জেনে নিন ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ

0
485

জেনে নিন ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ

১। সেলিম আল দীনের  নাটক সমূহ-

  • মুনতাসির ফ্যান্টাসী
  • কেরামত মঙ্গল (১৯৮৮)
  • জন্ডিস ও বিবিধ বেলুন(১৯৭৫)
  • হাত হুদাই (১৯৯৭)
  • চড়কাকড়ার ডকুমেন্টারী
  • চাকা (১৯৯১)
  • হক্সপ্লোসিড ও মূল সমস্যা
  • কীত্তনখোলা (১৯৮৬)
  • যৈবতী কন্যার মন (১৯৯৩)
  • বনপাংশুল

২। হুমায়ুন আহমেদের উপন্যাস সমূহ-

  • বহুব্রীহি
  • অয়োময় (১৯৯০)
  • দেয়াল (২০১৩)
  • শঙ্খনীল কারাগার (১৯৭৩)
  • আজ রবিবার
  • এইসব দিনরাত্রি (১৯৯০)
  • নন্দিত নরকে (১৯৭২)
  • নক্ষত্র রাত্র
  • কোথাও কেউ নেই
  • রজনী
  • দূরে কোথায়

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

  • আগুনের পরশমনি (১৯৮৬)
  • শ্যামল ছায়া (২০০৩)
  • সৌরভ (১৯৮৪)
  • ১৯৭১
  • অনিল বাগচীর একদিন (১৯৯২)
  • জোছনা ও জননীর গল্প (২০০৪)

৩। আখতারুজ্জামান ইলিয়াস এর গল্প সমূহ-

  • অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)
  • খোঁয়ারি (১৯৮২)
  • দুধভাতে উৎপাত (১৯৮৫)
  • দোজখের ওম (১৯৮৯)
  • জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭)

তাঁর উপন্যাস সমূহ-

  • চিলে কোঠার সেপাই (১৯৮৭)
  • খোয়াব নামা (১৯৯৬)

এছাড়া সংস্কৃতির ভাঙ্গা সেতু তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।

৪। আল মাহমুদের উপন্যাস সমূহ-

  • উপমহাদেশ (১৯৯৩)
  • কবি ও কোলাহল (১৯৯৩)
  • আগুনের মেয়ে (১৯৯৫)
  • ডাহুকী (১৯৯২)
  • কাবিলের বোন (১৯৯৩)

তাঁর উল্লেখযোগ্য কাব্যগন্থ-

  • লোক লোকান্তর (১৯৬৩)
  • কালের কলস (১৯৬৬)
  • সোনালী কাবিন (১৯৭৩)
  • মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
  • বখতিয়ারের ঘোড়া
  • অদৃশ্যবাদীদের রান্নাবান্না
  • পাখির কাছে ফুলের কাছে

এছাড়া পানকৌড়ির রক্ত তার গল্প গ্রন্থ।

৫। সৈয়দ সামসুল হক এর উপন্যাস সমূহ-

  • এক মহিলার ছবি (১৯৫৯)
  • নীল দংশন (১৯৮১)
  • অনুপম দিন (১৯৬২)
  • সীমানা ছাড়িয়ে (১৯৬৪)
  • ত্রাহি (১৯৮৯)
  • নিষিদ্ধ লোবান (১৯৯০)
  • খেলারাম খেলে যা (১৯৯১)

তাঁর উল্লেখযোগ্য নাটক-

  • পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬)
  • গণনায়ক (১৯৭৬)
  • নুরুলদিনের সারা জীবন (১৯৮২)
  • ঈর্ষা
  • বাংলার মাটি বাংলার জল

ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ

৬। শামসুর রাহমান এর কাব্যগ্রন্থ-

  • প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
  • রৌদ্র করোটিতে (১৯৬৩)
  • বিধ্বস্ত নিলীমা (১৯৬৭)
  • নিরালোকে দিব্যরথ (১৯৬৮)
  • নিজ বাসভূমে (১৯৭০)
  • বন্দী শিবির থেকে (১৯৭২)
  • বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)
  • প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮)
  • উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩)
  • বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)

তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ-

  • স্বধীনতা তুমি
  • তুমি আসবে বলে হে স্বাধীনতা
  • তোমায় পাওয়ার জন্য হে স্বাধীনতা
  • পন্ডশ্রম|

শিশুতোষ-

  • এলাটিং বেলাটিং (১৯৭৪)
  • ধান ভানলে কুঁরো দেব (১৯৭৭)

উপন্যাস-

  • অক্টোপাশ (১৯৮৩);
  • অদ্ভুত আঁধার এক (১৯৮৫);
  • নিয়ত মন্তাজ (১৯৮৫);
  • এলো সে অবেলায় (১৯৯৪)

আত্মস্মৃতি-

  • স্মৃতির শহর (১৯৭৯)
  • কালের ধুলোয় লেখা (২০০৪)