নির্বাচন কমিশন সচিবালয় এর স্টোর কিপার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

0
358

নির্বাচন কমিশন সচিবালয় এর স্টোর কিপার পদে

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- স্টোর কিপার

পরীক্ষার তারিখঃ-২১/০৫/২০১৯

বাংলা প্রশ্ন সমাধান

১) ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ -এক কথায় তাকে কী বলে?

ক) ইতিহাসিক

খ) ইতিহাসবিদ

গ) ইতিহাসবেত্তা✔

ঘ) ঐতিহাসিক

২) ‘এতমিখানা’ কোন সমাস?

ক) দ্বিগু

খ) তৎপুরুষ✔

গ) বহুব্রীহি

ঘ) কর্মধারয়

৩) ‘জিলাপির প্যাচঁ’- বাগধারাটির অর্থ কী?

ক) প্যাঁচানো

খ) জটিল

গ) কুটিল বুদ্ধি✔

ঘ) কলহপ্রিয়

৪) ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে ‘ শব্দ কোন কারকে কোন বিভক্তি রয়েছে?

ক) করণে সপ্তমী

খ) অধিকরণে সপ্তমী

গ) কর্তৃকারকে সপ্তমী✔

ঘ) অপাদানে সপ্তমী

৫) ‘মানুষ মরণশীল’- এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ ?

ক) পুং লিঙ্গ

খ) স্ত্রীলিঙ্গ

গ) উভয়লিঙ্গ✔

ঘ) ক্লীবলিঙ্গ

৬) কোন বানানটি শুদ্ধ?

ক) স্বায়ত্তশাসন✔

খ) স্বিায়ত্ত্বশাসন

গ) সায়ত্ত্বশাসন

ঘ) সায়ত্তশাসন

৭) কোনটি শুদ্ধ?

ক) সৌজন্ন       খ) সৌজন্নতা

গ) সৌযন্য

ঘ) সৌজন্য✔

৮) অবীরা বলতে কোন নারীকে বুঝায়?

ক) যে স্বামীর বশীভূত

খ) যার পুত্র হয়নি

গ) যার স্বামী , পুত্র নেই✔

ঘ) যার বিয়ে হয়নি

৯) ‘মনীষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?

ক) মন + ঈশা

খ) মনঃ + ঈষা

গ) মনস + ঈষা✔

ঘ) মনো + ঈষা

১০) ‘গায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ –

ক) গৈ +অক✔

খ) গায় + অক

গ) গা +অক

ঘ) গৈ +য়ক

১১) ‘বিহগ’ -এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) প্রসূন✔

খ) খগ

গ) পাখি

ঘ) খেচর

১২) বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে ?

ক) সংস্কৃত

খ) প্রাকৃত

গ) অিপভ্রংশ✔

ঘ) পালি

১৩) ‘ঠোঁট কাটা’ বলতে বোঝায়-

ক) পক্ষপাতদুষ্ট

খ) স্পষ্টভাষী✔

গ) মিথ্যাবাদী

ঘ) অহংকারী

১৪) ‘কন্যা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অনুজা

খ) মেয়ে✔

গ) সুত

ঘ) তনয়া

১৫) লাজ শব্দটি কোন পদ?

ক) বিশেষ্য✔

খ) বিশেষণের বিশেষণ

গ) বিশেষণ

ঘ) ক্রিয়া

১৬) ‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি?

ক) গণিকা

খ) গণকী✔

গ) গনকিনী

ঘ) গণকা

১৭) ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?

ক) রোগ বিশেষ

খ) সম্ভাব্য ঘটনা

গ) অসম্ভব ঘটনা✔

ঘ) প্রতারনা

১৮) ‘সূর্য’- এর প্রতিশব্দ

ক) আদিত্য✔

খ) সুধাংশু

গ) শশাঙ্ক

ঘ) বিধু

১৯) ‘অনিল’ শব্দের অর্থ ?

ক) আকাশ

খ) বাতাস✔

গ) কোকিল

ঘ) গাছ

২০) বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

ক) আল মাহমুদ

খ) শামসুর রাহমান

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) কাজী নজরুল ইসলাম✔

২১) ‘একচোখ’ রাগধারাটির অর্থ

ক) পক্ষপাতদুষ্ট

খ) ধার্মিক✔

গ) প্রাচীনপন্থী

ঘ) ভণ্ড সাধু

২২) ‘যার কিছু নেই’ এ কথায় প্রকাশ করলে হবে –

ক) হৃতসর্বস্ব✔

খ) দরিদ্র

গ) ভিখারী

ঘ) অসংযত

২৩) কোনটি তদ্ভব শব্দ?

ক) চাঁদ✔

খ) সূর্য

গ) নক্ষত্র

ঘ) গগণ

২৪) বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ২০ টি

খ) ৩৯ টি✔

গ) ৪০ টি

ঘ) ৪১ টি

ইংরেজি প্রশ্ন সমাধান

1) —- is it difficult —- dispose —– waste?

ক) Where,to, for

খ) When, for, such✔

গ) Why, with,in

ঘ) Why, to, of

2) In time of financial crisis, such lavish expenditure should be —–)

ক) curtailed✔

খ) justified

গ) encouraged

ঘ) corrected

3) —– many lands , he has a big business)

ক) Besides

খ) Along

গ) In addition✔

ঘ) Further more

4) We have recently entered — an agreement with the Island co-operative society)

ক) with

খ) into✔

গ) on

ঘ) have to

5) She boasted —- her skill at chess)

ক) on

খ) in

গ) upon

ঘ) of✔

6) They agreed with us,——-?

ক) weren’t they

খ) didn’t they✔

গ) wouldn’t they

ঘ) isn’t he

7) I wish I — you ten years earlier)

ক) met✔

খ) have met

গ) had met

ঘ) would have met

8) The verb-form of ‘Acceptance is :

ক) Acceptable

খ) Acceptence

গ) Acceptly

ঘ) Accept✔

9) Which one is singular ?

ক) Agenda

খ) Hypothesis✔

গ) Media

ঘ) Syllabi

10) Feminine gender of ‘Wizard’ is –

ক) Wizardess

খ) witch✔

গ) Femele wizard

ঘ) Acrobat

11) What is the synonym for the word ‘Destroy’?

ক) Injurious

খ) retain

গ) drop

ঘ) Ruin✔

12) What is the synonym for the word’ Accomplish ?

ক) Withhold

খ) Assist✔

গ) drop

ঘ) Ruin

13) The antonym for ‘Ingenious’ is –

ক) Crafty

খ) Inane

গ) Incompetent✔

ঘ) Skillful

14) The antonym for ‘Genuine’ is –

ক) Real

খ) Actual

গ) Erroneous✔

ঘ) True

15) Find the misspelt word –

ক) Committee✔

খ) Enthusiasm

গ) Extroversion

ঘ) Recession

16) Find the misspelt word –

ক) Monotonus✔

খ) Timorous

গ) Outrageous

ঘ) Unfortunate

17) Choose the correct spelling?

ক) Diesentry

খ) Dysentry

গ) Dysentrageous

ঘ) Unfortunate✔

18) Which one is correct ?

ক) He is angry upon me

খ) He is angry at me

গ) He is angry of me

ঘ) He is angry with me✔

19) Which one is correct ?

ক) He copied the answer word of word

খ) He copied the answer word with word

গ) He copied the answer word for word✔

ঘ) He copied the answer word in word

20) Which one is correct ?

ক) Rich not always happy

খ) The rich is not always happy

গ) The rich is not happy always

ঘ) The rich are not always happy✔

21) Select the correct English translation of : “The boy takes after his father”-

ক) ছেলেটি তার পিতার দেখাশুনা করে

খ) ছেলেটি তার পিতার অনুকরণ করে

গ) ছেলেটি তার পিতার পদাংক অনুসরণ করে

ঘ) ছেলেটি দেখতে তার পিতার মত✔

22) What kind noun is ‘Cattle’?

ক) Proper

খ) Common

গ) Collective✔

ঘ) Material

23) The word ‘wonderful’ is a/an –

ক) Noun

খ) Adjective✔

গ) Verb

ঘ) Adverb

24) ‘All his pupils like him ‘ বাক্যটির সঠিক Passive form হচ্ছে?

ক) He is liked by all his pupils. ✔

খ) He was liked by all his pupils.

গ) He is like by all his pupils.

ঘ) He is being liked by all his pupils.

গণিত অংশ সমাধানঃ-

১)একটি রাস্তায় ১০০ মি. অন্তর গাছ লাগানো হলো প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল। উত্তরঃ-  ২১

২) ৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেল বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে। উত্তরঃ-২৪ দিন

৩) একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত? উত্তরঃ-৭৮৬

৪)১০টি সংখ্যার যোগ ফল  ৪৬২ এদের প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?উত্তরঃ- ৬৪

৫)একটি ভাগ অংকের ভাগফলের  এক তৃতীয়াংশ ভাজক।ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১২৬ হলে ভাজ্য কত?  উত্তরঃ-  ৫৩১৩

৬) একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ 4 মিটার বেশি এর ক্ষেত্রফল 192 বর্গ মিটার হলে পরিসীমা কত?  উত্তরঃ- ৫৬

৭) 2টি শাড়ি ও 4টি শার্ট এর মুল্য 1600 টাকা। সমপরিমান টাকা দিয়ে কোনো ব্যক্তি 1টি শাড়ি ও 6টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোনো ব্যাক্তি 12 টি শার্ট কিনতে চায়,তা হলে তাকে কত টাকা ব্যয় করতে হবে।  উত্তরঃ-  ২৪০০

৮) x   = 3 হলে  +  এর মান কত?  উত্তরঃ- ৯

৯) যদি x= 2-   হয় তবে  এর মান কত?  উত্তরঃ- 7-4

১০) যদি  =  + 1 = 0 হয়, তবে  +  =কত?  উত্তরঃ-0

১১)  300 টাকা 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 148 টাকা হলে শতকরা মুনাফার হার কত?  উত্তরঃ- 4.625%

১২) আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3; আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনপাত 7:5 হবে। উত্তরঃ-  ৮ বছর

১৩) 2x +  = 3 হলে  +    এর মান কত? উত্তরঃ-

১৪) দুটি সংখ্যার অনুপাত 4:7। প্রত্যেকটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় 3:5। ছোট সংখ্যাটি কত? উত্তরঃ-32

১৫) একটি কলম ১১ টাকায় বিক্রিয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয় মুল্য কত?  উত্তরঃ-10

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ-

১) বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশী মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে- উত্তরঃ-সুইডেন

২) সংসদীয় পদ্দতিতে সর্ব্বোচ্চ পদমর্যদার অধিকারী কে? উত্তরঃ- প্রধানমন্ত্রী

৩) কোনটি D-৮ ভূক্ত দেশ নয়? উত্তরঃ-ভারত

৪) কোনটি BIMSTEC ভূক্ত দেশ নয়? উত্তরঃ-পাকিস্তান

৫) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?  উত্তরঃ- লন্ডন

৬) আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? উত্তরঃ-ভ্যাটিকান সিটি

৭) কোপেন হেগেন কোন দেশের রাজধানী? উত্তরঃ-ডেনমার্ক

৮) আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? উত্তরঃ-১০ ডিসেম্বর

৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানের রচয়িতা কে  উত্তরঃ-আবদুল গাফফার চৌধুরী

১০) বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে  উত্তরঃ-ড.শিরিন শারমিন

১১) বঙ্গবন্ধর জন্মদিবসকে কি দিবস হিসাবে পালন করা হয়?  উত্তরঃ-শিশু দিবস

১২) উমানের মুদ্রার নাম কি?  উত্তরঃ-রিয়েল

১৩) ইয়েমেন এর রাজধানীর নাম-  উত্তরঃ-সানা

১৪) বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে কোথায় অনুষ্টিত হয়? উত্তরঃ-ইংল্যান্ড ও ওয়েলস

১৫) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উত্তরঃ-১৮২৭

১৬) ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তরঃ-বাগেরহাট জেলা

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download