সমন্বিত ৫টি ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮

0
287

সমন্বিত ৫টি ব্যাংকে অফিসার পদে নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮

Combined 5 Bank Officer 2018 Exam and Solution

পদের নামঃ- অফিসার

পরীক্ষার তারিখঃ- ২০.০৭.২০১৮

১।যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-

(ক) ঈ, উ, ঊ, ঋ

(খ) র, ল, ব, ম

(গ) ক, ব, ত, ম

(ঘ) ঙ, চ, ছ, জ

উত্তরঃ খ। র, ল, ব, ম

২। শামখোল হলো এক ধরণের-

(ক) মাস

(খ) পাখি

(গ) পতঙ্গ

(ঘ) জলজ উদ্ভিদ

উত্তরঃ  খ। পাখি

৩। নিচের যে শব্দে ভুলভাবে ন-ত্ব বিধান প্রয়োগ করা হয়েছে-

(ক) বক্ষমাণ

(খ) আবর্তণ

(গ) প্রণয়

(ঘ) আপণ

উত্তরঃ খ। আবর্তণ

৪। বিসর্গ সন্ধির একটি উদাহরণ হল-

(ক) সংস্কৃত

(খ) আচ্ছন্ন

(গ) জ্যোতিরিন্দ্র

(ঘ) গোষ্পদ

উত্তরঃ গ। জ্যোতিরিন্দ্র

৫। আমি মরু-কবি-গাহি সেই ব‌েদে -বেদুঊনদের গান- কাজী নজরুল ইসলাম রচিত পঙতিটিতে কবি আরও যে কয়টি যতিচিহ্ন ব্যবহার করেছিলেন-

(ক) একটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) একটিও নয়

উত্তরঃ ঘ। একটিও নয়

৬। বিদেশি অব্যয়ের উদাহরণ হল-

(ক) ইদানিং

(খ) বেশ

(গ) যদি

(ঘ) অপিচ

উত্তরঃ গ। যদি

৭। নিচের যেটি সম্বন্ধ পদের বিভক্তি নয়-

(ক) র

(খ) এর

(গ) রা

(ঘ) কার

উত্তরঃ ঘ। কার

৮। মধুপ যে সমাসের উদাহরণ-

(ক) ব্যাতিহার বহুব্রীহি

(খ) অব্যয়ীভাব

(গ) উপপদ তৎপুরুষ

(ঘ) উপমিত কর্মধারয়

উত্তরঃ গ। উপপদ তৎপুরুষ

৯। বাংলা বাক্যের আবশ্যিক বৈশিষ্ট্য নয়-

(ক) অর্থ সংগতি

(খ) অন্য পদের আকাঙ্ক্ষা না থাকা

(গ) পদগত অন্বয়

(ঘ) অপরিবর্তনযোগ্য পদক্রম

উত্তরঃ  খ। অন্য পদের আকাঙ্ক্ষা না থাকা

১০। প্রবন্ধ রচনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সমতা বজা রাখতে হবে-

(ক) বাক্যের দৈর্ঘের

(খ) ভাষারীতির

(গ) শব্দসীমার

(ঘ) ভাবের

উত্তরঃ  খ। ভাষারীতির

১১। হ্রেষা, গুঞ্জন এবং নাদ – এই শব্দগুলো একই শ্রেণিভুক্ত, কারণ প্রতিটা-

(ক) অভিন্ন অর্থ জ্ঞাপক

(খ) খাঁটি বাংলা শব্দ

(গ) প্রাণীর ডাক নির্দেশক

(ঘ) ধন্যাত্মক শব্দ

উত্তরঃ  ঘ। ধন্যাত্মক শব্দ

১২। অগ্নি-র একটি প্রতিশব্দ হলো-

(ক) জাতবেদ্য

(খ) অগ্নিষ্ঠ

(গ) পাবন

(ঘ) বিভা

উত্তরঃ গ। পাবন

১৩। ওদন শব্দের অর্থ-

(ক) ওজন

(খ) উদর

(গ) ভাত

(ঘ) অতিরিক্ত

উত্তরঃ গ। ভাত

১৪। হরণ করার ইচ্ছা – এর এক কথায় প্রকাশযোগ্য রূপ-

(ক) জিহীর্ষা

(খ) বিশ্রমিষা

(গ) বিবিক্ষা

(ঘ) জুগুপ্সা

উত্তরঃ ক। জিহীর্ষা

১৫। উচিত কথায় মামা বেজার- এটি যে শ্রেণির প্রবাদ-

(ক) সমালোচনামূলক

(খ) অভিমতবাচক

(গ) নীতিমূলক

(ঘ) ব্যাঙ্গাত্মক

উত্তরঃ  ক। সমালোচনামূলক

১৬। অনুবাদের সময় যে বিষেয়ের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া আবশ্যক-

(ক) অনুবাদকের দক্ষতা

(খ) রচয়িতার উদ্দেশ্য

(গ) মূলপাঠের শৈলী

(ঘ) সরল ভাষা

উত্তরঃ গ। মূলপাঠের শৈলী

১৭। Unfortunately, their house _____while they were at the restaurant celebrating the anniversary.

(ক) got burgled

(খ) went burled

(গ) burgled

(ঘ) had buried

উত্তরঃ ক। got burgled

১৮। Use the right form of verb. I had no difficulty (to find) their house although they had said that people often did.

(ক) to find

(খ) to finding

(গ) in finding

(ঘ) for finding

উত্তরঃ গ। in finding

১৯। The synonym of ‘Ignite’ is-

(ক) to set fire

(খ) to burn

(গ) kindle

(ঘ) to lit

উত্তরঃ গ। kindle

২০। If Elucidate: Clarity then

(ক) Mystify : Enlightenment

(খ) Illuminate : Light

(গ) Aggravate : Problem

(ঘ) Conceal : Oblivion

উত্তরঃ খ। Illuminate : Light

২১। Select the correct linking word. He should have spent all the weekend preparing for his test; he in fact just lay in bed watching videos.

(ক) Nevertheless before He

(খ) However before He

(গ) Whereas before He

(ঘ) Despite before He

উত্তরঃ গ। Whereas before He

২২। Translate into English: চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে।

(ক) A pet lamb makes a cross ram

(খ) A square peg in a round hole

(গ) A scolded dog fears cold water

(ঘ) A still tongue makes a wise head

উত্তরঃ  গ। A scolded dog fears cold water

২৩। Find a synonym of the bold faced word I’d use to initiate my argument with an anecdote whose significance will soon become apparent.

(ক) predict

(খ) announce

(গ) herald

(ঘ) preface

উত্তরঃ ঘ। preface

২৪। The correctly spelt word is –

(ক) Scizophrenic

(খ) Sciophrynic

(গ) Schizophrenic

(ঘ) Selzophrink

উত্তরঃ  গ। Schizophrenic

২৫। After the football match the crowd _________ out of the stadium into the nearest cafes and restaurants.

(ক) dripped

(খ) poured

(গ) trickled

(ঘ) leaked

উত্তরঃ খ। poured

২৬। “Panacea” means –

(ক) fresh

(খ) cure-all

(গ) disease

(ঘ) problem

উত্তরঃ খ। cure-all

২৭। The best conjunction to link:

  1. i) No offence is intended
  2. ii) I think you haven’t understood the problem correctly.

(ক) when

(খ) as

(গ) if

(ঘ) but

উত্তরঃ ঘ। but

২৮। Change the form of voice: I was surprised to see that he had been beaten black and blue.

(ক) I was surprised to see he had been beaten black and blue

(খ) It surprised me to see that he had been beaten black and blue

(গ) It was surprising that he had been beaten black and blue

(ঘ) That he had been beaten black and blue was surprising

উত্তরঃ খ। It surprised me to see that he had been beaten black and blue

২৯। The word skedaddle is not related to-

(ক) toddle

(খ) dash

(গ) scamper

(ঘ) shroud

উত্তরঃ  ঘ। shroud

৩০। When the evening spread out against the sky like a patient etherized upon a table an example of

(ক) metaphor

(খ) chiasmus

(গ) oxymoron

(ঘ) personification

উত্তরঃ ঘ। personification

৩১। Change the form of speech: They said “We cannot live without air”.

(ক) They said that human cannot live without air

(খ) They said that we cannot live without air

(গ) They said that it is not possible to live without air

(ঘ) They realized that people could not live without air

উত্তরঃ খ। They said that we cannot live without air

৩২। The word “Gramineous” comes from

(ক) latin – Gramines

(খ) Romanian – Granicu

(গ) old English – Gramen

(ঘ) German Gramineen

উত্তরঃ ক। latin – Gramines

৩৩। The values of p for equation 2×2-4x + p = 0 to have real roots is

(ক) P ≤ – 2

(খ) P ≥ 2

(গ) P ≤ 2

(ঘ) P ≥ -7

উত্তরঃ গ। P ≤ 2

৩৪। How many integers from 1 to 100 are divisible by 3 but not by 8 ?

(ক) 30

(খ) 29

(গ) 31

(ঘ) 32

উত্তরঃ খ। 29

৩৫। If x is an integer and y = – 2x – 8, what is the least value of x for which y is less than 9?

(ক) -9

(খ) -8

(গ) -7

(ঘ) -6

উত্তরঃ ঘ। -6

৩৬। If x:y = 5:3, then (8x+5y) : (8x-5y) =?

(ক) 5:11

(খ) 6:5

(গ) 5:6

(ঘ) 11:5

উত্তরঃ ঘ। 11:5

৩৭। If a+1/a = 2, what is a3 + 1/a3?

(ক) 1/2

(খ) 7

(গ) 2

(ঘ) 3/2

উত্তরঃ গ। 2

৩৮। If 10% of x is equal to 25% of y, and y=16, what is the value of x?

(ক) 4

(খ) 6.4

(গ) 24

(ঘ) 40

উত্তরঃ ঘ। 40

৩৯। If sinA + sin2A = 1, then the value of the expression (cos2A + cos4A) is –

(ক) 1

(খ) 1/2

(গ) 2

(ঘ) 3

উত্তরঃ ক। 1

৪০। A pole casts a√3m long shadow on the ground at an elevation 600, the height of the pole is-

(ক) 3m

(খ) √3m

(গ) 3√3m

(ঘ) 2m

উত্তরঃ ক। 3m

৪১। If the difference between the circumference and diameter of a circle is 90 cm, then the radius approximately is-

(ক) 21 cm

(খ) 19 cm

(গ) 20 cm

(ঘ) 22 cm

উত্তরঃ ক। 21 cm

৪২। If the length of a side of a regular pentagon is 4 cm, the area of the pentagon is approximately-

(ক) 25cm2

(খ) 27cm2

(গ) 29cm2

(ঘ) 32cm2

উত্তরঃ খ। 27cm2

৪৩। The height of an equilateral triangle with a side 2 cm is –

(ক) √3cm

(খ) 2√3cm

(গ) 3√2cm

(ঘ) √5cm

উত্তরঃ ক। √3cm

৪৪। The next number in the sequence 3, 4, 8, 17, 33, … … is

(ক) 54

(খ) 56

(গ) 58

(ঘ) 60

উত্তরঃ গ। 58

৪৫। The second and third terms of a geometric series are 9 and 3 respectively. The fifth term of the series is –

(ক) 1

(খ) 1/9

(গ) 1/3

(ঘ) 1/27

উত্তরঃ গ। 1/3

৪৬। If two fair coins are flipped, what is the probability that one will come up heads and the other tails?

(ক) ¼

(খ) 1/3

(গ) ½

(ঘ) ¾

উত্তরঃ গ। ½

৪৭। All possible three digit numbers are formed by 1 3.5. If one number is chosen randomly, the probability that it would be divisible by 5 is –

(ক) 1/9

(খ) 2/9

(গ)1/3

(ঘ) 1/4

উত্তরঃ গ। 1/3

৪৮। The line perpendicular to y = x – 2 is.

(ক) Y = 2x + 1

(খ) 2y = -2x – 5

(গ) 2y = x +7

(ঘ) Y = 3x + 1

উত্তরঃ খ। 2y = -2x – 5

৪৯। If logx2 (9/16) = – ½ the value of the base is –

(ক) 16/9

(খ) 9/16

(গ) 256/81

(ঘ) 81/256

উত্তরঃ গ। 256/81

৫০। nC1 + nC2 + nC3 + …. + nCn = ?

(ক) 2n

(খ) 2n-1

(গ) n(n-1)(nn+1)/2

(ঘ) 2n-1

উত্তরঃ খ। 2n-1

৫১। The solution of the inequality |7 – 3x| < 2 is-

(ক) -3 < x < (5/3)

(খ) 3 > x > (5/3)

(গ) -3 < x < (5/2)

(ঘ) -3 < x < (-5/3)

উত্তরঃ খ। 3 > x > (5/3)

৫২। 52. The difference in taka between simple and compound Interest at 5% annually on a sum of Tk 2000 after 2 year is –

(ক) 5

(খ) 50

(গ) 20

(ঘ) 200

উত্তরঃ ক। 5

৫৩। If 3x-7y = 0 and x + 2y = 13 then y is –

(ক) 2

(খ) 3

(গ) 4

(ঘ) 7

উত্তরঃ খ। 3

৫৪। Which of the following can be rearranged to form Bangla word(s)

  1. মাসনধা
  2. ণমাপ্রহ
  3. পবিতকৃ
  4. ণীপতারি

(ক) c

(খ) b

(গ) a & d

(ঘ) a & b

উত্তরঃ গ। a & d

৫৫। Calculate the next time of appearance of Halley’s comet.

(ক) July 2061

(খ) June 2051

(গ) May 2050

(ঘ) March 2060

উত্তরঃ ক। July 2061

৫৬। The sum of squares of 3 consecutive integers is less than 97. What is the greatest possible value of the smallest one?

(ক) 4

(খ) 5

(গ) 6

(ঘ) 7

উত্তরঃ  ক। 4

৫৭। The Federal Reserve System of the USA is framed by _____ Federal Reserve Banks.

(ক) 13

(খ) 12

(গ) 11

(ঘ) 10

উত্তরঃ খ। 12

৫৮। Bangladesh defeated Ireland in the final match of the ICC Women’s World T20 Qualifiers by

(ক) 25 runs

(খ) 45 runs

(গ) 75 runs

(ঘ) 97 runs

উত্তরঃ  ক। 25 runs

৫৯। The slogan of World Population Day 2018 is –

(ক) Investing in Teenage Girl

(খ) Family Planning is a Human Right

(গ) Empower People, Develop Nations

(ঘ) Investing in Young People

উত্তরঃ খ। Family Planning is a Human Right

৬০। During the Liberation War of Bangladesh the Secretary General of UN was

(ক) U Thant

(খ) Kurt Waldheim

(গ) Dag Hammarskjold

(ঘ) Boutros Boutros-Ghali

উত্তরঃ  ক। U Thant

৬১। The former name of Switzerland was

(ক) Helvetia

(খ) Rhodesia

(গ) Dockland

(ঘ) Salisbury

উত্তরঃ ক। Helvetia

৬২। The percentage of Russian Investment in Rooppur Nuclear Power Plant is –

(ক) 75%

(খ) 80%

(গ) 85%

(ঘ) 90%

উত্তরঃ ঘ। 90%

৬৩। Bangladesh Shilpa Bank and Shilpa Rin Sangstha have merged into –

(ক) BDBL

(খ) DBBL

(গ) DDBL

(ঘ) VDBL

উত্তরঃ ক। BDBL

৬৪। The cave where the 12 young Thai football players got trapped and rescued later recently, is –

(ক) Tham Phirman

(খ) Tham Lat

(গ) Tham Luang

(ঘ) Emerald

উত্তরঃ গ। Tham Luang

৬৫। The FIFA World Cup 2018 Champion France received an amount of USD million as prize money.

(ক) 30

(খ) 35

(গ) 36

(ঘ) 38

উত্তরঃ  ঘ। 38

৬৬। Export growth rate achieved in FY 2017-18 is –

(ক) 5.81%

(খ) 6.61%

(গ) 8.87%

(ঘ) 5.52%

উত্তরঃ ক। 5.81%

৬৭। Tumbru Rohinga Camp of Bangladesh is located in

(ক) Khagrachhori

(খ) Rangamati

(গ) Bandarban

(ঘ) Cox’s Bazar

উত্তরঃ গ। Bandarban

৬৮। The best film title awarded in the 41″ Bangladesh National Film Award 2016 is –

(ক) আয়নাবাজি

(খ) অজ্ঞাতনামা

(গ) শঙ্খচিল

(ঘ) অস্তিত্ব

উত্তরঃ খ। অজ্ঞাতনামা

৬৯। In the present Fiscal Year, the following sector has earned the highest export growth.

(ক) RMG sector

(খ) Agricultural sector

(গ) Industry sector

(ঘ) Fisheries sector

উত্তরঃ  ক। RMG sector

৭০। The autobiography titled যা ইচ্ছে তাই is written by –

(ক) Panna Kalsar

(খ) Sara Zaker

(গ) Ferdausi Mazumder

(ঘ) Enamul Huq

উত্তরঃ গ। Ferdausi Mazumder

৭১। The word Twibill is related to –

(ক) sharpened weapon

(খ) old fashioned gun

(গ) lethal ammunitions

(ঘ) poisonous sword

উত্তরঃ ক। sharpened weapon

৭২। The gold medal winner from Bangladesh in the 59th International Mathematical Olympiad is

(ক) Tamjid Morshed

(খ) Tahnik Noor

(গ) Ahmed Jawad

(ঘ) Joydeep Saha

উত্তরঃ গ। Ahmed Jawad

৭৩। A computer program that translates one program Instruction at a time into machine language is called a/an

(ক) Interpreter

(খ) CPU

(গ) Compiler

(ঘ) Simulator

উত্তরঃ ক। Interpreter

৭৪। The accuracy of the floating point numbers represented in two 16-bit words of a computer is approximately

(ক) 16 digits

(খ) 6 digits

(গ) 9 digits

(ঘ) All of above

উত্তরঃ খ। 6 digits

৭৫। Which of the following memories must be refreshed many times per second?

(ক) Static RAM

(খ) Dynamic RAM

(গ) EPROM

(ঘ) ROM

উত্তরঃ খ। Dynamic RAM

৭৬। A name or number used to identify a storage location is called

(ক) a byte

(খ) a record

(গ) an address

(ঘ) a bit

উত্তরঃ গ। an address

৭৭। The octal equivalence of 111010 is –

(ক) 81

(খ) 72

(গ) 71

(ঘ) 74

উত্তরঃ খ। 72

৭৮। A__ is a collection of predefined design elements and color schemes.

(ক) Feature

(খ) Hyperlink

(গ) Palette

(ঘ) Theme

উত্তরঃ  ঘ। Theme

৭৯। A Proxy server is used for

(ক) providing security against unauthorized users

(খ) processing client requests for web pages

(গ) processing client requests for database access

(ঘ) providing TCP/IP

উত্তরঃ ক। providing security against unauthorized users

৮০। The short cut key to replace a data with another in an excel sheet is

(ক) Ctrl+R

(খ) Shift+R

(গ) Ctrl+H

(ঘ) Ctrl+F

উত্তরঃ  গ। Ctrl+H

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।