দুর্নীতি দমন ব্যুরো এর পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০০৪

0
328

দুর্নীতি দমন ব্যুরো এর পরিদর্শক পদের নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান – ২০০৪

Inspector at Anti-Corruption Bureau recruitment examination question and answer – 2004

পদের নামঃ-পরিদর্শক

পরীক্ষার তারিখঃ ৩০.০৯.২০০৪

বাংলা সমাধান

১. ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’– গানটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) দিজেন্দ্রলাল রায়✔

গ) অতুল প্রসাদ

ঘ) নজরুল ইসলাম

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ ?

ক) ‌মাচেন্ট অব ভেনিস

খ) এ মিডসামার নাইটস ড্রিম

গ) কমেডি অব এররস✔

ঘ) মেকবেথ

৩. কোনটি ঠিক?

ক) ‘গোরা’ একটি নাট্যগ্রন্থ

খ) ‘বিদ্রোহী’ একটি কাব্যগ্রন্থ

গ) ‘একাত্তরের দিনগুলি’ একটি উপন্যাস

ঘ) ‘পথের দাবী’ একটি উপন্যাস✔

৪. ‘বাঙ্গালা ভাষার ইতবৃত্ত’ কার রচনা?

ক) মুহাম্মদ শহীদুল্লাহ✔

খ) মুহাম্মদ আবদুল হাই

গ) মুনীর চৌধুরী

ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী

৫. রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল?

ক) বিসর্জন

খ) ডাকঘর

গ) বসন্ত✔

ঘ) অচলায়তন

৬. ‘কবর’ কবিতা কোন কব্যগ্রন্থের অন্তর্গত?

ক) বালুচর

খ) মাটির কান্না

গ) রাখালী✔

ঘ) হাসু

৭. ‘দেনাপাওনা’ উপন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে–

ক) রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

গ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ও রাবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর✔

৮. ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত’ প্রান্তর’ লিখেছেন যথাক্রমে–

ক) মুনীর চৌধুরী ও জহির রায়হান

খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী✔

গ) জহির রায়হান ও শহীদুল্লাহ

ঘ) মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর

৯. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ—

ক) বিষের বাশিঁ

খ) বিদ্রোহী

গ) অগ্নিবীণা✔

ঘ) রুবাইয়াৎ – ই- হাফিজ

১০. রুপসী বাংলার কবি বলতে কাকে বোঝায়?

ক) কবি রবীন্দ্রনাথ ঠাকুর

খ) কবি জীবনানন্দ দাশ✔

গ) কবি কাজী নজরুল ইসলাম

ঘ) কবি জসীমউদ্দীন

১১. ‘যা চিরস্থায়ী নয়’– এর সংকুচিত পদ কোনটি?

ক) অস্থায়ী

খ) ক্ষণিক

গ) ক্ষণস্থায়ী

ঘ) নশ্বর✔

১২. নিচের কোনটি শব্দের আগে বসে?

ক) অনুসর্গ

খ) উপসর্গ✔

গ) বিভক্তি

ঘ) প্রত্যয়

১৩. ‘পর্যালোচনা’ সঠিক সন্ধি বিচ্ছেদ–

ক) পর্য + আলোচনা

খ) পরি+ আলোচনা✔

গ) পর্যা + লোচনা

ঘ) পর্যা + আলোচনা

১৪. চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ = চন্দ্রমুখ । এটি কোন সমাসের উদাহরণ?

ক) উপমান কর্মধারয়

খ) রুপক কর্মধারয়✔

গ) তৎপুরুষ

ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

১৫. ‘পৃথিবীতে কে কাহার?’— এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?

ক) অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

খ) কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি

গ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি✔

ঘ) করণ কারকে তৃতীয়া বিভক্তি

১৬. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ —

ক) শৈত্য✔

খ) শীতল

গ) উত্তাল

ঘ) হিম

১৭. ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়?

ক) বিশেষ্য

খ) অব্যয়

গ) বিশেষণ✔

ঘ) ক্রিয়া

১৮. ‘লেফাফা দুরস্ত’ — বাগধারাটির অর্থ কি?

ক) চৌকস ব্যক্তি

খ) সৌখিন ব্যক্তি

গ) পোশাক সর্বস্ব

ঘ) বাইরের ঠাঁট বজায় রেখে চলা✔

১৯. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’— বাক্যটির কাল নির্ণয় করুন।

ক) সাধারণ বর্তমান

খ) সাধারণ অতীত

গ) নিত্যবৃত্ত বর্তমান

ঘ) পুরাঘটিত বর্তমান✔

২০. শব্দ ও ধাতুর মূলকে বলে–

ক) প্রকৃতি✔

খ) ধাতু

গ) বিভক্তি

ঘ) কারক

 

 

ইংরেজী সমাধান 

  1. ‘Rome was burning while niru was playing on flute’ এর সঠিক অনুবাদ কোনটি?

ক) রোমে আগুন জ্বলছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে

খ) রোম যখন পুড়ে যাচ্ছে নিরু তখন বাঁশি বাজায়

গ) কারো পৌষ মাস কারো সর্বনাশ✔

ঘ) রোম ধ্বংসের পথে নিরু তখন বাঁশি বাজায়

  1. Who has written? ‘He prayeth best’ who loveth best all things great and small.’

ক) John Keats

খ) Lord Byron

গ) P B Shelley

ঘ) Coleridge✔

  1. ‘Paradise Lost’ was written by —

ক) Mathew Arnold

খ) Robert Browning

গ) John Milton✔

ঘ) W B Yeats

  1. Charles Dickens is a great—-

ক) poet

খ) critic

গ) play-wright

ঘ) novelist✔

  1. Shakespeare’s ‘Julius Caesar’ is a—

ক) comedy

খ) satire

গ) tragedy✔

ঘ) historical play

  1. ‘Oh’ lift me as a wave, a leaf, a cloud, I fall upon the thorns of life! I bleed.’ This quotation is from P B shelley’s–

ক) The cloud

খ) To a Skylark

গ) Ode to the West wind✔

ঘ) Adonias

  1. ‘Melodrama’ is a kind of play of —

ক) violent and sensational themes✔

খ) historical themes

গ) Philosophical themes

ঘ) pathetic themes

  1. ‘plebiscite’ is a term related to—-

ক) medicine             খ) law

গ) technology

ঘ) politics✔

  1. When water — it turns into ice.

ক) freezes✔

খ) will freeze

গ) would freeze

ঘ) froze

  1. ‘Nelson is famous for his victory as Trafalgar’ in the sentence, the word ‘victory’ is

ক) Proper noun

খ) Common noun

গ) Collective noun

ঘ) Abstract Noun✔

  1. The teacher said to me . ‘May you live long’ Its indirect form is—

ক) The teacher prayed that I could live long

খ) The teacher wished that I may have lived long

গ) The teacher wished that I might live long✔

ঘ) The teacher prayed that I might have lived long

  1. ‘Few soldiers were evacuating the stranded people.;Its passive form is–

ক) The stranded people were evacuated by few soldiers

খ) The stranded people have been evacuated by few soldiers

গ) The stranded people had been evacuated by few soldiers

ঘ) The stranded people were being evacuated by few soldiers✔

  1. The train— before we reach the station.

ক) will be left

খ) has left

গ) will have left

ঘ) had left✔

  1. A synonym for ” illusive’ is–

ক) not deceptive

খ) not certain

গ) not obvious✔

ঘ) not coherent

  1. Which of the following is a correct sentence?

ক) I, you and he are present

খ) You, he and I are present✔

গ) You, he and I are present

ঘ) He, you and I am present

  1. The invention of computer has tumed over a new leaf in the history of modern technology. Which of the following is nearest to the meaning of the idiom ‘turned over new leaf’ in the aforesaid sentence?

ক) Created a new history

খ) Began a new civilization

গ) Opened a new chpter✔

ঘ) Created a sensation

  1. The phrase ‘ An apple of discord’ means —

ক) A sweet apple

খ) An unexpected gift

গ) An important subject

ঘ) An object of qurrel✔

  1. If a substance is cohesive, it tends to—

ক) retain heat

খ) bend without too much difficulties

গ) stick together✔

ঘ) break easily

  1. Which one of the following is a complex sentence?

ক) Only the graduates need apply

খ) He is better than any other boy in the class

গ) We eat that we nay live✔

ঘ) I saw him writing a letter

  1. Which one of the word ‘Object’ —

ক) Objection

খ) Objective

গ) Objectable

ঘ) Objectively✔

  1. রহিম আসার আগেই করিম এসে থাকবে। এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ—

ক) Karim will come before Rahim will come

খ) Rahim will have come before Rahim will come

গ) Karim will have come before Rahim comes✔

ঘ) Karim will come before Rahim will have come

গণিত সমাধান 

১. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক) ৭৩০

খ) ৭৩৫✔

গ) ৭৮০

ঘ) ৮০০

২. একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে সুদের হার কত?

ক) ৪%

খ) ৫%✔

গ) ৬%

ঘ) ৭%

৩. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে বয়সে ৫ বছরের বড় । তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

ক) ৬৫

খ) ২৮

গ) ৩৩✔

ঘ) ৫৩

৪. একটি বর্গক্ষেত্রের আয়তন ৪০০ বর্গফুট, এর একটি বাহু থেকে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার আয়তন-

ক) ১৯৬ বর্গফুট✔

খ) ০০ বর্গফুট

গ) ২০৪ বর্গফুট

ঘ) ২০৮ বর্গফুট

৫. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?

ক) ১০ মিটার

খ) ১২ মিটার✔

গ) ১৪ মিটার

ঘ) ১৬ মিটার

৬. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

ক) বিপ্রতীপ কোণ

খ) স্থুল কোণ

গ) প্রবৃদ্ধ কোণ✔

ঘ) সম্পূরক কোণ

সাধারণ জ্ঞান সমাধান 

১. ‘ওয়াটার লু’র যু্দ্ধের বিজয়ী সেনাপতির নাম–

ক) লর্ড নেলসন

খ) ডিউক অব ওয়েলিংটন✔

গ) নেপোলিয়ন

ঘ) জেনারেল আইসেন হাওয়ার

২. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়—

ক) ২ অক্টোবর, ১৯৯০

খ) ৩ অক্টোবর , ১৯৯০✔

গ) ৪ নভেম্বর , ১৯৯০

ঘ) ৫ ডিসেম্বর, ১৯৯০

৩. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—

ক) ২ জুলাই, ১৫৭৬

খ) ৩ জুলাই, ১৭৭৬

গ) ৪ জুলাই, ১৭৭৬✔

ঘ) ৫ জুলাই, ১৮৭৬

৪. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে—

ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে

খ) জাপান সাগর ও ভূমধ্যসাগরক

গ) জিব্রাল্টার ও লোহিত সাগরকে

ঘ) ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে✔

৫. টাইগ্রিস নদী পতিত হয়েছে–

ক) পারস্য উপসাগরে✔

খ) কাম্পিয়ান সাগরে

গ) ভারত মহাসাগরে

ঘ) মেক্সিকো উপসাগরে

৬. মারে ডালিং কোন দেশের নদী ?

ক) অস্ট্রেলিয়া✔

খ) আফ্রিকা

গ) ইরাক

ঘ) ইরান

৭. সুয়েজ খাল সংযুক্ত করেছে–

ক) ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে✔

খ) আরব সাগরকে লোহিত সাগরের সঙ্গে

গ) ভুমধ্যসারকে পারস্য সাগরের সঙ্গে

ঘ) আরব সাগরকে পারস্য সাগরের সঙ্গে

৮. মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম?

ক) ইরাক

খ) আফগানিস্তান

গ) ইরান✔

ঘ) পাকিস্তান

৯. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত?

ক) সুইডেন

খ) তুরঙ্কে✔

গ) আমেরিকা

ঘ) ইংল্যান্ড

১০. ‘অক্সফাম’ যে দেশের প্রতিষ্ঠান–

ক) সুইডেন

খ) নরওয়ে

গ) আমেরিকা

ঘ) ইংল্যান্ড✔

১১. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরুস্কার পান ?

ক) মার্গারেট থেচার

খ) উইনস্টন চার্চিল✔

গ) জেমস কালাহার

ঘ) এডওয়ার্ড

১২. কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?

ক) সুইডেন

খ) নরওয়ে

গ) ফিনল্যান্ড✔

ঘ) সুইজারল্যান্ড

১৩. ফরাসি বিপ্লব যে সালে শুরু হয়েছিল ?

ক) ১৬৪০ সালে

খ) ১৭৬৯ সালে

গ) ১৭৮৯ সালে✔

ঘ) ১৮১৫ সালে

১৪. শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) ফ্রান্স

গ) জার্মানি

ঘ) ইংল্যান্ড✔

১৫. ইউরোপে রেনেসাঁ শুরু হয়–

ক) পঞ্চদশ শতাব্দীতে

খ) ষোড়শ শতাব্দীতে

গ) চতুর্দশ শতাব্দীতে✔

ঘ) সপ্তদশ শতাব্দীতে

১৬. আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice) কোথায় অবস্থিত?

ক) জেনেভা

খ) হেগ✔

গ) শিকাগো

ঘ) ব্রাসেলস

১৭. ম্যাকমোহন লাইন বর্তমানে কোন দুটি দেশের সীমানা নিধারণ করে?

ক) চীন ও রাশিয়া

খ) ভারত ও পাকিস্তান

গ) চীন ও মিয়ানমার

ঘ) চীন ও ভারত✔

১৮. ‘ম্যাগনাকার্টা’ হচ্ছে–

ক) ফরাসি শাসনতন্ত্রের বাইবেল

খ) ব্রিশিট শাসনতন্ত্রের বাইবেল✔

গ) স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল

ঘ) জার্মান শাসনতন্ত্রের বাইবেল

১৯. ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশে দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য–

ক) ২০ কিলোমিটার

খ) ২৫ কিলোমিটার

গ) ৪০ কিলোমিটার

ঘ) ৪৫ কিলোমিটার✔

২০. সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে?

ক) ১০টি

খ) ১৫টি✔

গ) ১২টি

ঘ) ১৬টি

২১. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে–

ক) ইউরোপ ও আফ্রিকা

খ) এশিয়া ও ইউরোপ

গ) এশিয়া ও অস্ট্রেলিয়া

ঘ) আফ্রিকা ও এশিয়া✔

২২. ইউরোপিয়ান ইউনিয়ন (ই ইউ) এর একক মুদ্রা চালু হয়েছে?

ক) ১ জানুয়ারি ১৯৯৯✔

খ) ১ জুলাই ১৯৯৯

গ) ১ মার্চ ২০০০

ঘ) ১ জুলাই ২০০০

২৩. এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় সমুদয়—

ক) রাবার

খ) আখ

গ) তুলা

ঘ) চা✔

২৪. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে–

ক) ১৯৭৬ সালে

খ) ১৯৮৫ সালে

গ) ১৯৯৩ সালে✔

ঘ) ১৯৯৪ সালে

২৫. কমনওয়েলথ -এর মোট সদস্য সংখ্যা—

ক) ৪৩

খ) ৪৬

গ) ৫২✔

ঘ) ৫৪

২৬. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন—

ক) মুহম্মদ বিন কাসিম✔

খ) সুলতান মাহমুদ

গ) মুহম্মদ ঘুরি

ঘ) গিয়াস উদ্দিন আযম শাহ

২৭. পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়—

ক) ১৫২৬ সালে✔

খ) ১৫৫৬ সালে

গ) ১৭৬১ সালে

ঘ) ১৭২৬ সালে

২৮. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল—

ক) লর্ড মিন্টো

খ) লর্ড কার্জন

গ) লর্ড মাউন্টব্যাটেন✔

ঘ) লর্ড ওয়াভেল

২৯. মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়–

ক) ১৯০৫ সালে

খ) ১৯০৬ সালে✔

গ) ১৯১০ সালে

ঘ) ১৯১১ সালে

৩০. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য —

ক) ২০৬ কিলোমিটার

খ) ২৮৩ কিমি✔

গ) ২৬০ কিমি

ঘ) ২৮০ কিমি

৩১. মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যে —

ক) আমদানি বৃদ্ধি করা

খ) বৈদেশিক লেনদেন সমস্যার সমাধান করা

গ) রপ্তানি বৃদ্ধি করা✔

ঘ) মুদ্রার ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা

৩২. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ—

ক) ২০৯ সেমি

খ) ১৮০ সেমি

গ) ১২০ সেমি

ঘ) ২০৩ সেমি✔

৩৩. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা—

ক) ৭টি

খ) ৩৩ টি✔

গ) ১৫টি

ঘ) ১৯টি

৩৪. মানুষের ব্যক্তিস্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়?

ক) রাজনৈতিক অধিকার

খ) সামাজিক অধিকার✔

গ) মানবাধিকার

ঘ) মৌলিক অধিকার

৩৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়—

ক) ১৭ এপ্রিল ১৯৭২

খ) ১৬ ডিসেম্বর ১৯৭২✔

গ) ৭ মার্চ ১৯৭৩

ঘ) ২৬ মার্চ ১৯৭৩

৩৬. ‘বাঙালি’ জাতীয়তাবাদের পরিবর্তে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তিত হয়—

ক) ৪র্থ সংশোধনীর মাধ্যমে

খ) ৫ম সংশোধনীর মাধ্যমে✔

গ) ৬ষ্ঠ সংশোধনীর মাধ্যমে

ঘ) ৭ম সংশোধনীর মাধ্যমে

৩৭. পার্বত্য চট্রগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের — ভাগের এক ভাগ

ক) ১২

খ) ৮

গ) ১৫

ঘ) ১০✔

৩৮. প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে —

ক) আবগারী শুঙ্ক

খ) বিক্রয় কর

গ) আয়কর✔

ঘ) আমোদ কর

৩৯. সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি?

ক) আইনের সফল প্রয়োগ

খ) জবাবদিহিতা

গ) শিক্ষা✔

ঘ) স্বচ্ছতা

৪০. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?

ক) ৭১২ কিমি✔

খ) ৭১১ কিমি

গ) ৭৮০ কিমি

ঘ) ৮৬৫ কিমি

৪১. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে–

ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে

খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে✔

গ) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে

ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

৪২. ১ নটিক্যাল মাইলে কত মিটার?

ক) ১৮৫৩.১৮ মিটার✔

খ) ১৬৫০.২০ মিটার

গ) ১৯৫৩.১৮ মিটার

ঘ) ১৭৬০.৫০ মিটার

৪৩. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়–

ক) সিস্টোল✔

খ) ডায়াস্টোল

গ) উভয়টিই সত্য

ঘ) কোনোটিই নয়

৪৪. মস্তিঙ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে–

ক) কার্ডিয়াক অ্যারেস্ট

খ) কার্ডিয়াক ফেইলিউর

গ) হার্টঅ্যাটাক

ঘ) স্টোক✔

৪৫. কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?

ক) আমিষ

খ) স্নেহ

গ) শর্করা

ঘ) খনিজ লবণ✔

৪৬. ‘থিওরি অব রিলেটিভিটি’ -এর প্রণেতা —

ক) আইজ্যাক নিউটন

খ) আলবার্ট আইনস্টাইন✔

গ) চার্লস ডারউইন

ঘ) আঁদ্রে শাখারাত

৪৭. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়—

ক) অণু

খ) পরমাণু✔

গ) ইলেকট্রন

ঘ) প্রোটন

৪৮. পর্বতের চুড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কারণ ওখানে–

ক) অক্সিজেন কম থাকে

খ) বায়ুর চাপ কম থাকে✔

গ) বায়ুর চাপ বেশি থাকে

ঘ) বায়ু ঠা্ন্ডা থাকে

৪৯. দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙ- এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

ক) বেগুনী✔

খ) কমলা

গ) লাল

ঘ) হলুদ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download