বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি/কন্ট্রোল
অপারেটর নিয়োগ পরীক্ষা-২০২০
bbs Data Entry Operator Recruitment Question Bank 2020
পদের নামঃ- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পরীক্ষার তারিখঃ- ১৭-০১-২০২০
১)’জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ- কর্মধারায়
২)নিচের কোন বানানটি শুদ্ধ?(নিশিথিনী)
উত্তরঃ- নিশীথিনী
৩)Corrigendum শব্দের অর্থ কী?
উত্তরঃ- শুদ্ধিপত্র
৪)’মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তরঃ- নির্মলেন্দু গুণ
৫)’আকিল’ শব্দের অর্থ কী?
উত্তরঃ- কলুষিত
৬)’পাঠক’শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
উত্তরঃ- সংস্কৃত মূল
৭) ’সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’। চরণ দুটি কোন কবিতার অংশ?
উত্তরঃ- পরার্থে
৮) ’যা কষ্টে নিবারণ করা যায়’ এক বাক্যে সংকোচন কোনটি?
উত্তরঃ- দুর্নিবার
৯) নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
উত্তরঃ- মোমবাতি
১০) ’নৈসর্গিক’-এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ- কৃত্রিম
১১) ’অটবি’এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ- বন
১২) ’বৈরাগ্য সাধনে — সে আমার নয়’।
উত্তরঃ- মুক্তি
১৩) ’আপন’ শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ- আত্বীয়
১৪) কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?
উত্তরঃ- মৃত্যুক্ষুধা
১৫) মঙ্গলকাব্যের কবি নন কে?
উত্তরঃ- মানিক দত্ত
১৬) কোনগুলো স্পর্শ ধ্বনি?
উত্তরঃ- ক-ম
১৭) কোনটি তৎসম শব্দ?(কলম)
উত্তরঃ- চন্দন
১৮) বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে —
উত্তরঃ- ২০১০ সালে
১৯) নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? (ফলবান)
উত্তরঃ- শুভেচ্ছা
২০) ’চাক্ষুস’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ- অগোচর
২১) মার্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তরঃ- ৪ বছর
২২) বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ- ফ্রান্স
২৩) লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
উত্তরঃ- কালো
২৪) ইয়ং বেঙ্গল কী?
উত্তরঃ- ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
২৫) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ- সিসমোগ্রাফ
২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?
উত্তরঃ- স্পিকার
২৭) বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি?
উত্তরঃ- ময়মনসিংহ
২৮) নিচের কোনটি সঠিক?
উত্তরঃ- ১ KB = ১০২৪ বাইট
২৯) সোস্যাল নেটওয়ার্কিং সাইট Twitter কত সালে চালু হয়?
উত্তরঃ- ২০০৬
৩০) Oracle Corporation -এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- Lawrence J. Ellison
৩১) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে?
উত্তরঃ- ১৯৯৯
৩২) ’অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কে নির্মাণ করেন?
উত্তরঃ- সৈয়দ আব্দুল্লাহ খালিদ
৩৩) ইন্টারনেট প্রথম চালু হয় —
উত্তরঃ- ১৯৬৯ সালে
৩৪) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক । এক কর্ণের দৈর্ঘ্য হবে?
৩৫) ABCD সামান্তরিক B কোণ ১০০% হলে C কোণের মান কত?
উত্তরঃ- ৮০%
৩৬) ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
উত্তরঃ- ১০%
৩৭) a(a + b), a2(a –b)এর গ,সা,গু কত?
উত্তরঃ- a
৩৮) ২৫৩ কোণকে কী কোণ বলে ?
উত্তরঃ- প্রবৃদ্ধকোণ
৩৯) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ ?
উত্তরঃ- ৪ গুণ
৪০) (a + b) = 7 এবং ab =10 হলে (a – b) = ?
উত্তরঃ- 3
৪১) একটি সমকোণী ত্রিভুজের ২টি কোণের সমষ্টি ১৭০ হলে অপর কোণটির মান কত?
উত্তরঃ- ১০
৪২) (a + b) = 3, (a – b) = 2 হলে ab =?
৪৩) যদি x4 – 2×2 + 1 =0 হয়, তবে x এর মান কত?
উত্তরঃ- 1
৪৪) একটি সংখ্যার তিনগুনের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত?
উত্তরঃ- ১৮
৪৫) ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে। তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উত্তরঃ- ৬ দিন
৪৬) (x2)3 কে x3 দ্বরা গুণ করলে কত হবে?
উত্তরঃ- X9
৪৭) ০.১ * ০.০১ = কত?
উত্তরঃ- ০.০০১
৪৮) ৩ : ৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৫৬ হলে, সংখা দুটির অন্তর কত?
উত্তরঃ- ১৪
৫০) ‘Do or die’ is a —
উত্তরঃ- Compound sentence
৫১) He leads most unhappy life.
৫২) the correct translation of ‘ সে অংকে কাচা’ is —
উত্তরঃ- He is weak in mathematics.
৫৩) Verb of the word ‘false’ is —
উত্তরঃ- falsify
৫৪) The correct passive form of ‘You must shut these doors’ is —
উত্তরঃ- these doors must be shut.
৫৫) You said to me, ‘you are right’. Indirect form is —
উত্তরঃ- You told me that I was right.
৫৬)If I …….. rich, I would travel around the world.
উত্তরঃ- were
৫৭) ‘If winter comes, can spring be far behind?’ — these lines were written by —
উত্তরঃ- P. B Shelley
৫৮) ‘Arms and the Man’s is written by —
উত্তরঃ- G. B Shaw
৫৯) the word ‘Precedence’ means —
উত্তরঃ- priority
৬০) She told me her name after she —
উত্তরঃ- lad left
৬১) Choose the correct sentence—
উত্তরঃ- The train is running on time
৬২) Choose the antonym of ‘myriad’ —
উত্তরঃ- limited
৬৩) ‘Run into debt’ is —
উত্তরঃ- idiom
৬৪) The team is — eleven players.
উত্তরঃ- made up of
৬৫) Julia has been ill — three months.
উত্তরঃ- for
৬৬) I am not bad — tennis.
উত্তরঃ- at
৬৭) ‘A speech full of too many words’ is —
উত্তরঃ- a verbose speech
৬৮) Find out the correct translation — ‘সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে’ —
উত্তরঃ- It has been drizzling since morning
৬৯)The correct spelling is —
উত্তরঃ- Humorous
৭০) ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
উত্তরঃ- রেসকোর্স ময়দানে
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১৬
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সামধান-২০২০
- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)চেইনম্যান পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২১
- বিগত সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।