অষ্টম শ্রেণি || সাধারণ গণিত || অনুশীলনী–৮.২|| চতুর্ভুজ অঙ্কন
পিডিএফ ডাউনলোড
চতুর্ভুজ অঙ্কন
১. একটি চতুর্ভুজ আঁকতে কতটি অনন্য নিরপেক্ষ উপাত্তের দরকার হয়?
ক. 3 টি খ. 4 টি গ. 5 টি ঘ. 6 টি
উত্তরঃ গ
২. নিচের কোণগুলোতে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে?
ক. বর্গ ও আয়ত খ. রম্বস ও সামন্তরিক
গ. আয়ত ও ঘুড়ি ঘ. রম্বস ও ঘুড়ি
উত্তরঃ ঘ
৩. একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেমি ও 4 সেমি হলে এর বাহুর দৈর্ঘ্য কত?
ক. 4.9 cm খ. 5 cm গ. 6.9 cm ঘ. 7 cm
উত্তরঃ 3.6055 cm
৪. একটি ঘুড়ির পরিসীমা 24 সেমি এবং অসমান বাহুদ্বয়ের অনুপাত 2:1 হলে এর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত সেমি?
ক. 8 খ. 6 গ. 4 ঘ. 3
উত্তরঃ গ
৫. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 3 cm এবং ক্ষেত্রফল 48 cm2 । এর সমান্তরাল বাহুদ্বয়ের গড় কত সেমি?
ক. 8 খ. 16 গ. 24 ঘ. 32
উত্তরঃ খ
৬. সকল সামন্তরিকের-
- বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল
- বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখন্ডকদ্বয় পরস্পর সমান্তরাল
iii. ক্ষেত্রফল=সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৭. একটি আয়তের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেমি এবং 3 সেমি হলে এর
- অর্ধ পরিসীমা 7 সেমি
- কর্ণের দৈর্ঘ্য 5 সেমি
iii. ক্ষেত্রফল 12 বর্গ সেমি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
৮.
(i) যদি দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকে তবে আয়ত আঁকা যায়।
(ii) চারটি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায়।
(iii) বর্গের একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়।
উপরের তথ্যের আলোকে নিচের কোণটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ খ
এই পাঠের সম্পূর্ণ সমাধান পেতে নিচের লিংক থেকে পিডিএফ ডাউনলোড করুন।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- প্যাটার্ন || অষ্টম শ্রেনী গণিত || প্রথম অধ্যায়
- অষ্টম শ্রেণি || সাধারণ গণিত || অনুশীলনী-৮.২|| চতুর্ভুজ অঙ্কন
- অষ্টম শ্রেণি || সাধারণ গণিত || অনুশীলনী-১০.১ বৃত্ত
- অষ্টম শ্রেণির গণিত || অনুশীলনী: ৪.১ || বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ সমাধান
- অষ্টম শ্রেণির গণিত || ৩য় অধ্যায় || পরিমাপ সমাধান
- ৮ম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ৭ | সেট
- ৮ম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ৪.৩ উৎপাদকে বিশ্লেষণ
- ৮ম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ৪.২ ঘনফলের সূত্রাবলি ও অনুসিদ্ধান্ত
- ৮ম শ্রেণীর গণিত অনুশীলনী ১০.৩ সমাধান | বৃত্ত (ক্ষেত্রফল, পরিধি)