বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল সাইড) পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৫
Bangladesh Bank Officer (General Side) Question Solution 2015
Recruitment Test for Officer (General Side) 2015
Exam type: MCQ and Written Test
Exam held: 02-01-2015
Marks: 100
Time: 60 Minutes
১) If the price of an item is increased by 10% and then decreased by 10% , the net effect on the price of the item is –
ক) No change
খ) an increase of 7%
গ) a decrease of 1%✔
ঘ) an increase of 9%
২) Which would be third in alphabetical order ?
ক) Mausoleum✔
খ) Mauve
গ) Maundy
ঘ) Mane
৩) Five persons are travelling in a train – A, B, C, D and E. A is the mother of C who brother of A and B is the husband of A. How is B related to E ?
ক) Father in law✔
খ) Father
গ) Uncle
ঘ) Brother
৪) If you rearrange the letters “LNGEDNA”, you have the name of a (n) :
ক) ocean
খ) animal
গ) city
ঘ) country✔
৫) ‘Retard’ is to ‘Impel’ as ‘Obfuscate’ is to –
ক) Hallucinate
খ) Confuse✔
গ) Irradiate
ঘ) Dampen
৬) What is the main purpose of the passage ?
ক) To explain the importance of invisible aspects of culture✔
খ) To describe cultural diversity
গ) To point out that much of culture is learned consciously
ঘ) To explain why cross-cultural conflict occurs
৭) The author implies that institutions such as schools and workplaces
ক) teach their employees about cultural differences
খ) share a common culture
গ) reinforce invisible culture differences✔
ঘ) are aware of culture differences
৮) The word “exotic” could best be replaced by –
ক) formal
খ) improper
গ) foreign✔
ঘ) outdoor
৯) The word “deliberately” is closest in meaning to –
ক) intentionally✔
খ) slowly
গ) accurately
ঘ) randomly
১০) One who collects postage stamps –
ক) Stamp Collector
খ) Philatelist✔
গ) Lexicographer
ঘ) Vendor
১১) ‘অভিনিবেশ‘ শব্দের অর্থ কি ?
ক) নিস্পৃহ
খ) মনোযোগ✔
গ) বিশেষভাবে
ঘ) অভিরুচি
১২) নিম্নে কোন বাক্যটি সঠিক ?
ক) আমার কথাই প্রমান হলো ।
খ) আমার কথাই প্রমাণ হলো ।
গ) আমার কথাই প্রমানীত হলো ।
ঘ) আমার কথাই প্রমাণিত হলো ।✔
১৩) বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ?
ক) বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ) সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে✔
গ) বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ) সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
১৪) ‘শশী‘ ও ‘কুমুদ‘ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু‘টি চরিত্র ?
ক) পুতুল নাচের ইতিকথা✔
খ) গোরা
গ) উত্তম পুরুষ
ঘ) কবি
১৫) কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?
ক) চলতি ভাষায়
খ) কথ্য ভাষায়
গ) আঞ্চলিক ভাষায়
ঘ) সাধু ভাষায়✔
১৬) Which of the following programming languages is not a high level language ?
ক) FORTRAN
খ) C ++
গ) Oracle✔
ঘ) Java
১৭) Bluetooth operations use
ক) Magnetic technology
খ) Radio technology✔
গ) Optical technology
ঘ) Laser technology
১৮) A CD-ROM drive is labeled with 52X. Here 52X is a measurement of –
ক) Time required reading
খ) Revolution per minute
গ) Capacity of the CD
ঘ) Data transfer rate✔
১৯) Maximum number of rows in an excel sheet are
ক) 65536✔
খ) 65535
গ) 256
ঘ) 65532
২০) When you start your computer then which component works first ?
ক) BIOS✔
খ) Hard Disk
গ) Processor
ঘ) RAM
২১) The foreign exchange reserve of Bangladesh Bank at this moment is at record level. What is that level ?
ক) $23+ billion
খ) $22+ billion✔
গ) $21+ billion
ঘ) $20+ billion
২২) Who is the regulator for Micro-finance institutions in Bangladesh ?
ক) Bangladesh Bank
খ) PKSF
গ) MRA✔
ঘ) CDF
২৩) Queen Sofia belongs to –
ক) Britain
খ) Egypt
গ) Spain✔
ঘ) France
২৪) Which of the following country is the highest emitter of CO2 ?
ক) USA
খ) UK
গ) China✔
ঘ) Germany
২৫) The book “Glimpses of World History” was written by –
ক) Rabindranath Tagore
খ) Jawaharlal Nehru✔
গ) Carlyle
ঘ) Karl Marx
২৬) One who hates mankind –
ক) Lover
খ) Philanthropist
গ) Misanthrope✔
ঘ) Hatter
২৭) A person claiming to be superior in culture and intellect to others –
ক) Highbrow
খ) Aristocrat
গ) Elite
ঘ) Intellectual✔
২৮) The plants and vegetation of a region –
ক) Fauna
খ) Climate
গ) Landscape
ঘ) Flora✔
২৯) EXPAND : VOLUME
ক) ascend : flight
খ) proliferate : number✔
গ) bend : flexibility
ঘ) deflect : heading
৩০) COWARD : BRAVE
ক) philanthropist : selfish✔
খ) martyr : impatient
গ) traitor : careful
ঘ) hero : cynical
৩১) SYMPHONY : COMPOSER
ক) rain : flood
খ) light : switch
গ) novel : author✔
ঘ) song : music
৩২) UNEQUIVOCAL : CLEAR
ক) gloss : agile
খ) genuine : invisible
গ) excuse : barrier
ঘ) frisky : playful✔
৩৩) Parallelism
ক) Divergence✔
খ) Obliquity
গ) Disparity
ঘ) Contrast
৩৪) Debonair
ক) Good-looking
খ) Balmy
গ) Awkward✔
ঘ) Windy
৩৫) Venerate
ক) Severe
খ) Respect
গ) Condemn✔
ঘ) Inculcate
৩৬) Eulogistic
ক) Brief
খ) Pretty
গ) Stern
ঘ) Critical✔
৩৭) অভিধানে কোন শব্দ আগে বসবে ?
ক) চাঁটি✔
খ) চাঁদা
গ) চানা
ঘ) চালা
৩৮) ‘আনারস‘ এবং ‘চাবি‘ শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে ?
ক) দেশী
খ) আরবী
গ) পর্তুগীজ✔
ঘ) ওলন্দাজ
৩৯) কোনটি শুদ্ধ বানান ?
ক) ণির্নিমেষ
খ) নির্ণিমেষ
গ) ণির্ণিমেষ
ঘ) নির্নিমেষ✔
৪০) ‘অমিত্রাক্ষর‘ ছন্দের বৈশিষ্ট্য হলো –
ক) চরণের প্রথমে মিল থাকে
খ) বিশ মাত্রার পর্ব থাকে
গ) অন্তমিল থাকে না✔
ঘ) অন্তমিল থাকে
৪১) A train 120 meter long is traveling at a speed of 60 km/h. The time in which it will pass a passersby , walking at 6 km/h in the same direction is –
ক) 3 sec
খ) 9 sec
গ) 8 sec
ঘ) 6 sec✔
৪২) What is the ratio of the number of workers in the Agricultural category in 2001 to the projected number of such workers in 2015?
ক) 13
খ) 914✔
গ) 413
ঘ) 37
৪৩) In 2001, how many categories each comprised more than 25 million workers?
ক) Four
খ) Two
গ) Three✔
ঘ) One
৪৪) If P=x2-36×2-49andQ=x+6x+7,thenwhat is the value of pQ?
ক) x-6x-7✔
খ) x-6x+7
গ) x-6x+6
ঘ) x+6x-7
৪৫) Find the missing number.
ক) 100✔
খ) 25
গ) 24
ঘ) 10
৪৬) what is the miximum number number of3×3squares that can be formed from the squares in the6×6checker board to the right?
ক) 4
খ) 12
গ) 24
ঘ) 16✔
৪৭) which number is the odd one in oval A and B respectively ?
ক) 42,18
খ) 42,52✔
গ) 36,6
ঘ) 48,52
৪৮) which number replaces the question mark?
ক) 12
খ) 6✔
গ) 9
ঘ) 8
৪৯) In a certain code ‘TABLE’ is written as WDEOH. How would ‘SKY’ be written in that code?
ক) TBN
খ) VNB✔
গ) BNY
ঘ) NYB
৫০) which would be third in alphabetical order?
ক) Mausoleum✔
খ) Mauve
গ) Maundy
ঘ) Mane
৫১) Five persons are travelling in a train -A , B, C, D and E. A is the mother of C who brother of A and B is the husband of A. How is B related to E?
ক) Father in Law✔
খ) Father
গ) Uncle
ঘ) Brother
৫২) If you rearrange the letters “LNGEDNA” . you have the name of a (n):
ক) ocean
খ) animal
গ) city
ঘ) country✔
৫৩) If X is the same color as Z, then it must be true that
ক) R is the same color as Y
খ) W is a different color from any other country✔
গ) X is the same color as Y
ঘ) S is the same color as X
৫৪) which of the following is a pair of countries that can be the same color as each other?
ক) W and Y
খ) R and S✔
গ) S and W
ঘ) W and X
৫৫) which of the following countries can be the same color as W?
ক) S
খ) X
গ) Z✔
ঘ) R
৫৬) which of the following is a pair of countries that must be different in color from each other?
ক) X and Z
খ) R and X
গ) S and X
ঘ) S and Z✔
৫৭) Total production in July is 40 units. what is the approximate average unit cost for July?
ক) 115
খ) 140✔
গ) 90
ঘ) 3,600
৫৮) ABC Ltd. is considering increasing the production level . What is the approximate marginal cost of increasing production form its July level of 40 units to 41 units?
ক) 160
খ) 150
গ) 130✔
ঘ) 110
৬০) Suppose that each widget sells for Tk. 150. What is the profit earned by AC Ltd. in July ? ( Profit is defined as the excess of sales revenue over total cost.)
ক) 1,600
খ) 2,400
গ) 0✔
ঘ) 400
৬১) Answer the question on the basis of the information given below : From 2001 to 2015 , there is a projected increase in the number of workers in which of the following of the following categories?
ক) Sales
খ) Service
গ) clerical
ঘ) a,b& c✔
৬২) which of the following describes all values of x for which 1 -x2≥0?
ক) x≤-1
খ) x≤-1 or x≥ 1
গ) x≥1
ঘ) -1≤x≤1✔
৬৩) if x =ya,y=zb,thenthevalueofabcis_
ক) 1✔
খ) 2
গ) 3
ঘ) 4
৬৪) If the price of an item is increased by 10% and then decreased by 10% , the net effect on the price of the item is _
ক) an increase of 9%
খ) a decrease of 1%✔
গ) an increase of 7%
ঘ) No change
৬৫) A train 120 meter long is traveling at a speed of 60 km/h. The time in which it will pass a passersby , waking at 6 km /h in the same direction is –
ক) 3 sec
খ) 9 sec
গ) 8 sec✔
ঘ) 6 sec
৬৬) The present ratio of students to teachers at a certain school is 30 to 1. If the student enrollment were to increase by 50 students and the number of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25 to 1. what is the present number of teachers?
ক) 8 খ) 10
গ) 12
ঘ) 15✔
৬৭) The average of two numbers is 62. If 2 is added to the smaller number, the ratio between the numbers becomes 1 :2 . The smaller number is –
ক) 30
খ) 40✔
গ) 60
ঘ) 84
৬৮) At present , father’s age is 4 times more than that of his son . 6 years ago father’s age was 10 times more than of his son. What is their present age?
ক) 56 and 14 years
খ) 40 and 10 years
গ) 32 and 8 years
ঘ) 36 and 9 years✔
৬৯) In the figure at the right end, PS is perpendicular to QR. IF PQ=PR and PS = 24, then QR=?
ক) 20✔
খ) 18
গ) 16
ঘ) 14
৭০) In the figure below, the value of y is _
ক) 12
খ) 24
গ) 42✔
ঘ) 36
৭১) POST means
ক) Proper Operating Service Terminal
খ) Post Office Sale Terminal
গ) Point of sale Terminal
ঘ) None of the Above✔
৭২) বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
ক) ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর✔
খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্যারীচাঁদ মিত্র
৭৩) ‘সংশয়‘ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক) প্রত্যয়✔
খ) বিষ্ময়
গ) নির্ভয়
ঘ) দ্বিধা
৭৪) ‘সন্ধ্যায় সূর্য অন্ত যায়‘ এটি কোন বর্তমান কালের ?
ক) সাধারন বর্তমান
খ) নিত্যবৃত্ত বর্তমান✔
গ) ঘটমান বর্তমান
ঘ) পুরাঘটিত বর্তমান
৭৫) ‘রাত্রি‘র সমার্থক শব্দ নয় –
ক) বারিদ✔
খ) রজনী
গ) যামিনী
ঘ) শর্বরী
৭৬) ‘ব্রজবুলি‘ বলতে কি বোঝায় ?
ক) মৈথিলি ভাষায় একটি উপভাষা
খ) বাংলা ও হিন্দির যোগফল
গ) একরকম কৃত্রিম কবিভাষা✔
ঘ) ব্রজধামে কথিত ভাষা
৭৭) ইহলোকে যা সামান্য নয় –
ক) অলোকসামান্য✔
খ) অনন্যসাধারণ
গ) অনন্যসাদারন
ঘ) আলোকসামান্য
৭৮) Which one of the following is not a central bank ?
ক) State Bank of Pakistan
খ) Bank of England
গ) Central Bank of Sri Lanka
ঘ) Central Bank of India✔
৭৯) Which sport is associated with the Davis Cup ?
ক) Football
খ) Horse Racing
গ) Cricket
ঘ) Tennis✔
৮০) When did Bangladesh achieve membership of United Nations ?
ক) 1975
খ) 1974✔
গ) 1973
ঘ) 1972
৮১) Which of the following companies has issued largest ever IPO in capital market ?
ক) Ali Baba✔
খ) Google
গ) Microsoft
ঘ) Black Berry
৮২) Who was the first Bangladeshi presiding over General Assembly session of the United Nations ?
ক) Humayun Rashid Chowdhury✔
খ) Saifur Rahman
গ) A.M.A. Muhith
ঘ) Dr. Kamal Hossain
৮৩) In terms of GDP, which one of the following is the largest economy ?
ক) USA
খ) UK
গ) Australia
ঘ) China✔
৮৪) Where does Rakhain tribe mainly live ?
ক) Rangamati
খ) Bandarban
গ) Rajshahi
ঘ) Patuakhali✔
৮৫) Which one of the following is ‘legal tender money’ ?
ক) Devit Card
খ) Cheque
গ) Credit Card
ঘ) Coins✔
৮৬) Which is the smallest district in Rajshahi Division ?
ক) Chapainowabgonj
খ) Naogaon
গ) Joypurhat✔
ঘ) Natore
৮৭) “Ebola” has not spread out in epidemic form in which of the following countries ?
ক) Nigeria✔
খ) Sierra Leon
গ) Guinea
ঘ) Liberia
৮৮) In regard to noble prize, which one of the following is not true ?
ক) Malala Yusufzai is the sixteenth woman noble prize winner
খ) Malala Yusufzai is a noble prize winner in peace
গ) Malala Yusufzai is the youngest noble prize winner
ঘ) Malala Yusufzai is a noble prize winner in education✔
৮৯) Which of the following is an affiliate of the International Bank of Reconstruction and Development ?
ক) IMF
খ) IDA✔
গ) UNDP
ঘ) UNICEF
৯০) Which of the following is grown from stem cuttings ?
ক) Sugarcane✔
খ) Maize
গ) Turmeric
ঘ) Banana
৯১) Which of the following is not a contagious disease ?
ক) Mumps
খ) Small Pox
গ) Typhoid✔
ঘ) Tuberculosis
৯২) Who was the Finance Minister during our liberation war in 1971 ?
ক) H. M. Kamruzzaman খ) Dr.Kamal Hossain
গ) Syed Nazrul Islam
ঘ) Captain M. Mansur Ali✔
৯৩) ‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান‘ । পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ ?
ক) নারী
খ) জীবন–বন্দনা✔
গ) সাম্যবাদী
ঘ) মানুষ
৯৪) প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি ?
ক) উৎকর্ষতা
খ) উৎকৃষ্টতা
গ) উৎকৃষ্ট✔
ঘ) উৎকর্ষ
৯৫) ‘পূণ্যে মতি হোক‘ বাক্যে পূণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ?
ক) বিশেষণের বিশেষণ
খ) বিশেষ্য✔
গ) বিশেষণ
ঘ) সর্বনাম
৯৬) চাঁদ কোন শ্রেনীর শব্দ ?
ক) তদ্ভব✔
খ) অর্ধতৎসম
গ) তৎসম
ঘ) দেশী
৯৭) ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি‘ এটি কোন ধরনের বাক্য ?
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য✔
গ) মিশ্র বাক্য
ঘ) সাধারণ বাক্য
৯৮) Which one of the following is Utility Software ?
ক) McAfee✔
খ) MS-Word
গ) Windows Xp
ঘ) Oracle
৯৯) In Bangladesh , BTRC provides bandwidth of internet services through submarine cable network . Which of the following submarine cable networks is connected with Bangladesh ?
ক) Southern Cross Cable
খ) SEA-ME-WE✔
গ) C2C North Ring
ঘ) FLAG
১০০) Suppose the value of cell E5 in MS-Excel sheetis 3500. If we apply the formula = IF ( E5 < 20000,E5 * 10%, E5 * 20%) , what will be the result ?
ক) 700
খ) 350✔
গ) 3500
ঘ) 500
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল প্রশ্ন সমাধান 2018
- বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬
- বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৪
- বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২
- বাংলাদেশ ব্যাংক এর অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১১
- ২০১০-২০২০ বাংলাদেশ ব্যাংক লিখিত গণিত সমাধান পিডিএফ ডাউনলোড
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।