গণপূর্ত অধিদপ্তর এর হিসাব সহকারী পদে নিয়োগ
পরীক্ষার প্রশ্ন সমাধান–২০১৬
Account Assistant at Public works Department recruitment test question and solution 2016
আরো পড়ুনঃ- গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
পদের নামঃ- হিসাব সহকারী
পরীক্ষার তারিখঃ ১৮.১১.২০১৬
বাংলা সমাধান
১. ‘চোখ থাকতে কানা’ প্রবাদটির অর্থ –
ক) ধনী হয়েও নির্ধন
খ) বিত্তশালী কৃপণ ব্যক্তি
গ) দেখেও না দেখা✔
ঘ) জন্মান্ধ
২. ‘কবর’ কবিতাটি লিখেন-
ক) মুনীর চৌধুরী
খ) জসীমউদ্দীন✔
গ) আব্বাসউদ্দীন
ঘ) কাজী নজরুল ইসলাম
৩. আধুনিক বানানবিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক) জাপানি
খ) বিহারি
গ) বাংলাদেশী✔
ঘ) বর্মি
৪. ‘বিষাদ-সিন্ধু’ লিখেছেন—-
ক) নজিবর রহমান সাহিত্যরত্ন
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মীর মশাররফ হোসেন✔
ঘ) শওকত ওসমান
৫. নিচের কোনটি দেশি শব্দ?
ক) ওজন
খ) আরাম
গ) কুলো✔
ঘ) আসবাব
৬. ‘আগুনের পরশমনি’ চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত?
ক) শওকত ওসমান
খ) আবু ইসহাক
গ) আখতারুজ্জামান
ঘ) হুমায়ুন আহমেদ✔
৭. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) শ্বাশত
খ) শাশ্বত✔
গ) শ্বাসত
ঘ) শাস্বত
৮. ‘কিন্নুর’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
ক) কিম + নর✔
খ) কিম + ণর
গ) কিৎ+ নর
ঘ) কিদ + নর
৯. বাংলা বর্নমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
ক) ১৬ টি
খ) ১২টি
গ) ১০ টি
ঘ) ৮ টি✔
১০. এক কথায় প্রকাশ করুনঃ ‘যা জলে চরে’
ক) জলচর✔
খ) নৌকা
গ) স্থলচর
ঘ) জলজ
১১. ‘মজলুম’ শব্দের অর্থ কী?
ক) বিপদাপন্ন
খ) অসহায়
গ) জনপ্রিয়
ঘ) অত্যাচারিত✔
১২. সন্ধি-বিচ্ছেদ করুনঃ’নরাধম’
ক) নর+ আধম
খ) নর+ অধম✔
গ) নর+ ধম
ঘ) নরধ + ম
১৩. শুদ্ধ বানান কোনটি?
ক) শ্রদ্ধাঞ্জলি✔
খ) শ্রদ্ধাঞ্জলী
গ) শ্রদ্বাঞ্জলী
ঘ) শ্রদ্বাঞ্জলি
১৪. ‘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- উক্তিটি কার?
ক) বিদ্যাপতি
খ) রবীন্দ্রনাথ
গ) চণ্ডীদাস✔
ঘ) বিবেকানন্দ
১৫. ‘ডোবা’ শব্দের বিপরীত অর্থ-
ক) নালা
খ) খোলামেলা
গ) ভাসা✔
ঘ) গভীর
ইংরেজী সমাধান
- fill in the gap: _____people can travel abroad.
ক) Very less
খ) Little
গ) Pew✔
ঘ) Least
- He has ____ read and white horse.
ক) an
খ) not
গ) a✔
ঘ) the
- He is swimming ____ the current.
ক) above
খ) against✔
গ) for
ঘ) on
- He has a taste______ reading.
ক) for✔
খ) of
গ) with
ঘ) at
- There is _____ milk in the bottole
ক) very few
খ) a little✔
গ) very little
ঘ) small
- Slow and steady______the race.
ক) win
খ) wins✔
গ) won
ঘ) has won
- This is the house ___ I went to buy.
ক) this
খ) whome
গ) which✔
ঘ) those
- The feminine from of the word ‘Author; is:
ক) Authors
খ) Authorss
গ) Authoress✔
ঘ) Authores
- Which one is the correct word?
ক) Spelling✔
খ) Speling
গ) Sleping
ঘ) SLepping
- The most correct Translation of the sentence’তার জন্য জায়গা করে দাও’ is
ক) Make place for him
খ) Manage place for him
গ) Make room for him✔
ঘ) Make accommodation for him
- ‘He is rich but honest’- Which is the complex from of this compound sentence?
ক) Although he is rich, he is honest✔
খ) Despite being rich he is honest.
গ) In spite of honesty rich he is honest
ঘ) His accumulation of riches did not affect his honesty.
- ‘SOS’ stand for___
ক) Sound of Sea
খ) Save Our Soul✔
গ) Son of Samson
ঘ) Sunrays of Sunset
- I used to travel frequently. Which one is the closest in meaning to “frequently”
ক) seldom
খ) regularly
গ) often✔
ঘ) lighty
- he blew out the match. Which one is the closest in meaning to “blew out”
ক) cought up
খ) passed
গ) kicked
ঘ) extinguised✔
- I can not put up with such nonsense. Which one is the closest in meaning to “put up with”
ক) tolerate✔
খ) ignore
গ) see
ঘ) demand
গণিত সমাধান
১. ১০৫০ টাকা ৮% =?
ক) ৮০ টাকা
খ) ৮২ টাকা
গ) ৮৪ টাকা✔
ঘ) ৮৬ টাকা
২. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো :
ক) ৭
খ) ২✔
গ) ৩
ঘ) ৫
৩. কোনো ব্যবসায় ’ক’, ‘খ’ ও ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০ টাকা, ৪০০ টাকা এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাক বেশি পাবে?
ক) ৪০ টাকা✔
খ) ৮০ টাকা
গ) ১০০ টাকা
ঘ) ১২০ টাকা
৪. একজন ব্যবসায়ী একটি পণ্য ৮০ টাকায় ক্রয় করে ১০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্যের ওপর তার লাভের হার কত?
ক) ১৫%
খ) ২০%
গ) ২৫%✔
ঘ) ৩০%
৫. একটি শ্রেণিতে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত ৯ : ৫। মোট শিক্ষার্থীর সংখ্যা ১০৫০ হলে ছাত্রের সংখ্যা কত?
ক) ৮৯০
খ) ৭৮৫
গ) ৬৭৫✔
ঘ) ৭৩০
৬. ৮ জন শ্রমিকের একটি জমি চাষ করতে ৭ দিন লাগল। ১৪ জন শ্রমিকের ঐ জমি চাষ করতে কতদিন লাগবে?
ক) ৫ দিন
খ) ৬ দিন
গ) ৩ দিন
ঘ) ৪ দিন✔
৭. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
ক) ৯
খ) ১৫✔
গ) ১২
ঘ) ২৫
৮. ৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলার বিক্রয়মূল্য কত?
ক) ৮ টাকা
খ) ৭ টাকা
গ) ৬ টাকা
ঘ) ৫ টাকা✔
৯. দুটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত?
ক) ৪,৩
খ) ৭,৬✔
গ) ৮,৬
ঘ) ১০,৮
১০. দুটি সংখ্যার গ.সা.গু ৬ এবং ল.সা.গু ৩৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?
ক) ৯
খ) ১২
গ) ১৫
ঘ) ১৮✔
১১. দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি✔
১২. ব্যাংকে ৮৫০০ টাকা রেখে ৪ বছর পরে সুদাসলে ১১২২০ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল?
ক) ১০%
খ) ৯%
গ) ৮%✔
ঘ) ৭%
১৩. একটি গহনার বর ২৫ গ্রাম। এতে সোনা ও তামার ভরের অনুপাত ৪ : ১ হলে গহনাটিতে তামার পরিমাণ কত?
ক) ৪
খ) ৫✔
গ) ৬
ঘ) ৭
১৪. একটি সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
ক) ৪
খ) ৫
গ) ৬✔
ঘ) ৮
১৫. ১০০০০ টাকা ১ : ৩ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে-
ক) ৭৫০০ টাকা
খ) ২৫০০ টাকা
গ) ৩০০০ টাকা
ঘ) ৫০০০ টাকা✔
সাধারণ জ্ঞান সমাধান
১. ‘ব্লাকবক্স’ কোথায় ব্যবহৃত হয়?
ক) জাহাজে
খ) গাড়ীতে
গ) উড়োজাহাজে✔
ঘ) রকেটে
২. শহীদ বুদ্ধিজীবী দিবস-
ক) ১ ডিসেম্বর
খ) ১৪ ডিসেম্বর✔
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ২৬ মার্চ
৩. নিচের কোনটি বাংলাদেশের প্রাচীন নগর?
ক) পুন্ড্র✔
খ) সোনারগাঁও
গ) ময়নামতি
ঘ) পাহাড়পুর
৪. ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?
ক) টুঙ্গিপাড়া
খ) মেহেড়পুর
গ) কলকাতা✔
ঘ) সাভার
৫. ১৯৭১ সনে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔
খ) সৈয়দ নুজরুল ইসলাম
গ) তাজউদদীম আহমদে
ঘ) আতাউল গণি ওসমানি
৬. আলেপ্পা শহরটি কোথায় ব অবস্থিত?
ক) মিশর
খ) ইরান
গ) ইরাক
ঘ) সিরিয়া✔
৭. উয়ারি – বটেস্বর কোন জেলায় অবস্তিত?
ক) দিনাজপুর
খ) ঢাকা
গ) নরসিংদি✔
ঘ) কুমিল্লা
৮. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় কত তারিখে?
ক) ১ এপ্রিল ১৯৭১
খ) ১০ এপ্রিল ১৯৭১✔
গ) ১৭ এপ্রিল ১৯৭১
ঘ) ২০ এপ্রিল ১৯৭১
৯. ‘BRICS’ এর সদস্য নয় কোন দেশ?
ক) রাশিয়া
খ) দক্ষিণ কোরিয়া
গ) চীন
ঘ) ভারত✔
১০. হিথ্রো বিমানবন্দর কোথায়?
ক) লন্ডন✔
খ) দুবাই
গ) নিউইয়র্ক
ঘ) মুম্বাই
১১. ‘স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) শামসুল রাহমান✔
গ) জীবনানন্দ দাশ
ঘ) নির্মলেন্দু গুণ
১২. ‘রূপসী বাংলার কবি’ কাকে বলা হয়?
ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ✔
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) ফররুখ আহমদ
১৩. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কবে?
ক) ১৯৯৭
খ) ১৯৯৯
গ) ২০০০✔
ঘ) ২০০৩
১৪. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক) ভোলা
খ) মহেশখালী✔
গ) সেন্টমার্টিন
ঘ) ছেঁড়া দ্বীপ
১৫. বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদে ভূষিত করেন?
ক) নোবেল পদক
খ) জুলিও কুরি পদক✔
গ) ম্যাগাসাস পদক
ঘ) মাদাম কুরি পদক
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।