ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
384

ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাব সহকারী পদে নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

প্রতিষ্ঠানের নামঃ  ঔষধ প্রশাসন অধিদপ্তর

পদের নামঃ- হিসাব সহকারী

পরীক্ষার তারিখঃ- 01 October 2021

বাংলা অংশের সমাধানঃ

১। সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) নদ্যম্বু = নদী + অম্বু

(খ) কথোপকথন = কথা+উপকথন

(গ) কিন্নর = কিম্+নর

(ঘ) নিশ্চিদ্র নিঃ + ছিদ্ৰ

(ঙ) প্রত্যুষ প্রতি + উষ

২। কারক ও বিভক্তি নির্ণয় করুন।

(ক) বাবা বাড়িতে’ আছেন। উত্তরঃ অধিকরণে ৭মী

(খ) ‘ফুলের গন্ধে ঘুম আসে না। উত্তরঃ কর্মে ষষ্ঠী

(গ) ‘ছাদ হতে’ নদী দেখা যায়। উত্তরঃ অধিকরণে পঞ্চমী

(ঘ) ‘শিক্ষককে’ জানাও। উত্তরঃ কর্মে ২য়া

(ঙ) এ ‘কলমে’ ভালো লেখা হয়। উত্তরঃ করণে ৭মী

৩। নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন।

(ক) ভরাডুবি = সর্বনাশ [করোনার কারণের অনেকের ব্যবসায় ভরাডুবি হয়েছে]

(খ) ভিটায় ঘুঘু চড়ানো = সর্বনাশ করা [সামান্য প্রজা হয়ে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ, ঠিক আছে, তোমার ভিটায় ঘুঘু চড়াবো দেখো]

(গ) কুয়োর ব্যাঙ = সংকীর্ণমনা লোক [আমাদের সমাজে সুমনের মত কুয়োর ব্যাঙ এর অভাব নেই]

(ঘ) ঠোঁট কাটা = স্পষ্টবাদী [ সমাজে ঠোঁট কাটা লোকের কদর নেই বললেই

(ঙ) গায়ে পড়া = অযাচিত ঘনিষ্ঠতা[আপনার সুখের সময় অনেকেই গায়ে পড়া শুরু করে] চলে]

৪। সংক্ষেপে উত্তর লিখুন।

(ক) ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কী? উত্তরঃ প্রত্যয়

(খ) ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ? উত্তরঃ বর্মী

(গ) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরঃ ধ্বনি

(ঘ) ‘গাবর গণেশ’ বাগধারার অর্থ কী? উত্তরঃ নিরেট মূর্খ

(ঙ) ‘বঙ্গভাষা’ কবিতার রচয়িতা কে? উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

ইংরেজি অংশের সমাধানঃ

  1. Transform the following sentences as directed in the brackets.

(a) A Child like only sweets (Negative). উত্তরঃ A child likes none but sweets.

(b) He was sincere to his duties (Interrogative). উত্তরঃ was he sincere to his duties?

(c) You should never tell a lie ( Imperative). উত্তরঃ Never tell a lie.

(d) I helped a meritorious boy (Complex). উত্তরঃ I helped a boy who was meritorious.

(e) He is so weak that he cannot walk (Simple). উত্তরঃ He is too weak to walk.

  1. Write appropriate prepositions.

(a) He was excluded the list. উত্তরঃ from

(b) The thief entered the room. উত্তরঃ into

(c) The old man died … COVID-19. উত্তরঃ of

(d) I have no desire riches. উত্তরঃ for

(e) The principle is beset ———— flatterers. উত্তরঃ by

  1. Write the meaning of the following idioms and phrases.

(a) At dead of nights. উত্তরঃ গভীর রাতে (মাঝ রাতে)

(b) A slow coach. উত্তরঃ অলস

(c) A far cry উত্তরঃ বিশাল ব্যবধান বা পার্থক্য

(d) All and sundry. উত্তরঃ সমগ্রভাবে ও পৃথক পৃথক ভাবে

(e) Bring to book উত্তরঃ তিরস্কার করা

৮. Translate into English.

(ক) বাবা গতকাল সন্ধ্যায় বাড়ি এসেছেন। উত্তরঃ Father came home yesterday.

(খ) আমি কখনও হিমালয় দেখিনি। উত্তরঃ I have never seen the Himalaya.

(গ) আকাশ মেঘলা। উত্তরঃ The sky is cloudy.

(ঘ) আষাঢ়ে বৃষ্টি হয়। উত্তরঃ It rains in Aashar.

(ঙ) দয়া করে আমাকে মাফ করুন। উত্তরঃ Please forgive me.

গণিত অংশের সমাধানঃ

৯. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সে.মি পুরু হলে, চার দেওয়ালের আয়তন কত?

উত্তরঃ ৭.০২ ঘনমিটার

১০. একই হার মুনাফায় কোনা েমূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?

উত্তরঃ মূলধন ৬২৫০ টাকা

১১। উৎপাদকে বিশ্লেষণ কর।

(i) a3-a2-10a-8 উত্তরঃ (a-4) (a+1) (a+2)

(ii) 3×2-x-14 উত্তরঃ ( 3x-7 )(x+2)

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

১। ঐতিহাসিক ৬ দফা দাবি কোথায় পেশ করা হয়? উত্তরঃ লাহোরে [পকিস্তান]

২। বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার নূন্যতম বয়স কত? উত্তরঃ ২৫ বছর

৩। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? উত্তরঃ বাংলাদেশ ব্যাংক [Bangladesh Bank]

৪। অলিম্পিকের আয়োজক সংস্থার নাম কী? উত্তরঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি [IOC =International Olympic Committee]

৫। সৌর মন্ডলের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? উত্তরঃ বুধ

৬। OPEC এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ ভিয়েনা [অস্ট্রিয়া]

৭। ওয়ারি বটেশ্বর কিসের জন্য বিখ্যাত? উত্তরঃ একটি প্রত্নতাত্ত্বিক স্থান

৮। মুজিববর্ষের ব্যাপ্তিকাল কী? উত্তরঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর

৯। DND বাঁধ কোন শহর রক্ষার জন্য তৈরি করা হয়েছিল? উত্তরঃ ঢাকা [DND= ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা]

১০। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থাগড়ে [বগুড়া]

১১। মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত? উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান[ঢাকা]

১২। বৈদ্যুতিক ক্ষমতার একক কী? উত্তরঃ ওয়াট

১৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কত তারিখে মহাকাশে উৎক্ষেপন করা হয়? উত্তরঃ ২০১৮ সালের ১২ মে

১৪। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? উত্তরঃ দক্ষিণ আমেরিকায়

১৫। DGDA এর পূর্ণরুপ লিখুন। উত্তরঃ Directorate General of Drug Administration

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।