আবহাওয়া অধিদপ্তর এর অধীনে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০০৪

0
282

আবহাওয়া অধিদপ্তর এর অধীনে নিয়োগ পরীক্ষার

প্রশ্ন সমাধান – ২০০৪

পদের নামঃ- সহকারী আবহাওয়াবিদ

Assistant Meteorologist under Bangladesh Meteorological Department job exam question and Answer – 2004

বাংলা অংশ

১.রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন?

ক)বলাকা

খ)বসন্ত✔

গ)শেষের কবিতা

ঘ)গোরা

২.‘বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি , ক্ষণেক চাঁদ ” — চরণ দুটি কার লেখা?

ক)আলাওল

খ)ভারতচন্দ্র রায়✔

গ)রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ)শেখ ফজলল করিম

৩.বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?

ক)পালি

খ)অপভ্রংশ✔

গ)অবহট্র

ঘ)সংস্কৃত

৪.‘উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ–

ক)অগ্র

খ)ভদ্র

গ)সৌম্য✔

ঘ)সুলীল

৫.‘ময়নামতির চর’— এর রচয়িতা—

ক)জসীমউদ্দীন

খ)বন্দে আলী মিয়া✔

গ)ফররুখ আহমদ

ঘ)আহসান হাবীব

৬.‘ক্ষ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

ক)খ,ষ

খ)খ,স

গ)খ,শ

ঘ)ক,ষ✔

৭.শুদ্ধ বাক্য কোনটি?

ক)দুর্বলবশত অনাথিনী বসে পড়ল

খ)দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল

গ)দুর্বলতাবশত অনাথা বসে পড়ল✔

ঘ)দুর্বলবশত অনাথা বসে পড়ল

৮.কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?

ক)চিরসুখী

খ)দশানন

গ)গায়ে হলুদ

ঘ)কানাকানি✔

৯.‘ক্ষমার যোগ্য’ -এর বাক্যসংকোচন–

ক)ক্ষমার্হ্✔

খ)ক্ষমা প্রার্থী

গ)ক্ষমা

ঘ)ক্ষমাপ্রদ

১০.‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ —

ক)ষড়+ ঋতু

খ)ষড্+ঋতু

গ)ষট + ঋতু

ঘ)ষট্ + ঋতু✔

১১.কোন বানানটি শুদ্ধ?

ক)মুমূর্ষ

খ)মুমূর্ষু✔

গ)মূমুর্ষ

ঘ)মুমূর্ষূ

১২.‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ।’— এই বাক্যে ‘কী’ এর অর্থ–

ক)ভয়

খ)রাগ

গ)বিরক্তি✔

ঘ)বিপদ

১৩.‘সওগত’ — পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক)আবুল কালাম শামসুদ্দীন

খ)কাজী আবদুল ওদুদ

গ)মোহাম্মদ নাসির উদ্দিন✔

ঘ)সিকানদার আবু জাফর

১৪.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?

ক)বাউন্ডেলের আত্মকথা✔

খ)মুক্তি

গ)পদ্ম গোখরো

ঘ)বিদ্রোহী

১৫.‘বনফুল’ নিম্নোক্ত কোন লেখকের নাম?

ক)বিভূতিভূষণ মুখোপাধ্যায়

খ)তারাশঙ্কার বন্দোপাধ্যায়

গ)বলাইচাঁদ মুখোপাধ্যায়✔

ঘ)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৬.‘সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক)আল-মাহমুদ

খ)ফররুখ আহমদ✔

গ)তালিম হোসেন

ঘ)গোলাম মোস্তফা

১৭.‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ —

ক)সাহায্যকারী

খ)তোষামুদে✔

গ)বাদক

ঘ)স্বাস্থ্যহীন লোক

১৮.‘পেয়ারা’ কোন ভাষা খেকে আগত?

ক)হিন্দি

খ)উর্দু

গ)গ্রিক পর্তুগিজ

ঘ)পর্তুগিজ✔

১৯.‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?

ক)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ)সুনীতিকুমার চট্রেপপাধ্যায়✔

গ)মুহম্মদ শহীদুল্লাহ

ঘ)সুকুমার সেন

২০.যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় —

ক)নিত্য সমাস✔

খ)দ্বন্দ্ব সমাস

গ)কর্মধারয় সমাস

ঘ)অব্যায়ীভাব সমাস

ইংরেজী অংশ 

  1. In what year did Shakespeare died?

ক)1570 AD

খ)1580 AD

গ)1630 AD

ঘ)1616 AD✔

  1. What is the antonym of ‘ Honorary’?

ক)Literary

খ)Honorable

গ)Salaried✔

ঘ)Official

  1. Choose the appropriate meaning of the idiom . The piece of land was a bone of contention between the two contention between the two countries—

ক)A matter of dispute✔

খ)Someting to negotiate

গ)A source of food

ঘ)Battlefield

  1. Which one is correct ?

ক)Our neighbors are going to a holiday

খ)Our neighbors are going for a holiday.

গ)Our neighbors are going on a holiday. ✔

ঘ)Our neighbors are going in a holiday.

  1. Who wrote the Nobel ” Roots” ?

ক)Henry Miller

খ)H.G. Halery

গ)Alex Halery✔

ঘ)John Milton

  1. What is the synonym of “Incite”?

ক)Instigate✔

খ)Permit

গ)Urge

ঘ)Deceive

  1. Are you doing anything special —- weekend? Fill in the gap with appropriate preposition.

ক)an

খ)for

গ)on

ঘ)at✔

  1. Choose the correct sentence :

ক)The matter was informed to the police

খ)The matter has been informed to the police

গ)The matter was informed of the police✔

ঘ)The police were informed of the matter.

  1. What is the verb of the word ” Shortly” ?

ক)Short

খ)Shorter

গ)Shorten✔

ঘ)Shortness

  1. Who is the author of “A Farewell to Arms”?

ক)T.S. Eliot

খ)Plato

গ)John Milton

ঘ)Ernest Hemingway✔

  1. Which is the correct sentence?

ক)He is a most perfect judge.

খ)He is the most perfect judge.

গ)He is a very perfect judge.

ঘ)He is a perfect judge. ✔

  1. Ode on a Grecian Urn — Who is the poet of the poem?

ক)Wordsworth

খ)Shelly

গ)Shakespeare

ঘ)Keats✔

  1. A lexicographer is a person who writes —–

ক)Novels

খ)Dictionaries✔

গ)Graphs

ঘ)Medical books

  1. Who, which , what etc-

ক)Demonstrative pronoun

খ)Relative pronoun✔

গ)Reflexive Pronoun

ঘ)Indefinite pronoun

  1. A great playwright of Shakespeare’s time was—

ক)Samuel Johnson

খ)Christopher Marlowe✔

গ)Oliver Goldsmith

ঘ)John Donne

  1. The word ‘ Euphemism’ means—

ক)stating one thing like another

খ)description of a disagreeable thing by an agreeable name✔

গ)contrast the word is made in the same sentence

ঘ)statement is made emphatic by over statement

  1. Anger, even, when it is —- has one virtue, it overcomes—

ক)Sinful — sloth✔

খ)Sloth —- sinful

গ)Inevitable -desire

ঘ)In tenure-hot

  1. Each question below consists of a related pair of words . Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair: Modest — Insolent

ক)Subjection — Liberation✔

খ)Rsstrian —–Indulge

গ)Complaint — Acquiescence

ঘ)Restriction —- Relaxation

  1. Choose the appropriate meaning of the idiom ‘Swan song ‘?

ক)First work

খ)Last work✔

গ)Middle work

ঘ)Early work

  1. Complete the following sentence. If I had known you were coming—

ক)I would go to the station

খ)I had gone to the station

গ)I would have gone to station✔

ঘ)I would be going to the station

গণিত অংশ

১.দুইটি সংখ্যার অনুপাত ৫: ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?

ক)২০০

খ)২২৪

গ)২৪০✔

ঘ)২৪৮

২.দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩ এবং সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় করুন।

ক)২৪✔

খ)২৬

গ)২৮

ঘ)৩২

৩.কোনো দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম এবং বিক্রয়মূল্য কত?

ক)১৫০ টাকা

খ)২০০ টাকা✔

গ)২৫০ টাকা

ঘ)৩০০ টাকা

৪.২০-এর চেয়ে বড় এবং ২০০-এর চেয়ে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে?

ক)৩৫

খ)৩৭

গ)৩৮

ঘ)৪০✔

৫.১ এবং ৫৪০ -এর ভাজকের সংখ্যা কত?

ক)২০

খ)২৩

গ)২৪✔

ঘ)২৫

সাধারণ জ্ঞান অংশ  

১.প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝাত?

ক)কুমিল্লা ও ঢাকা জেলাকে

খ)চট্রগ্রাম ও নোয়াখালী জেলাকে

গ)ঢাকা ও ময়মনসিংহ জেলাকে

ঘ)নোয়াখালী ও কুমল্লিা জেলাকে✔

২.দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক)কুড়িগ্রাম

খ)নীলফামারী

গ)পঞ্চগড়

ঘ)লালমনিরহাট✔

৩.বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?

ক)১৯৮০ সালে✔

খ)১৯৭৫ সালে

গ)১৯৭২ সালে

ঘ)১৯৭৪ সালে

৪.কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে?

ক)১৬ ডিসেম্বর ১৯৭৫

খ)১৭ সেপ্টেম্বর ১৯৭৪✔

গ)১৪ নভেম্বর ১৯৭৩

ঘ)৩১ ডিসেম্বর ১৯৭২

৫.বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক পরিমাণে পাট উৎপন্ন হয়?

ক)ময়মনসিংহ

খ)কুমিল্লা

গ)ফরিদপুর✔

ঘ)ঢাকা

৬.বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

ক)নাটোরের লালপুর✔

খ)পাবনার ঈশ্বরদী

গ)রাজশাহী সদর

ঘ)যশোর শহর

৭.ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন–

ক)তিতুমীর

খ)সূর্যসেন

গ)হাজী শরীয়তুল্লাহ✔

ঘ)মুন্সী মেহেরুল্লাহ

৮.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক)২২৫ নটিক্যাল মাইল

খ)২০০ নটিক্যাল মাইল✔

গ)২৫০ নটিক্যাল মাইল

ঘ)১০ নটিক্যাল মাইর

৯.‘ছিয়াত্তরের মন্বত্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক)বাংলা ১০৭৬ সালে

খ)বাংলা ১১৭৬ সালে✔

গ)বাংলা ১৩৭৬ সালে

ঘ)বাংলা ১৮৭৬ সালে

১০.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক)হামিদুর রহমান

খ)মইনুল হোসেন✔

গ)তানভীর কবির

ঘ)মাযহারুল ইসলাম

১১.বাংলাদেশের সর্ববৃহৎ জেলা–

ক)ঢাকা

খ)ময়মনসিংহ

গ)কিশোরগঞ্জ

ঘ)রাঙামাটি✔

১২.মোনালিসা চিত্রটির চিত্রকর কে ?

ক)মাইকেল এঞ্জেলো

খ)লিওনার্দো দ্য ভিঞ্চি✔

গ)পাবলো পিকাসো

ঘ)ভ্যানগগ

১৩.বিশ্বব্যাংকের কোন অঙ্গসংগঠনটি Soft-loan Window নামে পরিচিত ?

ক)IBRD

খ)IDA✔

গ)IFC

ঘ)EDI

১৪.কমনওয়েলথযুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ?

ক)কানাডা✔

খ)অস্টেলিয়া

গ)দক্ষিণ আফ্রিকা

ঘ)ভারত

১৫.সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি?

ক)ভারত

খ)পাকিস্তান

গ)মালদ্বীপ✔

ঘ)ভুটান

১৬.জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়–

ক)১৯৪৮ সালে

খ)১৯৫০ সালে

গ)১৯৫৫ সালে

ঘ)১৯৬১ সালে✔

১৭.পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

ক)আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর✔

খ)আটলান্টকি ও ভূমধ্যসাগর

গ)প্রশান্ত ও উত্তর মহাসাগর

ঘ)ভারত ও প্রশান্ত মাহসাগর

১৮.কোনটি চিরশান্তির  শহর নামে পরিচিত?

ক)রোম✔

খ)ভেনিস

গ)এথেন্স

ঘ)ওসলো

১৯.‘অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

ক)দুর্ভিক্ষ ও দারিদ্র্য✔

খ)উন্নয়নের গতিধারা

গ)মাইক্রোক্রেডিট

ঘ)বৈদেশিক সাহাস্য

২০.গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

ক)উত্তাপ অনেব বেড়ে যাবে

খ)বৃষ্টিপাত কমে যাবে

গ)নিন্মভূমি নিমজ্জিত হবে✔

ঘ)সাইক্লোনের প্রবণতা সাহায্য

২১.আসিয়ান গঠিত হয়–

ক)১৯৬৩ সালে

খ)১৯৬৫ সালে

গ)১৯৬৭ সালে✔

ঘ)১৯৬৯ সালে

২২.ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত–

ক)রিয়াদ

খ)জেদ্দা✔

গ)দামেঙ্ক

ঘ)মক্কা

২৩.‘বিশ্বনারী দিবস’ পালিত হয় প্রতি বছর —

ক)১ জানুয়ারি

খ)১১ ফেব্রুয়ারি

গ)৮ মার্চ✔

ঘ)১৫ ডিসেম্বর

২৪.নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?

ক)চীন-জাপান

খ)কানাডা-যুক্তরাষ্ট্রে✔

গ)ভারত-পাকিস্তান

ঘ)দক্ষিণ – আফ্রিকায়

২৫.সুয়েজ খাল যুক্ত করেছে–

ক)আরব সাগর ও ভূমধ্যসাগরকে

খ)লোহিত সাগর ও আরব সাগরকে

গ)লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে✔

ঘ)ভারত মহাসাগর ও আরব সাগরকে

২৬.সিরডাপ এর সদর দপ্তর কোথায়?

ক)দিল্লি

খ)পোল্যান্ড

গ)ঢাকা✔

ঘ)ইসলামাবাদ

২৭.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী —

ক)আন্দিজ পর্বতমালা✔

খ)হিমালয় পর্বতমালা

গ)আল্পস পর্বতমালা

ঘ)আটলাস পর্বতমালা

২৮.জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

ক)দ্যাগ হ্যামারশোল্ড

খ)কুট ওয়াইল্ডহেইম

গ)ট্রিগভেলি✔

ঘ)উ থান্ট

২৯.পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?

ক)আমাজান

খ)জর্ডান✔

গ)দানিয়ুব

ঘ)জাম্বেসী

৩০.ওপেকভুক্ত একমাত্র অ -আরব এশীয় দেশ–

ক)ইন্দোনেশিয়া

খ)ইরান✔

গ)থাইল্যান্ড

ঘ)ফিলিপাইন

৩১.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক)কামরুল হাসান✔

খ)জয়নুল আবদীন

গ)হাশেম খান

ঘ)হামিদুর রহমান

৩২.সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?

ক)নারিকেল জিনজিরা✔

খ)সোনাদিয়া

গ)কুতুবদিয়া

ঘ)নিঝুম -দ্বীপ

৩৩.পূর্বাশা দ্বীপের অপর নাম–

ক)নিঝুম দ্বীপ

খ)সেন্ট মার্টিন দ্বীপ

গ)দক্ষিণ তালপট্রি দ্বীপ✔

ঘ)কুতুবদিয়া দ্বীপ

৩৪.বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন–

ক)শাহ আবদুল হামিদ✔

খ)মীর্জা গোরাম হাফিজ

গ)মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ

ঘ)শামসুল হক

৩৫.মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ —

ক)সাত গম্বুজ মসিজিদ

খ)লালবাগ শাহী মসজিদ

গ)আওলাদ হোসেন লেনের জামে মসজিদ✔

ঘ)চকের মসজিদ

৩৬.বাংলাদেশেরর বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র–

ক)ভেড়ামারা✔

খ)আশুগঞ্জ

গ)সিদ্ধিরগঞ্জ

ঘ)গোয়ালপাড়া

৩৭.বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন–

ক)প্রধানমন্ত্রী

খ)রাষ্ট্রপতি✔

গ)মন্ত্রিপরিষদ

ঘ)জাতীয় সংসদ

৩৮.বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ?

ক)কুদরত -ই-খুদা

খ)ড.আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন✔

গ)ড.শমসের আলী

ঘ)আনোয়ার হোসেন

৩৯.সাফ গেমস অনুষ্ঠিত হয় প্রতি–

ক)৩ বছর পর

খ)২ বছর পর✔

গ)৪ বছর পর

ঘ)প্রতি বছর

৪০.কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

ক)প্রতিফলন

খ)প্রতিধ্বনি✔

গ)প্রতিসরণ

ঘ)প্রতিসরাঙ্ক

৪১.তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে–

ক)প্রোটনের প্রবাহ

খ)ইলকট্রনের প্রবাহ✔

গ)নিউট্রনের প্রবাহ

ঘ)পজিট্রনের প্রবাহ

৪২.রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি?

ক)পাম রশ্মি

খ)অবলোহিত বিকিরণ

গ)মাইক্রোওয়েভ✔

ঘ)আলোক তরঙ্গ

৪৩.সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?

ক)এপ্লিকেশন প্রোগ্রাম

খ)লোটাস

গ)ফাইল মেকার

ঘ)সিস্টেম সফটওয়্যার✔

৪৪.কাজের একক কোনটি?

ক)নিউটন

খ)প্যাসকেল

গ)জুল✔

ঘ)ওয়াট

৪৫.থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ–

ক)গলানাঙ্ক কম

খ)স্ফুটনাঙ্ক বেশি

গ)একমাত্র তরল ধাতু

ঘ)অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়✔

৪৬.উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?

ক)নাইট্রোজেনের✔

খ)অক্সিজেনের

গ)ফসফরাসের

ঘ)পটাসিয়ামের

৪৭.কচুশাকে বেশি থাকে–

ক)আয়োডিন

খ)ক্যালসিয়াম

গ)ভিটামিন

ঘ)লৌহ✔

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।