ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Directorate General of Drug Administration (DGDA) Office Assistant Cum Computer Operator Written Exam Question and Solution 2021.
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
তারিখ: 01/10/2021
বাংলা অংশের সমাধান:
১। বাগধারা
কন ভাঙানো – কুপরামর্শ দেওয়া।
কপাল ফেরা – সৌভাগ্য লাভ।
চশমখোর – নির্লজ্জ।
আঁতে ঘা – মনে কষ্ট পাওয়া ।
অন্ধের যষ্টি – একমাত্র অবলম্বন।
২। এক কথায় প্রকাশ
ক, যার দুই হাত সমান চলে : সব্যসাচী
খ, আকাশে চরে যে: খৈচর
গ, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে : অযত্নসম্ভূত
ঘ. যে নারী প্রিয় কথা বলে : প্রিয়ংবদা
ঙ. ফল পাকলে যে গাছ মরে যায় : ওষধি।
৩। সন্ধিবিচ্ছেদঃ
সংলাপ : সম্ + লাপ
পদ্ধতি : পদ্ + হতি
গায়ক : গৈ + অক।
উচ্ছেদ : উৎ + ছেদ
ষষ্ঠ : ষ + থ
English Question Solution:
5.
- A child like nothing but sweet.
- Wasn’t he sincere to his duties?
- Never tell a lie.
- I helped a boy who was meritorious.
- He is too weak to walk.
- a. For
- In
- With
- To
- Of
7.
- Ground
- Lay
- Apprehend
- Record
- Scatter
8.
- I got your letter yesterday
- I prefer death to dishonest
- The sky is cloudy
- We had gone on after the rain stopped.
- Please, let me go
সাধারণ জ্ঞান
১। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী? উত্তরঃ Seismometer,
২। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? উত্তর: দক্ষিণ আমেরিকা
৩। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর: ভ্যাটিকান।
৪। অলিম্পিকের আয়োজক সংস্থার নাম কী?
উত্তর: IOC (International Olympic Committee.)
৫। সৌর মন্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর: বৃহস্পতি।
৬। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর: মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র
৭। কোন প্রাণি ফুলকার সাহায্যে স্বাস নেয়? উত্তরঃ মাছ।
৮। বাংলাদেশের জাতির পিতার নাম কী? উত্তর: শেখ মুজিবুর রহমান।
৯। ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দ্বায়ী? উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন।
১০ প্রাচীন পুন্ডনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থানগড় ।।
১১। ৬ দফা কত সালে পেশ করা হয়? উত্তর: ৭ জুন, ১৯৬৬ ইং।
১২। বৈদ্যুতিক ক্ষমতার একক কী? উত্ত; ওয়াট।
১৩ পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর: নীল নদ।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: 1,জুলাই, ১৯২১।
১৫ DGDA এর পূর্ণরূপ লিখুন।উত্তর: Directorate General of Drug Administration.
Math Solution:
- 9. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
সমাধানঃ ধরি, চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার :
চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x গভীরতা
= ২.৫৬ x ১.২৫ x ক।
= ৩,২ ঘনমিটার।
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার :.
৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার।
প্রশ্নমতে,
৩.২ ক = ৮ : ক = ৮/৩,২ = ২.৫ মিটার।
- 10. একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত?
সমাধানঃ ক্রয় মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ ৮) টাকা, বা ৯২ টাকা।
আবার , ৮% লাভে বিক্রয় মূল্য (১০০+৮ ) টাকা, বা ১০৮ টাকা।
বিক্রয় মূল্য বেশি হয় (১০৮৯২) টাকা, বা ১৬টাকা।
বিক্রয় মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
” = ১০০x১৬ টাকা ১০০ * * * * = ১০০x ৮০০/১৬ টাকা।
= ৫০০০ টাকা
Ans: ছাগলটির ক্রয় মূল্য ৫০০০ টাকা।
- 11. a + b = 3 এবং ab = 2 হল, a^3 + b^3এর মান কত?
সমাধানঃ দেওয়া আছে, a + b = 3
এবং ab =2
প্রদত্ত রাশি = a^3 + b^3
=3-3.2.3 [মান বসিয়ে]
=27-18
আরো পড়ুনঃ-
- ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর হিসাবরক্ষক কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।