বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারী পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সামধান-২০২০
পদের নামঃ- পরিসংখ্যান সহকারী
পরীক্ষার তারিখঃ-১৭/০১/২০২০
১. ‘দ্বিপ’ অর্থ কি?
ক) আলো
খ) হাতি✔
গ) জলবেষ্টিত স্থান
ঘ) বাতি
২. সামাজিক নাটক কোনটি?
ক) ডাকঘর
খ) সধবার একাদশী✔
গ) নুরজাহান
ঘ) রাবণবধ
৩. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি
খ) জাপানি
গ) ফরাসি✔
ঘ) ওলন্দাজ
৪. বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কোনটি?
ক) 32✔
খ) 26
গ) 39
ঘ) 50
৫. মোতাহার হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক) সাহিত্যচর্চা
খ) শাশ্বত বঙ্গ
গ) কালের যাত্রার ধ্বনি
ঘ) সংস্কৃতি কথা✔
৬. অবলম্বনে অব্দে ‘অব’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত?
ক) নিয়ে
খ) সম্যকভাবে✔
গ) প্রতিকূল
ঘ) প্রস্তুতি
৭. শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
ক) মালিক জয়সী
খ) ফেরদৌসী✔
গ) সৈয়দ হামজা
ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
৮. কোনটি শুদ্ধ বানান?
ক) প্রজ্বল
খ) প্রোজ্জল
গ) প্রোজ্বল
ঘ) প্রোজ্জ্বল✔
৯. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়?
ক) ১৮২৪
খ) ১৮৭৬
গ) ১৮৫৮✔
ঘ) ১৯৪৭
১০. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
ক) সুবচন নির্বাসনে
খ) রক্তাক্ত প্রান্তর
গ) পায়ের আওয়াজ পাওয়া যায়✔
ঘ) কবর
১১. বিশেষ্য পদ নয় কোনটি?
ক) হিমালয়
খ) গীতাঞ্জলী
গ) স্বয়ং✔
ঘ) পর্বত
১২. ‘সবকটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
ক) আলতাফ মাহমুদ
খ) নজরুল ইসলাম বাবু✔
গ) ড. আবু হেনা মোস্তফা কামাল
ঘ) ড. মনিরুজ্জামান
১৩. ‘নান্দী’ শব্দের অর্থ কি?
ক) স্তুতি✔
খ) সিংহাসন
গ) আঞ্জাম
ঘ) অলংকরণ
১৪. ‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ
ক) চল + চিত্র
খ) চলত + চিত্র
গ) চলৎ + চিত্র✔
ঘ) চলঃ + চিত্র
১৫. কোন দুটি অঘোষ ধ্বনি?
ক) চ্, ছ্✔
খ) ত্ , থ্
গ) ব্, ভ্
ঘ) দ্, ধ্
১৬. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) রূপতত্ব
খ) ধ্বনিতত্ব✔
গ) পদক্রম
ঘ) বাক্য প্রকরণ
১৭. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) ময়ূখ✔
খ) ব্যোম
গ) জীমূত
ঘ) আকিঞ্চণ
১৮. ‘যার বসন আলগা’এর বাক্য সংকোচন?
ক) আলগা বসনা
খ) অসংবৃত✔
গ) লজ্জাহীন
ঘ) সংবৃত্তহীনতা
১৯. শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন-
ক) লোচন দাস
খ) গোবিন্দ দাস
গ) জয়নন্দ দাস
ঘ) বৃন্দাবন দাস✔
২০. ‘মৈনাক’ ছদ্মনামে লিখতেন-
ক) শামসুর রহমান✔
খ) সৈয়দ মুজতবা আলী
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) ঈশ্বর গুপ্ত
২১. Choose the correct one?
ক) mispel
খ) misspell✔
গ) mispell
ঘ) misspel
২২. The correct meaning of the word ‘deliberate’ is?
ক) willingly
খ) known
গ) intentional✔
ঘ) familiar
২৩. Which one is common noun?
ক) Infant✔
খ) Salt
গ) Studentship
ঘ) Army
২৪. What is the appropriate meaning of the word ‘Flout’?
ক) Crucial
খ) Disobey✔
গ) Diminish
ঘ) Flatter
২৫. I am desperate? All I need really is someone to-
ক) take me an hand
খ) show me a hand
গ) give me a hand✔
ঘ) put me a hand
২৬. Would you mind ——-.
ক) to open the door
খ) opened the door
গ) opens the door
ঘ) opening the door✔
২৭. Which of the word is wrong in spelling?
ক) pneumonia
খ) dyspepsia
গ) diarrhea
ঘ) chalera✔
২৮. Which pair is the similar meaning of ‘Distort : Twist’?
ক) Harmonize : Balance✔
খ) Straighten : Bend
গ) Deform : Reform
ঘ) Obscure : Failure
২৯. The passive form of ‘he pleases us’?
ক) we were pleased with him
খ) we are pleased with him✔
গ) we are pleased by him
ঘ) we will be pleased by him
৩০. He parted ——– his friends in tears.
ক) with
খ) against
গ) beside
ঘ) from✔
৩১. Find out the plural form of ‘Oasis’?
ক) Oases
খ) Oasises
গ) Oasis
ঘ) Oases✔
৩২. ‘David Copperfield’ is a/an ——– novel.
ক) Victorian✔
খ) Elizabethan
গ) Romantic
ঘ) Modern
৩৩. ‘‘আমার যদি পাখির মত ডানা থাকতো’’ এর ইংরেজি কি হবে?
ক) Had I the wings of bird! ✔
খ) If I would have the wings of bird!
গ) I with that I would have the wings of bird!
ঘ) If I could fly like a bird!
৩৪. The phrase ‘nouveau rich’ means?
ক) riche rich
খ) new high class
গ) well rich
ঘ) new rich✔
৩৫. The headmaster and secretary —– present at the last meeting.
ক) is
খ) was✔
গ) have
ঘ) were
৩৬. The synonym of ‘Shun’ is?
ক) devoid
খ) avoid✔
গ) null
ঘ) valid
৩৭. Which of the following is not an adjective?
ক) humble
খ) human
গ) humid
ঘ) humor✔
৩৮. His speech was articulate and I ask him to —– his ideas.
ক) make bigger
খ) spread out
গ) expand on✔
ঘ) clear out
৩৯. Who wrote the book ‘The waste land’?
ক) T.S. Elliot✔
খ) George Elliot
গ) George Orwell
ঘ) G.B. Shaw
৪০. Karim was angry ——- his conduct.
ক) with
খ) by
গ) at✔
ঘ) for
৪১. ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ ঃ ৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ ঃ ৭ হবে?
ক) ৬০ লিটার
খ) ৩৫ লিটার
গ) ৪০ লিটার✔
ঘ) ১৫ লিটার
৪২. একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহণের সময় ১৩% নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেলো। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
ক) ২০%
খ) ৩০%
গ) ৫০%✔
ঘ) ৪০%
৪৩. বার্ষিক শতকরা ৫ টাকা হরে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
ক) ২৫ টাকা
খ) ৫০ টাকা
গ) ৭৫ টাকা✔
ঘ) ১০০ টাকা
৪৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ ঃ ২ এবং ৫ বছরে পরে তাদের বয়সের অনুপাত ৮ ঃ ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
ক) ৩২, ৮
খ) ৩৫, ১০✔
গ) ৩৫, ১২
ঘ) ৩৬, ১০
৪৫. পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল কত?
ক) 585✔
খ) 580
গ) 575
ঘ) 570
৪৬. a+b = 9m এবং ab = 18m2ab=18m2 হলে a-b এর মান কত?
ক) ±3m✔
খ) -3m
গ) +3m
ঘ) 6m
৫১. একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে, এর পরিসীমার কত?
ক) 24✔
খ) 12
গ) 28
ঘ) 20
৫২. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হবে?
ক) সূক্ষ্মকোণ
খ) স্থূলকোণ✔
গ) প্রবৃদ্ধকোণ
ঘ) সমকোণ
৫৩. একটি সামন্তরিকের বিপরীত কোণের সমষ্টি ৬০ ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত?
ক) ১২০°
খ) ১৬৫°
গ) ১৫০°✔
ঘ) ১৪০°
৫৪. PQRS রম্বসের বাহুর দৈর্ঘ্য ৩ ইঞ্চি। PR এবং QS কর্ণ দুটি বিন্দুতে ছেদ করলে PQ2+QO2PQ2+QO2 কত?
ক) 8
খ) 9✔
গ) 10
ঘ) 12
৫৫. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) 192
খ) 32√✔
গ) 64√3
ঘ) 64
৫৬. BIMSTEC ভুক্ত দেশ নয়?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) পাকিস্তান✔
ঘ) শ্রীলংকা
৫৭. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন?
ক) ৬ দফা
খ) ৪ দফা✔
গ) ১১ দফা
ঘ) ৭ দফা
৫৮. মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
ক) 57✔
খ) 40
গ) 47
ঘ) 37
৫৯. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়?
ক) ৭ জন
খ) ৬ জন
গ) ২ জন✔
ঘ) ৫ জন
৬০. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক) কোপেনহেগেন
খ) লন্ডন
গ) রোম
ঘ) ব্রাসেলস✔
৬১. সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন?
ক) লর্ড বেন্টিংক✔
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রাজা রামমোহন রায়
ঘ) হান্টার
৬২. ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
ক) পুণ্ড্রু সভ্যতার
খ) মৌর্য সভ্যতার
গ) বৌদ্ধ সভ্যতার✔
ঘ) কোনটিই নয়
৬৩. কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিলো?
ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ১০ এপ্রিল ১৯৭১✔
গ) ১০ জানুয়ারি ১৯৭১
ঘ) ২৬ মার্চ ১৯৭১
৬৪. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক) মনিটর
খ) প্রিন্টার
গ) সিপিইউ
ঘ) কিবোর্ড✔
৬৫. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘Big one’ বলতে বুঝায়-
ক) চুড়ান্ত ভূমিকম্প✔
খ) শেয়ার বাজারের পতন
গ) বাৎসরিক মোটর চালানো উৎসব
ঘ) আনবিক যুদ্ধ
৬৬. ‘বুজুমবুরা’ কোন দেশের রাজধানী?
ক) রুয়ান্ডা
খ) বুরুন্ডি✔
গ) জাপান
ঘ) হাইতি
৬৭. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে?
ক) দুবাই
খ) আবুধাবি
গ) রিয়াদ
ঘ) দোহা✔
৬৮. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক) আটলান্টিক ও ভারত মহাসাগর
খ) প্রশান্ত ও উত্তর মহাসাগর
গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর✔
ঘ) ভারত ও প্রশান্ত মহাসাগর
৬৯. চীন আবিষ্কার করেন-
ক) উইলিয়াম হার্সেল
খ) মার্কোপোলো✔
গ) লিভিংস্টোন
ঘ) গ্যালিলিও
৭০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি?
ক) 7
খ) 8
গ) 9
ঘ) 10✔
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর নিয়োগ পরীক্ষা-২০২০
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১৬
- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)চেইনম্যান পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২১
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।