বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
পদের নামঃ-অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ-২৪/০৫/২০১৯
১. ‘হোমার’ কোন দেশের কবি?
ক) গ্রীস✔
খ) জার্মানি
গ) রোম
ঘ) ইতালি
২. ‘তিমির হননের কবি’ উপাধিটি কার?
ক) জীবনানন্দ দাশ✔
খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান
ঘ) আবদুল কাদির
৩. গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি?
ক) অন্ধকার যুগ
খ) আধুনিক যুগ✔
গ) মধ্য যুগ
ঘ) প্রাচীন যুগ
৪. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মুহুর্ত
খ) স্বাতন্ত্র
গ) সুচী
ঘ) সূক্ষ্ম✔
৫. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?
ক) সাগর
খ) গান
গ) শোক✔
ঘ) সাহিত্য
৬. নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ণ হয়?
ক) বর্ণনা
খ) শাণিত✔
গ) হরিণ
ঘ) বণ্টন
৭. ‘পৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) প্র +ঊঢ়✔
খ) প্র + উড়
গ) প্রঃ + উঢ়
ঘ) প্রো + উঢ়
৮. নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ?
ক) গীতিকা✔
খ) হিমানী গ) আয়া
ঘ) লেডি
৯. ‘এ জন্মের তরে বিদায় নিলাম ‘ এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত উৎসর্গ করেন?
ক) জন্যে
খ) মত✔
গ) সহকারে
ঘ) ন্যায়
১০. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে উৎসর্গ করেন?
ক) চার অধ্যায়
খ) কালের যাত্রা✔
গ) সঞ্চিতা
ঘ) শেষ লেখা
১১. ‘ফিফা নীল’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ফিফা নীল যা
খ) নীলের অভাব
গ) ঈষৎ নীল✔
ঘ) নীলের সদৃশ
১২. ‘এ পেন্সিলে ভালো লেখা হয়।’ এ বাক্যে ‘পেন্সিলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) করণে ৭মী✔
১৩. ‘অন্ধি সন্ধি’ বাগধারাটির অর্থ কী?
বেফাঁস কথা
বিশ্বাসঘাতকতা
গোপন তথ্য✔
ষড়যন্ত্র
১৪. ‘Basin’ পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কী?
ক) জলধারা
খ) অববাহিকা✔
গ) উপদ্বীপ
ঘ) মৈত্রীজোট
১৫. ‘যা উচ্চারণ করা যায় না’ এর এক কথায় প্রকাশ কী হবে?
ক) দুরুচ্চার্য
খ) দুরপনেয়
গ) অবরোদ্ধ
ঘ) অনুচ্চার্য✔
১৬. ‘সমক্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) প্রত্যক্ষ
খ) পরোক্ষ✔
গ) তুলনীয়
ঘ) অনুক্ষ
১৭. ‘বেগম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) হিন্দি
খ) তুর্কি✔
গ) ফারসি
ঘ) আরবি
১৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
খ) তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে✔
গ) বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
ঘ) আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী
১৯. ‘দণ্ডকারণ্য’ নাটকের রচয়িতা কে?
ক) মুনীর চৌধুরী✔
খ) শওকত ওসমান
গ) আবু ইসহাক
ঘ) এনামুল হক
২০. ‘ছোট ছোট জমি বিক্রি করে দাও’ এ বাক্যে দ্বিরুক্ত শব্দ কী অর্থ প্রকাশ করে?
ক) গভীরতা
খ) সামন্যতা✔
গ) সতর্কতা
ঘ) আধিক্য
ইংরেজি প্রশ্ন সমাধান
- Manufacturers of consumer goods often change the styles of them products.
ক) them✔
খ) change
গ) goods
ঘ) Manufactures
- I used to be keen of all scientific subjects but now I would prefer to study art.
ক) I would prefer
খ) scientific subjects
গ) of ✔
ঘ) I used to
- Financial problems beset many of the early museums in the US, causing its closure.
ক) its
খ) early
গ) many of✔
ঘ) Financial
- I was so angry that I took the watch broken to the jewelers to get my money back
ক) jewelers
খ) watch broken✔
গ) took
ঘ) so angry
- How long does it take to get the station on foot from your house?
ক) your house✔
খ) on
গ) the station
ঘ) does it take
- The explosion of global trade in the postwar era is attributed tariffs and other trade barriers.
ক) None✔
খ) into
গ) off
ঘ) of
- In order to make a creature that even vaguely resembles the comic book version, special effects are obviously necessary.
ক) None✔
খ) of
গ) much
ঘ) to
- Now however , she has grown weary the media, which she knows will make capital out of her marital split .
ক) irritated
খ) bored
গ) angry
ঘ) of ✔
- Nabid has asked me to convey his heartfelt thanks to all those who stood and supported him.
ক) back✔
খ) after
গ) on
ঘ) by
- The wood abounds wildlife, including badgers, foxes, shrews, butterflies and an array of birds.
ক) back
খ) with ✔
গ) to
ঘ) of
- Find the odd word in each of the following lists .
ক) Amass
খ) Disperse✔
গ) Merge
ঘ) Consolidate
- Find the odd word in each of the following lists .
ক) None✔
খ) Certify
গ) Ratify
ঘ) Validate
- Find the odd word in each of the following lists .
ক) Cunning
খ) Discerning✔
গ) Insightful
ঘ) Perceptive
- Find the odd word in each of the following lists .
ক) Calculated
খ) obvious
গ) Intenational
ঘ) Willful
- Find the odd word in each of the following lists .
ক) Obdurate
খ) Mutionus ✔
গ) Headstrong
ঘ) Obstinate
- You should always choose a career that —– your interest .
ক) peeks
খ) peaks✔
গ) picks
ঘ) piques
- You must —- on your actions and make sure that you are doing the right thing.
ক) refer
খ) refute
গ) reflex
ঘ) reflect ✔
- Years later, the two women meet at their college and find that they have a natural — for one another.
ক) conceal
খ) warrant
গ) fragile
ঘ) affinity✔
- Trends are — by the time you’ve identified something, it’s gone, or changed out of all recognition.
ক) persistent
খ) indestructible
গ) ephemeral✔
ঘ) immutable
- The economic offences wing of the police force is continuing its search for the — directors of Home Trade.
ক) absconding ✔
খ) adoring
গ) chief
ঘ) laxing
গণিত প্রশ্ন সমাধান
১. একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রফল ১৯২ বর্গইঞ্চি এবং এর পরিসীমা ২৮ ইঞ্চি। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা শতকরা কত কম?
ক) ৩৩%
খ) ২৫%
গ) ১২৫%
ঘ) কোনটিই নয় ✔
২. একটি বাক্সের দুই -তৃতীয়াংশ শার্ট পরীক্ষা করার পর ৪ টি ক্রটিযুক্ত এবং বাকি ৩৬ টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্টের মধ্যে কতটি শার্ট ক্রটিমুক্ত পেতে হবে?
ক) ১৫✔
খ) ১৭
গ) ১৯
ঘ) ৫১
৩. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক) ৫
খ) ৬✔
গ) ৮
ঘ) ৯
৪. একজন ব্যবসায়ী চেয়ার ও টেবিল প্রস্তুত করে। প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য ২,০০০ টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য ২৭৫০ টাকা। গতমাসে সে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রয়মূল্য কত?
ক) ২,৫০০ টাকা✔
খ) ২৫৫০ টাকা
গ) ২৬০০ টাকা
ঘ) ২৭০০ টাকা
৫. কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ কিরা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?
ক) ১✔
খ) ৩
গ) ৯
ঘ) ১২
৬. একটি বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক ছাত্র একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৪ অংশ ফুলের ছবি, ১/৯ অংশ ফলের ছবি, ২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?
ক) ১৮০
খ) ২৪০
গ) ৩২০
ঘ) ৩৬০✔
৭. দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?
ক) ৭
খ) ৮
গ) ৯ ✔
ঘ) ১০
৮. একটি ধারার ১ম সংখ্যাটি ৩ , হয় সংখ্যাটি ৯ । ৩য় সংখ্যা থেকে শুরু করে বাকী সংখ্যগুলো পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড় । ধারার ১১ তম সংখ্যাটি কত?
ক) ৫৩
খ) ৪৮
গ) ৩
ঘ) ৬✔
৯. বছির তার সঞ্চয়ের এক-পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের এক-তৃতীয়াংশ কম দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করল?
ক) ১/৪
খ) ১/৩✔
গ) ২/৫
ঘ) ৩/৫
১০. একটি ক্লাবে ১৭৮৯ টাকা চাঁদা তোলা হয়। যদি প্রতি সদস্য কমপক্ষে ৩০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ক্লাবের সবোর্চ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?
ক) ৩১
খ) ৪৯
গ) ৫৭
ঘ) ৫৯✔
১১. একটি চাকা ঘন্টায় ১৪০০ বার ঘুরে। ‘x’ সেকেন্ড চাকাটি কতবার ঘুরবে?
ক) ১৮/৭x বার
খ) ৭x/১৮ বার✔
গ) ১৮ x /৭
ঘ) ৯x/১৪ বার
১২. জুয়েল ১২ মিনিট ৪৫ সেকেন্ডে এক মাইল পথ অতিক্রম করে। কোয়েল একই পথ ১০ মিনিট ১২ সেকেন্ডে অতিক্রম করে। কোয়েলের গতি বেগ অর্জন করতে চাইলে জুয়েলকে তার গতিবেগ কতটুকু বাড়াতে হবে?
ক) ১০%
খ) ২০%
গ) ১২০%
ঘ) কোনটিই নয়✔
১৩. যদি ‘ক’ এবং ‘খ’ দুইটি পূর্ণসংখ্যা হয় এবং ৫ ক + ৩ খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি ‘খ’ এর মান হতে পারে?
ক) ২
খ) ৩
গ) ৪✔
ঘ) a ও c
১৪. জাইন একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৭ দিনে শেষ করে। কাজটির ৩/৭ অংশ মেষ করতে হামিদের একার কতদিন লাগবে?
ক) ৩
খ) ৬
গ) ৯
ঘ) ৭
১৫. একজন টিভি বিক্রয়কর্মী প্রতিটি টিভি বিক্রয়ের জন্য ৩৬০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ৩% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি টিভি বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৬% হারে কমিশন পায়। টিভির বিক্রয়মূল্য কত হলে দুজনের কমিশন সমান হবে।
ক) ৮,৫০০ টাকা
খ) ৯,০০০ টাকা
গ) ১১,০০০ টাকা
ঘ) ১২,০০০ টাকা✔
১৬. একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে বছরের শেষে মূল্য হ্রাস পেয়ে তার তিন-চতুর্থাংশ হয়। টিভিটির মূল্য তিন বছর শেষে ৬,৭৫০ টাকা হলে প্রথম বছরের শুরুতে এর মূল্য কত ছিল?
ক) ১৮,০০০ টাকা
খ) ১৬,০০০ টাকা✔
গ) ১৫,০০০ টাকা
ঘ) ২০,০০০ টাকা
সাধারন জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়?
ক) রেসকোর্স ময়দানে
খ) কালুরঘাটে বেতার কেন্দ্রে
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে✔
ঘ) মুজিবনগর
২. বাংলার প্রাচীনতম শিলালিপি ‘ব্রাহ্মী লিপি’ কোথায় পাওয়া গেছে?
ক) ময়নামতি
খ) উয়ারী বটেশ্বর
গ) পাহাড়পুর
ঘ) মহাস্থানগড়✔
৩. ঐতিহাসিক ‘সোনাবিবির মাজার’ কোথায় অবস্থিত?
ক) বাগের হাট
খ) চাঁপাইনবাবগঞ্জ
গ) সোনারগাঁও✔
ঘ) কিশোরগঞ্জ
৪. পালাগান মূলত কোন অঞ্চলের গান ?
ক) নেত্রকোনা✔
খ) রংপুর
গ) চট্রগ্রাম
ঘ) কুমিল্লা
৫. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) পঞ্চগড়
গ) রাজশাহী
ঘ) চট্রগ্রাম✔
৬. ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল?
ক) ব্রাজিল
খ) যুক্তরাজ্য
গ) পর্তুগাল✔
ঘ) চীন
৭. ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি?
ক) গ্রিস
খ) আলবেনিয়া✔
গ) তুরঙ্ক
ঘ) মালটা
৮. শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে?
ক) ফ্রান্স
খ) ইতালি
গ) জার্মানি
ঘ) ইংল্যান্ড✔
৯. নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে?
ক) জাতিসংঘ শিশু তহবিল
খ) আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন
গ) আন্তর্জাতিক শ্রম সংস্থা
ঘ) রেডক্রস✔
১০. নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূ-মধ্যসাগরকে যুক্ত করেছে?
ক) পক
খ) জিব্রাল্টার✔
গ) বেরিং
ঘ) বসফরাস
১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
ক) কুর্ট ওয়াল্ডহেইম
খ) উথান্ট✔
গ) ট্রিগভেলী
ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
১২. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত?
ক) বাগেরহাট
খ) টাঙ্গাইল
গ) চট্রগ্রাম
ঘ) বক্সবাজার✔
১৩. বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
ক) ফেঞ্চুগঞ্জ
খ) সালদা
গ) চট্রগ্রাম
ঘ) কক্সবাজার✔
১৪. নিচের কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক – ২০১৯ পেয়েছে?
ক) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট✔
খ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
গ) শিল্পকলা একাডেমি
ঘ) বাংলা একাডেমি
১৫. বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো?
ক) ১৭ টি
খ) ১৮ টি
গ) ১৯ টি✔
ঘ) ২০ টি
১৬. বাংলাদেশের গ্র্যান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে?
ক) রানী হামিদ
খ) রিফাত বিন সাত্তার
গ) জিয়াউর রহমান
ঘ) নিয়াজ মোর্শেদ✔
১৭. MS Excel এ = Sum ( C12 : C19) লেখা হলো। এখানে Sum কী?
ক) Summation ✔
খ) Formula
গ) Function
ঘ) Addition
১৮. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৩ ✔
খ) ৪
গ) ৫
ঘ) ৬
১৯. তিতাস কোন নদীর উপনদী?
ক) পদ্মা
খ) মেঘনা✔
গ) গোমতী
ঘ) কর্ণফুলী
২০. বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) কোথায় স্থাপিত হয়?
ক) মংলা
খ) কুমিল্লা
গ) ঢাকা
ঘ) চট্রগ্রাম✔
২১. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
ক) পিসি
খ) মেইনফ্রেম কম্পিউটার
গ) আই বি এম
ঘ) মাইক্রো কম্পিউটার✔
২২. কম্পিউটারের হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি?
ক) প্রাথমিক মেমোরি
খ) চার্য কাপল মেমোরি
গ) প্রধান মেমোরি
ঘ) সহায়ক মেমোরি✔
২৩. MS Word এ ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয়?
ক) টাইটেল বার
খ) স্ক্রল বার
গ) মেনু বার✔
ঘ) টুল বার
২৪. কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন করা হয় কী – বোর্ডের কোন কী দিয়ে?
ক) F6
খ) P
গ) S
ঘ) কোনটিই নয় ✔
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহকারী কর্মকর্তা পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- পানি উন্নয়ন বোর্ড এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পানি সম্পদ মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২০
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী (সিভিল) পদের প্রশ্ন সমাধান-২০২২
- পানি সম্পদ মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২