জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৬

0
364

জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৬

Assistant Director at Bangladesh National Parliament Secretariat Job exam Question and Solution 2006

পদের নামঃ- সহকারী পরিচালক

পরীক্ষার তারিখঃ ১২/০৬/২০০৬

আরো পড়ুনঃ-

বাংলা সমাধান

১. কোনটি নজরুল ইসলামের রচিত নয়?

ক) ভাঙ্গার গান

খ) সাম্যবাদী

গ) অশ্রুমালা✔

ঘ) চন্দ্রবন্দিু

২. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি?

ক) কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়✔

খ) কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

গ) কবি নজরুল বিশ্ববিদ্যালয়

ঘ) কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

৩. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?

ক) চলিত ভাষা

খ) সাধু ভাষা

গ) উপভাষা✔

ঘ) মিশ্রভাষা

৪. কোন শব্দে ণত্ব বিধান পালিত হয়নি ?

ক) কোরান✔

খ) শ্রবণ

গ) বেণী

ঘ) গণ

৫. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?

ক) জগ + দীশ

খ) জগ +ঈশ

গ) জগৎ + দীশ

ঘ) জগৎ + ঈশ✔

৬. গোঁফ-খেজুরে” কোন অর্থে ঠিক?

ক) অধম

খ) নির্বিকার

গ) অলস✔

ঘ) অকর্মণ্য

৭. ”আলালের ঘরের দুলাল”-

ক) প্রথম সার্থক বাংলা উপন্যাস

খ) প্রথম বাংলা উপন্যাস✔

গ) প্রথম চলিত নকশা

ঘ) প্রথম আখ্যায়িকা

৮. ”সূর্যদীঘল বাড়ী”র রচয়িতা কে?

ক) শওকত আলী

খ) রশীদ করিম

গ) আবু ইসহাক✔

ঘ) আলাউদ্দিন আল আজাদ

৯. কোনটি জসীমউদ্‌দীনের কাব্য নয়?

ক) মাটির কান্না

খ) মাটির মায়া✔

গ) হাসু

ঘ) এক পয়সার বাঁশি

১০. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস-

ক) Rajmohan’s Wife✔

খ) দুর্গেশনন্দিনী

গ) বিষবৃক্ষ

ঘ) ইন্দিরা

১১. কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো?

ক) সমাচার দর্পণ

খ) বঙ্গদর্শন

গ) সুধাকর✔

ঘ) সবুজপত্র

১২. ”অমরকোষ” কি ধরনের গ্রন্থ?

ক) মহাকাব্য

খ) নাটক

গ) অভিধান✔

ঘ) উপন্যাস

১৩. ”পদ্মা নদীর মাঝিতে” কোন চরিত্রটি নেই?

ক) হোসেন মিয়া

খ) মালা

গ) গণেশ

ঘ) বাসু✔

১৪. কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়?

ক) প্রলয়োল্লাস

খ) ধূমকেতু

গ) রণভেরী

ঘ) যৌবনের গান✔

১৫. বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত✔

খ) হেমচন্দ্র

গ) নবীনচন্দ্র

ঘ) ঈশ্বরগুপ্ত

১৬. ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?

ক) ব্যাকরণ ভাষাকে চলিতে

খ) ব্যাকরণ ভাষাকে শাসন করিতে

গ) ব্যাকরন ভাষাকে বলিতে

ঘ) ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে✔

১৭. কোন বানানটি শুদ্ধ?

ক) চানক্য

খ) চাণক্য✔

গ) চানোক্য

ঘ) চাণোক্য

১৮. ”বিষাদসিন্দু” কোন কর্মধারয় সমাস?

ক) উপমান

খ) উপমিত

গ) রূপক✔

ঘ) মধ্যপদলোপী

১৯. ”গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী!”- কোন কবির কবিতা?

ক) জীবনানন্দ দাশ

খ) সুকান্ত✔

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) সুধীন্দ্রনাথ দত্ত

২০. রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?

ক) সমাপ্তি

খ) হৈমন্তি

গ) একরাত্রি

ঘ) কাবুলিওয়ালা✔

২১. ”ক্রীতদাসের হাসি” কার রচনা?

ক) শওকত ওসমান✔

খ) আবুল ফজল

গ) শামসুদ্দীন আবুর কালাম

ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

২২. কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত?

ক) সারিগান

খ) মর্সিয়া✔

গ) ভাটিয়ালী

ঘ) হাম্‌দ

২৩. বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি?

ক) অতি অল্প হইল✔

খ) একেই কি বলে সভ্যতা

গ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

ঘ) মদ খাওয়া বাড় দায়, জাত থাকার কি উপায়

২৪. ”শাহনামা” কোথাকার মহাকাব্য?

ক) গ্রিস

খ) রোম

গ) পারস্য✔

ঘ) রাজস্থান

২৫. ”মুরুভাস্কর” কার রচনা?

ক) মোজাম্মেল হক

খ) নজরুল ইসলাম✔

গ) কায়কোবাদ

ঘ) ইসমাইল হোসেন সিরাজী

২৬. বাউল গানের বিশেষত্ব কি?

ক) মরমীবাদ

খ) মারেফাত

গ) আধ্যাত্ম্য বিষয়ক✔

ঘ) প্রেম বিষয়ক

ইংরেজী সমাধান 

  1. Hot milk has long been a standard cure for insomnia because of its—— quality

ক) soporific✔

খ) malevolent

গ) amorphous

ঘ) desultory

  1. Young members of the company resented the domineering and —- manner of manager .

ক) lively

খ) urbane

গ) prudent

ঘ) imperious✔

  1. You are dull —- hearing.

ক) after

খ) by

গ) in

ঘ) of✔

  1. If the price is low, demand—

ক) is increased

খ) will be increased

গ) would be increased

ঘ) will increase✔

  1. He entered a university —

ক) at age sixteen

খ) at the age of sixteen✔

গ) when he was sixteen old

ঘ) when he had sixteen years

  1. —- a teacher in New England, Webster composed the dictionary of the America Language.

ক) It was while

খ) when

গ) when was

ঘ) while✔

  1. What is the meaning of the word “Defect” ?

ক) Illegal

খ) Prodigal

গ) Defective✔

ঘ) In fact

  1. The meaning of word “vice versa” is —

ক) for example

খ) face to face

গ) Namely

ঘ) The terms being exchanged✔

  1. “Blue Blood” means —

ক) Aristocratic birth✔

খ) scoundrel

গ) sound health

ঘ) blood of king

  1. A person who writes about own life writes—-

ক) a biography

খ) a diary

গ) a chronicle

ঘ) an autobiography✔

  1. One should be careful about — duty.

ক) his

খ) her

গ) one,s✔

ঘ) the

  1. The patient will—- soon

ক) come in

খ) come of

গ) come round✔

ঘ) come by

  1. He died —over exercise .

ক) of

খ) by

গ) from✔

ঘ) for

  1. Hot milk has long been a standard cure for insomnia because of its—— quality

ক) soporific✔

খ) malevolent

গ) amorphous

ঘ) desultory

  1. Young members of the company resented the domineering and —- manner of manager .

ক) lively

খ) urbane

গ) prudent

ঘ) imperious✔

  1. You are dull —- hearing.

ক) after

খ) by

গ) in

ঘ) of✔

  1. If the price is low, demand—

ক) is increased

খ) will be increased

গ) would be increased

ঘ) will increase✔

  1. He entered a university —

ক) at age sixteen

খ) at the age of sixteen✔

গ) when he was sixteen old

ঘ) when he had sixteen years

  1. —- a teacher in New England, Webster composed the dictionary of the America Language.

ক) It was while

খ) when

গ) when was

ঘ) while✔

  1. What is the meaning of the word “Defect” ?

ক) Illegal

খ) Prodigal

গ) Defective✔

ঘ) In fact

  1. The meaning of word “vice versa” is —

ক) for example

খ) face to face

গ) Namely

ঘ) The terms being exchanged✔

  1. “Blue Blood” means —

ক) Aristocratic birth✔

খ) scoundrel

গ) sound health

ঘ) blood of king

  1. A person who writes about own life writes—-

ক) a biography

খ) a diary

গ) a chronicle

ঘ) an autobiography✔

  1. One should be careful about — duty.

ক) his

খ) her

গ) one,s✔

ঘ) the

  1. The patient will—- soon

ক) come in

খ) come of

গ) come round✔

ঘ) come by

  1. He died —over exercise .

ক) of

খ) by

গ) from

ঘ) for

গণিত সমাধান

১. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি এবং ভূমি অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে, তার অতিভুজের দৈর্ঘ্য কত?

ক) 4 মিটার

খ) 3 মিটার

গ) 5 মিটার✔

ঘ) 6 মিটার

২. মিলন 5,600 টাকার কিছু টাকা 5% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা 4% সরল মুনাফায় বিনিয়োগ করে। সে এক বছরের 256 টাকা মুনাফা পেলে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল?

ক) 2,500 টাকা

খ) 2,400 টাকা✔

গ) 2,600 টাকা

ঘ) 3,200 টাকা

৩. মিষ্টি বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর (VAT) 15%, একজন মিষ্টি বিক্রেতা ভ্যাটসহ 4,600 টাকার মিষ্টি বিক্রি করলে, তার ভ্যাটের পরিমাণ কত?

ক) 500 টাকা

খ) 600 টাকা✔

গ) 550 টাকা

ঘ) 650 টাকা

৪. ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৪ : ৩ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৫ : ৪ হলে, ১ কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও ১ কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত নির্ণয় করুন।

ক) ১৬ : ১৫

খ) ১৫ : ১৪

গ) ১৫ : ১৬✔

ঘ) ১৫ : ১৭

৫. একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম, উক্ত কলম এবং বই ক্রয় করতে মোট 43 টাকা প্রয়োজন হলে, কলমের মূল্য কত?

ক) 25 টাকা

খ) 20 টাকা

গ) 22 টাকা

ঘ) 18 টাকা✔

৬. যদি একটি আয়তাকার মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হতো তাহলে মাঠটি 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র হতো। মাঠটির দৈর্ঘ্য কত?

ক) 90 মিটার

খ) 95 মিটার

গ) 100 মিটার✔

ঘ) 105 মিটার

৭. একটি অনুষ্ঠানে ২০০টি মিষ্টি কিছু সংখ্যক শিশুর মধ্যে সমানভাবে বন্টন করা হলো। যদি উক্ত অনুষ্ঠানে আরও ১ জন শিশু উপস্থিত হতো, তাহলে প্রত্যেককে সমভাবে মিষ্টি দিতে আরও ২০টি অতিরিক্ত মিষ্টি প্রয়োজন হতো। উক্ত অনুষ্ঠানে কতজন শিশু উপস্থিত ছিল?

ক) ১১ জন

খ) ১০ জন✔

গ) ২০ জন

ঘ) ১২ জন

৮. যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য : বর্তমান মূল্য = 5 : 3 হয়, তবে মোবাইল ফোনের বর্তমানে শতকরা কত হ্রাস পেয়েছে?

ক) 30%

খ) 40%✔

গ) 45%

ঘ) 35%

৯. একটি তালগাছের পাদবিন্দু হতে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর কোণ 45ডিগ্রি হলে, গাছটির উচ্চতা কত?

ক) 20 মিটার

খ) 21 মিটার

গ) 19 মিটার✔

ঘ) 18 মিটার

১০. ৪ টাকা ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রি করলে, শতকরা ২০ ভাগ লাভ হবে?

ক) ৬টি

খ) ৫টি✔

গ) ৪টি

ঘ) ৩টি

সাধারণ জ্ঞান সমাধান

১. যে নগরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর সদর দপ্তর অবস্থিত-

ক) ম্যানিলা✔

খ) টোকিও

গ) সিঙ্গাপুর

ঘ) বেইজিং

২. কোন দেশে সেনাবাহিনী নেই?

ক) মালদ্বীপ✔

খ) ভুটান

গ) ফিনল্যান্ড

ঘ) ফিলিপিন্‌স

৩. টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয়?

ক) ১৯১৪ সালে

খ) ১৯১০ সালে

গ) ১৯১২ সালে✔

ঘ) ১৯২০ সালে

৪. ই-কমার্স (E-commerce) কি?

ক) ই-মেইলের মাধ্যমে ব্যবসা✔

খ) টেলিফোনের মাধ্যমে ব্যবসা

গ) টেলেক্সের মাধ্যমে ব্যবসা

ঘ) বিদেশে বসে ব্যবসা

৫. মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?

ক) ৭টি

খ) ৬টি✔

গ) ৫টি

ঘ) ৩টি

৬. ”Horizontal” এর পরিভাষা-

ক) দিগন্ত

খ) আনুভূমিক✔

গ) প্রান্তিক

ঘ) সমান্তরাল

৭. নিম্নের কোনটি মূল?

ক) কচু

খ) গোলআলু

গ) শালগম✔

ঘ) আদা

৮. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্যে করে?

ক) ভিটামিন সি

খ) ভিটামিন ডি

গ) ভিটামিন ই

ঘ) ভিটামিন কে✔

৯. গ্যালভানাইজিং হলো লোহার ওপর-

ক) তামার প্রলেপ

খ) রঙের প্রলেপ

গ) দস্তার প্রলেপ✔

ঘ) গ্রিসের প্রলেপ

১০. পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায়, কারণ-

ক) গ্লাস তাপ অপরিবাহী বলে

খ) গ্লাস তাপের সুপরিবাহী বলে

গ) কাচের গলনাঙ্ক কম বলে

ঘ) গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য✔

১১. প্রবল জোয়ারের কারণ, এ সময়-

ক) সূর্য এবং চন্দ্র পৃথিবী সাথে সমকোণ থাকে

খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে

গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

ঘ)সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে✔

১২. নিচের কোন দুই রং-এর মিশ্রণে বেগুনি রং তৈরি হয়?

ক) লাল ও সবুজ

খ) লাল ও আকাশী✔

গ) সবুজ ও আকাশী

ঘ) সবুজ ও বেগুনী

১৩. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

ক) মহাকর্ষণ বলের জন্য

খ) মাধ্যাকর্ষণ বলের জন্য✔

গ) আমরা স্থির থাকার জন্য

ঘ) পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

১৪. সবচেয়ে কঠিন পদার্থ-

ক) গ্রাফাইট

খ) টাংস্টেন

গ) হীরক✔

ঘ) প্লাটিনাম

১৫. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?

ক) লন্ডন

খ) বন

গ) নিউইয়র্ক✔

ঘ) ওয়াশিংটন

১৬. বুলবুল-ই-হিন্দ বলা হয়-

ক) তানসেনকে✔

খ) আমীর খসরুকে

গ) আবুল ফজলকে

ঘ) গালিবকে

১৭. পারমাণবিক বোমার উদ্ভাবক কে?

ক) আইনস্টাইন

খ) রোজেনবার্গ

গ) নিউটন

ঘ) ওপেনহেমার✔

১৮. গ্রিন হাউস প্রভাব (Green House Effect)- এর পরিণতি কি?

ক) তাপমাত্রার বৃদ্ধি✔

খ) সবুজ গাছের বনায়ন

গ) পানির তাপমাত্রা হ্রাস পাওয়া

ঘ) মরুকরণ

১৯. হো চি মিন ছিলেন-

ক) ভিয়েতমান কমিউনিস্ট পার্টির নেতা✔

খ) সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট

গ) উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট

ঘ) উপরের কোনোটিই নয়

২০. ভেটো (Veto) শব্দের অর্থ-

ক) আমি এটা জানি না

খ) আমি এটা মানি না✔

গ) আমি কোনো মতামত দিব না

ঘ) আমি সমর্থন করি

২১. আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত?

ক) এন্টিবায়োটিক আবিষ্কারের জন্য✔

খ) হাইড্রোজেন আবিষ্কারের জন্য

গ) আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের জন্য

ঘ) অশ্বশক্তি আবিষ্কারের জন্য

২২. ওসামা বিন লাদেনের জন্ম কোথায়?

ক) ইরাক

খ) সিরিয়া

গ) আফগানিস্তান

ঘ) সৌদি আরব✔

২৩. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে?

ক) অ্যাডরিনালিন✔

খ) থাইরক্সিন

গ) গ্লুকাগন

ঘ) ইনসুলিন

২৪. মলা মাছে থাকে-

ক) ভিটামিন ই

খ) ভিটামিন এ✔

গ) ভিটামিন বি

ঘ) ভিটামিন ডি

২৫. রান্না করার হাড়িপাতিল সাধরণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

ক) এটি হালকা ও দামে সস্তা

খ) এটি সবদেশেই পাওয়া যায়

গ) এতে তাপ দ্রুত সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়✔

ঘ) এটি সহজে ভেঙে যায় না

২৬. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ–

ক) কম হয়

খ) বেশি হয়

গ) একই হয়✔

ঘ) খুব কম হয়

২৭. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-

ক) সিসমোগ্রাফ✔

খ) ম্যানোমিটার

গ) ক্রেসকোগ্রাফ

ঘ) ব্যারোমিটার

২৮. সাঁতার কাটা সহজ-

ক) পুকুরের পানিতে

খ) সুইমিংপুলে

গ) নদীর পানিতে

ঘ) সমুদ্রে✔

২৯. স্যাকারিন প্রস্তুত করা হয়–

ক) বেনজিন হতে

খ) ফেনল হতে

গ) কয়লা হতে

ঘ) টলুইন হতে✔

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।