- Do not laugh at the poor- কোন প্রকার sentence ?
ক) Interrogative
খ) imperative✔
গ) Assertive
- ‘Oil your own machine ‘এর সঠিক অর্থ কোনটি?
ক) নিচের চরকা পরিষ্কার কর
খ) নিজের চরকায় তেল দাও✔
গ) ঝোপ বুঝে কোপ মার
- 17. কোন বাক্যটি সঠিক ?
ক) Meghan is big river
খ) Meghna is a Big river
গ) The Meghna is a big river✔
- ‘অবাক কাজ’ এর ইংরেজি কি?
ক) What is strange?
খ) The wonderful✔
গ) The beautiful work
- The captive lady-কার রচনা?
ক) William Shakespeare
খ) Michel Modhusondhun Dutta✔
গ) Henry Wordsworth
- Beautiful -এর সমার্থক শব্দ কোনটি?
ক) Good
খ) Nice✔
গ) ugly
গনিত সমাধান
১. আপনার কাছে ২০ টি ১০০ টাকার নোট আছে। তা থেকে ৫টি ১০০টাকার নোট ছোট ভাইকে দিয়ে দিলে কত টাকা থাকবে ?
ক) ২৫০০
খ) ২০০০
গ) ১৫০০✔
২. যদি একটি কাজ ৯ জন লোকে ১২ দিনে শেষ করতে পারে, তবে ১২ জন লোক এই কাজটি কত দিনে শেষ করবে ?
ক) ৯দিন✔
খ) ৫দিন
গ) ১০দিন
৩. ২টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে?
ক) ২টি
খ) ১টি✔
গ) ৩টি
৪. ৫/৭ ভগ্নাংশের হর কত?
ক) ৫
খ) ৭✔
গ) কোনটি নয়
৫. কোনটি মৌলিক সংখ্যা?
ক) ১
খ) ৬
গ) ৭✔
৬. কোনটি মিশ্র ভগ্নাংশ?
ক) ১/২
খ) ৩/২
গ) কোনটিই নয়✔
৭. ১ মিলিয়ন = কত লক্ষ ?
ক) ১লক্ষ
খ) ১০ লক্ষ✔
গ) ১০০ লক্ষ
৮. ত্রিভুজের একটি কোন সমকোণ হলে অপর দুটি কি ?
ক) সমকোণ
খ) সূক্ষ্মকোণ✔
গ) স্থূলকোণ
৯. ১ সমকোণ =কত ডিগ্রী ?
ক) ১৮০
খ) ৯০✔
গ) ১০০
১০. একটি ইটের কয়টি তল আছে?
ক) ৩টি
খ) ৮টি
গ) ৬টি✔
সাধারণ জ্ঞান সমাধান
১. বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি ?
ক) ১০ জানুয়ারি
খ) ১১জুলাই✔
গ) ১৫ আগস্ট
২. ভারতের রাষ্টপতির নাম কি ?
ক) রামনাথ কবিন্দ✔
খ) এ জে আবুল কালাম
গ) আসিফ আলী জারদারী
৩. বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি?
ক) এম এ মুহিত
খ) মুসা ইব্রাহীম✔
গ) ড. মুহাম্মদ ইউনুস
৪. বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
ক) ৬মাস✔
খ) ৩মাস
গ) ২মাস
৫. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে?
ক) বান্দরবান
খ) পঞ্চগড়
গ) রাঙ্গামাটি✔
৬. মুজিবনগর কোথায় অবস্থিত?
ক) চুয়াডাঙ্গা
খ) মেহেরপুর✔
গ) সিরাজগঞ্জ
৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
ক) যুক্ত্রারাষ্ট
খ) জাপান
গ) পর্তুগাল✔
৮. বিশ্বকাপ ক্রিকেট ২০১১-তে বাংলাদেশ এর সাথে প্রথম কোন দেশের খেলা অনুষ্ঠিত হয়?
ক) ভারত✔
খ) ইংল্যান্ড
গ) পাকিস্তান
৯. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
ক) আনোফিলিস
খ) এডিস✔
গ) কিউলেক্স
১০. কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?
ক) ২৩ সেপ্টেম্বর✔
খ) ২৩মার্চ
গ) ২১জুন
১১. বাংলাদেশের রণসঙ্গীত এর রচয়িতা কে?
ক) কাজী নজ্রুল ইসলাম✔
খ) শামসুর রহমান
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
১২. WHO- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) নিউইয়র্ক
খ) লন্ডন
গ) জেনেভা✔
১৩. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
ক) তাজউদ্দীন আহমেদ✔
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৪. বিশ্বকাপ ফুটবল ২০১০ এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
ক) ব্রাজিল
খ) ইতালি
গ) স্পেন✔
১৫. বাংলাদেশের সংবিধান কোন সালে প্রনীত হয়?
১৯৭২ সাল✔
১৯৭৫ সাল
১৯৫২ সাল
১৬. CPU- এর পূর্ণরূপ কি?
ক) Central Power Unit
খ) Central processing unit✔
গ) Central Purchase Unit
১৭. সবচেয়ে হালকা ধাতু কি ?
ক) লিথিয়াম✔
খ) হিলিয়াম
গ) সিসা
১৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন ?
ক) ২৩২জন
খ) ৭জন✔
গ) ২০জন
১৯. সিডর কোন ভাষার শব্দ?
ক) সিংহলি✔
খ) উর্দু
গ) বাংলা
২০. কোন রক্ত গ্রুপ কে সর্বজনীন দাতা বলে ?
ক) ও পজেটিভ✔
খ) বি পজেটিভ
গ) এ নেগেটিভ
২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন ?
ক) মানিক মিয়া এভিনিউ
খ) রেসকোর্স ময়দান✔
গ) পল্টন ময়দান
২২. টেলিফোন কে আবিষ্কার করেন?
ক) স্টিফেন হকিন্স
খ) আলেকজান্ডার গ্রাহাম বেল✔
গ) মাদাম কুরি
২৩. যক্ষার টিকা কোনটি ?
ক) বিসিজি✔
খ) ডিপিটি
গ) টিটি
২৪. আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?
ক) গলগণ্ড✔
খ) রাতকানা
গ) চর্মরোগ
২৫. মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে ?
ক) ৪টি✔
খ) ৬টি
গ) ২টি
২৬. মানুষের শরীরের কত জোড়া ক্রোমোজম থাকে ?
ক) ২০জোড়া
খ) ২৫জোড়া
গ) ২৩জোড়া✔
২৭. খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে ?
ক) ১২ঘন্টা✔
খ) ২০ঘন্টা
গ) ২৪ঘন্টা
২৮. লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ?
ক) বি
খ) সি✔
গ) এ
২৯. জোয়ার ভাটা হয় কোন গতির কারণে?
ক) আহ্নিক গতি✔
খ) বার্ষিক গতি
গ) মাসিক গতি
৩০. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততমদেশ ?
ক) ৩য়
খ) ৮ম✔
গ) ১১তম
৩১. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
ক) এ✔
খ) বি
গ) সি
আরো পড়ুনঃ-
- পরিবার পরিকল্পনা অধিদপ্তর-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (DGFP) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৪
- পরিকল্পনা বিভাগ এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২
- পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিদর্শিকা প্রশিক্ষনার্থী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
- পরিবার পরিকল্পনা বিভাগ এর পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।