অষ্টম শ্রেণি || সাধারণ গণিত || অনুশীলনী–৮.২|| চতুর্ভুজ অঙ্কন
পিডিএফ ডাউনলোড
চতুর্ভুজ অঙ্কন
১. একটি চতুর্ভুজ আঁকতে কতটি অনন্য নিরপেক্ষ উপাত্তের দরকার হয়?
ক. 3 টি খ. 4 টি গ. 5 টি ঘ. 6 টি
উত্তরঃ গ
২. নিচের কোণগুলোতে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে?
ক. বর্গ ও আয়ত খ. রম্বস ও সামন্তরিক
গ. আয়ত ও ঘুড়ি ঘ. রম্বস ও ঘুড়ি
উত্তরঃ ঘ
৩. একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেমি ও 4 সেমি হলে এর বাহুর দৈর্ঘ্য কত?
ক. 4.9 cm খ. 5 cm গ. 6.9 cm ঘ. 7 cm
উত্তরঃ 3.6055 cm
৪. একটি ঘুড়ির পরিসীমা 24 সেমি এবং অসমান বাহুদ্বয়ের অনুপাত 2:1 হলে এর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত সেমি?
ক. 8 খ. 6 গ. 4 ঘ. 3
উত্তরঃ গ
৫. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 3 cm এবং ক্ষেত্রফল 48 cm2 । এর সমান্তরাল বাহুদ্বয়ের গড় কত সেমি?
ক. 8 খ. 16 গ. 24 ঘ. 32
উত্তরঃ খ
৬. সকল সামন্তরিকের-
- বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল
- বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখন্ডকদ্বয় পরস্পর সমান্তরাল
iii. ক্ষেত্রফল=সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ক
৭. একটি আয়তের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেমি এবং 3 সেমি হলে এর
- অর্ধ পরিসীমা 7 সেমি
- কর্ণের দৈর্ঘ্য 5 সেমি
iii. ক্ষেত্রফল 12 বর্গ সেমি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
৮.
(i) যদি দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকে তবে আয়ত আঁকা যায়।
(ii) চারটি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায়।
(iii) বর্গের একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়।
উপরের তথ্যের আলোকে নিচের কোণটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ খ
এই পাঠের সম্পূর্ণ সমাধান পেতে নিচের লিংক থেকে পিডিএফ ডাউনলোড করুন।
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।