কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস (CGA)এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
495

কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস (CGA)এর অডিটর পদে

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২২

Office of the Controller General of Accounts (CGA) Auditor Exam Question and Solution 2022.

পদের নামঃ-অডিটর

পরীক্ষার তারিখঃ-০৭.০১.২০২২

গণিত অংশের সমাধানঃ-

১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তরঃ ২৫৩ [কারণ ২৩ X ১১ = ২৫৩]

২. ১ জন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত? উত্তরঃ ১৫ টি

৩. কোনটি সবচেয়ে ছোট?

উত্তরঃ ২/১৩

৪. √১ + √১ এর বর্গ কত?

উত্তরঃ ৪

৫.যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?

উত্তরঃ ২০%

৬. কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়?

উত্তরঃ ১৮

৭. কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?

উত্তরঃ ১৪০

৮. ০১ × ২/৫ = ?

উত্তরঃ .০০৪

৯. x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে,x,y এবং z এর মানের গড় কত হবে?

উত্তরঃ ১০

১০. এক নটিক্যাল মাইল কত মিটার?

উত্তরঃ ১৮৫৩.১৮ মিটার

১১. ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?

উত্তরঃ ২.২১

১২। ‍a+b = 7, ab = 10 হলে a²+b²+3ab = কত?

উত্তরঃ 59

১৩। একটি সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?

উত্তরঃ ২৪

১৪। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ ১২৮

১৫। ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত? উত্তরঃ ১৫

১৬।একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?

উত্তরঃ ৩৮৪

১৭। এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেমি?

উত্তরঃ ৬.৪৫

১৮। ৯০ কোন সংখ্যার ৭৫%? উত্তরঃ ১২০

১৯। নীচের কোনটি ০.৪৫ এর সমান?

উত্তরঃ ৪৫%

২০। ৫ এর কত শতাংশ ৭ হবে?

উত্তরঃ ১৪০

বাংলা অংশের সমাধানঃ-

২১। শুদ্ধ বাক্য কোনটি? উত্তরঃ অধ্যয়নই ছাত্রদের তপস্যা

২২। ‘অশ্রু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ নেত্রবারি

২৩। ‘আরোহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ অবরোহণ

২৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃ কাবিলের বোন [আল মাহমুদ রচিত কাবিলের বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস]

২৫। নীচের কোনটি তৎসম শব্দ? উত্তরঃ পাত্র

২৬। “এ যে আমাদের চেনা লোক” – বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ? উত্তরঃ বিশেষণ

২৭। “যদিও তার বয়স হয়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি” – বাক্যটি কোন ধরণের বাক্য? উত্তরঃ যৌগিক বাক্যে

২৮। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? উত্তরঃ কুলটা [নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিঃ- কুল + অটা = কুলটা]

২৯। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? উত্তরঃ রাজপুত্র [রাজার পুত্র= রাজপুত্র]

৩০। নীচের কোনটি অব্যয়ীভাব সমাস? উত্তরঃ সামীপ্য [দোনলা, একচোখা, ঊনপাঁজুরে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি]

৩১। “তোমাকেই ঢাকা যেতে হবে”- কোন ধরনের বাচ্য? উত্তরঃ ভাববাচ্য

৩২। ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারটির অর্থ কী? উত্তরঃ পাগলামি

৩৩। এক কথায় প্রকাশ কর- “কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে” উত্তরঃ আত্মনিষ্ঠ

৩৪। “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল”- এই বৈষ্ণবপদের রচয়িতা কে? উত্তরঃ জ্ঞানদাস

৩৫। কোনটি মর্সিয়া সাহিত্য? উত্তরঃ জঙ্গনামা

৩৬। ‘রামায়ণ’ কে রচনা করেন? উত্তরঃ বাল্মীকি

৩৭। ‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রধান চরিত্র? উত্তরঃ দুর্গেশনন্দিনী

৩৮। চর্যাপদে কত জন কবির পদ রয়েছে? উত্তরঃ ২৪

৩৯। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? উত্তরঃ ভারতচন্দ্র রায়

৪০। ‘জাপান যাত্রী’ এর রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ-

৪১। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? উত্তরঃ মিশুক [মিশুক ও স্টেপস্ উভয়ই হামিদুজ্জামান খান এর স্থপতি, অপশনে প্রথমে মিশুক থাকায় উত্তর মিশুক]

৪২। মুজিববর্ষের ক্ষনগণনা শুরু হয় কত তারিখে? উত্তরঃ ১০-০১-২০২০ (১০ জানুয়ারি ২০২০)

৪৩। ‘নোয়া ১৮’ কী? উত্তরঃ কোনটিই নয়

৪৪। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? উত্তরঃ ৫৮

৪৫। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? উত্তরঃ কার্টাগেনা

৪৬। প্রতিসরণ এর উদাহরণ— উত্তরঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা

৪৭। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়— উত্তরঃ কয়লা [গ্যাস ও কয়লা উভয়ই নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়, অপশনে কয়লা আগে থাকাই উত্তর কয়লা হবে]

৪৮। নাইট্রিক এসিড ব্যবহৃত হয়— উত্তরঃ সোনার গহনা তৈরিতে

৪৯। সরিষার তেলে’ কোন উপাদানটি পাওয়া যায়? উত্তরঃ ইরোসিক এসিড

৫০। পিসিকালসার— উত্তরঃ মৎস্য চাষ বিষয়ক

৫১। ‘সোয়াইন ফু’ রোগের বাহক? উত্তরঃ শূকর

৫২। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? উত্তরঃ শশাঙ্ক

৫৩। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ [ (শাসনকাল ১৪৯৩-১৫১৯) ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান।]

৫৫। ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? উত্তরঃ উপরের সবগুলো

৫৬। বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? উত্তরঃ ৬ টি [টস্পটগুলো হচ্ছে— উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল এবং নগরাঞ্চল।]

৫৭। ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি? উত্তরঃ ভারত

৫৮। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝঁকিতে অন্তর্ভুক্ত? উত্তরঃ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

৫৯। ই-গভর্নেন্স এর উদ্দেশ্য- উত্তরঃ সবগুলো

৬০। ‘কসমিক ইয়ার’-উত্তরঃ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

ইংরেজি অংশের সমাধানঃ-

৬১। Which is the feminine form of ‘Captain’? উত্তরঃ None of them

৬২। “All spoke in his favour”- here ‘all’ is? উত্তরঃ pronoun

৬৩। A doctor who treats eye diseases-উত্তরঃ ophthalmologist

৬৪। Fill in the gap with the correct form of the verb: “The Police ____ informed yesterday.” উত্তরঃ were

৬৫। Who is the author of “A Farewell To Arms” উত্তরঃ Ernest Hemingway

৬৬। A speech full of too many words is- উত্তরঃ A verbose speech

৬৭। What is the meaning of ‘soft soap’? উত্তরঃ flattery for self motives

৬৮। Which of the following words are dissimilar to the other three? উত্তরঃ Diphtheria

৬৯। Which one of the four below is most unlike the other three? উত্তরঃ Steady

৭০। Water is to Oxygen as salt to? উত্তরঃ Sodium

৭১। ‘Hold water’ means- উত্তরঃ bear examination

৭২। Trace the odd pair in the following-উত্তরঃ Teacher and student

৭৩। What is the synonym of ‘jovial’ উত্তরঃ A jolly

৭৪। What is the synonym of ‘emancipate’ উত্তরঃ set free

৭৫। “What are you so angry —— ?” the word in the gap is- উত্তরঃ about

৭৬। “There are ——- dangerous drivers.” the word in the gap. উত্তরঃ a lot of

৭৭। The phrase ‘Achilles Heel’ means? উত্তরঃ a weak point

৭৮। “Credit Tk 50 —– my account.” the word in the gap is- উত্তরঃ to

৭৯। An ordinance is? উত্তরঃ a law

৮০। Syntax means- উত্তরঃ sentence building

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।